নাটক রিভিউ পোস্ট- লাভ স্কোয়াট নাটকের রিভিউ
নাটক রিভিউ- লাভ স্কোয়াট
আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আমি @maksudakawsar। আমি একজন বাংলাদেশী ইউজার হিসাবে আমি আপনাদের সাথে যুক্ত আছি। আজকাল যেন ব্লগিং করাটা আমার একধরনের নেশায় পরিনত হয়ে যাচ্ছে। তাই তো শত ব্যাস্ততার মাঝেও আপনাদের মাঝে চলে আসতে হয় সব কিছু ভুলে। না হয় কেমন যেন রাতে ঘুম আর আসে না। তাইতো আজও তেমনি ভাবে চলে আসলাম একটি নাটকের রিভিউ করার জন্য। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।
নাম | লাভ স্কোয়াট |
---|---|
পরিচালক | আবু হায়াত মাহমুদ |
রচনা | নাজিম উদ দৌলা |
অভিনয় | জিয়াউল ফারুক অপূর্ব, সায়েলা সাবি, শ্লিপী সরকার অপু এবং আরও অনেকে |
দৈর্ঘ্য | ৪০মিনিট ২১সেকেন্ড |
মুক্তির তারিখ | ১২ই জুুলাই ২০২৩ |
ধরন | নাটক |
ভাষা | বাংলা |
দেশ | বাংলাদেশ |
প্রচার | বাংলা ভিশন |
চরিত্রেঃ
★ জিয়াউল ফারুক অপূর্ব-রবি
★সায়েলা সাবি-তনু
স্ক্রিনশর্ট: ইউটিউব
নাটকের প্রথমেই দেখা যায় তনুর বান্ধবী অনেক রাত করে রিক্সায় যাচেছ, তখন ছিনতাই কারীরা তার কাছ থেকে তার ব্যগ আরে মোবাইল ছিনতাই করে নেয়। অনেক চিৎকার চেচামেচি করেও সে তার ব্যাগ আর মোবাইল উদ্ধার করতে পারেনি। অন্য দিকে বরির বাবা রবির জন্য মেয়ে ঠিক করে রবি কে মেয়েটির সাথে দেখা করতে পাঠায়। যদিও এর মধ্যে রবিকে অনেক মেয়ে দেখানো হলেও রবি কোন মেয়ে পছন্দ করে না। তবে এবার রবি মেয়ে দেখে এসে বাবা কে জানিয়ে দেয় যে তার মেয়ে পছন্দ হয়েছে। বলে রাখা ভালো যে রবির বাবা রবির জন্য তনুকে ঠিক করেছিল। কারন তনুদের সাথে রিবির বাবার একটি ভালো সম্পর্ক ছিল। তো রবির বাবা তো বেশ খুশি তে তনুর মাকে ফোন করে যে তারা তনু আর রবির এনগেইজমেন্ট করাবে। কিন্তু তনুর মা রবির বাবাকে জানিয়ে দেয় যে, তনুর রবিকে পছন্দ হয়নি।
স্ক্রিনশর্ট: ইউটিউব
রবি তো তার বাবার মুখে এ কথা শুনে বেশ রেগে যায়। কারন তনু তাকে নিজে বলেছে যে তাকে তনুর পছন্দ হয়েছে এবং তনু তার মা কে যেয়ে বলবে। কিন্তু কি আর করার যেহেতু মেয়ে পক্ষ বলেছে পছন্দ করেন নাই। কিন্তু রবির কিন্তু তনু কে বেশ ভালো লেগে যায়। তাই তো রবি সিদ্ধান্ত নেয় যে সে তনুদের বাসায় যাবে।তারপর রবি একদিন তার বাবার অনুমতি নিয়ে তনুদের বাড়িতে যায়।যদিও তনুর মা রবি কে দেখে এবংরবির পরিচয় পেয়ে তাকে বাসায় ঢুকতে দিতে চায়নি। তবে তনুর মামা রবিকে বাসার ভিতরে নিয়ে বসায়। তারপর রবিকে বেশ খুটিযে খুটিয়ে দেখে। কিন্তু না কিছুই তো মিলছে না তনু যা বলেছে রবির সম্পর্কে। তনু বলেছে যে রবির চুল নেই, দাঁত উচা ইত্যাদি ইত্যাদি। এদিকে রবি তনুর সাথে দেখা হওয়ার পুরো ঘটনা তনুর মা আর মামাকে খুলে বলে এবং এটিও বলে যে তনু তাকে বলেছে যে তাকে তনুর পছন্দ হয়েছে।
স্ক্রিনশর্ট: ইউটিউব
