পরিবারের নতুন অতিথির জন্য রইল অনেক অনেক শুভ কামনা
কেমন আছেন সবাই? আশা করবো যে যেখানে থাকেন না কেন বেশ ভালোই আছেন। ভালো বা মন্দ যেমনই থাকি না কেন পৃথিবীতে চলে যেতে হচ্ছে আমাদের কে। যদিও দিনের পর দিন পৃথিবী তার রূপ পরিবর্তন করছে , আর সেই সাথে পরিবর্তন হচ্ছে মানুষের জীবন।মানুষ এক জায়গায় থেমে থাকে পারনা ।তাকে প্রতিনিয়ত ভাগ্যের পরিহাসের কাছে মাথা নত করে এগিয়ে যেতে হয় প্রতিটি মানুষ কে।কারন জীবন থেমে থাকার নয়। জীবন চলছে তার নিজের গতিতে। সময়ের সাথে তাল মিলিয়ে।
আমি @maksudakawsar, বাংলাদেশ হতে আপনাদের সাথে যুক্ত আছি। আমি আমার বাংলা ব্লগের একজন নিয়মিত ইউজার। ব্যস্ততার মাঝেও চেষ্টা করে যাচ্ছি আপনাদের সাথে যুক্ত থাকার। আর নিজের একটিভিটিস ধরে রাখার। কারন দিন শেষে তো নিজের কাজের হিসাব নিজেকেই করতে হবে। প্রতিদিনের মত করে আজও চলে আসলাম নিজের একটি লেখা শেয়ার করার জন্য। হয়েতো আমি আপনাদের মত এত ক্রেয়েটিভ মানুষ নয়। তবুও নিজের যতটুকু মেধা আছে তাই নিয়েই এগিয়ে যেতে চাই। যদি আপনাদের দোয়া পাই।
পৃথিবীতে একজন বাবা মায়ের জন্য সবচেয়ে সুখের সময় হলো সন্তানের হাসি মাখা মুখখানা একবার দেখা। আর একজন সন্তান পৃথিবীতে আনতে প্রতিটি বাবা মায়েরই সমান ভূমিকা রয়েছে। তাই তো নতুন কোন সন্তান পৃথিবীতে পা রাখার সাথে সাথে সবচেয়ে বেশী খুশি হন সন্তানের পিতামাতা। যেমনটি আজ হয়েছেন আমাদের সবার প্রিয় @rme দাদা আর তনুজা বৌদি। আজ সকালেই ডিসকোর্ড চ্যানেলে দেখলাম এমন একটি সুখের খবর। পরবর্তীতে দাদার একটি পোস্ট পড়ে বিষয়টি নিশ্চিত হলাম। আর সবার মত নিজের ভিতরেও কেমন যেন আনন্দ উপভোগ করলাম। ভাবলাম যাক শত ব্যস্ততার মাঝে এ যেন এক বিশাল খবর। অনুভব করার চেষ্টা করলাম দাদা বৌদি আর দাদার সমস্ত পরিবারের মানুষগুলোর আনন্দের সময়টুকু।
আজ সকাল ৯ টা ৪২ মিনিটে দাদা আর বৌদির দ্বিতীয় পুত্র সন্তান, আমাদের টিনটিনের ছোট ভাই প্রথম পৃথিবীতে পা রেখেছে। দাদার পোস্ট পড়ে যতটুকু জানলাম যে বৌদি এবং আমাদের আদরের সোনামনি বেশ ভালোই আছেন। দাদার ফটোগ্রাফি দেখেই বোঝা যাচেছ যে নতুন অতিথি দাদার মনের মতই হয়েছে। আবার জানলাম যে গোলটুর ভাইয়ের চেহারা অবিকল ছোটবেলাকার গোলটুর মতোই নাকি হয়েছে । লম্বা হয়েছে বেশ, খাঁড়া নাক, আর মাথায় বেশ চুল হয়েছে নাকি। সব কিছু জেনে নিজের মধ্যে কেমন যেন আনন্দ অনুভূত হচ্ছে।
এমন এক খুশির খবর শুনে কি করে আর দাদা বউদিকে অভিনন্দন না জানিয়ে পারা যায়? তাই তো বসে গেলাম প্রিয় দাদা বউদি আর নতুন বাবু কে অভিনন্দন জানাতে। আশা করবো দাদার ঘর আলোকিত করে আশা নতুন বাবুর নতুন জীবন বেশ সুন্দর এবং সুস্থতার সাথে পাড় হবে। আর নতুন বাবু কে নিয়ে দাদা এবং বউদির আগামী কাটুন আনন্দ নিয়ে। তাছাড়া নতুন বাবু কেও জানাই ফুপ্পির তরফ থেকে অভিনন্দন আর শুভেচ্ছা। নতুন পৃথিবী বাবুর জন্য হয়ে উঠুক সুন্দর এবং আনন্দময় । আর ভালো থাকুক পুরো পরিবার।
