ভ্রমন পোস্ট- ঈদের পাঞ্জাবী কিনতে বিভিন্ন শপিংমলে ঘুরাঘুরি
আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই? আশা করি ঈদের ছুটির আমেজ কাটিয়ে সকলেই বেশ ভাল আর সুস্থ্য আছেন। আমিও আপনাদের দোয়া আর ভালবাসায় বেশ ভালো আছি। তবে গরমে বেশ অতিষ্ঠ হয়ে যাচ্ছি। একদিকে কাজের চাপ আর একদিকে গরম। সব মিলিয়ে মাঝে মাঝে একটু অসুস্থ্য হয়ে পড়ছি। তা যাই হোক। জীবন তো আর থেমে থাকবে না। তাইতো আজ আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি পোস্ট নিয়ে।
চলে গেল ঈদ। আর এই ঈদ কে ঘিরে সবার কত আনন্দ আর উদ্দীপনা। সবাই তার পরিবার পরিজনের জন্য ঈদের নতুন পোশাক কেনায় হয়ে পড়ে ব্যস্ত। যত সমস্যাই থাকুক না কেন ঈদে নতুন কাপড় চাই চাই। তাই তো নতুন কাপড় কিনার জন্য সবাই ছুটে চলে এই শপিং মল থেকে সেই শপিং মল। আমিও কিন্তু তার ব্যতিক্রম নয়। এবার কিন্তু সবার জন্য আমি চুটিয়ে শপিং করেছি। আর সেসব গল্প আপনাদের মাঝে শেয়ার না করলে কেমন লাগে বলেন। কিন্তু এত এত কেনাকাটার গল্প কি আর একদিনে হয়? তাই তো আমি চেষ্টা করবো আস্তে আস্তে আপনাদের মাঝে বিভিন্ন শপিং মল হতে আমার ঈদের শপিং করার গল্প গুলো শেয়ার করতে।আর আজ আমি আপনাদের মাঝে প্রি মানুষটি পাঞ্জাবী কিভাবে আর কোন শপিংমল থেকে ক্রয় করলাম তাই শেয়ার করবো।
ছবি সোর্স
Made By-@maksudakawsar
ঈদের পাঞ্জাবী বলে কথা । তাও আবার প্রিয় মানুষটির জন্য। ইতিমধ্যে পাঞ্জাবী কেনার জন্য আমি আড়ং এর দুই তিনটি আউটলেট ঘুরে আমার তেমন কোন পাঞ্জাবী পছন্দ হয় নি। যার কারনে আমি পাঞ্জাবীও কিনতে পারছি না। কিন্তু নতুনপাঞ্জাবি ছাড়া তো আর ঈদ হয় না।কি করবো অনেক ভাবনায় পড়ে গেলাম। আর এমন সময়ে যে পাঞ্জাবী বানিয়ে দেবো তার ও আর সময় নেই। এরই মধ্যে মনে হলো খিঁলগাও তালতলা মার্কেটের আশে পাশে অনেক গুলো ব্রান্ডের আউটলেট হয়েছে। যেখানে অনেক সুন্দর সুন্দর এবং উন্নত মানের কিছু পোশাক পাওয়া যায়। তাই তো একদিন তারাবি পড়ে চলে গেলাম সেখানে পছন্দের পাঞ্জাবীর সন্ধানে।
সেখানে যেয়ে ইনফিনিটি, কানট্রিবয় আর ইজির শোরম ঘুরেও আমার কাছে কোন পাঞ্জাবী পছন্দ হচ্ছেনা। এদিকে আমার ছোট ভাই আর আমার স্বামী মহাশয় তো আমার উপর রেগে ফায়ার। তাদের কথা তাহলে বিদেশ থেকে অর্ডার করে আনিয়ে নেন। এত ঘুরে নাকি মানুষ। কিন্তু আমি কি করবো। আমার তো পছন্দ হয় না। এই শোরুমগুলোর কোন একটিতেও আমার পাঞ্জাবী ভালো লাগলো না। কি যে দর্বি সহ বেদনা। তখন প্রায় রাত্র ১২.৩০ বেজে গেল। অনেক চিন্তু ভাবনার পর আমরা যেয়ে ঢুকলাম ছোট ভাইয়ের পরিচিত টুয়েলভ এর আউটলেটে। কিন্তু সেখানেও কিছু পছন্দ হচ্ছে না। তাই বের হয়ে গেলাম সেখান থেকে। এবার কিন্তু আমার উপর দুজনে বেশ খেপেছে। হি হি হি।