এসব কথা শুনে তনুর মা তনু কে সব কিছু জিজ্ঞেস করে এবং তারা সিদ্ধান্ত নেয় তনুর কোন কথা আর শুনবে না । তারা ছেলেকে হাত ছাড়া করতে চায় না। তাই তারা সেদিনই তাদের এনগেইজমেন্ট করাতে চায় । এজন্য রবির বাবাকে ফোন করে আসতে বলে । রবির বাবা এনগেইজমেন্টের সব কিছু নিয়ে তনুদের বাসায় চলে আসে।্েএদিকে তনুর মা তনু কে সাজিয়ে নিয়ে আসে।তনুকে দেখে তো রবি অবাক। রবি তার বাবা কে বলে বাবা এ তো তনু নয়।বাবা এবার রবির কোন কথায় শোনে না। রবিকে বলে তনুর হাতে আংটি পড়িয়ে দিতে। তারপর তনু আর রবি ছাদে যায়। রবি মনে মনে ভাবে এ মেয়ে তো অনেক সুন্দর। কিন্তু এ তো তনু নয়। আর তনু মনে মনে ভাবে এত সুন্দর একটি ছেলে কে আমি না দেখেই মানা করে দিয়েছি। এক পর্যায়ে তনু কল্পনা করে যে, তনু তার বান্ধবী ফারিয়া কে দায়িত্ব দিয়েছিল রবিকে দেখতে।কারন ফারিয়ার প্রতি ছিল তনুর অঘাত বিশ্বাস। কিন্তু তনুর সাথে ফারিয়া বিশ্বাসঘাতকতা করেছে। রবি কে দেখে ফারিয়া নিজেই মুগ্ধ হয়ে যায়। তাই ফারিয়া তনু কে রবি সম্পর্কে এসব কথা বানিয়ে বলে।
স্ক্রিনশর্ট: ইউটিউব
এদিকে রবি এবং তনুর বিয়ে হয়ে যায়। বিয়ের পর তাদের মধ্যে ভালোবাসা অনেকগুন বেড়ে যায়। অন্যদিকে তনু তার বেষ্ট ফ্রেন্ড ফারিয়া কে খুজঁতে বের হয়। ফারিয়ার দেওয়া সব জায়গায় যায় তনু। কিন্তু কোথাও ফারিয়াকে তনু খুঁজে পায় না। হঠাৎ একদিন তনুর শ্বশুড় তনুকে ফোন করে বলে যে ব্যাংক থেকে একজন লোক আসবে। তার আসতে একঘন্টা দেরী হবে। তনু যেন তাকে বসিয়ে আপায়ন করায়।এরই মধ্যে বাসার কলিং বেল বেজে উঠে। তনু যেয়ে দরজা খুলেই অবাক। এতো তার বেষ্ট ফ্রেন্ড ফারিয়া। তনু তাকে ঘরে বসায়। তারপর ফারিয়ার কাছে জানতে চায় কেন সে এমন করলো? আর কেনই বা সে তনুর সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। ফারিয়া তনুকে সব কিছু খুলে বলে। সে বলে রবি যখন ফারিয়াকে তনু বলে জানতে শুরু করে তখন ফারিয়া নিজেই রবিকে পছন্দ করে ফেলে। তাই সে তনু কে ফোন করে রবি সম্পর্কে বানিয়ে বানিয়ে মিথ্যা বলে। এদিকে ফারিয়ার মোবাইল ছিনতাই হয়ে যাওয়ায় তার পক্ষে আর রবির সাথে দেখা করার সুযোগ পায়নি। আর এসব অনুশোচনার জন্যই ফারিয়া তনুর সামনে দাড়ানোর সাহস পায়নি।
স্ক্রিনশর্ট: ইউটিউব
এরই মধ্যে রবি বাসায় চলে আসে এবং ফারিয়া কে দেখতে পায়। রবি কে দেখে ফারিয়া ভয় পেয়ে যায় এবং রবির কাছে মাফ চায়। রবি ফারিয়া কে বলে কিসের মাফ তোমার জন্যই তো আজ আমরা দুজন দুজনকে ফিরে পেয়েছি।তারপর রবি এবং তনু মিলে ফারিয়াকে ক্ষমা করে দেয়। তারপর তনু আবার ফারিয়া কে বেষ্ট ফ্রেন্ড হিসাবে গ্রহন করে নেয়।
নাটকটির মধ্যে পরিচালক একদিকে যেমন বুঝাতে চেয়েছেন যে যত ভালোই বন্ধু হউক না কেন সবসময় বন্ধুকে বিশ্বাস করা ঠিক না। কারন বেষ্ট ফ্রেন্ডরাই বিশ্বাসঘাতকরা করে জীবন টা কে ধ্বংস করতে যথেষ্ট। আবার অন্য দিকে বুঝাতে চেয়েছেন যে, উপর ওয়ালা চাইলে পৃথিবীর কারো কোন সাধ্য নেই যে কারো কোন ক্ষতি করার।
