জেনারেল পোস্ট- ঈর্ষা আর পরশ্রীকাতরতা যখন বিষের ছোবল || written by@maksudakar ||

in আমার বাংলা ব্লগ9 months ago

আসসালামু আলাইকুম

ঈর্ষা আর পরশ্রীকাতরতা যখন বিষের ছোবল

শুভ সকাল ভালোবাসার আমার বাংলা ব্লগ কমিউনিটি পরিবার। আশা করি সবাই বেশ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ আছি। তবে বুকের মধ্যে অনেক ঠান্ডা। সে যাই হোক আজ আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। চেষ্টা করি প্রতিনিয়ত আপনাদের মাঝে নতুন নতুন কোন বিষয় নিয়ে উপস্থিত হতে। যাতে করে আমার লেখাগুলো পড়ে আপনাদের মনে কিছুটা হলেও ভালো লাগা কাজ করে। আমার লেখা গুলো আপনাদের কেমন লাগে তা জানার অপেক্ষায় রইলাম।

পৃথিবীতে সৃষ্টির সেরা জীব হলো মানুষ। আল্লাহ পাক একমাত্র মানব জাতিকেই বিবেক বুদ্ধি দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আর এই বিবেক বুদ্ধিকে কাজে লাগিয়েই কিন্তু মানুষ তার জীবন কে সুন্দর করে পরিচালনা করতে পারে। জীবনে সুস্থ সুন্দর করে চলতে প্রয়োজন একজন ভালো এবং বিবেক সম্পন্ন মানুষ। কিন্তু আমাদের সমাজে আজকাল যেন এই মানুষ গুলোর সংখ্যা কমে যাচেছ। সমাজে উপকারি মানুষের চেয়ে হিংসাত্বক মানুষগুলোর সংখ্যা বেড়ে যাচেছ। আর যার কারনে কমে যাচেছ ভালোবাসা এবং ভ্রাতৃত্ববোধ। আজ আমি তেমনি একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি আমার আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে।

violence-against-women-1169348_1280.jpg

source

পৃথিবীতে যোগ্য লোকের অভাব নেই। আর একজন মানুষ বেশ কষ্ট করে জীবনে সফলতা অর্জন করে। আর এই সফলতার সিঁড়ি বেয়ে উঠতে মানুষটি কে সইতে হয় অজস্র কষ্ট। অথচ মানুষটি যখন সফলতার স্বর্ণ শিখরে পৌঁছে যায় তখন আশেপাশের মানুষগুলো তা সহজে মেনে নিতে পারে না। তখন সফলতা যেন হিংসাত্মাক মানুষগুলোর মনের ভিতর আগুন জ্বালিয়ে দেয়। তখনই তারা উঠে পড়ে লাগে কি করে সেই সফল ব্যক্তিটিকে টেনে হেঁচড়ে নিচে নামানো যায়। আর কি করেই বা তার সফলতার পথ কে কাঁটা দিয়ে বাধঁ দেওয়া যায়। কিন্তু কেন? কেন এমন হতে হবে? যার যার যোগ্যতায় সে ভালো আছে তাতে তোমার কি? তোমার যোগ্যতা থাকলে তুমিও ভালো কিছু করে দেখাও।

সমাজে আজকাল যেন অন্যের ভালো দেখতে না পারা হিংসুকের সংখ্যা বেড়ে গেছে। কি পরিবার, কি সমাজ। সব জায়গায় এখন এই ব্যাধিটি ভাইরাসের মত করে ছড়িয়ে গেছে। আর এই ভাইরাস ছড়িয়ে দিয়ে সমাজ আর পরিবার কে করে তোলা হচেছ বিষাক্ত। ঈর্ষার কারনে আজ যৌথ পরিবার গুলো ভেঙ্গে যাচেছ। স্বার্থের কারনে পরিবারের একজন আর একজন কে পর করে দিচেছ। এমন কি নিজের স্বার্থ দেখতে গিয়ে নিজ রক্ত কেও ঠকাতে পিছ পা হয় না আজকাল হিংসাত্বক মানুষ গুলো।

