স্ব-রচিত কবিতা " ভালবাসায় টাকার ছোঁয়া "
আসসালামু আলাইকুম
আজ শনিবার, ১৯ই নভেম্বর ২০২২ ইং
বাংলা ২রা অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ
💕বন্ধুরা সবাই ভাল আছেন নিশ্চয়। আলহামদুলিল্লাহ আমি বেশ ভাল আছি ।পরম করুনাময়ের কাছে দোয়া করি আমরা সবাই যেন ভাল ও সুস্থ্য জীবন যাপন করতে পারি💕। |
---|
ভালবাসা আর অর্থ, যার কথাই বলি না কেন? একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গী ভাবে জড়িত। রঙ্গিন এই পৃথিবীতে আজকাল অর্থ ছাড়া ভালবাসা ধসূর। আজকাল ভালবাসার প্রকাশের জন্য অর্থের প্রয়োজনীয়তা অনিস্বীকার্য । একজন অর্থহীন মানুষের কাছে ভালবাসার প্রকাশটা যেন অনেক কঠিন একটা বিষয়।
আজকাল প্রেম বা ভালবাসার আনন্দ বা তৃপ্তি তখনই ফুটে উঠে যখন সেখানে মধু মেশানো যায়। আর আপনারাই বলুন মধু কি অর্থ ছাড়া পাওয়া যায়? আর তাইতো বলে অর্থই সকল অন অর্থের মূল। অর্থ ছাড়া একজন প্রেমিক বা প্রেমিকা যেই হোক না কেন, ভালবাসার প্রকাশ ভঙ্গিটা যেন তখন মনে হয় মেকি।
বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে আমার স্ব-রচিত আরও একটি নতুন কবিতা নিয়ে হাজির হলাম। জানিনা আমার আজকের কবিতাটি আপনাদের কাছে কেমন লাগবে। তবে আশা করি বাস্তবতার নিরিখে লেখা আমার আজকের এই কবিতাটি আপনাদের এতটুকু হলেও হৃদয়ে আচঁর কাটতে পারবে।
ছবি সোর্স
Made By-@maksudakawsar
ভালবাসায় যাদু আছে, আরও আছে ভরা আবেগ
তাইতো আজকাল ভালবাসতে কারো, লাগে না আর বিবেক
ভালবাসা বললে শুধু হয় না ভালবাসা
ভালবাসতে লাগে আজকাল টাকা সর্বনাশা।
কে বলে ভাই প্রেমই স্বর্গ, প্রেমেতে রয়েছে জাদু?
টাকা ছাড়া ভালবাসলে প্রিয়তমা কি থাকে কভু?
হৃদয় দিয়ে ভালবাসলেও পাবে নাকো তুমি তারে
যদি না দাও প্রেমের সাথে টাকা হারে হারে ।
ভালবাসতে লাগে না আবেগ, লাগেনা হৃদয়ের ছোঁয়া
যদি থাকে তোমার কাছে টাকার গন্ধের ধোঁয়া
অর্থের কাছে পরাজিত আজ প্রেম ভালবাসা
প্রেমের জালে জড়ালো যে জন সেই তো সর্বনাশা।
ভালবাসা হয় যে আজ দেখে বাড়ি গাড়ি
কোটিপতি প্রেমিক হলে পাত্রী সারিসারি
অর্থ ছাড়া হয় না প্রেম, হয় না ভালবাসাে
এসব এখন প্রেমের জগৎ -এ ঘটছে আহ্ আহ্।
বন্ধুরা আশা করি আজকে আমাকে নতুন ভাবে দেখে আপনাদের বেশ ভাল লাগছে। আমাকে নতুন আঙ্গিকে দেখে আপনাদের কেমন লাগছে? আর কেমন হলো আমার স্ব-রচিত প্রথম কবিতাটি? আশা করি কমেন্টের মাধ্যমে জানতে পারবো। |
---|
রঙিন পৃথিবী আজকাল টাকা ছাড়া ভালোবাসার কোন মূল্য নেই কিন্তু একটি সময় ছিল এই ভালোবাসার অপর নাম জীবন। আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো এগিয়ে যান আপু আপনার জন্য শুভকামনা।
আপু আপনি সত্যি কথা বলেছেন রঙিন পৃথিবীতে টাকা ছাড়া ভালোবাসার কোন মূল্য নেই।
কবিতা হলে কথাগুলো কিন্তু একদম চরম সত্য আপু। টাকার জন্য কতশত মধুর ভালোবাসা নিমিষেই শেষ হয়ে যাচ্ছে। টাকা ছারা আজকাল ভালোবাসা কল্পনাই করা যায়না। ভালো লাগলো কবিতাটি।
জি বৌদি টাকা ছাড়া এখন ভালোবাসা কল্পনাই করা যায় না।
আপনার সাথে আমি একমত প্রেমের স্বর্গ বলতে কিছু নাই।যার টাকা কাছে তার প্রেম ভালোবাসা সবই আছে। এইতো কিছুদিন আগে একটা মেয়ে বলছে তোমাকে অনেক টাকা দেবো তুমি আমার সাথে প্রেম করবা। এখানে ভালোবাসা থেকে টাকার প্রাধান্যটাই বেশি পাচ্ছে। আপনার কবিতার সাথে এই বাস্তবতার অনেক মিল রয়েছে আপু।সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।
আসলে কি সত্যি ভাইয়া টাকা দিলে প্রেম পাওয়া যায়?
