ডাই পোস্ট- রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি
আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই ? আশা করি আপনারা বেশ ভালই আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনারদের দোয়ায় বেশ ভালই আছি। প্রতিদিনের মত আজ আবার আসলাম আপনাদের মাঝে কিছুটা সময় নিয়ে নতুন একটি পোস্ট করার জন্য। আমিও চেষ্টা করে যাচিছ যে কিভাবে নিজের পোস্টে ভিন্নতা আনা যায়। ।
সেই ছেলেবেলা হতে বই ছাড়া কোন দিকে কোন রকম মন ছিল না আমার। তাইতো আপনাদের মত এত ক্রেয়েটিভ হয়ে উঠতে পারিনি। এখন কেন জানি আপনাদের সবার ক্রেয়েটিভিটি দেখে নিজেকেও একটু ক্রেয়েটিভ করতে মনে চায়। তাইতো আজ সারাদিন চেষ্টা করে রঙিন কাগজ দিয়ে একটি প্রজাপ্রতি বানানোর চেষ্টা করে গেছি। অবশেষে কি করতে পেরেছি তা জানিনা। আসলে রঙিন কাগজ কাটাকাটি করে কোন জিনিস তৈরি করা যে এত কঠিন সেটা আজ টের পেলাম।
তবে রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে তা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। কারন রং বে রং এর যে কোন কাগজ দিয়ে ঘরের জন্য কিছু তৈরি করলে তা খারাপ হয় না। তবে রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস বানানো বেশ কঠিন। রঙিন কাগজ দিয়ে অনেক কিছু বানানো গেলেও একটি প্রজাপ্রতি বানানো কিন্তু সহজ নয়।
বন্ধুরা আজ আমি চেষ্টা করেছি প্রথম বারের মত আপনাদের জন্য রঙিন কাগজ দিয়ে একটি প্রজাপতি বানিয়ে দেখাতে। জানিনা কতটুকু হয়েছে। সেই বিচারের ভার না হয় আপনাদের থাকুক।
ছবি সোর্স
Made By-@maksudakawsar
ধাপ-১
প্রথমে প্রজাপতি তৈরি করার জন্য রঙিন কাগজ, কাচি, আঠা এবং স্কেল নিয়ে নিতে হবে।
ধাপ-২
এবার একটি রঙিন কাগজ কে ছবির মত করে ভাজ করে নিতে হবে।
ধাপ-৩
এভাবে করে দুইটি কাগজ ভাজ করে নিহে হবে।
ধাপ-৪
এবার একটি মোটা কাগজ কে ছোট করে নিতে হবে।
ধাপ-৫
এবার আগে থেকে ভাজ করে রাখা দুইটি বাগজের টুকরা কে সেই মোটা কাগজের উপর আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে।
ধাপ-৬
এবার প্রজাপতির দুটো শিং এবাং ছোট ছোট কয়েকটি ফুল বানিয়ে নিতে হবে।
ধাপ-৭
এবার ফুল এবং শিং দুটোকে আঠাদিয়ে প্রজাপ্রতির গায়ে বসিয়ে দিতে হবে।
শেষ ধাপ
এবার প্রজাপতির পেছনে একটু আঠা দিয়ে দেয়ালে লাগিয়ে দিতে হবে।
প্রজাপতির তৈরি করার মাধ্যমে আমি আমার প্রথম ডাই পোস্ট তৈরি করার চেষ্টা করেছি। প্রজাপতি বানানোর সময় মনে হলো এর প্রতিটি ধাপ আপনাদের মাঝে শেয়ার করা দরকার। তাই আমি প্রতিটি ধাপের ফটোগ্রাফি আপনাদের জন্য করে রেখেছি। |
---|
আমার তো বই পড়াতেও মন ছিল না আপু ছোটবেলায়, তাও তো তেমন একটা ক্রিয়েটিভ হয়ে উঠতে পারিনি। হা হা হা... প্রজাপতি টা দেখতে অনেক সুন্দর লাগছে আপু। তবে ডানার উপর যদি অন্য কয়েকটা রঙের ছাপ দিতেন তাহলে আরো সুন্দর লাগতো দেখতে।
কে বলছে ক্রিয়েটিভ হয়ে উঠতে পারেননি। আপনি তো অনেক। ধন্যবাদ সুন্দর এবং গঠনমূলক একটি মন্তব্য করার জন্য।
রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর করে প্রজাপতি তৈরি করেছেন। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার তৈরি করার প্রজাপতি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আপু আপনাকেও অনেক অনেক অনেক বেশি ধন্যবাদ । এত সুন্দর ভাবে মন্তব্য করার জন্য।
