নাটক রিভিউ- কিপ্টুস কাপল ||Drama Review||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম

নাটক রিভিউ- কিপ্টুস কাপল-

শুভ বিকেল ভালোবাসার আমার বাংলা ব্লগ কমিউনিটি পরিবার❤️। সবার সুসাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের ব্লগ❤️। দিন যতই যাচেছ জীবনের ব্যস্ততা মনে হয় আরও বহুগুন বেড়েই যাচেছ। বেড়ে যাচ্ছে পরিশ্রমের পরিমানও। সত্যি বলতে আগে যে হারে ঘন ঘন অসুস্থ্যতায় ভুগতাম, আজকাল ব্যস্ততার মধ্যে সময় পার হয়ে যাওয়ায় আর নিজেকে অসুস্থ্য মনেই হয় না। কিন্তু জীবন তো আর সময়ের টান কিছুই বুঝতে চায় না। চায় না ব্যস্ততার দোহাই। জীবন চায় কিছুটা আনন্দ আর উদ্দীপনা। আর জীবন কে কিছু টা আনন্দ দেওয়ার জন্যই কিন্তু মাঝে মাঝে ইউটিউব ঘেটে দু একটি ভালো লাগার নাটক দেখা। এই আর কি। তো আজও আবার চলে আসলাম আপনাদের জন্য আরও একটি হাসির নাটক শেয়ার করতে। আশা করি আজকের নাটকটি আপনাদের কে একটু প্রশান্তি দিতে পারবে।

Screenshot_1.png

প্রাপ্তি: YouTube

নাটকের কিছু তথ্য
নামকিপ্টুস কাপল
পরিচালকমিতুল খান
রচনাসোহেল হোসেন
অভিনয়ফারহান আহমেদ জোভান, সাফা কবির, চিত্র রেখা গুহ এবং আরও অনেকে
দৈর্ঘ্য৫০ মিনিট ৩৮ সেকেন্ড
মুক্তির তারিখজুলাই/২০২৩
ধরননাটক
ভাষাবাংলা
দেশবাংলাদেশ
প্রচারইউটিউব
চরিত্র

★ ফারহান আহমেদ জোভান-সিয়াম
★সাফা কবির- নিতু

কাহিনী সংক্ষেপ

সিয়াম খুবই কৃপন একজন মানুষ। তাই সে তার জীবন সঙ্গী হিসাবেও তেমনি একজন কৃপন মানুষ কে খোজেঁ ফিরে। নাটকের প্রথম দৃশ্যে দেখা যায় যে সিয়াম মোবাইলে ফিলেক্সি লোড করার জন্য দোকানে যায়। উনত্রিশ টাকার লোড করে সে দোকানদারের কাছ হতে এক টাকা ফেরত চায়। দোকানদার তাকে একটি চকলেট দিলে সিয়াম সেটি নিতে অস্বীকার করে। এক সময়ে এ নিয়ে দোকানদারের সাথে তার তর্ক হয়। কিছুক্ষন পর সিয়াম সেই দোকানে এসে হাফ কেজি চাউল এবংদুটি ডিম কিনে। দোকানদার তার কাছে দাম বাবদ ৬১ টাকা চাইলে,সিয়াম দোকানদার কে ৬১টি এক টাকার চকলেট দেয়। এতে দোকানদার খুব রাগারাগি করে এবং সিয়ামের কাছে আর কোন দিন সদাই না বেঁচার কথাও বলে। এদিকে সিয়াম চিন্তা করে এতে তো তার লাভই হলো। ২৫০ টি চকলেট ২০০ টাকায় কিনে ২৫০ টাকায় বিক্রি। তাতে সিয়ামের লাভ হলো ৫০ টাকা। এদিকে সিয়াম প্রতিদিন যে রিক্সায় করে অফিসে যায় তাকে ১ টাকা করে কম দেয়। এক সময়ে সিয়াম তার এক টাকা গুলো গুনে দেখে তার কাছে অনেক টাকা হয়ে গেছে। আর সে নিজেকে বুদ্ধিমান ভাবা শুরু করে।

