ফটোগ্রাফি পোস্ট- সময়ে সময়ে তোলা কিছু রেনডম ফটোগ্রাফি ||original photography by @maksudakawsar||
কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আর আমার কথা কি বলবো? আছি কোন রকম বেচেঁ। চারদিক যেন কেমন হয়ে যাচ্ছে। কেমন যেন হয়ে যাচ্ছে মানুষ গুলো। মানুষ গুলো এখন বেশ স্বার্থপর হয়ে যাচেছ। জানিনা সামনের দিনগুলো কেমন হবে। তবে কেন জানি মনে হয সামনে আরও খারাপ সময় অপেক্ষা করছে।যা কিনা আমাদের জন্য ভয়ংকর হতে পারে।
আমি @maksudakawsar, বাংলাদেশ হতে আপনাদের সাথে যুক্ত আছি। আমি আমার বাংলা ব্লগের একজন নিয়মিত গর্বিত ইউজার। গর্বিত বলছি এই কারনে যে, আমার চেয়ে ভালো ভালো অনেক ক্রেয়েটিভ মানুষ আছে যারা এমন একটি প্লাটফর্ম খুঁজে বেড়াচ্ছে নিজেদের যোগ্যতাকে মেলে ধরার জন্য। অথচ আমি কত ক্ষুদ্র একজন ইউজার, যার নেই তেমন ক্রেয়েটিভিটি। তবুও আমি এমন সুন্দর একটি প্লাটফর্মের একজন ভেরিফাইড ইউজার। তাই তো শত ব্যস্ততার মাঝেও আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন এবং ভিন্ন কিছু পোস্ট নিয়ে উপস্থিত হতে। তাই তো আজ আবার একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম।
আমার কাছে ফটোগ্রাফি করা একটি আর্ট। আর সেই ফটোগ্রাফি যদি করা যায় মনের মনের মাধুরী মিশিয়ে তাহলে কিন্তু ফটোগ্রাফি হয়ে উঠে বেশ আকর্ষনীয় এবং দৃষ্টিনন্দন। অবশ্য সবার ধারা সুন্দর সুন্দর ফটোগ্রাফি করা হয়ে উঠে না। তবে আমরা যদি ক্যামেরার লেন্স এবং ফোকাস বুঝে একটু সময় নিয়ে ফটোগ্রাফি করতে পারি তাহলে কিন্তু আমরাও একজন দক্ষ ফটোগ্রাফার হতে পারবো।
আজকাল যেন ফটোগ্রাফি একটি নেশায় পরিনত হয়েছে। কিন্তু নানামুখী ব্যস্ততার কারনে কেন জানি আর তেমন ফটোগ্রাফি করা হয়ে উঠেনা। কিন্তু প্রয়োজনের তাগিদে তো একটু একটু ফটোগ্রাফি করতেই হয়। বেশ কদিন যাবৎ শরীরটা ভালো নেই। সেই সাথে ভালো নেই আমি নিজেও। বেশ ঠান্ডায় ভুগছি। তাই সেদিন হঠাৎ অফিসের বাহিরের রোদে দাঁড়িয়ে ছিলাম বেশ কিছু সময়। দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন রোদ পোহাছিলাম তখন বেশ ভালোই লাগছিল। হঠাৎ চোখে পড়লো কিছু চেনা যানা ফুল। যেগুলো অফিসের ফুল বাগানে লাগানো ছিল। ভাবলাম যে কয়েকটি ফটোগ্রাফি করে নেই। করেও নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য।
যেখানে ছিল রঙ্গন ফুল আর ফুলের কলি। আর নাম না জানা ছোট ছোট হলুদ কি যেন ফুল। বেশ ভালোই লাগছিল দূর থেকে দেখতে। আমিও সেই সুযোগ মিস করিনি। ফুল গুলোর ফটোগ্রাফি করে নিলাম। তাছাড়া ভাবলাম ফটোগ্রাফি গুলো তো আপনাদের সাথেই শেয়ার করা যায়। গত কয়েকদিন আগে রাতে যখন ক্লান্ত দেহে বাসায় ফিরছিলাম তখন কেন জানি চারদিক টা আলো আলো লাগছিল। আকাশের দিকে চোখ পড়তেই দেখলাম দারুন একটি চাঁদ। সেটা কেও মোবাইলে নিয়ে নিলাম। আমার আবার এমন দৃশ্যগুলো দারুন লাগে কিনা, তাই। জানিনা কেমন লাগবে আপনাদের।
কিছুদিন আগে সাহেব অফিসের কাজে কক্সবাজার ট্যুরে গিয়েছিলেন। তাকে বেশ ভালো করে বুঝিয়ে বলেছিলাম, যেহেতু আমি যেতে পারছি না। তাই তিনি যেন আমার জন্য কিছু ফটোগ্রাফি করে নিয়ে আসেন। কি আর বলবো? সে এক ইতিহাস। এমন এমন ফটোগ্রাফি করেছে যে দেখলে হাসতে হাসতে পেটের ভাত হজম। বুঝলাম সবগুলোকে কিছুটা এডিট করে তারপর আপনাদের মাঝে শেয়ার করতে হবে। তাই আজ সেটাই করলাম। দেখেন তো আপনারা তার কক্সবাজারে তোলা ফটোগ্রাফি গুলো কেমন ছিল।
পোস্টের ধরন | ফটোগ্রাফি পোস্ট |
---|---|
ডিভাইস | VIVO |
মডেল | VIVO-Y18, 02 |
ফটোগ্রাফার | @maksudakawsar |
স্থান | বাংলাদেশ |
শেষ কথা
শেষ কথা
জানিনা আমার আজকের ফটোগ্রাফিগুলো আপনাদের কেমন লাগবে। তবে আমি কিন্তু দারুন উপভোগ করেছি প্রতিটি ফটোগ্রাফি । আশা করি আপনাদের সুন্দর সুন্দর মতামত গুলো দিয়ে আমাকে ধন্য করবেন।
আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।
আপু ভাইয়াকেউ আমার বাংলা ব্লগে জয়েন করিয়ে দেন। তাহলে ফটোগ্রাফি করা শিখে যাবে। তাও তো বেচারা আপনার জন্য ফটোগ্রাফি করে নিয়ে এসেছে তাই তো অনেক। যাই হোক আপনার আজকের ফটোগ্রাফি গুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। চাঁদের ফটোগ্রাফি টাও বেশ চমৎকার ভাবে করেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।
হা হা হা। অনেকেই ওরম হয়৷ অনেকের কাছে শুনি আপনার মতো কথা৷ তবে আপনি এডিট করে ছবিগুলো চমৎকার বানিয়ে দিয়েছেন৷ বাকি ছবিগুলোও চমৎকার তুলেছেন৷