ট্রাভেল পোস্ট- "বৃষ্টি ভেজা বিকেলে রমনার প্রকৃতি দেখার অনুভূতি " II written by @maksudakawsarII
বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি সবাই বেশ ভালো আছেন। আমি কিন্তু ভালো মন্দ মিলিয়েই আছি। কেন জানি মনে হয় জীবনটা যদি মিক্সাচার না হয় তাহলে জীবনে শান্তি পাওয়া যায় না। পাওয়া যায় না প্রশান্তি। কারন জীবনের জন্য কেন জানি টক ঝাল আর মিষ্টি সব কিছুরই প্রয়োজন আছে বলে আমার মনে হয়। আর আমার কাছে কিন্তু এমন মিক্সার থাকতেই বেশ ভালো লাগে।
আমি @maksudakawsar, বাংলাদেশ হতে আপনাদের সাথে যুক্ত আছি। আমি আমার বাংলা ব্লগের একজন নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন এবং ভিন্ন কিছু পোস্ট নিয়ে উপস্থিত হতে। নিজেকে নতুন রূপে দেখার মাঝেও কিন্তু স্বস্তি লুকিয়ে আছে। আর তাতে করে নিজের জ্ঞানের ভান্ডারও কিছুটা বেড়ে যায়। তাই তো নতুন নতুন কিছু শিখে আমাদের কে জ্ঞানের চর্চা করা উচিত।
জীবনটা বড়ই বৈচিত্রময়। কারন জীবন যে কখন কিসে সুখী হয় সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি না। তবে আমার মতে জীবনে দরকার কিছুটা আনন্দ আর শান্তি। তবেই মাঝে মাঝে হারিয়ে যাওয়া গতি ফিরে পাবে আমাদের জীবন। আর জীবনে নেমে আসবে স্বস্তি। আর আমরাও খুঁজে পাবো আমাদের নিজেদের চলার পথে কিছুটা আনন্দ বা উদ্দীপনা। তাই তো আমাদের শত ব্যস্ততার মাঝেও মাঝে মাঝে একটু ভ্রমণে বের হওয়া প্রয়োজন।
গত কযেকটি মাস ব্যস্ততার মধ্য দিয়ে দিন কাটাচ্ছি। জানিনা কবে এই ব্যস্ততার গন্ডি হতে নিজেকে মুক্ত করে নিয়ে আসতে পারবো। তবে ব্যস্ততা যেন আমাকে একেবারে হাপিয়ে তুলেছে। দিনরাত শুধু চরকির মত চলাফেরা। সে যাই হোক না কেন।গত দুদিন একটি জরুরী কাজে অফিস হতে ছুটি নিয়েছিলাম। গিয়েছিলাম সেই শিল্প কলা একাডেমী আর মসৎ ভবন এলাকায়। আমাদের কাজ শেষ করতে করতে প্রায় দুপুর হয়ে গেল। তারপর আমরা দুপুরের লাঞ্চ করে যখন বাসার দিকে ফিরে আসি তখন প্রায় বিকেল। এদিকে ঢাকা শহরে গতকালও ঝুম বৃষ্টি ছিল। আর সেই ঝুম বৃষ্টির কারনে রাস্তাঘাট সব যেন ভিজে শেষ।কিন্তু বিকেলে যখন রমনার পাশ দিয়ে বাসায় ফিরছিলাম তখন কেন জানি একবার রমনার ভিতরে ঘুরে আসতে মনে চাইলো।ভাবলাম এত এত কাজের মাঝে এতটুকু তো বিশ্রাম নেওয়াই যায়।
আমরা যখন রমনার ভিতরে ঘুরাঘুরি করছিলাম তখন দেখলাম হাজারও মানুষ এই শরৎকালে রমনার প্রকৃতি উপভোগ করার জন্য জড়ো হয়েছে। কোথাও এতটুকু জায়গা নেই যে একটু বসবো। সব জায়গায় শুধু মানুষ আর মানুষ। বৃষ্টি ভেজা সবুজ প্রকৃতির মাঝে নিজেকে একটু স্বস্থি দেওয়ার জন্য হাজারও মানুষ দল বেধেঁছিল সেদিন রমনার বটমুলে। আর আমি কিন্তু নতুন মোবাইলে রমনার এই দৃশ্যগুলোকে বেশ সুন্দর করে ক্যামেরা বন্দী করে নিয়ে তারপর বাড়ি ফিরেছি। যতটা সময় আমরা সেখানে ছিলাম ততটা সময় যেন মনটাই ভরে গিয়েছিল।