আপনার ফুল কবিতার প্রত্যেকটি লাইন একদম সত্যি। সত্যি এখন অর্থ ছাড়া কিছুই হয় না। অর্থ ছাড়া ভালোবাসা প্রকাশ করা যেন অনেক কঠিন হয়ে যায় ঠিকই বলেছেন আপনি। এই অর্থের জন্য অনেক মধুর ভালবাসা ভেঙ্গে যায় চিরকালের জন্য। এখন তো অর্থ ছাড়া সামনের দিকে এগিয়ে যাওয়া ও কঠিন ব্যাপার। এই অর্থ থাকার কারণে কেউ জীবনকে সুন্দর ভাবে গুছিয়ে নিতে পারে আবার এই অর্থ না থাকার কারণে জীবনে একেবারেই এগিয়ে যেতে পারে না ধরা যায়। টাকার জন্য ভালোবাসা যেন কল্পনাই করা যায় না। আপনি এই কবিতার মাধ্যমে অনেক বাস্তবিক কথা তুলে ধরেছেন । আপনার কবিতা পড়ে খুবই ভালো লাগলো।
হ্যাঁ সত্যি কথা এখন টাকা ছাড়া সামনের দিকে এগিয়ে যাওয়ার কঠিন ব্যাপার।
আপনার কবিতার প্রতিটি লাইনে বাস্তবের ছোঁয়া।টাকা ছাড়া সত্যিই কিছু হয় না। এই টাকা ছাড়া ভালবাসার কোন মূল্য নেই।কেউ চিনবে ও না টাকা না থাকলে।সুন্দর একটি কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন, এজন্য অনেক ধন্যবাদ আপনাকে।
সত্যি আপু টাকা ছাড়া ভালবাসার কোন মূল্যই নেই।
আপু খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার এই কবিতা পড়ে খুব ভালো লাগলো। আমার কাছেও কবিতা লিখতে ও পড়তে অনেক ভালো লাগে। একটা কবিতায় মনের অনুভূতি আবেগ ভালোবাসা ঠিক থাকলে কবিতা লেখাও সুন্দর হয়ে ওঠে। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপু আপনি দারুন বলেছেন তো- একটা কবিতায় মনের অনুভূতি আবেগ ভালোবাসা ঠিক থাকলে কবিতা লেখাও সুন্দর হয়ে ওঠে।
একদম বাস্তবতার সাথে মিল রেখে কবিতা লিখে শেয়ার করেছেন। সত্যি বলতে যেখানে মধু থাকবে সেখানেই মৌমাছি যাবে। প্র্যাকটিক্যালি অনেক দেখেছি যে অর্থের কাছে ভালোবাসা হেরে যায় তবে অনেক ক্ষেত্রে ভালোবাসার কাছেও আবার অর্থ হেরে যায়।
মধু থাকলেই তো ভাইয়া মৌমাছি যাবে। হাহাহাহা
একদম বাস্তভ কথা। ভালোবাসা এখন বেশীরভাগ ক্ষেত্রে টাকাই চেনে। টাকা দাও, ভালোবাসা নাও এমন একটি ব্যাপার। সত্যিকারের অনুভূতিগুলো যেনো চাপা পড়ে গিয়ে ধুঁকছে। সবাইকে এই কারণে আজকাল সহজে বিশ্বাস করা যায় না। মনে ধরে না তারা।
তুমি তো আপু কাউকে না কাউকে তো বিশ্বাস করতেই হবে।