Screenshot_1.png

Screenshot_2.png

হঠাৎ একদিন সে রাস্তায় নিতুকে দেখতে পায়। তখন নিতু কে তার ভালো লাগে। কিন্তু সিয়াম ভাবে প্রেম করলে তো অনেক খরচ। তাই সে নিতুর দিক হতে মুখ ফিরিয়ে নেয়। এভাবেই যাচ্ছিলো সিয়ামের জীবন। তো একদিন সিয়াম অফিসে লাঞ্চের সময় বসে বসে পানি দিয়ে কেক খায়। তখন সিয়ামের এক কলিগ সিয়াম কে বলে এসব কি খাবার হলো, চলেন পাশের ক্যান্টিন হতে কাচ্চি খেয়ে আশি। কিন্তু সিয়াম যেতে চায় না। যখন সে কলিগ বলে বিল সে দিবে তখন সিয়াম তার সাথে যায়। সেখানে যেয়ে সিয়াম দেখে নিতুও সেই হোটেলে খাওয়ার অর্ডার করছে। সিয়াম লক্ষ্য করলো যে নিতু ওয়েটারের সাথে খাবার নিয়ে তর্ক করছে। কারন নিতু কমদামী খাবার খেতে চাচেছ। কিন্তু এখানে তো আর কমে কোন খাবার পাওয়া যায় না। নিতুর এসব কান্ড দেখে সিয়াম ভাবে এ রকমের মেয়েই তো সিয়ামের দরকার। এদিকে নিতু খাবার না খেয়ে চলে যায়। তখন সিয়াম দৌড়ে যেয়ে নিতুর সাথে কথা বলে এবং এক পর্যায়ে নিতুকে ও কাচ্চি খাওয়াতে নিয়ে আসে। এদিকে এ অবস্থা দেখে তো সিয়ামের কলিগ এর মাথায় হাত। কারন সব বিল তো তাকেই পরিশোধ করতে হবে।

Screenshot_3.png

Screenshot_4.png

Screenshot_5.png
Screenshot_6.png

তারপর হতে সিয়াম আর নিতুর মধ্যে বন্ধুত্ব বাড়তে থাকে। তারা একত্রে এক কাপ লাল চা দুজনে ভাগ করে খায়। চিনি কম হলে সেটা নিতু দেয়। কারন নিতু তার বান্ধবীদের সাথে কোথাও চা খেলে বান্ধবীরা যদি চায়ে চিনি না খায় সেটা নিতু দোকানদারের কাছ হতে চেয়ে নিয়ে কৌটা করে ব্যাগে ভরে রাখে। আবার সিয়াম আর নিতু মিলে ফল খেতে ইচ্ছে হলে ফলের দোকানে যেয়ে টেস্ট করার নাম করে বিভন্ন ফল খেয়ে আসে। এভাবেই চলতে থাকে তাদের প্রেম। তো একদিন তারা চিন্তা করে যে, এভাবে তো প্রেম করতে অনেক খরচ হয়ে যাচেছ। আবার দুজন দু বাসায় সেটাও একটা খরচ।তো তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। কিন্তু বিয়েতে কাউকেই দাওয়াত করবে না। সিয়াম আর নিতুর মা , সিয়ামের মামা, সিয়াম নিতুর বন্ধু বান্ধবী ছাড়া আর কাউকেই দাওয়াত করবে না। আর বিয়ের আইটেম হবে মাছ আর ভাত। তো এভাবেই তদের বিয়ের আয়োজন করা হয়। বিয়ের দিন বিয়ে পড়ানো হলে কাজী সাহেব মিষ্টি চাইলে সিয়াম তাকে ধমক দেয়, যে কিসের মিষ্টি টাকা তো পাইছেন এবার যান। এদিকে সবাই মিষ্টি চাইলে সিয়াম সবাইকে একটা করে চম্পা কলা দেয় মিষ্টি হিসাবে। এদিকে সিয়ামের মামা বাড়িতে চলে যেতে চায়। সিয়ামের মা বাধা দিলেও সিয়াম খরচের ভয়ে মামা কে বাড়ি পাঠিয়ে দেয়। তো সিয়ামের মামা বাড়িতে চলে যাওয়া আগে তাদের কে বিয়ের ‍উপহার হিসাবে একটি প্যাকেট দিয়ে যায়।

Screenshot_7.png

Screenshot_8.png

Screenshot_9.png

এদিকে সিয়াম আর নিতু চিন্তায় পড়ে যায় যে , তাদের মা রা কবে যাবে। তারা এত খরচ করতে পারবে না। তাই তারা সিদ্ধান্ত নেয় যে কোন বাজার সদাই করবে না। ডিম আর পান্তা ভাত দিয়ে চালাবে। সিয়াম খরচের ভয়ে বাসায় পাখাও ছাড়ে না। এদিকে সিয়াম নিতু আর তাদের মায়েরা একত্রে খেতে বসলে দেখে যে পান্তা ভাত, আর একটি ডিম ভাজা ভাগ করে চারজন খাওয়া। এসব দেখে সিয়াম আর নিতুর মা বেশ রাগ করে। এমন কি সিয়াম লবন ও মেপে মেপে খেতে দেয়। এসব কান্ড দেখে সিয়ামের মা আর নিতুর মায়ের মধ্যে ঝগড়া বেধেঁ যায়। তখন নিতু তাদের কে বলে এখানে এভাবে ঝগড়া না করে বাড়িতে চলে যেতে । তখন সিয়াম আর নিতুর মা যার যার বাড়িতে চলে যায়। আর তখন তো সিয়াম আর নিতু বেশ খুশি হয়।

