২০ স্টিম পাওয়ার আপ টার্গেট ডিসেম্বর সিজন - ৩
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালো আছেন সবাই। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। আপনারা জানেন যে আমি প্রতি সপ্তাহে একটি পাওয়ার আপ পোস্ট করার জন্য চেষ্টা করি। তাই আজ আবার নতুন একটি পাওয়ার আপ পোস্ট নিয়ে চলে আসলাম।
সবাই চায় পাওয়ার বা ক্ষমতা। কারন পাওয়ার না থাকলে সে জিনিসের কোন দাম নেই। যেমন সূর্য যদি আমাদের কে আলো না দিতো। অথবা চাঁদ যদি রাতের আকাশে না দেখা যেত বলেন তো আপনারা? সূর্যের যেমন নিজের শক্তি আছে তেমনি ভাবে চাঁদের ও আছে নিজস্ব শক্তি। তাই তো আমাদের কাছে চাঁদ আর সূর্যের এত এত দাম। সেরকম যদি এই প্লাটফর্মে আপনার নিজের কোন শক্তি না থাকে তা আপনারও কোন দাম নেই। আর তাই তো পাওয়ার আপ প্রয়োজন।
বন্ধুরা আমার বাংলা ব্লগ কমিউনিটি কর্তৃক আয়োজিত পাওয়ার আপ সিজন-৩ এর প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে আমি ইতোমধ্যে আমি ১৬তম সপ্তাহের পাওয়ার আপ করে ফেলেছি। আশা করি এভাবে পাওয়ার আপ করলে আমি সিজন-৩ তে ৫০০০ স্টিম পাওয়ার বৃদ্ধি করতে পারবো। এবার আমি ২০ স্টিম পাওয়ার আপ করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি এভাবে পাওয়ার আপ করে আমি আমার নির্ধারিত লক্ষ্যে অবশ্যই পৌছাতে পারবো।
ছবি সোর্স
Made By-@maksudakawsar
পাওয়ার আপ করার জন্য প্রথমে স্টিমিট একাউন্টের নির্ধারিত পাসওয়ার্ড দিয়ে ওয়ালেটে প্রবেশ করতে হবে।
এবার স্টিমিট ওয়ালেটে দেখে নিতে হবে যে, সিজন-৩ এর ১৭তম সপ্তাহে পাওয়ার আপ করার আগে আমার ওয়ালেটে স্টিম এবং স্টিম পাওয়ার এর অবস্থা কি ছিল। ১৭ তম সপ্তাহে পাওয়ার আপ করার আগে আমার লিকুইড স্টিম ছিল ৩৩.৪৬৬ এবং স্টিম পাওয়ার ছিলো ২২৫০,০২৫।
এবার পাওয়ার আপ করার জন্য ওয়ালেটের লিকুইড স্টিম এর ব্যালেন্স এর পাশে রক্ষিত ড্রপডাউন মেনুতে ক্লিক করতে হবে। দেখা যাবে সেখানে অনেকগুলো অপশন আসছে। সেখান থেকে পাওয়ার আপ অপশনটিতে ক্লিক করতে হবে।
এখন যে ইন্টারফেইজটি আসবে তাতে এমাউন্টের ঘরে যে পরিমান স্টিম পাওয়ার আপ করা হবে তা লিখতে হবে। যেহেতু সিজন-৩ এর ১৭ তম সপ্তাহে আমি ২০ লিকুইড স্টিম কে পাওয়ার আাপ করবো। তাই এমাউন্টের ঘরে ২০ লিখতে হবে। তারপর পাওয়ার আপ অপশনে ক্লিক করতে হবে।
এখন যে ইন্টারফেইজটি আসবে সেটা ভালভাবে চেক করে নিতে হবে। এরপর সেখানে থেকে ওকে বাটনে ক্লিক করবো।
এবার যে ইন্টারফেইজটি এসেছে তাতে ইউজার এর ঘরে স্টিমিট আইডি ঠিক আছে কিনা তা চেক করে নিয়ে স্টিমিট এর একটিভ কী দিতে হবে। তারপর সাইন ইন এ ক্লিক করতে হবে। তাহলে হয়ে গেল সিজন-৩ এর ১৭তম সপ্তাহের ২০ স্টিম লিকুইড কে পাওয়ার আপ করার কার্যক্রম।
সাইন ইন করার পর একটি ইন্টারফেইজ আসবে। আর তাতে দেখা যাচ্ছে ২০ স্টিম লিকুইড এখন পাওয়ার আপ হয়ে গেছে। তাই স্টিম ওয়ালেটের লিকুইড স্টিম আর স্টিম পাওয়ার এর ভ্যালুও পরিবর্তন হয়ে গেছে।
সিজন-৩ এর ১৬ তম সপ্তাহে পাওয়ার আপ করার পর ওয়ালেটের অবস্থা
পূর্বের এসপি | ২২৫০.০২৫ |
---|---|
পাওয়ার আপ | ২০ স্টিম |
বর্তমান এসপি | ২২৭০.০২৬ |
আজ এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবার আসবো নতুন কোন টার্গেট নিয়ে ? মতামতের অপেক্ষায় রইলাম। |
---|