আপু আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি প্রজাপতি তৈরি করেছেন। আপনার এত সুন্দর প্রজাপতি দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রজাপতির মাঝখানে গোলাপ ফুলটি দেখতে খুবই সুন্দর হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য।
সুন্দর এবং গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ।
ঠিক বলেছন আপু সবার ক্রিয়েটিভিটি দেখে নিজেরও ইচ্ছে করে নতুন কিছু করার জন্য। যদিও খুব একটা পারিনা। তবুও চেষ্টা করি। আপনার তৈরি করা প্রজাপতি দেখতে চমৎকার হয়েছে আপু। আপনি অনেক সুন্দর করে প্রজাপতি তৈরি করেছেন। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।
আপু আপনি প্রশংসা করলে উৎসাহ এবং উদ্দীপনা ফিরে পাই। ধন্যবাদ মন্তব্য করার জন্য।
আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি করেছেন। কালার কম্বিনেশন টা দারুন হয়েছে। যার কারণে দেখতে বেশি সুন্দর লাগছে। তাছাড়া রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি করলে দেখতে সুন্দর দেখা যায়। এটা ঠিক সবার ক্রিয়েটিভিটি দেখলে নিজেরও কিছু করার ইচ্ছা জাগে।
ধন্যবাদ ভাইয়া। খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য।
ওয়াও আপু, দারুন একটি ডাই পোস্ট শেয়ার করলেন আজ।আমি ভেবেছিলাম ডিজিটাল আর্ট।খুব ই সুন্দর হয়েছে আপু।আপনি কি নিখুঁত করে বানিয়ে ফেললেন।চেষ্টা করলে আসলে সবই সম্ভব।আমার কাছে খুব ভালো লেগেছে।ধন্যবাদ আপু সুন্দর একটি ডাই পোস্ট শেয়ার করার জন্য।
ওয়াও আপু আপনার এত সুন্দর মন্তব্য পড়ে তো আমি বেহুস প্রায়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।
আপু চেষ্টা করলে সবকিছু সম্ভব কিন্তু সময় স্বল্পতার কারণে তৈরি করা হয়ে ওঠে না কারণ বাচ্চাদেরকে প্রচুর সময় দিতে হবে। আপনি প্রথমবার ডাই পোস্ট তৈরি করেছেন রঙিন কাগজ কেটে প্রজাপতি দেখতে সুন্দর হয়েছে। প্রথম প্রথম যেহেতু করেছে আশা করি এভাবে করতে থাকলে আরো অনেক সুন্দর হবে। প্রজাপতি দেখতে ভালো লেগেছে আমার কাছে।
তাই তো বলে একবার না পারিলে দেখ শতবার। চেষ্টা কখনও বিফল হয় না। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
রঙিন কাগজ ব্যবহার করে এরকম একটা প্রজাপতি আমিও তৈরি করেছিলাম। আজকে আপনি ভিন্ন রকম ভাবে খুবই সুন্দরভাবে এই প্রজাপতিটি তৈরি করেছেন। ভাঁজে ভাঁজে এরকম কাজগুলো করতে অনেক সময় লেগে যায়। উপরের অংশে এই ভিন্ন রকম ভাবে ফুলগুলো দেওয়ার কারণে অসম্ভব সুন্দর লাগছে দেখতে। রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি করলে আমার কাছে ভীষণ ভালো লাগে। নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে আপনি এটি করার চেষ্টা করেছেন। সম্পূর্ণটা ভীষণ ভালো লাগলো।
না না আপু আপনার মত অত সুন্দর করে বানাতে পারিনি তো। প্রথম ডাই পোস্ট তো তাই ভয় হচ্ছে। ধন্যবাদ আপু।
আপনি যেহেতু ছোটবেলা থেকে বই ছাড়া অন্য কোন দিকে তেমন মন দিতেন না তাই ভিন্ন কাজগুলো ভালোভাবে করতে পারেন না বুঝতে পারছি। কিন্তু প্রজাপতি টা দেখতে সুন্দর লাগছে। আসলে রঙিন কাগজ দিয়ে এভাবে যে কোন জিনিস তৈরি করতে কিন্তু অনেক সময় লেগে যায়। আমি মনে করি বিভিন্ন রকম কাজের মাধ্যমে নিজেদের দক্ষতার প্রকাশ ঘটে। আপনি যদি এরকম কাজগুলোর প্রতিনিয়ত করার চেষ্টা করেন তাহলে পরবর্তীতে খুবই সুন্দর কাজ করতে পারবেন। সব মিলিয়ে অসাধারণ ছিল প্রজাপতি তৈরি
ধন্যবাদ ভাইয়া উৎসাহ মূলক মন্তব্য করার জন্য। আসলে সময় ও সুযোগ না থাকায় আমার ইচ্ছে থাকার পরও আমি ডাই পোস্ট করা হচ্ছে না।