ফটোগ্রাফি পোস্ট- জাদুঘর হতে রেনডম ফটোগ্রাফি ||original photography by @maksudakawsar||

in আমার বাংলা ব্লগ3 months ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও কিন্তু আপনাদের দোয়া এবং ভালোবাসায় বেশ ভালো আছি। আর ভালো আছি বলেই তো আজ আবার চলে আসলাম আপনাদের মাঝে আমার নতুন একটি পোস্ট নিয়ে। আসলে এখন একদিন পোস্ট না করতে পারলে যেন মনে হয় কি যেন হারিয়ে গেছে। কি যেন নেই। আমার মত করে আপনাদের এমন হয় কিনা সেটা একবার জানাবেন তো।

আমি @maksudakawsar, বাংলাদেশ হতে আপনাদের সাথে যুক্ত আছি। আমি আমার বাংলা ব্লগের একজন নিয়মিত গর্বিত ইউজার। গর্বিত বলছি এই কারনে যে, আমার চেয়ে ভালো ভালো অনেক ক্রেয়েটিভ মানুষ আছে যারা এমন একটি প্লাটফর্ম খুঁজে বেড়াচ্ছে নিজেদের যোগ্যতাকে মেলে ধরার জন্য। অথচ আমি কত ক্ষুদ্র একজন ইউজার, যার নেই তেমন ক্রেয়েটিভিটি। তবুও আমি এমন সুন্দর একটি প্লাটফর্মের একজন ভেরিফাইড ইউজার। তাই তো শত ব্যস্ততার মাঝেও আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন এবং ভিন্ন কিছু পোস্ট নিয়ে উপস্থিত হতে। তাই তো আজ আবার একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম।

আমরা যারা এই প্লাটফর্মে কাজ করি তারা প্রত্যেকেই জানি যে ফটোগ্রাফি করা কতটা সখের বিষয় হয়ে উঠেছে আমাদের কাছে। আর তাই তো আমরা সবাই চেষ্টা করি কম বেশী ফটোগ্রাফি করার জন্য। এই যে আমি, আমি তো যেখানেই যাই শুধু ফটোগ্রাফি করার চেষ্টা করি। আর এই ফটোগ্রাফি করতে করতে মোবাইলটাই ভর্তি হয়ে গেছে। কখন যে ক্রাস করে। তাই তো চেষ্টা করছি সবগুলো ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে।

অলির কথা শুনে বকুল হাসে কই, তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো! (1).png

Canva দিয়ে তৈরি

জাদুঘর হতে রেনডম ফটোগ্রাফি

image.png

image.png

ইতিহাস তেমন পড়িনি। কারন এই বিষয়টি আমার কাছে বেশ জটিল মনে হয়। তবুও ঐতিহাসিক কোন স্থান বা ঘটনা দেখলে কেন জানি মনের ভিতর অন্যরকম অনুভূতি জেগে উঠে। আমার মনে হয় আমাদের মধ্যে এমন অনেকই আছেন যারা ঐতিহাসিক সেই পুরানো দিনগুলোর স্মৃতি খুঁজে ফেরে সারাক্ষন। তবে সেসব ঐতিহাসিক দিনের কিছু নিদের্শন কিন্তু আজও বহন করে চলছে আমাদের দেশের দুটো জাদুঘর। যার একটি হলো ঢাকার জাতীয় জাদুঘর এবং অন্যটি হলো সোনাগাঁও এর জয়নুল আবেদীন জাদুঘর। যেখানে রাখা আছে সেই প্রাচীন কালের হাজারও প্রতিচ্ছবি। আর আমিও সুযোগ করে এই জায়গাগুলোতে ঘুরে আপনাদের জন্য কিছু ফটোগ্রাফি সংরক্ষন করে রেখেছি।

