নাটক রিভিউ পোস্ট- ও আমায় ভালোবাসেনি নাটকের রিভিউ
নাটক রিভিউ- ও আমায় ভালোবাসেনি
আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আমি মাকসুদা কাউছার। আমি একজন বাংলাদেশী ইউজার। ব্লগিং করা আমার এক ধরনের পেশা এবং নেশা। প্রতিদিন আপনাদের মাঝে কিছু একটা না শেয়ার করতে পারলে আমার কেন জানি ভালো লাগে না। শত ব্যস্ততার মাঝেও প্রতি নিয়ত চেষ্টা করি আপনাদের মাঝে একটি নাটক রিভিউ করার জন্য। আজও তেমনি ভাবে চলে আসলাম একটি নাটকের রিভিউ করার জন্য। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।
নাম | ও আমায় ভালোবাসেনি |
---|---|
পরিচালক | মোহাম্মদ মিফতা আনান |
অভিনয় | তৌসিফ মাহবুব,তানজিম সায়রা তটিনী, জাকি আহমেদ জারিফ, তনুশ্রীতন্নী এবং আরও অনেকে |
দৈর্ঘ্য | ৩৮ মিনিট ২৮সেকেন্ড |
মুক্তির তারিখ | ২৯ শে এপ্রিল ২০২৩ |
ধরন | নাটক |
ভাষা | বাংলা |
দেশ | বাংলাদেশ |
প্রচার | ইউটিউব |
চরিত্রেঃ
★তৌসিফ মাহবুব-রকি
★তানজিম সায়রা তটিনী-রিদি
স্ক্রিনশর্ট: ইউটিউব
নাটকের প্রথমেই দেখা যায় রিদি একটি সুন্দরী মেয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করলে ক্যাম্পাসের ছেলেরা একে একে ফুল দিয়ে প্রেম নিবেদন করতে থাকে। এরমধ্যে একজন বজলু নামের হাবলা গোবলা ছেলে থাকে যে কিনা রিদি কে বলে হেসে লাভ নেই আজ আমাকে আই লাভ ইউ বলতে হবে। কিন্তু রিদি তাকে বলে আমি তো তোমাকে ভালোবাসি না তাহলে আই লাভ ইউ বলবো কেন? এরপর হাবলাগোবলা বজলু রিদির পায়ে ধরে কান্না শুরু করে। একসময় সে রিদির এক পায়ের স্যান্ডেল রেখে দেয় । এদিকে রকি বিশ্ববিদ্যালয়ের সিনিয়ার ভাই। সে এবার নির্বাচনে দাডাঁয়। তাই বিশ্ববিদ্যালয়ের ছেলেদের সাথে মিটিং করে। মিটিং এর এক পর্যায়ে রিদি সেই রাস্তা দিয়ে যাচিছলো। সেই সময় একটি ছেলে রকি কে বলে ভাই আপনার ইলেকশনে জয় হবে। কিন্তু আপনাকে বলেছি যে আমি একটি মেয়ে কে ভালোবাসি তাকে পাওয়ার ব্যবস্থা করে দিতে। তখন রকি রিদি কে ডাক দেয়। রকি রিদিকে দেখে মুগ্ধ হলেও তাকে সেই ছেলেটিকে জোড় করে আই লাভ ইউ বলতে বাধ্য করে।
স্ক্রিনশর্ট: ইউটিউব
এভাবে রকি প্রতিদিন রিদি কে দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছেলে কে আিই লাভ ইউ বলায়। যা রিদির কাছে ভালো লাগে না। বরং রিদি অনেক অসহ্য হয়।কিন্তু বিশ্ববিদ্যালয়ের সিনিয়ারের চাপে পড়ে তাকে বলতে হয়।একদিন ঘটে উলটো ঘটনা। রিদিকে আই লাভ ইউ বলতে বললে রিদি রকিকেই বার বার আই লাভ ইউ বলে। রিদির এমন কথায় রকি বেশ আপসেট হয়ে যায়। এরপর থেকে রকি কেমন যেন হয়ে যায়। সবার মাঝেই রকি রিদির ছায়া দেখতে পায়। কিছুই যেন রকির ভালো লাগে না। সে বুঝতেও পারে না কি করবে। রকি দিন দিন হতাশা গ্রস্থ হয়ে যায়। রকির এই অবস্থা দেখে তার বন্ধু জ্যাকি রকিকে বুদ্ধি দেয় রিদিকে প্রোপসড করতে। রকি বন্ধুর কথা মতো বিশ্ববিদ্যালয়ের ছাদে উঠে রিদি কে প্রোপসড করে। রকির জীবন বাঁচাতে রিদি তখন রকি কে আই লাভ ইউ বলতে বাধ্য হয়।