এদিকে একজনের ঈর্ষার কারনে ক্ষতির মুখে পড়তে হচ্ছে অন্য একজন কে। ভালোবাসা গুলো আজকাল মেকি হয়ে যাচেছ। এখন মানুষ শুধু অন্যের ভালো করার চেয়ে ক্ষতির চিন্তাটাই করে বেশি। অন্যের ভালো দেখতে না পারা মানুষ গুলো কেন জানি ক্ষতি করার জন্য সারাক্ষন ফাঁদ পেতে রাখে। সমাজে কিছু খারাপ মানুষ আছে যারা অন্যের ভালো দেখলে বা সুখের সংসার দেখলে কেন জানি নিজেকে ঠিক রাখতে পারে না। তখনই তারা উঠে পড়ে লাগে কি করে সেই পরিবার কে ধ্বংস করা যায়? কি করে অন্যের সুখের সংসারে আগুন লাগানো যায়। আর লক্ষ্য করলে দেখা যাবে যে এরা কিন্তু দুরের কেউ নয়। এরা আমাদের আপন মানুষ গুলোই। যারা আমাদের খেয়ে আমাদের ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগে।

আপনি কাউকে বিশ্বাস করে অনেক ভালোবেসে দেখুন। তার জন্য আপনার জীবনের সোনালী সময় গুলো আজ আপনি অকাতরে বিলিয়ে দিচ্ছেন? তার জন্য নিজের জীবন কে কম প্রাধান্য দিচ্ছেন? তার জন্য নিজে না খেয়ে ভালো খাওয়ার আয়োজন করছেন? জীবনের কঠিন দিনগুলোতেই তাদের আপনি পাশে পাবেন না। আপনার ভালো দেখলে তারাই আপনার ক্ষতির জন্য উঠে পড়ে লাগবে।ভুলে যাবে অতীত কে। আর ভুলে যাবে তাদের জীবনে আপনার অবদান। জীবনের চরম কষ্টের মূহূর্তে তখন আর তাদের কে হারিকেন দিয়ে খুঁজে পাবেন না। আর ভালোবাসা নামক কঠিন শব্দটিও কিন্তু তখন মেঘের আধাঁরে মুৃখ লুকাবে। কি বিশ্বাস হচেছ না? তাহলে আমার তো আর কিছুই করার নেই।

আজকাল মনে হয় ভালোবাসার কোন মূল্য নেই। চারদিকে শুধুই অভিনয়। যে যত বড় অভিনেত্রী সেই পৃথিবীতে সবচেয়ে বেশী সুখী মানুষ। আসলে কোথায় যেন শুনেছিলাম- ”পৃথিবীটা একটি নাট্যশালা, এখানে মহান আল্লাহ ডাইরেক্টর, আর আমরা হলাম অভিনেত্রী”। যার ফলাফল আখেরাতে দেওয়া হবে। আজকাল যেন বিশ্বাসটাই উঠে যাচেছ। কে যে ক্ষতি করার জন্য বসে আসে? এখন মনে হয় ভালো থাকাও একটি যন্ত্রণা। কারন আমার ভালো থাকা গুলোও আজকাল অন্যের ক্ষতির কারন। আর ভালো থাকা দেখলেই যেন সবাই ডিটেকটিভ হয়ে যায়। কিভাবে ভালো থাকলাম সেটাই গোয়েন্দা গিরি করে বের করতে হবে চারপাশের মানুষগুলো কে।

