জেনারেল পোস্ট- 😂আসলে কেউ সুখী নয়😂 || Actually nobody is happy||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম

😂আসলে কেউ সুখী নয়😂

❤️শুভ সকাল প্রাণের প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটি পরিবারের সকলকে❤️। মাঝে মাঝে আমরা বলি যে পৃথিবী কঠিন। কিন্তু আসলে কি তাই? না আসলে তাই নয়। পৃথিবী নয় এখানকার মানুষগুলোই কেমন দিনে দিনে কঠিন হয়ে পড়ছে। আর আমাদের চারপাশের এসব মানুষ গুলোর জন্য মাঝে মাঝে জীবনটা হয়ে উঠে অসহ্য যন্ত্রণাময়। এসব মানুষকে নিয়েই আমাদের কাটিয়ে দিতে হয় জীবনের অধিকাংশ সময়। কি আর করার বেচেঁ তো থাকতে হবে।

❤️সকলের সুখ ও স্বাচ্ছন্দ কামনায় আজ আবার শুরু করলাম নতুন আরও একটি ব্লগ।❤️ যতই যাই হোক সময় তো কারো জন্যে বসে থাকে না। তাই জীবন যেমনই চলে চলুক আমাদের প্রতিদিনের কাজ তো করে যেতেই হবে। তা না হলে যে জীবনকে চালানো কঠিন হয়ে যাবে। ব্যস্ততা কিন্তু শুধু জীবনের চাহিদা মিটায় না মাঝে মাঝে এই ব্যস্ততা গুলোই জীবন কে করে তোলে সুখী। তো আজ আবার চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি ব্লগ শেয়ার করতে। আশা করি আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে।

man-geed6fbdb3_1280.jpg

source

সুখেরই পৃথিবী, সুখেরই অভিনয়, যতই আড়লে রাখো, আসলে কেউ সুখী নয়। সত্যি কিন্তু তাই। আমরা আমাদের চারপাশে যত মানুষ দেখি, হয়তো তাদের মধ্যে অনেক মানুষই আছে অনেক সুখী। কিন্তু প্রকৃতি পক্ষে কি তারা আদৌ সুখী? জীবনে এক এক জনের সুখ এক এক ধরনের। কোন মানুষ যে কিসে সুখী হবে সেটা কিন্তু বলে বুঝানো বেশ মুশকিল। কেউ পেয়ে সুখী, কেউ বা না পেয়ে সুখী। আসলে কিসে যে কার সুখ সেটা বলা যায় না। তবে সুখের চেয়ে চারদিকে কিন্তু দুখি মানুষের সংখ্যাটাই অনেক বেশী।

পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা এক বুক কষ্ট নিয়ে ঘুরে বেড়ায়। কিন্তু তাদের কে দেখেও বুঝার উপায় নেই তাদের জীবনে সুখ নেই। তারা তাদের মনের কষ্টগুলোকে কখনও কারো সাথে শেয়ার করে না বা করতেও চায় না। সবার সাথে তারা হাসিমুখে কথা বলে। কিন্তু নিজের মনের কষ্টগুলো কে কাউকেই বুঝতে দেয় না। বুঝতে দেয় না মনের ব্যথা। নিজের কষ্ট গুলোকে নিজের মাঝে রেখে রাতের আধাঁরে কেঁদে ফিরে। কিন্তু পৃথিবীর মানুষের কাছে সে একজন সুখী মানুষ।

পৃথিবীতে এমন অনেক বাবা মা আছে যারা সন্তানকে মানুষ করতে বিলিয়ে দিয়েছে তাদের সবকিছু। কিন্তু সেই সন্তানরা বড় হয়ে বাবা মাকেই পাঠায় বৃদ্ধাশ্রমে। অনেকে আবার লোক চক্ষুর ভয়ে বাসায় রাখলেও বাবা মায়ের প্রতি তেমন যত্ন করে না। কিন্তু এসব বাব মা সমাজের কাছে সুখে থাকার অভিনয় করে যায় দিনের পর দিন। কারন কু সন্তান যদিও হয়, কু মাতা কদাচিৎ নয়। তাই বাবা মা সবসময়ই নিজেদের দুঃখ গুলো কে মাটি চাপা দিয়ে চলে যায় দিনের পর দিন। সমাজের কাছে তারা সুখী মানুষ হিসাবেই থেকে যায়।

