আর্টিফিসিয়াল ফুলের কিছু ফটোগাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

হ্যালো, কেমন আছেন বন্ধুরা ? আশা করি সবাই বেশ ভালই আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালই আছি।

চলছে শীতকাল। সারাদেশ আজ শীতের কুয়াশায় ঢেকে গেছে। বিপন্ন হয়ে পড়েছে জনজীবন। কি গ্রামে আর কি শহরে। শীত যেন জেঁকে বসেছে। আর বলছে, দেখ শীতের কি মজা! তো এরই মধ্যে কিন্তু প্রতিদিন অফিস করতে হচ্ছে। এই নিয়ে তো প্রতিদিন ঘ্যানের ঘ্যানের করতেই থাকি। কিভাবে অফিসে যাবো, হেনতেন। যাই হোক আমার ভুল ভাঙ্গলো সেদিন। প্রচন্ড ঠান্ডা আর কুয়াশার মধ্যে অফিসে যাওয়ার জন্য বের হলাম। হঠাৎ দেখলাম একজন লোক এই শীতের মধ্যে ভ্যানে করে অনেক সুন্দর সুন্দর কিছু আর্টিফিসিয়াল ফুল নিয়ে দাড়িঁয়ে আছে রাস্তায়। তখন ভাবলাম, আমিতো অফিসে ঢুকেই চেয়ারে পা ঝুলিয়ে বসে থাকবো । আর এই লোক তো সারাদিন এই ভ্যান নিয়েই রাস্তায় রাস্তায় সময় কাটাবে। এই আরকি? আজকাল মনে হয় অনেক বক বক করি। আসল কথায় যাওয়া যাক।

বন্ধুরা আজ আমি সেই ভ্যান ওয়ালা মামার ভ্যান গাড়ীর আর্টিফিসিয়াল ফুলের ফটোগ্রাফি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। জানিনা আপনাদের কাছে কেমন লাগবে। আমার কিন্তু ফুলগুলো দেখতে বেশ লেগেছে।

আর্টিফিসিয়াল ফুলের কিছু ফটোগাফি.png

ছবি সোর্স
Made By-@maksudakawsar

আর্টিফিসিয়াল ফুলের কিছু ফটোগাফি

image.png

সেদিন সেই ভ্যানে ছিল নানা রকমের ফুলের সমারোহ। দেখতেও যেন বেশ ‍সুন্দর লাগছিল। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কয়েকটা ফুল কিনে নিলাম এবং কিছু ফুলের ফটোগ্রাফিও করলাম আপনাদের জন্য

image.png

এই ফুলটির নাম জানিনা। তবে লোকটাকে জিজ্ঞেস করলে উনি এর নাম বলেন, চাইনিজ পিয়নী বা বাগান পিয়নী। বাড়ির ড্রয়িং বা বেড রুমে কিন্তু ফুলটি মানাবে বেশ।

image.png

image.png

এগুলো হলো অনথোরিয়াম পাতা। এই গাছ গুলো দিয়ে সাধারনণত বাড়ির করিডোর গুলো সাজালেই বেশ ভাল লাগে।

image.png

image.png

image.png

image.png

এই যে দেখছেন রং বে রং এর ফুল গুলো এর নাম আমার জানা নেই। তবে এই আর্টিফিসিয়াল ফুলগুলো কিন্তু বাড়ির ড্রইং রুমে দেখতে বেশ লাগে।

image.png

এই ফুলটির নাম হলো পাহাড়ি পিয়নী। অবশ্য আমি এটার নাম না জানলেও ভ্যান ওয়ালা মামার কাছ হতে জানা।

image.png

এই ফুলটির নাম তো আপনাদের সবারই জানা। এটা হলো জবা ফুল।

image.png

image.png

এই ফুলটির নামও আপনাদের সবারই জানা। এটা হলো গোলাপ ফুল। ভ্যান ওয়ালার কাছে এই দু রকমের গোলাপ ফুল পাওয়া গেছে।

image.png

নাম না জানা এগুলো দেখতে ঘাসের মত। এগুলো বাড়ির কড়িডোরে দেখতে বেশ ভাল লাগে।

image.png

এই ফুলগুলোর একটা ভাল দিক হলো এগুলো ময়লা হলে ঝেড়ে মুছে পানিতে পরিস্কার করা যায়। আর ঘর সাজাতে এই ফুলগুলোর জুড়ি মেলা ভার>

ফটোগ্রাফির বিবরন
বিষয়ফটোগ্রাফি
ডিভাইসOppo-A16
ফটোগ্রাফার@maksudakawsar
ভৌগলিক অবস্থানখিঁলগাও, ঢাকা
কেমন লাগলো বন্ধুরা আপনাদের কাছ আমার আজকের আর্টিফিসিয়াল ফুলের ফটোগ্রাফি পোস্ট ? জানার অপেক্ষায় রইলাম।

