জেনারেল পোস্ট- পিতামাতার পায়ের নীচে সন্তানের বেহেস্ত।
আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আমি কিন্তু আজ বেশ ভালোই আছি। কারন আজ আমি বহু বছর পর বৃষ্টিতে ভিজলাম। আমি @maksudakawsar। আমি আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশ হতে আপনাদের প্রিয় একজন সহপাঠি হয়ে। আমি প্রতিনিয়ত চেষ্টা করি নিজের ক্রেয়েটিভিটি কে আপনাদের সাথে শেয়ার করতে। কমিউনিটিতে এত এত ক্রেয়েটিভ ইউজারের ভিড়ে আমি একজন ক্ষুদ্র ইউজার। একজন ভালো ইউজারের অবশ্যই তার পাঠকদের পছন্দ অনুযায়ী পোস্ট করতে হয়। কিন্তু সময় আর ব্যস্ততার জন্য আমি হয়তো সে কাজটি সঠিকভাবে করতে পারিনা তবে আমি চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত।
ছবি সোর্স
Made By-@maksudakawsar
পিতামাতার পায়ের নীচে সন্তানের বেহেস্ত, এই কথাটি যে শুনেছে সেই তো সুখি হয়েছেে। এই কথাগুলোর সুর ধরে আমিও বলতে চাই সত্যিই তাই পিতামাতার পায়ের নীচ কিন্তু আমাদের বেহেস্ত। পিতামাতা হলো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। পৃথিবীর এমন কোন ধর্মগ্রন্থ নেই যেখানে পিতামাতাকে সুউচ্চ স্থানে স্থান দেননি। পিতামাতা না থাকলে আমরা এই পৃথিবীতে আসতে পারতাম না। আর এ পৃথিবীর আলোও দেখতে পারতাম না। আজ যে আমরা বড় হয়েছি, নিজের পায়ে দাড়িঁয়েছি তাও কিন্তু আমাদের পিতামাতার অক্লান্ত পরিশ্রমের ফসল।
পিতা বা মাতা যার কথাই বলি না কেন দুজনই কিন্তু আমাদের জন্য একই রকরেম পরিশ্রম করে থাকেন। মানে কেউ কারো চেয়ে কম পরিশ্রম করে না। পৃথিবীর আলো দেখানো থেকে শুরু করে আমাদের বড় করতে গিয়ে আমাদের মায়েরা তাদের জীবন কে শেষ করে দেয়। সন্তানের সুখের কথা ভেবে মায়েরা কত রাত যে না ঘুমিয়ে জেগে থাকে, আমার কত দিন যে না খেয়ে কাটায় তার কি হিসাব আমরা দিতে পারবো। আমাদের দিকে তাকিয়ে মা তো কখনও ই একটি ভালো কাপড় তার শরীরে জড়ায় না। এমন কি খাবার টেবিলে কতশত ভালো খাবার যে মা আমাদের জন্য খায় না।সন্তানের চিন্তায় সে সারাদিন বিভোর থাকে।
অন্য দিকে পিতা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে পরিবারের সকলের জন্য আয় ইনকামের ব্যবস্থা করে। কখনও নিজের কথা ভাবে না। এমন কি নিজের প্রতি যেন তার খেয়াল রাখার সময় হয় না। অনেক সময় বাবারা একটি মাত্র জুতা আর জামা কাপড়ে কাটিয়ে দেয় বছেরের পর বছর। সন্তান কে ভালো করে মানুষ করতে বা সন্তানের জন্য একটি ভালো ভবিষৎ গড়তে পিতা কি না করে। নিজের কষ্ট গুলো কে বুকে চেপে দিনের পর দিন ছুটে চলে। কাউকেই বুঝতে দেয় না তার ভিতরের কস্ট গুলো। সন্তান আর পরিবারের চাহিদা পূরণ করতে করতে নিজের চাহিদা গুলো যেন পিতা ভুলেই যায়।
এক সময়ে পিতামাতা বৃদ্ধ হয়ে যায়। আর আদরের সেই সন্তানরা বড় হয়ে যায়। সন্তানরা মানুষের মত মানুষও হয় বটে। কিন্তু ক জন সন্তান তাদের বৃদ্ধ পিতামাতাকে একটু সময় দেয়? ক জন সন্তান তাদের পিতামাতার চাহিদা পূরণ করে? আর ক জন সন্তানই বা তাদের পিতামাতার সত্যিকারের প্রতিদান ফিরিয়ে দেয়? বৃদ্ধ হলে পিতামাতারা হয়ে পড়ে অসহায়। তখন তাদের জীবন ধারনের জন্য সন্তানের কাছে হাত পাততে হয়। মনের ইচ্ছে গুলো কে চাপা দিয়ে রাখতে হয়। কারন বৃদ্ধ পিতামাতা তো আজ সন্তানের জন্য বোঝা।
আবার আজ কাল তো বের হয়েছে তথাকথিত ওল্ড হোম। মানে বৃদ্ধাশ্রম। সমাজে এমন অনেক সন্তান আছে যাদের কাছে বৃদ্ধ পিতা মাতা যেন বোঝা হয়ে দাঁড়ায়। তারা টাকার গরমে বৃদ্ধ পিতামাতাকে বৃদ্ধা আশ্রমে পাঠাতে তারা কুন্ঠাবোধ করে না। তারা ভুলে যায় তাদের অতীত। কি করে তারা পৃথিবীর মুখ দেখলো? আর কিভাবেই বা এত বড় হলো? কেন যেন আজকাল অনেক সন্তানরাই পিতামাতা কে তাদের সত্যিকারের সম্মান দিতে কুন্ঠাবোধ করে । বৃদ্ধ বয়সে এসব পিতামাতা যেন হয়ে পড়ে অসহায়।
সত্যিকারের অর্থে আমাদের মধ্যে যদি প্রকৃত শিক্ষা থেকে থাকে তাহলে পিতামাতাকে কখনই এভাবে অসম্মান করার কথা নয়। যে পিতামাতা আমাদের জন্য এত কিছু করে আমাদের কে মানুষের মত মানুষ বানিয়ে বড় করলো তাদের স্থান তো বৃদ্ধাশ্রম হওয়ার কথা নয়। তাদের তো অসহায় জীবন যাপন করার কথা নয়। আর তাদের তো কোন চাহিদা অপূর্ণ থাকার কথা নয়। তাদের স্থান হওয়ার কথা আমাদের বুকে। আমাদের মনের মন্দিরে। আমাদের প্রাণের গভীরে। আর আমাদের প্রতিটি নিঃশ্বাসে। তাই নয় কি?