Screenshot_10.png

Screenshot_12.png

Screenshot_13.png

এদিকে সিয়ামের মামা যে প্যাকেট দিয়েছিল সেটা খুলে দেখে কক্সবাজারে তিন দিনের হানিমুনের টিকেট। কিন্তু নিতু আর সিয়াম তো অনেক কৃপন । তাই তারা চিন্তা করে হানিমুনে গেলে খাবার কোথা হতে আসবে। এত টাকা তারা খরচ করবে না। সেই চিন্তা করে তারা তাদের প্যাকেজ টিকেট ফিরিয়ে দিয়ে টাকা আনতে সেই কোম্পানীতে যায়। কিন্তু অনেক রিকোয়েস্ট করেও সেটা আর ফেরত দিতে পারে নি। তো সেটা অফিসের কলিগের কাছে কম দামে বিক্রি করে দেয়। এদিকে বাসায় লবন না থাকায় সিয়াম তার অফিসের রান্না ঘর থেকে লবন চুরি করে নিয়ে আসে। আবার নিতু নিজের মোবাইল দিয়ে সিয়াম কে ফোন না করে বাড়ির বাহিরে এসে অন্য মানুষের মোবাইল দিয়ে সিয়াম কে ফোন করে। সাবান খরচের ভয়ে তারা একটি প্লেটে দুজনে একত্রে ভাত খায়। আর এরকম কৃপণতার মধ্য দিয়ে যাচ্ছিলো তাদের জীবন।

Screenshot_14.png

Screenshot_16.png

Screenshot_17.png

হঠাৎ একদিন নিতু বুঝতে পারে সে মা হতে চলছে। তখন তার মন খারাপ হয়ে যায়। এমন কি এত খুশির খবর সোনার পরও সিয়ামের মন খারাপ হয়ে যায়। তারা সিদ্ধান্ত নেয় যে একটি বাচ্চার পিছনে অনেক খরচ। তাই তারা এই বাচ্চা রাখবে না। তারা কোন সরকারি হাসপাতালে যেয়ে বাচ্চা টাকা এবোয়েশন করে নিবে। যদিও কিছু সামান্য টাকা খরচ হবে। কিন্তু দুজনের একজনও সারা রাত ঘুমাতে পারে না। একজন আর একজনের দিকে তাকায়। কিন্তু কিছুই বলে না। পরদিন সকালে তারা তাদের অনাগত সন্তানটিকে এবোয়েশন করানোর জন্য সরকারি হাসপাতালের উদ্দেশ্যে রাস্তা দিয়ে যাচ্ছে। হঠাৎ সিয়াম শুনতে পায় তাকে কে যেন বাবা বলে ডেকে উঠলো। আসলে কেউ না । এটা সিয়ামের অবচেতন মনের কল্পনা।

Screenshot_18.png

Screenshot_19.png

তখন নিতু আর সিয়াম সিদ্ধান্ত নেয় যে এত বড় পাপ তারা করতে পারবে না। এই সন্তান কে তারা পৃথিবীতে আনবে। যদিও তারা আর কৃপণতা করে চলতে পারবে না। শুধু সামান্য হিসাবে করে চলবে আর কি। এই সন্তানের জন্য না হয় তারা তাদের জীবন কে নতুন করে সাজাবে। তখন তারা তাদের অনাগত সন্তানের নাম ঠিক করে নেয়। মেয়ে হলে নাম রাখবে সিফা। আর ছেলে হলে নাফিস। আর এর মধ্য দিয়েই শেষ হয়ে যায় নাটকটি।

Screenshot_20.png

Screenshot_21.png

image.png

❤️ব্যক্তিগত মতামত❤️

নাটকটিতে পরিচালক বুঝাতে চেয়েছেন মানুষ যতই খারাপ হোক না কেন নিজের সন্তানের কাছে সে প্রতি মহূর্তে হেরে যায়। হেরে যায় সন্তানের ভালোবাসার কাছে। আর এ জন্যই তো সিয়াম আর নিতু তাদের অনাগত সন্তান কে মেরে ফেলতে পারেনি। অনাগত সন্তানের মায়ায় তারা আবার নতুন করে জীবন কে গড়তে চাইছে। আর সন্তানের জন্যই বাবা মা চিরজীবন ত্যাগ স্বীকার করে যায়।< /p>

❤️ব্যক্তিগত রেটিং❤️

১০/১০

❤️নাটকটির লিংক❤️

আজ এখানেই শেষ করছি। আবার আসবো নতুন কোন পোস্ট নিয়ে নতুন ভাবে আপনাদের কাছে। কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের ব্লগটি ? আপনাদের মূল্যবান মন্তব্যের আশায় রইলাম। সবাই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।

