স্ব-রচিত কবিতা- ভালবাসার প্রতিদান

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

আজ বুধবার, ২৮শে ডিসেম্বর ২০২২ ইং
বাংলা ১২ই পৌষ ১৪২৯ বঙ্গাব্দ

দিন দিন যেন পৃথিবীর রূপ রেখা গুলো বদলে যাচ্ছে। পরিচিত মানুষগুলো সব হয়ে যাচ্ছে অচেনা আর অজানা। কারন মানুষের কাছে আজ স্বার্থটাই অনেক বড় বিষয়। স্বার্থ ছাড়া পৃথিবীতে যেন সবকিছু অচল। তাইতো ভালবাসার রং বদল নিয়ে মানুষ ব্যস্ত।

বাস্তবতার কাছে আজ হার মেনে গেছে প্রেম ভালবাসা। তাই আমাদের কেও ভালবাসার স্থানটা পরিবর্তন করতে হবে। ভালবাসতে হবে প্রকৃতি কে। ভালবাসতে হবে সাগর কে। তাই তো আজ আবার আপনাদের মাঝে আসলাম ভালবাসার প্রতিদান নিয়ে আমার আরও একটি স্ব-রচিত কবিতা নিয়ে। জানিনা আপনাদের কেমন লাগবে।

ভালবাসায় টাকার ছোঁয়া (2).png

ছবি সোর্স
Made By-@maksudakawsar

স্বরচিত কবিতা

ভালবাসার প্রতিদান

মানুষ কে ভালবাসো?
তাহলে প্রস্তুত রেখ তোমার মনটাকে
প্রস্তুত রেখ তোমার ব্যাংক টাকে
প্রস্তুত রেখ তোমার গাল দুটোকে
আর প্রস্তুত রেখ দেহের নরম তুল তুলে চামড়াগুলোকে।।

প্রকৃতিকে ভালবাসো?
তাহলে ফিরে পাবে একরাস সজিবতা
ফিরে পাবে নির্মুল বাতাস
আর ফিরে পাবে কিছু সুন্দর অনুভূতি।।

স্বার্থের দোয়ারে দাড়িয়ে
আজ যেন প্রিয়জনেরা হয়ে যাচ্ছে অচেনা
স্বার্থের তাগিদে কাছে আসা যেন
প্রিয়জনগুলোর ভালবাসার বহিঃপ্রকাশ।।

মধুময় সস্পর্ক নেই আজ মধু মাখা
মধুতে ঘ্রাণ শুকলে ভেসে আসে আজ স্বার্থ আর স্বার্থের সুবাস
সম্পর্কের টানাপোড়েনে আজ পৃষ্ট কোমল হৃদয়
চারদিকে যেন বসবাস করে স্বার্থের মায়াজাল।।

বন্ধুরা কেমন লাগলো আমার আজকের স্ব-রচিত কবিতা ভালবাসার প্রতিদান কবিতাটি। আশা করি আপনাদের কাছে বেশ ভালই লেগেছে। অপেক্ষায় রইলাম কবিতা নিয়ে আপনাদের ভাল লাগা, মন্দ লাগা জানার জন্য ।

ভাল ও সুস্থ্য থাকুন।

image.png

❤️ধন্যবাদ সকলকে।❤️

@maksudakawsar

Sort:  
 2 years ago 

আসলে আপনি ঠিকই বলেছেন বাস্তবতার কাছে আজ হার মেনে গেছে প্রেম ভালবাসা। আমাদেরকে ভালোবাসার স্থান পরিবর্তন করতে হবে। এখন তো সবাই সবার স্বার্থ নিয়েই থাকে তাই তো আপনজনরাও পর হয়ে যাচ্ছে এখন। যাইহোক খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন আপনি। কবিতাটি পড়ে কিন্তু ভীষণ ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা লিখে সবার সাথে শেয়ার করার জন্য। ধন্যবাদ।

 2 years ago 

অবশ্যই আপু আমাদেরকে ভালোবাসার স্থানটা পরিবর্তন করতেই হবে।

 2 years ago 

খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে অনেক ভালো লাগলো। সত্যি এখন মানুষ ভালোবাসার প্রতিদান এভাবেই পাচ্ছে। হারিয়ে যাচ্ছে প্রেম ভালোবাসার মধুর সম্পর্ক। এখন ভালোবাসার মধ্যে রয়েছে শুধু স্বার্থ। ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