আমাদের মনে রাখা দরকার যে আজ যাদের জন্য আমাদের এ জীবন তাদের পায়ের নীচেই কিন্তু আমাদের বেহেস্ত। আর আমরা যদি আমাদের পিতামাতা কে আমাদের বেহেস্ত মনে করি তাহলে কিন্তু আমাদের জীবন বিধান অনেক সুন্দর হয়ে যায়। সুন্দর হয়ে যায় আমাদের পথ চলা। পিতামাতার দোয়া যে সন্তানের উপর থাকে সে কিন্তু পৃথিবীর কোথাও ঠেকে না। তাই আসুন আমরা পিতামাতা কে আমাদের বেহেস্ত ভেবে তাদের কে প্রাণ থেকে ভালোবাসি।
প্রতিটি পিতামাতার সুখের নীড় হয়ে উঠুক সন্তানের নীড়। বৃদ্ধাশ্রম যাতে না হয় কারো আবাস স্থল। সকল অসহায় আর বৃদ্ধ পিতামাতার জন্য আমার এই কামনা।
কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের ব্লগটি ? অপেক্ষায় রইলাম আপনাদের অনূভূতি গুলো জানার।
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
https://twitter.com/maksudakawsar/status/1667197560770154496?s=20
পিতা-মাতার শ্রেষ্ট ফসল তাদের সন্তান।সেই সন্তান অনেক সময় পিতা-মাতার প্রতি যথার্থ দায়িত্ব পালন করতে পারেনা। যথাযথ দায়িত্ব পালন না করা সন্তানের সংখ্যা দিন দিন বাড়ছে বৈ কমছে না। অবশ্য এজন্য যৌথ পরিবার কাঠামোর পরিবর্তনও কিছুটা দায়ি। আপনি ঠিক বলেছেন ওল্ড হোম কালচার বৃদ্ধি পাচ্ছে। সন্তান হিসেবে আমরা আমাদের দায়িত্ব পালনে ব্যার্থ হচ্ছি। তবে দিন শেষে একথা মনে করলেই সমস্যার সমাধান-পিতামাতার পায়ের নীচে সন্তানের বেহেস্ত। সকল বাবা-মা ভালো থাকুক।সুন্দর একটি পোস্ট দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপু।
আমিও দোয়া করি সকল বাবা-মা ভালো থাকুক। সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।
আপু আপনি একদম ঠিক কথাই বলেছেন পিতা মাতার পায়ের নীচে সন্তানের বেহেস্ত। পিতা মাতাকে খুশি করে দুনিয়া থেকে বিদায় দিতে পারলেই সন্তানের জন্য খুবই মঙ্গল। যদি পিতা মাতার জীবিত অবস্থায় কষ্ট করে তাহলে পরবর্তীতে সন্তান জীবনে সুখ পাওয়া খুবই কষ্টকর হয়। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সন্তানের জীবনে দুঃখ কষ্ট নেমে আসে। পিতা মাতা সেবা করাটাই খুবই উত্তম আমাদের জন্য। পৃথিবীতে যার পিতা-মাতা রয়েছে তার সবকিছু রয়েছে । এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
ভাইয়া আপনাকে অশেষ ধন্যবাদ বেশ সুন্দর এবং গুছিয়েলপিতা-মাতার মর্যাদা নিয়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।
প্রতিটা পিতা মাতা সন্তানকে কিভাবে লালন পালন করে এবং বড় করে সেটা বুঝতে পারি যখন আমরা নিজে পিতা হয়। যে সন্তান তার পিতা-মাতাকে ভালোবাসে না তার জন্য পৃথিবী এবং পরকাল দুইটাই ধ্বংস করে ফেলে। পিতা মাতার যত্ন নেওয়া এবং বাধ্য করলে তাদের সবসময় পাশে থাকা আমাদের কর্তব্য। এর মধ্য দিয়েই নিজেদের জান্নাতকে ক্রয় করা যায়।
বেশ সুন্দর এবং গোছালো কতগুলো কথার মাধ্যমে আপনি একটি সুন্দর মন্তব্য করেছেন। ধন্যবাদ ভাই আপনাকে।