এমন অনেক স্বামী স্ত্রীর সম্পর্ক আছে যা বাহিরের জগৎ এ সুখী দম্পতি হিসাবে প্রতিয়মান হয়। কিন্তু হয়তো বা তারা কেউ কাউকে দিয়েই সুখী নয়। শুধুমাত্র সমাজের ভয়ে আর লোক চক্ষুর ভয়ে এক সাথে কাটিয়ে দিচেছ জীবনটাকে। যদিও মনের অমিল, যদিও কেউ কাউকে নিয়ে সুখী নয়, তবুও বাহিরের পৃথিবীতে তারা সুখী দম্পতি। মনের কষ্টগুলো মনের ভিতর রেখে নিঃশব্দে শেষ হয়ে যাচ্ছে এমন কত জীবন। সুখের অভিনয় করতে করতে হয়তো বা কখনও ক্লান্ত হয়ে পড়ে তবুও বেচেঁ থাকার তাগিদেই তাদের কে করে যেতে হয় সুখের অভিনয়।

কেউ আবার ভালোবাসার মানুষটিকে না পেয়ে নিজের কষ্টগুলোকে বুকে চাপা দিয়ে কাটিয়ে দিচ্ছে সময়। ভালোবাসার মানুষগুলো তাদের হৃদয়কে গোমড়ে মোচড়ে খায় প্রতিনিয়ত। কিন্তু মুখ ফোটে বলার উপায় যে, নেই। কারন কেউ হয় তো একতরফা ভালোবাসে, আবার কারো হয়তো ভালোবাসার মানুষটি চলে গেছে, কারো হয়তো পরিবারের কারনে ভালোবাসার মানুষটিকে পায়নি। যাই হোক না কেন ভালোবাসার আগুন যখন হৃদয়ে একবার লাগে তখন কিন্ত সেটা নিভানোর ক্ষমতা কারো নেই। তবুও প্রতিটি ভালোবাসার মানুষগুলোই অভিনয় করে যায় সুখে থাকার।

সুখের ব্যখা এক একজনের কাছে এক এক রকমের। অনেক অট্রালিকার মাঝে থেকেও কেউ সুখের ছোঁয়া খুজেঁ পায় না। আবার রাস্তার পাশে বানানো ছনের ঘরে থেকেও অনেকে সুখ খোজেঁ পায় । সারাদিন পর এক মুঠো ভাত খেয়েও অনেক মানুষ জীবন কে নিয়ে গর্ব বোধ করে। আবার অনেকে কোটি টাকার গাড়ীতে চড়েও কিছুতেই সুখ খোজেঁ পায় না। পায় না জীবনের কুল কিনারা। তবুও সমাজের কাছে তারা একজন সুখী মানুষ। কিন্তু নিজের ভবনে নিজেকেই দুঃখ বহন করে বেড়াতে হয়।

আমরা প্রায় ভাবতে থাকি যে আমাদের চারপাশের সব মানুষগুলো যে কত সুখী। ইস্ আমি যদি তার মত সুখী হতে পারতাম! কিন্তু আমাদের ভেবে রাখা উচিত পৃথিবীতে সবাই কিন্ত তার দুঃখ গুলো কে প্রকাশ করতে পারে না। পারে না তাদের কষ্টগুলো কে অন্যের সাথে শেয়ার করতে। পারে না নিজের দুঃখ গুলো কে ভাগাভাগি করে নিতে। কষ্টগুলো নিরবে নিভৃতে কেঁদে মরে তাদের হৃদয়ের গভীরে। আর আমরা ভাবী সে যেন কতই না সুখী। আহরে সুখ!

আসলে সুখ জিনিস টা একটা মরিচিকার মত। এর পিছনে ঘুরে কোন লাভ নেই। জীবনে সুখের সন্ধ্যানে ঘুরতে ঘুরতে কখন যে আমরা আমাদের মূলবান সময় কে নষ্ট করে ফেলছি। সুখ তো সবার কাছে ধরা দেয় না । আবার সবাই সুখী এটাও কিন্তু বলা যাবেনা। ঐ যে সম্ভবত মান্না দে এর একটি গানই তো আছে- সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না, জানিনা বলে যা লোকে সত্য কিনা, কপালে কারো নাকি সুখ সয় না।সুতরাং সুখের পিছনে না ঘুরে যা আছে তাই নিয়ে আমরা সন্তুষ্ট থাকি। আর মনে রাখি যে, আসলেই কেউ সুখী নয়।

image.png

আজ এখানেই শেষ করছি। আবার আসবো নতুন কোন পোস্ট নিয়ে নতুন ভাবে আপনাদের কাছে। কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের ব্লগটি ? আপনাদের মূল্যবান মন্তব্যের আশায় রইলাম। সবাই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।

