জেনারেল রাইটিং- সব চাওয়া হয় না পূরণ || written by@maksudakar ||

in আমার বাংলা ব্লগ3 months ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ্ বেশ ভালো আছি। আমি @maksudakawsar, বাংলাদেশের ঢাকা হতে আপনাদের সাথে যুক্ত আছি। আমি প্রতিনিয়ত চেষ্টা করি আমার লেখার দিয়ে কমিউনিটির বন্ধুদের কে মুগ্ধ করার জন্য। হয়তো বা আমি আপনাদের মত এত ভালো করে লিখতে পারি না। পারি না আমার মনের ভাষা গুলো কে আপনাদের সামনে সঠিক ভাবে লিখার যাদুতে উপস্থাপন করতে। তবুও চেষ্টা করি। তাই তো আজও আবার চলে আসলাম আপনাদের সামনে আরও একটি জেনারেল রাইটিং নিয়ে। আশা করি আমার আজকের জেনারেল রাইটিংটিও আপনাদের কাছে বেশ ভালো লাগবে।

মানুষ স্বপ্ন বিলাসী। মানুষ সব সময় স্বপ্ন দেখতে ভালোবাসে। এক একজনের স্বপ্নের ধরন এক এক রকমের। কেউ জেগে থকে স্বপ্ন দেখে, কেউ বা ঘুমের ঘরে স্বপ্ন দেখে। কিন্তু স্বপ্ন যেমনেই হোক না কেন? সবাই চায় কিছুটা সময় স্বপ্নের মাঝে ডুবে থাকতে। আর রঙিন স্বপ্নের হাতছানিতে নিজেকে ডুবিয়ে দিতে কিছুটা সময়। কারন বাস্তবতা তো দারুন কঠিন। তাই স্বপ্ন দেখে যদি কিছু সময় সুখ পাওয়া যায় ক্ষতি কিসে?

নদী পাড়ের কিছু প্রাকৃতিক দৃশ্যের ভিডিও গ্রাফি (6).png

CANVA দিয়ে তৈরি

সব চাওয়া হয় না পূরণ

আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখবো আমাদের চারপাশে হাজারও মানুষ আছে যাদের কোন না কোন ভাবে জীবনের সবচেয়ে প্রিয় কোন স্বপ্ন ভেঙ্গে গেছে। হয়তো স্বপ্ন থাকলেও তা পূরণ করার মত সাধ্য তাদের ছিল না। ছিল না স্বপ্ন পূরনের হাতিয়ার। কিন্তু সেই স্বপ্ন ভাঙ্গার কষ্টটুকু বুকে ধারন করে সে সব মানুষ বেচেঁ আছে পৃথিবীথে যুগের পর যুগ।হয়তো বা স্বপ্ন ভেঙ্গে যাওয়া ভাঙ্গা মন নিয়ে কোন এক সময় তারা পৃথিবী থেকে বিদায়ও নিচ্ছে। কিন্তু সেই ভাঙ্গা হৃদয়ের কষ্ট গুলো রয়ে যাচ্ছে ভাঙ্গা মনের ভিতর। সবার অজান্তে।

আমরা মানুষ। পৃথিবীতে আমরা বেচেঁ থাকি স্বপ্ন নিয়ে। কেউ হয়তো ডাক্তার হওয়ার স্বপ্ন, কেউ হয়তো ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন। আবার কেউ হয়তো বা অন্য কোন স্বপ্ন নিয়ে তাদের নিজেদের জীবন কে সাজাতে ব্যাস্ত সময় পার করে। কিন্তু দিন শেষে কি সবার স্বপ্ন পূরন হয়? না হয় না।মানুষ চাইলেও সবার স্বপ্ন কিন্তু পূরণ হওয়ার নয়। পূরণ হওয়ার নয় মনের অনেক ইচ্ছেও। তবুও মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে। আর নতুন করে স্বপ্ন সাজায় জীবন কে ঘিরে। স্বপ্ন সাজায় নিজের আগামীর জীবনের জন্য।

জীবন চলার পথে অর্থের অভাবে অনেক মানুষের অনেক স্বপ্ন ভেঙ্গে খান খান হয়ে যায়। খান খান হয়ে যায় অনেক আশা ভরসাও। আমরা অনেক সময় দেখি যে একটি মেধাবী ছাত্র ভালো ফলাফল করার পরও শুধুমাত্র অর্থের অভাবে তার আর সামনে আগানো হয়না। হয়তো তার মধ্যেও স্বপ্ন ছিল ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়ে পরিবার কে কিছু উপহার দেওয়ার। স্বপ্ন ছিল দেশ ও জাতিকে কিছু দেওয়ার। কিন্তু ঐ যে অর্থ আর পারিপাশ্বিকতার কারনে এমন মেধাবী ছাত্রদের অনেক স্বপ্নই ধরা ছোঁয়ার বাহিরে থেকে যায়। কিন্তু আমরা কিন্তু তাদের স্বপ্ন ভাঙ্গার আহাজারি শুনতে পাই না।