আজ আপনি বিশ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে অনেক ভালো লাগলো আপু ৷ আসলে পাওয়ার আপের মাধ্যেই খুব তারাতারি এগোনো যায় ৷ আপনি আপনার লক্ষে পৌঁছে যান এটাই কামনা করি ৷ ধারাবাহিতা বজায় রেখে এগিযে যান আপু - সম্ভব ৷ ধন্যবাদ আপনাকে
ধারাবাহিকতা বজায় রেখে লক্ষ্যে পৌছে যাওয়ার উদ্দেশ্যেই প্রতি সপ্তাহে পাওয়ার আপ করি। ধন্যবাদ ভাইয়া।
https://twitter.com/maksudakawsar/status/1660641823444946944?s=20
যত বেশি পাওয়ার বৃদ্ধি তত বেশি সক্ষমতা বৃদ্ধি। প্রত্যেকের উচিত মাঝে মাঝে পাওয়ার বৃদ্ধি করা। আপনাকে অসংখ্য ধন্যবাদ পাওয়ার বৃদ্ধি করে দেখানোর জন্য।
ধন্যবাদ আপু সুন্দর এবং সাবলীল একটি মন্তব্য করার জন্য।
২০ সিস্টেম পাওয়ার আপ করেছেন দেখে ভালো লাগলো । এই প্লাটফর্মে দীর্ঘমেয়াদী কাজ করার জন্য পাওয়ার আপের কোন বিকল্প নেই। তাই আমাদের সকলেরই উচিত পাওয়ার আপ করা। এভাবে এগিয়ে গেলে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন।
ঠিকই বলেছেন এ প্লাটফর্মের দীর্ঘমেয়াদী কাজ করতে চাইলে পাওয়ার আপের কোন বিকল্প নেই।ধন্যবাদ সুন্দর এবং একটি সাবলীল মন্তব্য করার জন্য
আপু পাওয়ার আপ নিয়ে এইভাবে এগিয়ে যান। যে যত বেশি পাওয়ার করবে এই প্ল্যাটফর্মে সে তত বেশি এগিয়ে যাবে। আপনার পাওয়ার আপ পোস্ট দেখে খুবই ভালো লাগছে। আমার কাছেও পাওয়ার আপ করতে খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে আপু।
ধন্যবাদ এত সুন্দর এবং গঠনমূলক একটি মন্তব্য করার জন্য।
পাওয়ার আপ করা আমাদের সকলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনার আজকের ২০ স্টিম পাওয়ার আপ দেখে ভালো লাগলো। এভাবে পাওয়ার আপ করার ধারাবাহিকতা বজায় রাখুন। ধন্যবাদ আপনাকে
জি আপু অবশ্যই । ধন্যবাদ আপু এত সুন্দর করে উৎসাহিত করার জন্য
নিজের অ্যাকাউন্ট সমৃদ্ধশালী ও সক্ষমতাকে বৃদ্ধি করার জন্য পাওয়ার আপ খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ সপ্তাহে আপনি বেশি স্টিম পাওয়ার আপ করেছেন দেখি অনেক ভালো লাগলো। এভাবে পাওয়ার আপ করে যান অনেক দূরে এগিয়ে যেতে পারবেন।
জি ভাইয়া আমি প্রতি সপ্তাহে কিছু কিছু স্টিম পাওয়ার আপ করে থাকি। তাই এ সপ্তাহেও বিশ স্টিম পাওয়ার আপ করে নিলাম। ধন্যবাদ আপনাকে।
২০ স্টিম পাওয়ার আপ এর মাধ্যমে আপনার শক্তি আরো বৃদ্ধি করলেন। এভাবেই আপনার শক্তি বৃদ্ধি হবে।দোয়া রইলো।
:ধন্যবাদ ভাইয়া এত সুন্দর এবং গঠনমূলক মন্তব্য করার জন্য।
আপনি প্রতি সপ্তাহে পাওয়ার আপ এর মাধ্যমে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন প্রথম ডলফিন অর্জনের দিকে। আপনি ২০ স্টিম পাওয়ার আপ এর মাধ্যমে ২২৭০+ স্টিম পাওয়ারে পৌঁছে গেলেন। আশা করি পাওয়ার আপ এর ধারাবাহিকতা বজায় রেখে আপনার কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন। আপনার জন্য শুভকামনা রইল।
ইনশাল্লাহ ভাইয়া পাওয়ার আপের এ ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করছি। ধন্যবাদ ভাইয়া।
সুন্দর একটি চাঁদ এবং সূর্যের উদাহরণ দিলেন পাওয়ার আপ সম্পর্কে জেনে অনেক ভাল লেগেছে এবং অনেক বেশি উৎসাহ পেয়েছি। ঠিক বলছেন আপু স্টিমিট প্লাটফর্মে কাজ করতে হলে পাওয়ার আপ খুবই জরুরী। ২০ স্টিম পাওয়ার আপ করেছেন এভাবে পাওয়ার আপ করতে থাকলে আশা করি আপনি পাঁচ হাজার এসপি পাওয়ার আপ করতে পারবেন ডিসেম্বর সিজন থ্রির ভিতরে।
জি আপু দোয়া করবেন আমি যেন আমার ধারাবাহিকতা বজায় রেখে সামনের দিকে এগোতে পারি। ধন্যবাদ আপু।