image.png

image.png

ফটোগ্রাফিগুলোর মধ্যে কিছু হাতে তৈরি মাটির এবং কাঠের পশু রয়েছে। যে পশুগুলোর নাম আপনারা সবাই কম বেশী জানেন। এদেশের মানুষের এত গুন আর মেধা যে তারা মাটি বা কাঠ দিয়ে খুব নিমেষেই বানিয়ে ফেলতে পারে হাজারও পশু আর পাখি। আর এমন সুন্দর সুন্দর কারুকার্য করা শিল্পগুলো জাদুঘরে রাখা হয়েছে জনসাধারণ কে আনন্দ প্রদান করার জন্য। মাটি দিয়ে তৈরি করে সেই জিনিস গুলোকে আবার কালারও করা হয়েছে মনের মত করে। যে কেউ দেখলেই কিন্তু তাদের ভালো লাগবে অনায়াসে।

image.png

image.png

দারুন কারুকার্য করা মাটির মুুর্তিগুলোও কিন্তু দেখতে সুন্দর লাগছিল। এসব মুর্তিগুলো দেখে আবার পিতলের মনে হলেও আমার কাছে মাটির বলেই মনে হয়েছে। সত্যি বলতে এই সুন্দর ‍সুন্দর জিনিস গুলো শুধু বইতেই দেখেছিলাম। কিন্তু বাস্তবে যে এমন সুন্দর মাটির জিনিস চোখে দেখতে পাবো সেটা ভাবনাতেও আসেনি। তবে যখন নিজের চোখে আমার দেশের এমন সুন্দর সুন্দর জিনিস গুলো দেখতে পেলাম তখন আর আনন্দ ধরে রাখতে পারিনি।

image.png

image.png

image.png

তবে দুটো জাদুঘরই বেশ দারুন এবং আনকমন কিছু প্রাচীন ঐতিহ্য রয়েছে। যার মধ্যে শিল্পাচার্য জয়নুল আবেদীন এর করা একটি ভাস্কর্য রয়েছে সোনারগাঁ জাদুঘরে। অবশ্য এই ভাস্কর্যটির প্রতিচ্ছবি সেই ছেলেবেলায় দেখা হয়েছিল বইয়ের পাতায়। তবে বাস্তবে যে মাটি দিয়ে এমন সুন্দর করে এবং বিশাল বড় করে ভাস্কর্যটি করা হয়েছে সেটা দেখে তো অবাক। তাই তো চেষ্টা করলাম তেমন কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করতে।

পোস্টের বিবরন
পোস্টের ধরনফটোগ্রাফি পোস্ট
ডিভাইসVIVO
মডেলVIVO-Y22S
ফটোগ্রাফার@maksudakawsar
স্থানঢাকা, বাংলাদেশ

শেষ কথা

জানিনা আমার আজকের ফটোগ্রাফিগুলো আপনাদের কেমন লাগবে। তবে আমি কিন্তু দারুন উপভোগ করেছি প্রতিটি ফটোগ্রাফি । আশা করি আপনাদের সুন্দর সুন্দর মতামত গুলো দিয়ে আমাকে ধন্য করবেন।

নিজেকে নিয়ে কিছু কথা

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।

image.png


image.png

Sort:  
 3 months ago 

জাদুঘর থেকে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি ধারণ করে আপনি আমাদের দেখার সুযোগ করে দিয়েছেন। আপনার এই চমৎকার ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হলাম। বেশ দেখার মত ছিল সুন্দর সুন্দর ফটোগুলো। যেখানে আজও যাওয়া হয়নি দেখা হয়নি কিন্তু দেখার স্বাদ পেলাম।

 3 months ago 

যাক দেখার সুযোগ করে দিতে পেরে আমিও ধন্য। ধন্যবাদ আপনার সুন্দর মন্তেব্যের জন্য।

 3 months ago 

ইতিহাস জিনিসটা আসলেই জটিল। এমনিতে ইতিহাস জানতে ভালোই লাগে তবে যখন মুখস্ত করা লাগতো তখন খুবই বিরক্ত লাগতো ইতিহাস। বেশ ভালো লাগলো আপনার আজকের ফটোগ্রাফি পোস্ট দেখে। জাদুঘর থেকে দারুন কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 months ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 months ago 