❤️ধন্যবাদ সকলকে।❤️

@maksudakawsar

image.png

image.png

Sort:  
 2 years ago 

সত্যি আপু অনেকে কষ্ট করে শীতের সময় নিজের জীবিকা নির্বাহ করছে। আসলে আমরা হয়তো ঘরে বসে থাকি জন্য সেভাবে বুঝতে পারি না। কিন্তু যারা পেটের দায়ে বাহিরে কাজ করে বেড়াচ্ছে তারাই বোঝে শীতের কষ্ট কতটুকু। তবে যাই হোক আপু আপনার শেয়ার করা সুন্দর এই আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি গুলো সুন্দর হয়েছে। ফুলগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছে।

 2 years ago 

আপু সত্যি বলছি এদের কে দেখলে আমার খুব কষ্ট লাগে।

 2 years ago 

যারা বাইরে কাজ করে সকালবেলা ঘুম থেকে উঠে যায় এবং রাতের সময় বাসায় ফিরে আসে তারাই বলতে পারবে বাইরে কি রকম ঠান্ডা পড়েছে। যারা ঘরে বসে থাকে তাদের পক্ষে বাইরের ঠান্ডা অনুভব করা সম্ভব না। প্রতিটি মানুষ তাদের জীবিকা নির্বাহের জন্য এই শীতের সময় সকালবেলা বেরিয়ে যায়। এই মানুষগুলো অনেক কষ্ট করে উপার্জন করে। যাইহোক আপু অনেক সুন্দর ফুলের ফটোগ্রাফি তুলেছেন। প্রতিটি ফুল দেখতে একদম বাস্তব ফুলের মত লাগছে। ধন্যবাদ আপু

 2 years ago 

আপু তাদের মধ্যে কিন্তু আমিও আছি। এই শীতে কিন্তু আমিও বাহিরে যাই।

 2 years ago 

আসলেই আপু, সকালবেলা কুয়াশার মধ্যে বের হওয়াটা খুব কষ্টের। আমারও এই কুয়াশার মধ্যেই বের হতে হয়, কারণ সপ্তাহের পাঁচ দিন ক্লাস থাকে। যাই হোক খুব সুন্দর কিছু আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি করেছেন। আমার এ ধরনের ফুল গুলো দেখলেই কিনতে ইচ্ছে করে। অনথোরিয়াম পাতা খুব সুন্দর লেগেছে আমার কাছে। এত সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমাকে ও বের হতে হয় সপ্তাহে পাঁচদিনই। হুম আমার ও এ ধরনের ফুল গুলো ভাল লাগে।

 2 years ago 

আর্টিফিশিয়াল ফুল হলেও ফুলের কালার কম্বিনেশন এবং প্রতিটি ফুল অনেক সুন্দর হয়েছে দেখে অনেক ভালো লেগেছে আপু।এতো গুলো ফুলের ছবি একসঙ্গে দেখার সুযোগ করে দেয়ার জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ।

 2 years ago 

কি আর করবো । বেচারা রাস্তায় দাঁড়িয়ে শীতের মধ্যে বিক্রি করছে আর আমি মজা করে ছবি তুলছি-হি হি হি।

শীতকালে আর্টিফিশিয়াল ফুল কেন আপু... শীতকালে তো প্রচুর পরিমাণে ফুল ফোটে, সেগুলো শেয়ার করতে পারেন। যাইহোক আর্টিফিশিয়াল ফুলে আমার তেমন বেশি একটা মন টানে না। তবে আপনার ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে।

 2 years ago 

ভাই আর্টিফিসিয়াল তো আর্টিফিসিয়াল। তার আবার সিজন কিসের? ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু এই শীতের মাঝেও ভ্যানে করে,রাস্তায়,ফুটপাতে দাড়িয়ে কিছু মানুষ হরেক রকমের জিনিষ বিক্রয় করে। আমরা যদিও শীতের দোহায় দিয়ে কাজে ফাঁকি দেওয়ার চেষ্টা করি। তারা কিন্তুু তাদের জীবিকার তাগিতে এই শীতের মাঝেই কাজ করে। যায়হোক ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু।

 2 years ago 

হুম ভাইয়া জীবিকার তাগিতে এই শীতের মাঝেই তাদের কে কাজ করতে হয়।

 2 years ago 

ফুলগুলো আর্টিফিশিয়াল হলেও যে কেউ দেখলে এটি বাস্তব ফুল বলে ই ভাববে অর্থাৎ প্রথম দেখাতে এটিকে বাস্তব ফুলের মতই মনে হয় যদিও কিছুক্ষণ পর্যবেক্ষণ করে দেখলে বোঝা যাবে যে আসল নয়।

 2 years ago 

না ভাইয়া ফুলগুলো আর্টিফিশিয়ালি ছিল।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60352.73
ETH 2410.03
USDT 1.00
SBD 2.44