স্ব-রচিত কবিতা- মাগো তোমায় মনে পড়ছে
আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? ভালো নিশ্চয়? আমিও বেশ ভালো আছি।আমি @maksudakawar। আমি আপনাদের সবার একটি পরিচিত মুখ। তাই তো প্রতি ক্ষনে ক্ষনে আপনাদের মাঝে একটু করে উকিঁ মারি।শত ব্যস্ততার মাঝেও একটু খানি আপনাদের মাঝে নিজেকে উপস্থিত না করতে পারলে যেন কেমন কেমন লাগে।তাই তো এত এত বৃষ্টির মাঝেও আপনাদের মাঝে একটু উকিঁ মারলাম।
মা শব্দটি বেশ ছোট। কিন্তু শব্দটি কিন্তু বেশ মধুর । মায়ের ভালোবাসার সাথে পৃথিবীর অন্য কোন ভালো বাসার তুলনা হয় না। আর হয় না কোন পরিমাপ। মা আমাদের সবার ৃথিকাছে স্বর্গ। মায়ের পায়ের নীচে তো আমাদের বেহেস্ত। আর মা এর অবদান কখনও ভোলাও যায় না।পৃথিবীতে যার মা নেই কেবল সেই বুঝে কেমন কষ্ট লাগে এবং মা হারানোর বেদনা। মায়ের মত এত আপন পৃথিবীর কেউ হয় না। মা সারাটি জীবন নিঃ স্বার্থ ভাবে আমাদের কে দিয়েই যায়।
আজ ১৬ই জুলাই। ২০২১ সালের এই দিনে আমার প্রান প্রিয় মা এই পৃথিবীর মায়া ত্যাগ করে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে পৃথিবী ছেড়ে চলে যান। কিন্তু মা পৃথিবী ছেড়ে যাওয়ার সময় আমার জন্য রেখে যান তার অকৃত্রিম ভালোবাসা, স্নেহ মায়ামমতা, আর কিছু স্মৃতি। মা যতদিন পৃথিবীতে ছিল ততদিন বুঝিনি মা কি জিনিস। কিন্তু আজ হারে হারে টের পাচ্ছি যে মা কি জিনিসি। মায়ের ভালোবাসা কতটা মূলবান। মায়ের জন্য আমার এ বুকে যে কষ্ট আর হাহাকার তা কাউকেউ বুঝানো যাবে না। দোয়া করি আল্লাহ যেন আমার মা কে জান্নাতের সু উচ্চ স্থানে একটি সুন্দর মাকাম দান করেন।
আর আজ আমি আপনাদের মাঝে আমার হারিয়ে যাওয়া মাকে নিয়ে একটি কবিতা শেয়ার করবো। আশা করি আপনাদের সবার কাছে আমার কবিতাটি ভালো লাগবে।
ছবি সোর্স
Made By-@maksudakawsar
ভাবছি বসে তোমায় মাগো
কত শত কথা হতো
তোমার শত কথা গুলো
আজ জীবনের প্রেরনা।।
তোমার স্নেহের আঙুল ধরে
হাটা চলা শিখিয়ে মোরে
তোমার কথার বুলি দিয়েই
কথা বলার দিক্ষা দিলে ।।
তোমার কোলে মাথা রেখে
ঘুমিয়েছি মাগো সুখের তরে
কত শত যাতনা ভুলেছি মাগো
তোমার স্নেহের মুখটি দেখে।।
তোমার অভাব বুঝিনি মাগো
বুঝিনি তোমার যাতনা
দিয়েছি মাগো তোমায় আমি
কত শত বেদনা।।
তোমার স্মৃতির খাতা খুলে
কাদঁছি মাগো তোমায় ভেবে
হঠাৎ কেন চলে গেলে
আমার ভবন শূণ্য করে?