কোন বাবা মায়ের স্বপ্ন থাকে সন্তান কে বড় করে মানুষের মত মানুষ বানাবে। কিন্তু সব বাবা মায়ের কি সেই স্বপ্ন পূরণ হয়? সব সন্তান কে কি আর মানুষের মত মানুষ বানাতে পারে? সবাই কি তাদের সন্তান কে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে পারে? অথচ সন্তান কে প্রতিষ্ঠিত করার জন্য কত চেষ্টাই না করে বাবা না। সেই ছেলেবেলা হতে হাটিহাটি পা পা করে বড় হওয়া পর্যন্ত সন্তানের জন্য নিজের অনেক সখও বাবা মা ত্যাগ করে। নিজেরা কম খেয়ে হলেও সন্তানের লেখাপড়ার খরচ যোগাড় করতে উঠে পড়ে লাগে। কিন্তু হয় নি সবার বাবা মায়ের স্বপ্ন পূরণ?

পৃথিবীতে এমনও অনেক দম্পতি রয়েছে। যারা কেবল একটি সন্তানের জন্য স্বপ্ন সাজাচেছ বছরের পর বছর। আর যুগের পর যুগ। কিন্তু সব নারী তো আর কোল জোড়ে সন্তান পায় না। কতই না হাহাকার করে জীবন চলে তাদের । সামাজের মানুষের নানা রকমের কথা, মানুষের ব্যবহার সব কিছু সহ্য করে তারা কিন্তু বেচেঁ আছে। শুধু মাত্র একটি সন্তানের জন্য এই ডাক্তার তো সেই ডাক্তার করতে করতে তাদের দেহ শেষ হয়ে যায়। কিন্তু তাতে কি? সন্তান কি আর চাইলেই পাওয়া যা?এটা তো উপর ওয়ালার ইচ্ছে। কিন্তু নিজেদের সুন্দর একটি জীবন আর সুন্দর একটি সংসার তো সব দম্পতিই আশা করে। অথচ স্বপ্ন ভঙ্গের নির্মম ইতিহাসের স্বাক্ষী হয়ে বহু কষ্টে দিন কাটাচ্ছে হাজারও সুখী দম্পিতি।

image.png

শেষ কথা

স্বপ্ন ভঙ্গের কষ্টে নিজেকে বিলিন করে দিয়ে বোকামী করা কিন্ত কোন বুদ্ধি মানের কাজ নয়। বরং ভাঙ্গা স্বপ্ন কে শক্তিতে রূপান্তর করে নিজেকে সামনে এগিয়ে নিতে হবে। মনে রাখতে হবে সেই গানের কলি- ভাঙ্গা মন নিয়ে তুমি আর কেঁদো না, সব চাওয়া পৃথিবীতে পূরন হয় না।

image.png

ধন্যবাদ সকলকে
@maksudakawsar

নিজেকে নিয়ে কিছু কথা

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।

image.png

Screenshot_1.png

Sort:  
 3 months ago 

ভাই আপনি আজকে সত্যি সত্যিই বাস্তব ধারণা নিয়ে একটি পোস্ট লিখে শেয়ার করেছেন। ভাই আমাদের জীবনে এমন কিছু চাওয়া আছে যেগুলো কখনোই পুরণ হয় না। আর এটাই স্বাভাবিক যে সবার সবকিছু পূরণ হয় না। সবাই যদি সব তার চাওয়া গুলো পেয়ে যেত তাহলে সে হয়তো আর মানুষ থাকতো না। তবে পরিস্থিতি যেমনই হোক সবকিছু মেনে নিয়ে জীবন সংগ্রামে লড়াই করে বেঁচে থাকাই হচ্ছে সত্যিকারের মানুষ।। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 3 months ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 months ago (edited)

একদম ঠিক বলেছেন আপু সব চাওয়া পৃথিবীতে পূর্ণ হয় না। বর্তমান এখন অনেক মানুষ আছে যারা একটি সন্তানের জন্য প্রতিনিয়ত হাহাকার করছে। কিন্তু সন্তান সম্পূর্ণই আল্লাহ তায়ালার ইচ্ছেতে মানুষের কাছে আসে। আর প্রতিটি মা-বাবার ইচ্ছে থাকে তার সন্তানকে উপযুক্ত পড়াশোনা শিখিয়ে মানুষের মত মানুষ গড়ে তোলার জন্য। সব যাওয়া হয়না পূরণ অনেক সুন্দর একটি টপিক আমাদের মাঝে আজকে আলোচনা করেছেন আপু। তবে আপনার শেষ কথা টুকু সত্যিই অসাধারণ হয়েছে এখন থেকে আমি অনেক কিছু শিখতে পারলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