তবে এ কথা সত্য যে সেদিন কিন্তু বর্ষার প্রকৃতি রমনার সবুজ প্রকৃতিকে আরও বেশী ফুটিয়ে তুলেছিল।ফুটিয়ে তুলেছিল শরৎ কালের আকাশ আর লেকের পানির সৌন্দর্য কেও। সেদিন যেন আকাশ আর সবুজ একাকার হয়ে গিয়েছিল। আর ব্যস্ততার মাঝে যদি এমন সুন্দর প্রকৃতির মাঝে কিছু সময় ঘুরে বেড়ানো যায় তাহলে কিন্তু ব্যস্ততার গ্লানি সব দেহ হতে দূর হয়ে যায়। দেহে ফিরে আসে সজীবতা। সব মিলিয়ে বেশ ভালোই কিছু সময় উপভোগ করেছিলাম সেদিন বৃষ্টি ভেজা রমনার প্রকৃতির।
এরপর যখন ঘুরে ফিরে রমনার এমন সুন্দর প্রকৃতি দেখা উপভোগ করলাম তখন প্রকৃতির এমন সুন্দর এক ঘ্রাণ মনের ভিতরে জায়গা করে নিলো যে মনের ভিতর দিয়ে এক শান্তির নিড় বয়ে যেতে শুরু করলো। আর প্রকৃতির এমন দারুন স্নিগ্ধতা উপভোগ করতে করতে সেদিন ফিরে এসেছিলাম আবার ব্যস্ততার মাঝে। সাথে নিয়ে এসেছিলাম বৃষ্টি ভেজা শরৎ এর কিছু প্রশান্তি।
শেষ কথা
শেষ কথা
কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের শেয়ার করা ভ্রমণ পোস্ট। আশা করবো আপনাদের কাছে বেশ ভালো লাগবে। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।
আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে।
সারাদিন অফিসের কাজ শেষ করে বাসায় ফেরার সময় রমনার পার্কে মন টানলে আপু আপনার। তবে পার্কের ভেতরে গিয়ে বেশ ভালোই করেছেন। ব্যস্তময় একটি দিন বৃষ্টি ভেজা পরিবেশে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করলেন। মাঝে মাঝে হঠাৎ করে এমন ঘোরাঘুরি করতে বেশ ভালই লাগে। খুবই ভালো লাগলো আপু আপনার পোষ্ট পড়ে ধন্যবাদ।
ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।
ব্যস্ত সময়ের মাঝে মানুষ একটু প্রকৃতির সান্নিধ্যে যেতে চায় হাফ ছেড়ে বাঁচতে।আপনিও বৃষ্টি ভেজা দিনে প্রকৃতির মাঝে গিয়েছিলেন জেনে ভালো লাগলো।তবে আপু আপনি পোষ্টের মধ্যে লিখেছেন রমনা আর টাইটেলে লিখেছেন রোমানা।মূলত এটি কোনটা হবে?আশা করি দারুণ সময় কাটিয়েছিলেন,যাইহোক ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ সুন্দর মন্তব্য করে উৎসাহ প্রদান করার জন্য।
মাঝে মাঝে ঘুরতে গেলে মানসিক শান্তি পাওয়া যায়। তবে যাওয়ার আগে আমাকে নিয়ে গেলেই তো হতো আপু। আমিও একটু ঘুরতে পারতাম। অনেক সুন্দর সময় কাটিয়েছেন আর সুন্দর এই পোস্ট শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো আপু।
আরে আপনাকে তো নিতেই চাই। আপনি তো আসেন না। দুজন মিলে ঘুরে বেড়ালে তো ভালোই হতো। কুট কুট করে বাদাম খাওয়া যেত। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আপু আপনার ভ্রমনের কথা শুনে তো রিতীমত মুগ্ধ হয়ে গেলাম। আপনি কিন্তু বেশ সুন্দর করে আপনার ভ্রমন কাহিনী আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনি বেশ সুন্দর করে পুরো ভ্রমন কাহিনী আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ আপু।
ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।