আর অন্যের এমন ঈর্ষা এবং পরশ্রীকাতরতার জন্যই আমরা অনেক সময় পিছিয়ে পড়ি আমাদের জীবনের সফলতার আকাশ ছোঁয়ার স্বপ্ন হতে। অন্যের ভালো দেখে যাদের গা চুলকায় তাদের থেকে আমাদের দূরে থাকতে হবে। দূরে থাকতে হবে আমাদের কে পরশ্রীকাতরতার ভাইরাসে আক্রান্তা সমাজের হাতছানি থেকে। তাহলেই হয়তো আমরা ভালো থাকত পারবো। পারবো নিজেদের স্বপ্ন ছুঁতে।

আজ এখানেই শেষ করছি। আবার আসবো নতুন কোন পোস্ট নিয়ে নতুন ভাবে আপনাদের কাছে। কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের ব্লগটি ? আপনাদের মূল্যবান মন্তব্যের আশায় রইলাম। সবাই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।

❤️ধন্যবাদ সকলকে❤️

image.png

Add a heading (1).png

image.png

image.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 9 months ago 

এটা কিন্তু সত্যি সকল সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ। কিন্তু মানুষ তাদের বিবেক বুদ্ধিকে অন্য কাজে ব্যবহার করে এখন। সবার মধ্যে হিংসা অহংকার অনেক বেশি হয়ে গিয়েছে। একে অপরের প্রতি ঈর্ষাটা অনেক বেশি বেড়েছে। আপনি আজকে অনেক সুন্দর একটা টপিক তুলে ধরেছেন। আপনার লেখা পোস্টটা পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে। এই সবকিছু তুলে ধরার কারণে একটু বেশি ভালো লাগলো।

 9 months ago 

কি করবো বলেন তো আপু। চোখের সামনে এত সব দেখে কি আর চুপ করে থাকা যায়? তাই তো লিখনির মাধ্যমে মনের জ্বালা মিটালাম। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 9 months ago 

আজকে বেশ সুন্দর একটি টপিক্স নিয়ে লিখেছেন আপু। বর্তমান সমাজে আসলে কেউ কারো ভালো দেখতে পারে না। এমন হচ্ছে যে আমরা যে মানুষটাকে সাহায্য করছি সেই মানুষটা একদিন আমাদের ক্ষতির কারণ হয়ে যাচ্ছে। সত্যি বলেছেন আপু বর্তমানে ভালোবাসা গুলো বড্ড রংহীন। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 9 months ago 

সত্যিকারের অর্থে আজকাল কোথাও ভালোবাসা পাইনা।যা আছে সব মেকি। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 9 months ago 

আপনি আজকে বেশ দারুন একটি টপিক নিয়ে আমাদের মাঝে আলোচনা করেছেন। আসলেই তো সবাইকে ভাবা উচিত যে অন্যের পিছনে লেগে কি হবে। সে যেভাবেই সফল হোক না কেন সেটা তো তার বিষয় তার বিষয় নিয়ে আমি কেন মাথা থামাতে যাব। আর হ্যাঁ যদি সে দুর্নীতি করে সফল হওয়ার চেষ্টা করে তাহলে তাকে বোঝানো উচিত। কিন্তু যে নিজের পরিশ্রম করে সফল হওয়ার চেষ্টা করছে তাকে পিছন থেকে টেনে না ধরে তাকে আরো সাহায্য করা উচিত। আসলেই দুর্নীতির কারণেই আমরা অনেক দিক থেকে পিছিয়ে আছি। সবাই যদি দুর্নীতি করে সামনে এগোতে চাই তাহলে কাকে বিশ্বাস করবো আর কাকে ধরেই বা আমরা এগিয়ে যাব। যাইহোক ধন্যবাদ আপনাকে এই সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 9 months ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

 9 months ago (edited)

আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি টপিক্স নিয়ে লেখার জন্য। কথাগুলো আপনি অনেক সুন্দর ভাবে তুলে ধরেছেন। বর্তমানে যে, ভাইরাসগুলো সমাজে প্রচলিত সে সম্পর্কে আপনি তুলে ধরেছেন। ধন্যবাদ আপু আপনাকে। আমার কাছে আপনার প্রতিটা ব্লগ অসাধারণ লাগে। আপনার ব্লগগুলো পড়লে কোথায় যেন একটা মায়ায় পড়ে যাই। দোয়া করি আপু আপনার জন্য আরও ভালো ভালো ব্লগ যেন আপনি আমাদের মাঝে শেয়ার করতে পারেন । শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 9 months ago 

হুম শুধু দোয়া করলে হবে না। তোমাকেও ভালো কাজ করতে হবে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 9 months ago 

আপনাকেও ধন্যবাদ আপু এত সুন্দর করে একটু মন্তব্য করার জন্য। দোয়া করবেন আমার জন্য। আমিও চেষ্টা করে যাচ্ছি আপনাদের মত করে কাজ করতে। তবে, আমি আশা করি আপনারা সবাই আমরা পাশে থাকবে।

Posted using SteemPro Mobile

 9 months ago 

আপু প্রথমেই আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এরকম সুন্দর একটা টপিক নিয়ে আজকে আলোচনা করার জন্য। এখন আমাদের আশেপাশের প্রত্যেকটা মানুষ হিংসা, ঈর্ষা এসব নিয়ে বেঁচে রয়েছে। যার কারণে প্রত্যেকের জীবনটা একেবারে অন্যরকম হয়ে গিয়েছে। আমরা যদি এই সব কিছুকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাই, তাহলে আমাদের জীবনে সফলতা আসবে।

 9 months ago 

আর আশে পাশের মানুষ গুলোর হিংসাত্বক মনোভাব যেন আমাদের কে গ্রাস করে দিচেছ। ধন্যবাদ ‍সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 9 months ago (edited)

খুব ভালো লাগলো আপু আপনার ব্লগটি পড়ে। বর্তমানে মানুষের ভালবাসার দিকটা কমে গেছে, কিন্তু হিংসা বিদ্বেষ বেড়ে গিয়েছে। সবাই নিজের আমিত্ব নিয়েই চলছে এবং নিজেকে কিভাবে বড় করে দেখানো যায় সেদিকে নজর দিচ্ছে। আবার নিজেকে সফলতার ঊর্ধ্বে নেয়ার জন্য অন্যকে নিচে নামিয়ে দিতেও তারা দ্বিধাবোধ করে না।বুঝের অমিল হলেই আপনত্বকে ও তারা দূরে ঠেলে দেয়।কি বলবো আপু এরকম সমাজে এখন অনেক রয়েছে। ধন্যবাদ বাস্তবিক ও মনের কথা গুলো তুলে ধরার জন্য। ভালো থাকবেন শুভকামনা রইল আপনার জন্য।

 9 months ago 

অনেক সুন্দর এবং মূল্যবান একটি মন্তব্য করেছেন আপনি। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 9 months ago 

খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করেছেন আপু। আমাদের সমাজে এমন ঘটনা অহরহ দেখা যাচ্ছে। কেউ ভালো ইনকাম করলে,ভালোভাবে চলাফেরা করলে আশেপাশের মানুষজন হিংসায় জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। কিন্তু যে লোকটা সফল হয়েছে, সে কতোটা সংগ্রাম এবং পরিশ্রম করে সফল হয়েছে, তারা সেটা ভাবে না। এইসব মানুষগুলো সফল মানুষদের ক্ষতি করার জন্য উঠেপড়ে লাগে। এমন মানুষেরা সমাজের জন্য খুব ক্ষতিকারক। এইসব মানুষেরা প্রচুর অলস,আর সারাক্ষণ শয়তানী বুদ্ধি করতে থাকে। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 9 months ago (edited)

আপনার মত করে আমিও চাই সবার শুভ বুদ্ধির উদয় হোক। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 9 months ago 

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 66785.43
ETH 3494.10
USDT 1.00
SBD 2.83