স্ব-রচিত কবিতা- নিজের শক্তি নিজেই
আসসালামু আলাইকুম
কেমন আছেন বন্ধুরা ? আশা করি সবাই বেশ ভালই আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালই আছি। আমি মাকসুদা আক্তার। আপনাদের কাছে আমার পরিচয় @maksudakawsar হিসাবে। আমি কোন কবি নয়, নেই আমার অন্তরে কোন কাব্যিক ভাষা। তবুও আমি কবিতা লিখার চেষ্টা করি হউক না তা আকাঁ বাকা। হ্যাঁ বন্ধুরা আজ আবার চলে আসলাম আমার স্ব-রচিত আকাঁ বাকা আরও একটি কবিতা নিয়ে। জানিনা কেমন হয়েছে। আশা করি কবিতাটি পড়ে ভাল মন্দ মন্তব্য টুকু জানাবেন।
পৃথিবীটা অনেক কঠিন জায়গা। এখানকার মানুষগুলোর চরিত্র এক বিচিত্রি রকমের । সবাই শুধু ক্ষমতাবান, সুখি আর টাকা ওয়ালা মানুষের পিছে ঘুরে বেড়ায়। অসহায় মানুষ গুলো যেন আজ দিশেহারা। সমাজের কাছে আজ সহজ সরল মানুষের কোন মূল্য নেই। নেই কোন স্থান। তাই তো কঠিন এই সমাজে টিকে থাকতে হলে আমাদের কে নিজের মত করে নিজেকে বাঁচতে শিখতে হবে। শিখতে হবে নিজের আত্মসম্মান কে অক্ষুন্ন রাখার প্রন্থা। আবার দেখা যায় যে সুখ আর ভাল দিনে সবাই যেন মিষ্টি মুখের অতিথি। বুঝার কোন উপায় নেই যে কে আপন আর কে আমাদের পর।
আমাদের খারাপ সময়গুলোতেই আমরা বুঝতে পারি কে আমাদের আপন আর কে আমাদের পর। প্রকৃত বন্ধু কখনও মায়া ত্যাগ করতে পারে না। হউক সেটা ভাল কিংবা খারাপ সময়। বিপদের সময় যে পাশে থাকে সেই আমাদের প্রকৃত বন্ধু। তবে সমাজে ভাল করে বাঁচতে চাইলে আমাদের কে অবশ্যই ভাল আর মন্দ মানুষগুলো কে চিনে নিতে হবে।
বন্ধুরা আপনারা হয়ত বা জানেন যে প্রতি সপ্তাহে আমি চেষ্টা করি আপনাদের জন্য একটি কবিতা লেখার । হউক না তা আকাঁ বাকা। আজ আবার আপনাদের জন্য নিজের শক্তি নিজেই নামক একটি নতুন কবিতা উপহার হিসাবে নিয়ে আসলাম। আশা করি আজকের কবিতাটিও আপনাদের বেশ ভাল লাগবে।
ছবি সোর্স
Made By-@maksudakawsar
চলতে শিখো নিজের মতো
বলতে শিখো নিজের মতো
হাসতে শিখো নিজের মতো
নিজের সাথে যুদ্ধ করে
বাঁচতে শিখেছি।।
পরের উপর চললে তুমি
ধোকাই পড়বে সেই তো জানি
দেখবে শুধু রঙিন ভবন
বৃথায় যাবে তোমার জীবন।।
শক্ত হাতে ধরলে তরি
ভাঙ্গবে না নাকো জীবন ঘড়ি
বাজবে সময় হাঁসবে হৃদয়
মনটা তোমার নাচঁবে সদায় ।।
আপন পর বুঝবে তুমি
জীবন হলে মরুভূমি
দেখবে নাকো কাউকে পাশে
থাকবে সবাই দূর দিগন্তে।।
নিজের পায়ে থাকলে মাটি
মানুষ পাবে পাশে খাঁটি
বুঝবে তুমি সুখ পাখিটি
বসেই থাকে দিবা রাত্রি।।
তাই তো বলি ভাই
নিজের মতো নিজে শিখো
বুকের সাহস বুকেই রাখো
নিজের কাছে নিজেই রাজা
জীবনটা হবে নিখুঁত তাজা।।
বন্ধুরা কেমন লাগলো আমার আজকের স্ব-রচিত কবিতা । আশা করি আপনাদের কাছে বেশ ভালই লেগেছে। অপেক্ষায় রইলাম কবিতা নিয়ে আপনাদের ভাল লাগা, মন্দ লাগা জানার জন্য ।
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