স্ক্রিনশর্ট: ইউটিউব
এরপর থেকে চলতে থাকে রকি আর রিদির প্রেম কাহিনী। রকি রিদির জন্য করতে পারে না এমন কিছু নেই। রিদি রকি কে যা বলে রকি তাই করে। এমন কি রিদির জন্য সে নিজের বুকে স্টেচুও অঙ্কন করে। রাতে মহিলা হোস্টেলেও যায়। দুজনে বৃষ্টিতে ভিজে। বিশ্ববিদ্যালয়ের কোন ছেলে এখন রিদির দিকে চোখ তোলে তাকাতে পারে না। বিশ্ববিদ্যালয়ের অসুস্থ্য ছাত্রের জন্য সবাই মিলে সহায়তা তোলে। এমন কি নিজেদের ভালো আর মন্দ কাজগুলো নিয়েও বেশ সুন্দর একটি প্রোগ্রামের আয়োজন করে। এদিকে রকি রিদিকে তার বাবা মায়ের সাথে পরিচয় করিযে দেওয়ার কথা বললে রিদি একটু কেমন যেন করে। বেশ চলছিল তাদের ভালোবাসার কাহিনী।
স্ক্রিনশর্ট: ইউটিউব
বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। কিন্তু রিদিকে কোথাও খুঁজে পাচ্ছে না রকি। বিশ্ববিদ্যালযের কোন ছাত্রই রিদির খোঁজ দিতে পারে না। অবশেষে রকি রিদির হোস্টেলে যেয়ে তার বান্ধবী কে ধমক দিয়ে রিদির কথা জিজ্ঞেস করে। জোড়াজড়ির একসময়ে তার বান্ধবী রকি কে বলে যে রিদি বাড়ি চলে গেছে। রিদি আসলে কখনও রকি কে ভালোবাসেনি। সে রকিকে ইউজড করেছে মাত্র। আর এসব কাজ রিদি করেছে তারই পরামর্শে নিজেকে রক্ষা করার জন্য।এসব কথা শুনে রকি মেয়েটিকে জোড়ে একটি থাপ্পড় মারে এবং রিদির বাড়ীর ঠিকানা চায়। কিন্তু রিদিরি বান্ধবী তার কোন ঠিকানা বলতে পারে না। অবশেষে রকি বিশ্ববিদ্যালয়ের টিচারের কাছ থেকে রিদির বাসার ঠিকানা যোগাড় করে বন্ধুকে নিয়ে রিদির বাড়িতে যায়। কিন্তু সেখানে যেয়ে রিদি কে আর খোঁজে পাওয়া যায় না। কারন রিদিরা অনেক আগেই সেই গ্রাম ছেড়ে চলে গেছে। এদিকে রকি পাগল প্রায় হয়ে গেছে রিদির জন্য। সে তার বন্ধুকে বলে যে করেই হোক রিদি কে তার চাই। বন্ধুর এ অবস্থা দেখে রকির বন্ধু ফেসবুকের প্রতিটি গ্রুপে রিদির ছবি সহ বিজ্ঞাপন দেন। হঠাৎ গ্রুপে একজন ম্যাসেজ করেন যে রিদি তাদের পাশের বাড়ীতে থাকেন এবং আগামী কাল রিদির বিয়ে।
স্ক্রিনশর্ট: ইউটিউব
এসব কথা শুনে রকি রিদির বাড়ীর ঠিকানা সহ তার বাড়ীতে যায়। যেয়ে দেখে রিদের বিয়ের প্রোগ্রাম চলছে এবং রিদি কবুল বলার জন্য রেডি হচ্ছে। এমন সময় রকি যেয়ে পিস্তল ঠেকিয়ে রিদি কে তুলে নিয়ে আসে। তারপর রিদিকে সে বলে কি দোষ ছিল আমার কেন তুই আমার সাথে এমন করলি। তোর মত মেয়ের বেঁচে থাকার কোন অধিকার নেই। রিদি রকিকে বলে আমার আগে থেকেই বিয়ে ঠিক ছিল। আমি কখনওই তোমাকে ভালোবাসিনি। আমি নিজেকে রক্ষা করার জন্য তোমাকে ব্যবহার করেছি মাত্র। রিদির এসব কথা শুনে রকি অনেক বার চেষ্টা করেও রিদিকে গুলি করতে পারলো না। অবশেষে সে রিদি কে ছেড়ে দিলো। এমনকি রিদি যাওয়ার সময় পিছন থেকে গুলি করতে চেয়েও তা করতে পারেন নি। অবশেষে রকি আর এ জীবন নিয়ে বাঁচতে চায় নি। তাই সে নিজের মাথায় নিজে পিস্তেল ঠেকিয়ে গুলি করে। কিন্তু রিদি আর একটি বারের জন্য পিছন ফিরে তাকায় নি।