বাহ আপু আপনি দেখছি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। মানুষ ভালবাসার প্রতিদান এভাবেই দিচ্ছে। এখন মানুষের মধ্যে সত্যিকারে প্রেম ভালোবাসা গুলো দিন দিন হারিয়ে যাচ্ছে। স্বার্থ মানুষকে এত নিচে নেবে দিচ্ছে যে ভালবাসার মানুষগুলোকে দূরে সরিয়ে দিতে একটুও কার্পণ বোধ করছে না। আপনি খুবই একটি দুর্দান্ত কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভাইয়া সত্যি কথাই বলেছেন স্বার্থ মানুষকে এত নিচে নামিয়ে দিচ্ছে যে ভালবাসার মানুষগুলোকে দূরে সরিয়ে দিতে একটুও কার্পণ বোধ করছে না।

 2 years ago 

খুবই সুন্দর কবিতা লিখেছেন কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া আপনাকেও ধন্যবাদ অনেক সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

প্রকৃতিকে ভালবাসো?
তাহলে ফিরে পাবে একরাস সজিবতা
ফিরে পাবে নির্মুল বাতাস
আর ফিরে পাবে কিছু সুন্দর অনুভূতি।।

বাহ্ আপু আপনি চমৎকার একটি কবিতা উপহার দিয়েছেন। উপরের লাইন গুলো পড়ে মুগ্ধ হয়ে গেলাম। চমৎকার ভাবে কবিতার লাইন গুলো ছন্দে ছন্দে লিখেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভাইয়া আপনাকে ধন্যবাদ এত সুন্দর এবং চমৎকার মন্তব্য করার জন্য।

 2 years ago 

আসলেই মানুষ গুলে এখন দিনে দিনে খুব বেশি স্বার্থপর হয়ে যাচ্ছে ৷ নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না ৷ যাই হোক চমৎকার একটি কবিতা লিখেছেন ৷ কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো ৷ কবিতার লাইন গুলো দারুণ ছিলো ...

স্বার্থের দোয়ারে দাড়িয়ে
আজ যেন প্রিয়জনেরা হয়ে যাচ্ছে অচেনা
স্বার্থের তাগিদে কাছে আসা যেন
প্রিয়জনগুলোর ভালবাসার বহিঃপ্রকাশ।।

 2 years ago 

স্বার্থপর পৃথিবীতে মানুষগুলোই স্বার্থপর ।

 2 years ago 

আপনার কবিতাটি দেখে অনেক ভালো লাগলো। আমিও আপনাদের মত কবিতা লেখা শুরু করেছি। কারণ কবিতা লিখতে গেলে অনেক ধৈর্যের প্রয়োজন হয়। এখন তো দেখি সবাই ও অল্প অল্প করে কবিতা লিখতেছে। কিন্তু আপনার কবিতাটা পড়তে বিশেষ করে অনেক ভালো লাগলো। আশা করব পরবর্তীতে এরকম আরো সুন্দর কিছু কবিতা দেখতে পারবো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপু। আমার কবিতাটি আপনার ভালো লেগেছে যে আমারও বেশ ভালো লাগছে।

 2 years ago 

এক কথায় জাস্ট অসাধারণ হয়েছে আপু। কবিতার প্রতিটি লাইন পড়ে মুগ্ধ হয়ে গেলাম। একদম বাস্তব কথা গুলো তুলে ধরেছেন কবিতার মধ্যে। আসলে স্বার্থের জন্য প্রকৃত ভালোবাসা গুলো হয়তো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। ঠিকই বলছেন আপনি, স্বার্থই সবকিছুর মূল বিষয়।

প্রকৃতিকে ভালবাসো?
তাহলে ফিরে পাবে একরাস সজিবতা
ফিরে পাবে নির্মুল বাতাস
আর ফিরে পাবে কিছু সুন্দর অনুভূতি।।

উপরের লাইনগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জি স্বার্থের জন্য প্রকৃত ভালোবাসা গুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে।

 2 years ago 
কবিতা লেখা আমার কাছে খুব কঠিন একটি ব্যাপার। অনেক চিন্তা ভাবনা করে কবিতা লিখতে হয়। আমি চেষ্টা করেছি কিন্তু খুব একটা আগাতে পারিনি। যাই হোক আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন ।আজ আপনি প্রকৃতির ভালবাসা নিয়ে কবিতা লিখেছেন । আমার পড়ে খুব ভাল লেগেছে। ধন্যবাদ আপু।
 2 years ago (edited)

ভাইয়া চেষ্টা করতে থাকেন। চেষ্টা করলে পেরে যাবেন।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58430.93
ETH 2504.31
USDT 1.00
SBD 2.39