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
লাভ স্কোয়াট নাটকটি আমি কয়েকদিন আগেই দেখেছি। ভেবেছিলাম রিভিউ শেয়ার করব। আজকে আপনার রিভিউ পড়ে অনেক ভালো লাগলো আপু। আসলে মাঝে মাঝে আমরা বিশ্বাস করেও ঢকে যাই। তাই তো সবাইকে অন্ধের মত বিশ্বাস করা ঠিক নয়। অপূর্ব আমার খুবই প্রিয় অভিনয় শিল্পী। অনেক সুন্দরভাবে নাটক রিভিউ শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
আর অপূর্ব আমার ক্রাশ। তবে নাটকটি কিন্তু শিক্ষনীয়। যাই হোক ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।
আপু বাস্তবেও এমন আছে একদম ঘনিষ্ঠ ও বেস্ট ফ্রেন্ডরাই জীবনের সবচেয়ে বড় ক্ষতিটা করে। তবে এটা ঠিক, উপরওয়ালা চাইলে পৃথিবীর কারো কোনো সাধ্য নেই যে কারো কোনো ক্ষতি করে। যাইহোক আপু, খুব সুন্দর একটি নাটকের রিভিউ দিয়েছেন। যদিও বা আমি নাটকটি এখনো দেখিনি, তাই আপনার নাটকের রিভিউ পড়ে নাটকটি দেখার ইচ্ছা পোষণ করছি। খুব সুন্দর একটি নাটকের রিভিউ দেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আমার মনে হয় নাটকটি দেখলে খারাপ লাগবে না। যাই হোক মূল্যবান মন্তব্য করার জন্য ধন্যবাদ।
আপনি নাটক রিভিউ পোস্ট শেয়ার করলেন আপু।খুব ভালো লাগলো। আমি এই নাটকটি দেখেছি। খুব ভালো লেগেছে নাটকটি।আপনি খুব সুন্দর করে নাটকটির রিভিউ করলেন।অনেক ধন্যবাদ আপনাকে।
আপু আমারও নাটকটি ভালো লেগেছে তাই তো আপনাদের সাথে শেয়ার করলাম।
বাহ খুব দুর্দান্ত একটি নাটক আমাদের মাঝে রিভিউ করেছেন বেশ অসাধারণ হয়েছে। আসলে অপূর্ব নাটক গুলো আমার কাছে খুবই ভালো লাগে। আপনি ঠিকই বলেছেন সকলকে বিশ্বাস করা ঠিক নয়। বিশ্বাসঘাতক যে কোন মুহূর্তে বিশ্বাস ভাঙতে পারে। এত চমৎকার নাটক রিভিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
বিশ্বাস শব্দটি একেবারে নেই বললেই চলে। যাক সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
বাহ আপু আপনি দারুন একটি নাটকের রিভিউ করেছেন এ নাটকটি আমার বেশ ভালো লাগে দেখে। নাটকটি খুব সুন্দর করে আপনি নাটকের বিষয় বস্তু গুলো তুলে ধরেছেন। এত সুন্দর একটি নাটক আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
ধন্যবাদ। এত চমৎকার একটি মন্তব্য করার জন্য।
অপূর্ব নাটকগুলো অনেক রোমান্টিক হয়ে থাকে আর তার এই সুন্দর সুন্দর প্রেমমূলক নাটক আমিও খুব পছন্দ করে থাকি। আজ আপনি অপূর্ব নাটক আমাদের মাঝে খুব সুন্দর ভাবে রিভিউ করে দেখিয়েছেন। নাটক রিভিউয়ের পর্যায়টা অনেক সুন্দর ছিল, খুবই ভালো লাগলো আপনার এই উপস্থাপনা ধন্যবাদ।
সুন্দর এবং মূল্যবান একটি মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
লাভ স্কোয়াট নাটকটি ইতোমধ্যে আমি কয়েকবার দেখেছি। আজকে আপনার পোস্ট টি পড়ে আরো ভালো ভাবে বুঝতে পারলাম। ধন্যবাদ এতো সুন্দর একটি নাটক রিভিউ করার জন্য।
ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।