তোমার মত নেই কো কেহ
সমগ্র এই বিশ্ব জুড়ে
যেখান থেকে তোমার মত
ভালোবাসার আদর দেবে।।
ঘুমের ঘরে দেখি স্বপন
তুমি আজও আছো আপন
শূন্য আমার ভবন জুড়ে
তুমিই আছো রানী হয়ে ।।
আমার শত আঘাত গুলো
ক্ষমা করে দিও মাগো
যেথায় আছো ভালো থেকো
আমায় তোমার দোয়ায় রেখো।।
পরিশেষে আমার প্রিয় কমিউনিটির সকলের কাছে আমার প্রাণ প্রিয় মায়ের জন্য দোয়া কামনা করি। কেমন লাগলো আপনাদের কাছে? জানার অপেক্ষায় রইলাম।
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
https://twitter.com/maksudakawsar/status/1669770629070069760?s=20
সত্যি মাকে আমরা সবার থেকে বেশি ভালোবাসি। মা পৃথিবীর সবচেয়ে ছোট্ট একটা শব্দ কিন্তু এই শব্দটাকে আমরা সবথেকে বেশি আপন করে নিয়েছি। "মাগো তোমায় মনে পড়ে" আপনার এই স্বরচিত কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য ভাইয়া।
মা খুবই মায়াভরা একটা শব্দ। পৃথিবীর সবচেয়ে মধুরতম শব্দ হলো মা, যে শব্দের মধ্যে পৃথিবীর সকল সুখ-শান্তি, আনন্দ, ভালোবাসা এবং সকল মায়া জড়িত।আমার মা পৃথিবীতে নেই তাই আমি জানি মা না থাকার কতটা যন্ত্রণা।মাকে সবসময়ই খুব মনে পড়ে।আপনার কবিতা টি পড়ে মায়ের কথা খুব মনে পড়ে গেলো আর বুকের ভেতর টা হাহাকার করে উঠলো আপু।আপনার কবিতার লাইন গুলো খুবই সুন্দর হয়েছে,এক কথায় অসাধারণ লেগেছে আমার কাছে।অসাধারণ কবিতা পোস্ট টি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।♥️
ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।
আপনি ঠিক বলেছেন আপু মা শব্দটি ছোট কিন্তু এর গভীরতা অনেক যা কোন সন্তানের মাপা সম্ভব নয়। পৃথিবীর সব থেকে মধুর ডাক হল মা। মা স্বর্গ মা সব। মা কি জিনিস যার নেই সেই বোঝে। মাগো তোমায় মনে পড়ছে কবিতাটি আপনি দারুন লিখেছেন কবিতার কথা গুলো আমার মন ছেয়ে গেছে। কবিতার প্রত্যেকটা লাইন আপনি দারুন ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।
মায়ের প্রতি ও গভীর ভালোবাসা থেকে আপনি খুবই সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন পরে খুবই ভালো লাগলো। আমিও সেটাই মনে করি পৃথিবীতে যত রকমের ভালোবাসা আছে মায়ের ভালোবাসা সকল ভালবাসার উপরে এই ভালোবাসা এমন এক ভালোবাসা যেটা কখনোই শেষ হবার নয়। কিন্তু আমরা সন্তানেরা হয়তোবা সেটা কখনো বুঝতে চাই না বা বোঝার চেষ্টা করি না কিন্তু যখন সে হারিয়ে যায় ঠিক তখনই আমরা সেটা উপলব্ধি করতে পারি। যাই হোক সুন্দর এই কবিতাটি আমাদের মাঝে আপনি দারুন ভাবে তুলে ধরেছেন। সর্বশেষে আল্লাহ আপনার মাকে জান্নাত দান করুক এই কামনা করি।
ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।
মা শব্দটি শব্দ ছোট হলেও কিন্তু এর ব্যাপকতা অনেক বড়। এই পৃথিবীতে মায়ের কোন তুলনা হয়না মা জননী হচ্ছে অনেক বড় সম্পদ সবার জন্য। মাকে নিয়ে অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন আপনি। পড়ে আমি অনেক খুশি হয়েছি অনেক ভাল লেগেছে ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।
মাকে নিয়ে খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন আপু মনি পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। অনেক অনেক শুভকামনা সেই সাথে মায়ের জন্য অনেক অনেক দোয়া ও বিনম্র শ্রদ্ধা। ♥♥
আপু আপনাকে মুগ্ধ করতে পেরেছি এটাই আমার সার্থকতা। ধন্যবাদ আপু।