ওমাই গড আপনি এই ফটোগ্রাফিগুলো কখন করলেন আমি আমি ওতো ছিলাম। আমিতো আপনার ফটোগ্রাফিগুলো দেখে পুরো ফিদা হয়ে গেলাম। দৃশ্য গুলো অনেক সুন্দর ছিল আজ আবার আপনার দুর্দান্ত ফটোগ্রাফির মাধ্যমে দেখতে পেয়ে অসাধারণ লাগছে। প্রতিটি ফটোগ্রাফি খুব সুন্দর করে ক্যাপচার করেছেন। আপনার ফটোগ্রাফিগুলো দেখেই বুঝা যাচ্ছে ফটোগ্রাফির প্রতি আপনার অনেক দক্ষতা রয়েছে।

 3 months ago 

ধন্যবাদ আপু সব সময় সুন্দর সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 months ago 

জাদুঘর থেকে খুব সুন্দর সুন্দর দেখতে ফটোগ্রাফি করেছেন আপনি। কোথাও গেলে ফটোগ্রাফি না করা ছাড়া কিছুই ভালো লাগেনা। জাদু ঘরে অনেক কিছুই রয়েছে দেখছি। এ ধরনের ফটোগ্রাফি গুলো করতে এবং দেখতে আমি অনেক বেশি ভালোবাসি। এগুলো যদিও সরাসরি দেখা হয়নি, তবে আপনার ফটোগ্রাফির মাধ্যমে দেখতে পেরে ভালো লাগছে। একেবারে দুর্দান্ত ছিল সবগুলো ফটোগ্রাফি। ফটোগ্রাফির পাশাপাশি অনেক সুন্দর বর্ণনা। তুলে ধরলেন দেখে ভালো লাগলো। এরকম ফটোগ্রাফি গুলো আশা করছি সব সময় শেয়ার করবেন।

 3 months ago 

ধন্যবাদ আপু সুন্দর করে মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 3 months ago 

জাদুঘরে গিয়েছি অনেক ছোটবেলায় তবে বড় হয়ে এখনো পর্যন্ত যাওয়া হয়নি। আর এ কারণে স্মৃতি স্বরূপ কিছু ফটোগ্রাফিও করার সুযোগ হয়নি। তবে আপনার পোস্টের মাধ্যমে অনেকগুলো ফটো দেখতে পেলাম।ধন্যবাদ আপনাকে সবার উদ্দেশ্যে শেয়ার করার জন্য ভালো থাকবেন।

 3 months ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 months ago 

অনেক জাদুঘর আছে যেই জাদুঘরগুলোতে ছবি তোলা নিষেধ থাকে। আপু আপনি যাদুঘরে গিয়েছেন আর চমৎকার সব ফটোগ্রাফি করেছেন দেখে খুবই ভালো লাগলো। অসাধারণ সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 months ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 months ago 

আপনি তো ভালোই ফটোগ্রাফি করতে পারেন। এখানে দেখলাম বিভিন্ন প্রাণীর মূর্তির ফটোগ্রাফি করেছেন। একটি ঘোড়াতে দেখলাম এক লোক বসে আছে। তার হাত পা গুলো ভেঙ্গে গেছে মনে হয়। পুরাতন মূর্তি। আর শিল্পাচার্য জয়নুল আবেদীন এর করা ভাস্কর্য টা দেখেছি, যেটা সোনারগাঁ জাদুঘরে অবস্থিত। ধন্যবাদ।

 2 months ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর এবং সাবলীল মন্তব্য প্রদান করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.029
BTC 68501.73
ETH 2459.44
USDT 1.00
SBD 2.63