❤️ধন্যবাদ সকলকে❤️

image.png

Add a heading (1).png

image.png

image.png

Sort:  
 last year 

এই নাটকের কিছু সিন দেখেছিলাম ফেসবুক এ। ভালো লেগেছিলো। আজ রিভিউ পড়ে আরো ভালো লাগলো। সময় পেলে নাটকটি দেখে নিতে হবে। যদিও অফিস এর জন্য খুব একটা সময় হয়না আমার। খুব সুন্দর রিভিউ দিয়েছেন আপু। শুভকামনা রইলো আপনার জন্য।

 last year 

আরে ভাই এখনও দেখেন নাই? তাড়াতাড়ি দেখেন। বেশ মজার নাটক। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

কিপ্টুস কাপল নাটকটি যখন দেখেছিলাম হাসতে হাসতে শেষ। দুজনেই খুব হিসেবি। বিয়েতে মিষ্টির বদলে সবাই কে কলা খাওয়ায়। এসব দৃশ্য গুলো দেখে তো আমি শেষ। তবে নাটকটি শিক্ষা মূলক এবং সামাজিক ভালো ছিলো নাটকটির গল্প। অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রিভিউ করেছেন ধন্যবাদ আপনাকে আপু।

 last year 

আরে আর বলিয়েন না ভাই। আমার তো হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

আপনি খুবই সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপু। এই নাটকটি আমি কিছুদিন আগে দেখেছিলাম। এই নাটকটিতে আমার সব থেকে পছন্দের দৃশ্য হলো মুদিখানার দোকানিকে টাকার বদলে গুনে গুনে চকলেট দেওয়ার দৃশ্যটি। তাছাড়া আপনি খুব সুন্দর ভাবে নাটকের গল্পটির রিভিউ করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

চিমটি এই আইডয়া কিন্তু মন্দ না ভাই। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

বাহ দারুন নাটক তো ,কি কিপটার কিপটা এক কাপ চা দুই জনে খায়,অফিসের ক্যান্টিন থেকে লবন চুরি করে নিয়ে আসে। আবার নিতু নিজের মোবাইল রেখে বাহিরে অন্য মানুষের মোবাইল দিয়ে ফোন করে। তাদেরকে কিপটামিতে নোবেল দেওয়া দরকার,হে হে হে।

 last year 

আরে আর একজন তো দোকান থেকে চিনি চেয়ে নিয়ে জমায়। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

দারুন একটা নাটকের রিভিউ আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এই নাটকটি কিছুদিন আগে আমি দেখেছিলাম। নাটকের দোকানদারকে টাকার বদলে চকলেট দেবার বিষয়টি আমার কাছে খুবই ভালো লেগেছিল।

 last year 

ভাইয়া ্আইডিয়া কিন্তু খারাপ না। হি হি হি। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

খুব সুন্দর একটি নাটকের রিভিউ দিয়েছেন আপনি। পুরো নাটকের রিভিউ পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে। সময় করে নাটকটি দেখার চেষ্টা করব। নাটকে তাদের ভুলগুলো তারা বুঝতে পেরেছে দেখে আমার কাছে খুব ভালো লাগলো। এত সুন্দর একটি নাটক আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

আমার মনে হয় তাড়াতাড়ি দেখেন। আর কিছু না হউক কিছুটা সময় হাসতে পারবেন। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

এই নাটকটির কয়েকটি ক্লিপ আমি ফেসবুক থেকে দেখেছিলাম।তবে পুরো নাটকটি দেখা হয়নি,আপনার পোস্টের মাধ্যমে বেশ কাহিনীটা উপভোগ করলাম।সময় করে দেখার চেষ্টা করবো নাটকটি।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

আপুসস তাড়াতাড়ি দেখেন তো। সুন্দর কিন্তু নাটকটি। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন কিপ্টুস কাপল নাটক রিভি। আসলে নাটকটি অল্প কিছুদিন আগে মুক্তি পেয়েছে তাই নাটকটি এখনো দেখা হয়নি। কিন্তু আপনার রিভিউ পোস্ট দেখে মনে হচ্ছে নাটকটি দেখতে বেশ রোমান্টিক আপু। চেষ্টা করব সময় পেলে অবশ্যই আপনার শেয়ার করা নাটক দেখার জন্য। ধন্যবাদ আপু এত সুন্দর একটি নাটক রিভিউ এর মাধ্যমে শেয়ার করার জন্য।

 last year 

আরে ভাই তাড়াতাড়ি দেখেন তো সুন্দর একটি নাটক তো। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58551.09
ETH 2617.32
USDT 1.00
SBD 2.44