শেষ কথা
শেষ কথা
জানিনা কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের পোস্ট। তবে ভালো লাগলে আমার ও ভালো লাগবে। ভালো থাকেন, সুস্থ থাকেন।
ধন্যবাদ সকলকে
আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।
এটা আমাদের সকলের জন্য অনেক অনেক খুশির সংবাদ। আমি অত্যন্ত খুশি হয়েছি তা তার দ্বিতীয় সন্তান হওয়ার কথা শুনে। অবিরাম ভালোবাসা রইলো এবং দোয়া রইল।
ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।
প্রথমে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা জানাই বাবুটার জন্য। অনেক অনেক দোয়া থাকবে মন থেকে দাদার দুই সন্তানের প্রতি। তারা যেন মানুষের মত মানুষ হতে পারে সুস্থ অবস্থায় বড় হতে পারে সেই দোয়া রইল।
ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য।
আমাদের পরিবারে নতুন অতিথির আগমন আমাদের জন্য অনেক সৌভাগ্য নিয়ে আসছে আমি নিশ্চিত। আপনি এত সুন্দর করে আমাদের নতুন অতিথিকে বরণ করে নিলেন দেখে ভীষণ ভালো লাগছে। নতুন অতিথি আমাদের ঘরের ছেলে হয়ে উঠতে চলেছে। তাকে নিয়েই শুরু হলো আমাদের পথচলা। সবদিক থেকে সে আমাদের মধ্যে আপনজন হয়ে উঠবে ধীরে ধীরে। আপনার পোস্ট ভীষণ ভালো লাগলো। ছোট টিনটিনের জন্য অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল।
ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।
দাদার এক নতুন সন্তান পৃথিবীতে আসা উপলক্ষে আমরা সকলেই অনেক বেশি খুশি। টিনটিন বাবুর একজন নতুন ভাই হয়ে গেল, এটা আসলেই একটি আনন্দের ব্যাপার। দাদার পুরো পরিবারের জন্য দোয়া ও ভালোবাসা রইলো।তারা যেন সব সময় সুস্থ থাকতে পারেন।
ধন্যবাদ মন্তব্য করে উৎসাহিত করার জন্য।
জুনিয়র টিনটিন পৃথিবীতে এসেছে বলে,সিনিয়র টিনটিন সবচেয়ে বেশি খুশি হয়েছে। কারণ সিনিয়র টিনটিন খেলাধুলা করার একজন সঙ্গী পেলো। জুনিয়র টিনটিন মাশাল্লাহ বেশ লম্বা চওড়া হয়েছে এবং তার নাক অনেক খাঁড়া হয়েছে। জুনিয়র টিনটিন এর জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইলো। যাইহোক সময়োপযোগী একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
একদম তাই ভাইয়া। যাই হোক সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আমাদের প্রিয় দাদা আর বৌদির কুল জুড়ে এসেছে আর একজন রাজপুত্র। আর এমন একটি বিষয়ে দাদার পরিবার কে শুভ্ছো জানিয়ে আপনি বেশ সুন্দর করে আপনার অনুভূতিগুলো আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার অনুভূতি গুলো পড়ে আমার কাছেও বেশ ভালো লাগলো আপু।
অনেক অনেক ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।