স্বরচিত কবিতা: কষ্টের আকাশ। || Original Poetry by @maksudakawsar||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম

স্বরচিত কবিতা-কষ্টের আকাশ

background-7012646_1280.jpg

Source

কবিতার পটুভূমি

❤️শুভ সকাল ভালোবাসার আমার বাংলা ব্লগ কমিউনিটি পরিবার ❤️। সকলের সুস্থ্যতা কামনা করেই আজ আবার শুরু করছি আমার আজকের ব্লগ। জীবন বিচিত্র। আর বিচিত্র এ জীবনে আমরা যে কত মানুষের সাথে পরিচিত হই তার শেষ নেই। চলার পথে প্রতিনিয়ত আমাদের মানুষের সাথে উঠা বসা করতে হয়। কিন্তু এসব মানুষর মধ্যে কেউ সুখী তো কেউ দুঃখী। সুখ আর দুঃখ নিয়েই আমাদের চলতে হয় চিরজীবন ভর। কারন জীবন যেমনই হোক না কেন বাঁচতে তো হবে। তাই না?

😂পৃুথবীতে কিন্তু কেউই চির সুখী নয়। সুখ আর দুঃখ নিয়ে আমাদের বসবাস। কিন্তু আমাদের মাঝে এমন অনেক মানুষ আছে যারা নিজের সুখ কে অন্যের মাঝে বিলিয়ে দিয়ে সুখ খোজেঁ পায়। পায় আনন্দ। নিজের দুঃখগুলো কে ভুলে যায় অকাতরে। সবার কাছেই যেন সে একজন সুখী মানুষ। অন্যের সুখের জন্য সে নিজের দুঃখ গুলো কে ভুলে যায় নিমিষে। আর নিজের দুঃখগুলো কে ভুলে যাওয়ার জন্য বেছে নেয় রাত্রির নির্জনতা। বন্ধুত্ব করে চোখের অশ্রুর সাথে। তার কষ্টের আকাশে সে নিজেই রাজা। আর তাই তো আজ আমি কষ্টের আকাশ নিয়ে একটি কবিতা শেয়র করার চেষ্টা করলাম। আশা করি আমার আজকের কবিতাটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে😂।

image.png

স্ব-রচিত কবিতা- কষ্টের আকাশ

অশ্রু ভাসে চোখের কোনে
বেদনার নীল আকাশে
মনের শত কষ্ট গুলো
হৃদয় কোনে জমাট বাধেঁ ।।

মনের ভিতর আকাশ গড়ে
মেঘের মত কষ্ট জমে
কালো মেঘের ভেলায় চড়ে
কষ্ট গুলো ঘুরে ফেরে।।

বুকের মাঝে কষ্ট নিয়ে
সদাই চড়ে লোকালয়ে
হাসি মুখের অভিনয়ে
কষ্টগুলো দুমড়ে মরে।।

অন্যের সু্খের জীবন গড়ে
নিজের শত ব্যথার মাঝে
নিজের দুঃখে নিজে কাঁদে
সবাই তাকে সুখী ভাবে।।

সুখের রানী নয়তো গো সে
দুঃখ যে তার সদাই থাকে
হাটে মাঠে সবার মাঝে
সুখ টাকে সে দেয় বিলিয়ে।।

কষ্টগুলো বৃষ্টি হয়ে
আধাঁর রাতে ঝড়ে পড়ে
জোছনা রাতের আলো তখন
সঙ্গী হয়ে পাশেই থাকে।।

পরের কাছে দুঃখ বলে
নেই কো লাভ এই ধরাতে
দুঃখ গুলো পুজিঁ করে
হাসবে সবাই তোমায় নিয়ে ।।

আজ আর নয়। আবার আসবো নতুন কোন পোস্ট নিয়ে নতুন ভাবে আপনাদের কাছে। সে পর্যন্ত সকলেই ভারো থাকবেন। আর ও হে কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের ব্লগটি ? আপনাদের মূল্যবান মন্তব্যের আশায় রইলাম। সবাই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।

❤️ধন্যবাদ সকলকে❤️

image.png

Add a heading (1).png

image.png

image.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

আপনি অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন। আপনার লেখা কষ্টের আকাশ কবিতাটা আমার কাছে খুব ভালো লেগেছে। কষ্টের আকাশ কবিতাটা অনেক সুন্দর করে লিখেছেন। প্রত্যেকটা লাইন অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখেছেন দেখে খুব ভালো লেগেছে। আমি কবিতা লিখতে খুবই পছন্দ করি, আর তেমনি কবিতা পড়তেও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনার কবিতা কিন্তু অনেক সুন্দর হয়।

 last year 

চেষ্টা করেছি ভাইয়া আপনাদের জন্য মনের মত করে একটি কবিতা লেখার। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

আপু আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতাটি আমার কাছে বেশ ভালো লেগেছে। কবিতা পড়তে গিয়ে আমার গায়ের লোম খাড়া হয়ে গিয়েছিল আপু। মনে হচ্ছে কবিতাটা বাস্তব জীবনের সাথে কিছুটা মিল রয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

কি বলেন ভাইয়া তাহলে পড়ে আপনার গায়ের লোম আবার বসলো কিভাবে? ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

আমার খুব ভালো লাগে কবিতা পড়তে। সেজন্যই তো আমি কবিতাগুলো খুব মনোযোগ দিয়ে এবং উপভোগ করে পড়ে থাকি। আজকে আপনি কষ্টের আকাশ নিয়ে কবিতাটা লিখেছেন দেখে ভালো লেগেছে আপু। এই প্ল্যাটফর্মের সবাই এখন অনেক সুন্দর সুন্দর কবিতা লিখছে যেগুলো পড়তেও খুব ভালো লাগছে। ভিন্ন রকমের অনুভূতি দিয়ে কবিতা লেখা হয় যা আমার খুব ভালো লাগে। আপনিও ভিন্ন অনুভূতি নিয়ে লিখেছেন দেখে খুব ভালো লেগেছে।

 last year 

আপু আজ চেষ্টা করলাম নিজের মনের কষ্ট গুলো কে কবিতার মাধ্যমে প্রকাশ করতে।

 last year 

আপু আপনি তো বেশ দারুন কবিতা লিখতে পারেন! কষ্টের টপিক্স কে কেন্দ্র করে দারুন একটি কবিতা কষ্টের আকাশ লিখেছেন । এটা কিন্তু আপনি ঠিক কথা বলেছেন আপু এই পৃথিবীতে কেউ পুরোপুরি সুখী নয়। আমাদের সুখ দুঃখ সব কিছু নিয়েই বাঁচতে হয় ,তবে দুঃখের ভাগটাই বেশি জীবনে। সুখের ভাগ টুকু কম হলেও আমাদের মাঝে অনেকেই রয়েছে যারা এই সামান্য সুখ টুকুও অন্যের মাঝে বিলিয়ে দিয়ে নিজেরা সুখ অনুভব করে।

 last year 

আর সেসব মানুষের জন্যই আজ আমি আমার কবিতাটি ডেলিগেট করে দিলাম। ধন্যবাদ দাদা সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

বুকের মাঝে কষ্ট নিয়ে
সদাই চড়ে লোকালয়ে
হাসি মুখের অভিনয়ে
কষ্টগুলো দুমড়ে মরে।।

আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। বিশেষ করে ওপরে লাইনগুলো অনেক মন ছেয়ে গেছে আমার।এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

 last year 

দোয়া করবেন আপু এমন সুন্দর কবিতা যেন সব সময় আপনাদের সাথে শেয়ার করতে পারি। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65738.35
ETH 2677.27
USDT 1.00
SBD 2.91