নাটকটির মধ্যে পরিচালক দেখানোর চেষ্টা করেছেন যে বিশ্ববিদ্যালয়ের পড়তে আসা অনেক মেয়েরা নিজেদের কে সেফ রাখার জন্য। অথবা অন্য ছেলেদের হাত থেকে নিজেকে বাচিঁয়ে রাখার জন্য অনেক সময় বিশ্ববিদ্যালয়ের সাহসী ছেলে বা নেতাদের কে ব্যবহার করে থাকে। কিন্তু এতে করে ঝরে যায় অনেক তরতাজা প্রাণ ভালোবাসার রসাতলে। আমার কাছ কিন্তু পরিচালকের এক ভিউটি বেশ ভালো লেগেছে।
আমায় ভালোবাসেনি নাটকটার রিভিউ খুব ভালোভাবে পড়লাম। খুবই সুন্দর একটা নাটকের রিভিউ নিয়ে আপনি আজকে আমাদের মাঝে হাজির হয়েছেন, যা পড়ে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। নাটক দেখতে যেমন পছন্দ করি তেমনি পড়তেও ভালো লাগে। শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবে লিখেছেন আপনি সম্পূর্ণটা নাটকের রিভিউ পোস্ট। সময় পেলে অবশ্যই নাটকটি দেখার চেষ্টা করব আমি।
আমার মনে হয় নাটকটি দেখলে আপনারও বেশ ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ আমার রিভিউটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য।
মাঝেমধ্যে নাটক দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। খুব সুন্দর একটি নাটকের রিভিউ দিয়েছেন আপনি। পুরো নাটকের রিভিউ পড়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। যদিও এই নাটকটি এখনো দেখা হয়নি। সময় করে নাটকটি দেখার চেষ্টা করব। এত সুন্দর একটি নাটকের রিভিউও আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
নাটকটি সত্যিকার অর্থে বেশ সুন্দর। আশা করি সময় করে দেখে নিবেন। ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।
আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন আমায় ভালোবাসেনি নাটকের রিভিউ। আপনার শেয়ার করা নাটক রিভিউ দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। এই নাটকে এখনো আমার দেখা হয়নি যদি সময় সুযোগ করে উঠতে পারি অবশ্যই নাটকটি দেখার চেষ্টা করব। ধন্যবাদ এত সুন্দরভাবে নাটক রিভিউ করে আমাদের মাঝে তুলে ধরার জন্য।
জ্বী ভাইয়া নাটকটি দেখলে আশা করে নিরাশ হবেন না। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।
আজ আপনি আমাদের মাঝে অসাধারণ একটি নাটক রিভিউ করে দেখিয়েছেন। আপনার এই সুন্দর নাটকটি রিভিউ করা দেখে আমি বুঝতে পারলাম নাটকটা ছিল অসাধারণ এবং নাটকটা এখনতো দেখা প্রয়োজন। আমিও চেষ্টা করব এই নাটকটা খুব শীঘ্রই দেখার জন্য।
দেখে নিবেন আশা করি। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।
নাটকের কাহিনীটা একেবারে বাস্তবসম্মত। অনেক মেয়েরা নিজেদের সুবিধার জন্য ছেলেদেরকে ব্যবহার করে এবং একটা সময় ছুড়ে ফেলে দেয়। এই নাটকেও এমনটা হয়েছে। নাটকটি সময় করে দেখার চেষ্টা করবো। এতো সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
জি দেখলে ভালোই লাগবে আপনার কাছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।