 3 months ago 

ধন্যবাদ আপু সুন্দর করে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 months ago 
 3 months ago 

আসলে কথাগুলো ঠিক বলেছেন এগুলো আমাদের বাস্তবিতদের জীবনগুলো রয়েছে এর সঙ্গে বেশ খানিকটা মিলে যায় । কেননা একটা বিষয়ে আমি নিশ্চিত যে লেখাপড়া করেও অনেক সময় নিজের সব চাওয়া পাওয়া পূর্ণ করা যায় না। আর অনেক কিছুই মানুষের ভাগ্যের উপর নির্ভর করে যাই হোক খুব সুন্দর কিছু যুক্তি দিয়েছেন আপনার কথাগুলোকে আমি সত্যি সম্মান করি।

 3 months ago 

এত মূল্যবান মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।

 3 months ago 

পৃথিবীতে মানুষ বেঁচে থাকে হাজার হাজার স্বপ্ন নিয়ে। আর এই স্বপ্নগুলো কিছুটা নিজের মধ্যে আর কিছুটা উপর ওয়ালার হাতে। অনেক স্বপ্ন আছে যেগুলো আমরা নিজেরাই পূরণ করতে পারি কিন্তু অনেক স্বপ্ন আছে যেগুলা নিজেরা চাইলেও পারি না। ঠিক তেমনি সন্তান সবারই একটা স্বপ্ন। আর এই স্বপ্নটা একমাত্র আল্লাহ মানুষকে পূরণ করায়। প্রতিটি মা-বাবার ইচ্ছে থাকে তার সন্তানকে সঠিক পথ নির্দেশ করবে। সব যাওয়া হয়না পূরণ অনেক সুন্দর একটি পোস্ট আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু ধন্যবাদ।

 3 months ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 3 months ago 

সত্যি কিন্তু আপু আপনার প্রতিটি কথা বেশ সুন্দর হয়েছে। মানুষ যা চায় তা পায় না। আর মানুষের মধ্যে এমন কিছু স্বপ্ন থাকে যা ভেঙ্গে গেলে মনটাই ভেঙ্গে যায়।। আপনার আজকের জেনারেল রাইটিং দারুন ছিল। এক কথায় অসাধারণ। ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 months ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 3 months ago 

স্বপ্ন দেখা মন্দ নয় স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপদান করার জন্য কষ্ট করার মধ্যে ভিন্নতা রয়েছে। তবে পরিশ্রম করলেও যে সব স্বপ্ন পূরণ হবে তা কোনদিন সম্ভব নয়। তবে চেষ্টা করলে কিছু কিছু স্বপ্নের সফলতা আসে। এটা ভালো যে স্বপ্ন দেখলে মানুষের জীবন সুন্দর হয়। অনেক ভালো লেগেছে আপনার লেখাগুলো পড়ে।

 3 months ago 

আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 months ago 

আসলেই আপু আমরা কত কিছু চাই সবকিছু কি আমরা পাই। আমাদের ভাগ্যে যেটুকু থাকে সেটুকুই আমরা পাই। অনেকেই আছে সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য নিজে সারা জীবন কষ্ট করে যায়। কিন্তু সেই সন্তানরাই মানুষের মত মানুষ হয় না। আবার অনেকেই সন্তান পাওয়ার আশায় কত বছরের পর বছর অপেক্ষা করে কিন্তু তাদের আর সন্তান পাওয়া হয় না। তাই কোন কিছু নিয়ে অতিরিক্ত আশা করা ঠিক না। যাইহোক ভালো লাগলো আপনার লেখাটি পড়ে।

 3 months ago 

ধন্যবাদ আপু এমন সুন্দর করে মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

 3 months ago 

সত্যি ই আপু সব চাওয়া পূরণ হয়না।অনেক মানুষের অনেক স্বপ্ন স্বপ্নই রয়ে যায়। পূরণ আর হয় না।তারপরেও মানুষ আশায় বুক বেঁধে থাকে স্বপ্ন পূরণের আশায়।কার স্বপ্ন পূরণ হবে আর কারটা হবে না তা একমাত্র আল্লাহ ই জানেন।

 3 months ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.033
BTC 64258.81
ETH 2772.25
USDT 1.00
SBD 2.65