❤️ধন্যবাদ সকলকে❤️

image.png

Add a heading (1).png

image.png

image.png

Sort:  
 last year 

আসলেই কেউ সুখী নয়, জাগতিক জীবনে সমস্যার কোন শেষ নেই। কিছু কিছু সময় মানুষ সুখি হবার অভিনয় করে চলছে। আসলে সব কথার বড় কথা কোনরকম জীবন চালানো আরকি। যাইহোক লিখনীর বিষয়বস্তু ভালো ছিল এবং বাস্তবিক ছিল।

 last year 

জি ভাইয়া আমি চেষ্টা করেছি বাস্তবিক কিছু তুলে ধরার জন্য। ধন্যবাদ মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য।

 last year 

আপু আপনি আজকে আমাদের মাঝে বাস্তবতাকে কেন্দ্র করে দারুন একটি পোস্ট লিখে শেয়ার করেছেন। আসলে আমি মনে করি মানুষ জাতি কখনো সুখী হতে পারবে না। সব মানুষ তার জায়গা থেকে তার চেয়েও বেশি আকাঙ্ক্ষা করে। তবে আমার চোখে দেখা অনেক মানুষ আছে খুব কষ্টের মধ্যেও জীবন পার করলেও তাদেরকে যদি জিজ্ঞেস করলে বলবে অনেক ভালো আছে। ধন্যবাদ আপু দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

হুম এটাই তো ভাইয়া আমরা সবাই প্রতিনিয়ত অভিনয় করেই যাচ্ছি। ধন্যবাদ মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য।

 last year 

খুব সুন্দর একটি টপিক নিয়ে আজ আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। আপনার পোস্ট পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে। আসলে পৃথিবীতে সুখী মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল। সব মানুষই কোন না কোন দিক থেকে সমস্যায় রয়েছে। তা দেখলে বোঝার উপায় নাই। দেখলে মনে হবে সে বেশ সুখেই আছে। আসলে তো সে পরিপূর্ণ সুখী নয়।এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ।ধন্যবাদ।

 last year 

হুম আপু আমারও তাই মনে হয়েছে, আমরা কেউ পরিপূর্ন সুখী নয়। তবুও সুখে থাকার অভিনয় করেই যাচ্ছি।

 last year 

খুব সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করেছেন আপু।খুব ভালো লেগেছে। সত্যিকারের সুখী আসলে কেউ নয়।আপনি বেশকিছু উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যা কিনা খুব সত্যি কথা।সুখের ব্যাখা একেক জনের কাছে একেক রকম।খুব ভালো লাগলো আপু পোস্টটি পড়ে। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

হুম আমিও বলি সুখের ব্যাখা এক একজনের কাছে এক এক রকমের। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

আমি প্রায় মাঝেমধ্যে পরিবারের বিভিন্ন উদাহরণে একটা কথাই বলে থাকি দুনিয়ায় কেউ কখনো সুখী নয়। কেউ না কেউ কোনো না কোনো দিক থেকে অসুখী। যার অর্থ সম্পদ রয়েছে শরীরে রয়েছে রোগ, সবার দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো নেই আর এভাবেই যেন মানুষ একা একজন প্রকৃতির মাঝে অসহায়। তবুও সবকিছুর মধ্য থেকে নিজেকে সংগ্রাম করে টিকিয়ে রাখতে হয়। জয় হোক বেশ ভালো লেগেছে আপনার আজকের এই সুন্দর সচেতন একটি পোস্ট দেখে।

 last year 

ধন্যবাদ ভাইয়া সুন্দর এবং গঠন মূলক একটি মন্তব্য করার জন্য।

 last year 

এটা সত্যি আপু আমরা প্রকৃত পক্ষে কেউই সুখী নই। অনেক সময় সুখী না থেকেও সুখে থাকার অভিনয় করি। কারণ যতই সমস্যা থাক জীবনে সামনে এগোতে হবে এটাই আসল সত্য।অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

সুন্দর একটি কথা বলেছেন তো জীবনে সামনে এগুতে হবে এটাই হলো স্বপ্ন। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

প্রথমেই বলতে চাই মানুষের জীবনটা আপেক্ষিক। যদি আমরা ভাবি যে আমরা সুখে আছি তবে আমরা সুখী, আর যদি আমরা ভাবি যে আমরা অনেক কষ্টে আছি তবে আমরা অনেক দুঃখী। জীবনে দুঃখ-কষ্ট থাকবে এটাই স্বাভাবিক। আর সব দুঃখ কষ্টকে সাথে নিয়েই জীবন সংগ্রামে এগিয়ে যেতে হবে। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট করার জন্য।

 last year 

ঠিক তাই সব দুঃখ কষ্ট কে সাথে নিয়েই জীবন সংগ্রামে এগিয়ে যেতে হবে। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 58729.26
ETH 2640.67
USDT 1.00
SBD 2.47