কবিতা পড়ে বাস্তব কিছু কথার ছোঁয়া পেলাম। ঠিকই বলেছেন পরের উপর ভরসা করে আসলে জীবন চলে না। নিজের খুঁটি নিজেই শক্ত করে ধরে থাকতে হয়। প্রকৃত বন্ধু পাওয়া খুবই দুষ্কর। তারা কখনো বিপদে ছেড়ে যায় না। আপনার কবিতা আমার ভাল লেগেছে। ধন্যবাদ আপু।
ধন্যবাদ ভাইয়া চমৎকার একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।
আসলেই পৃথিবীর মানুষগুলো বৈচিত্রময়। কেউ মায়াবী কেউবা ভয়ংকর। আবার কেউ উপরে অনেক ভালোভাবে আচরণ করে কিন্তু ভিতরে তেমনি জঘন্য কাজ করে। যাইহোক আপু আপনার কবিতাটি জাস্ট অসাধারণ। কবিতাটি পড়তে বেশ ভালই লেগেছে। সকল প্রতিকূল পরিবেশের জন্য নিজেকে শক্ত করে তৈরি করতে হবে।
জি আপু সকল প্রতিকূল পরিবেশের জন্য নিজেকে শক্ত হাতে তৈরি করা ছাড়া আমাদের আর উপায় নেই।
এই পৃথিবীটা সত্যি অনেক কঠিন জায়গা। তাই তো এই পৃথিবীতে টিকে থাকতে হলে নিজেকে নিজের সহায়ক হতে হবে। আসলে জীবনের বাস্তবতা অনেক কঠিন। যাই হোক আপু আপনার লেখা কবিতাটি চমৎকার হয়েছে। ভালো লেগেছে আপনার এই কবিতাটি পড়ে। শুভকামনা রইল আপনার জন্য।
আর এই কঠিন বাস্তবে টিকে থাকার জন্যই নিজেকে তৈরি করা প্রয়োজন। ধন্যবাদ আপু।
এটা একদম বাস্তব সত্য আপু! বিপদে পরলেই বুঝা যায় কারা আপন মানুষ! যারা থাকে তারাই আপন! বর্তমানে সহজ সরল মানুষগুলোর দাম নেই! সবাই যেন টাকার গরম দেখাতেই ব্যস্ত। এই সমাজে ঠিকে থাকতে হলে অবশ্যই নিজের অবস্থান শক্ত করা জরুরি।
নিজের অবস্থান তৈরি করা ছাড়া সমাজে টিকে থাকাটাই বড় দায়।
ঠিক বলেছেন আপু। বিপদে পড়লে পরিবার ছাড়া আর কাউকেই পাশে পাওয়া যায় না। আর সেরকম বন্ধু হলে পাশে পাওয়া যায়। ভালো থাকতে হলে পৃথিবীতে নিজে একা একা চলতে এবং বাঁচতে শিখতে হবে। কবিতা টা চমৎকার ছিল আপু। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।
একা একা বেচেঁ থাকার নামই মনে হয় ভাল থাকা। ধন্যবাদ ভাই
আপু খুব সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন। আপনার কবিতা পড়ে অনেক ভালো লাগলো। কবিতার নামের সাথে কবিতার প্রতিটি লাইন খুব সুন্দর ভাবে মিলিয়েছেন। ঠিক বলেছেন আপু পরের উপর ভরসা করে আসলে সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব না। আপনার কবিতার প্রতিটা লাইন পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ আপু খুব সুন্দর এবং চমৎকার একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।
আসলে পৃথিবীটা অন্যরকম। নিজের উপর আস্থা রাখার মতো ভালো অন্য কিছুতে নেই। আপনার কবিতাটি পড়েও অনেক ভালো লাগলো।কবিতার প্রতিটি লাইন অনেক সুন্দর ভাবে সাজিয়েছেন ।
ধন্যবাদ আপু আমাদের মাঝে সুন্দর একটি কবিতা উপস্থাপন করার জন্য।
ধন্যবাদ আপনাকে। সুন্দর এবং চমৎকার একটি মন্তব্য করার জন্য।