অবশ্য টুয়েভ এর কালেকশন গুলো অন্য সব জায়গা থেকে একটু ভিন্ন লেগেছিল। আবার টুয়েলভে লেডিস, কাইডস সব ধরনের পোশাক পাওয়া যায়। তারপর বেশ কিছুক্ষন আশে পাশের অনেক শোরুম ঘুরলাম। সব গুলো শোরুম ঘুরে কেন জানি আমার মনে হলো আমার কাছে অন্যান্য জায়গা থেকে টুয়েলভের পাঞ্জাবী গুলো কিছুটা ভালো লেগেছে। তাই আবার সিদ্ধান্ত নিলাম যা করে আল্লাহ এবার টুয়েলভে ঢুকে পছন্দ না হলেও একটা কিন নিয়ে নিবো। আর ভাল লাগে না।
এরপর ভালো করে চারপাশের পাঞ্জাবী গুলো খুটিয়ে খুটেয়ে দেখতে লাগলাম। একটা না না হলেও একশত পাঞ্জাবী দেখলাম। আর তাদের কালেকশনও কিন্তু কম না। কিন্তু এত এত কালেকশনের মধ্যে নিজের পছন্দ করা পাঞ্জাবী খুঁজে পাওয়াটা যেন মুশকিল। তবুও দেখতে রাখলাম। কোন একটি সাইট বাকী নেই। যতগুলো পাঞ্জাবী ডিসপ্লে করা আছে সব দেখা শেষ।
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
আপনার কোন মতেই পাঞ্জাবি পছন্দ হচ্ছিল না এত দোকানে ঘুরাঘুরি করেছিলেন তারপরে আপনার হাসবেন্ড এবং আপনার ছোট ভাইয়ের বিরক্তি লাগারই কথা এখানে। সবশেষে খুবই সুন্দর একটা পাঞ্জাবি কিনেছেন দেখছি। আসলেই ঈদ উপলক্ষে সব কিছুর দাম যেহেতু অনেক বেশি তাই পাঞ্জাবিটির দাম অনেক বেশি ছিল। আমার মনে হয় এই পাঞ্জাবিটি ২০০০ টাকার নিচে হলেই ভালো হতো। যাই হোক ভালো লাগলো আপনার ঘুরাঘুরি এবং কেনাকাটা করার পোস্ট।
আমিও তো তাই বলি পাঞ্জাবিটার দাম ২০০০ নিচে হলে ভালো হতো। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।
ঈদের পাঞ্জাবি বলে কথা একটু তো দেখেশুনে নেওয়া লাগে। এত দোকান ঘুরাঘুরি করেছেন আপনার পছন্দ হচ্ছিল না দেখে ওদের তো বিরক্ত লাগার কথা। যাইহোক অবশেষে পছন্দ করে পাঞ্জাবি কিনেছেন দেখে ভালো লাগলো। তবে আমার কাছে মনে হয় দামটা একটু বেশি হয়েছে।
আরে বাপরে বাপ বিরক্ত বলে বিরক্ত। পরে তাদেরকে ঘুষ খাইয়ে শান্ত করতে হয়েছে। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।
অনেক খোঁজাখুঁজির পরও পাঞ্জাবি পছন্দ হচ্ছিল না জন্য ভাইয়া যে কথাটি বলেছে এটি সবার ক্ষেত্রেই হয়ে থাকে। লাস্ট মুহূর্তে আপনার পাঞ্জাবি পছন্দ হলো জেনে খুশি হলাম। আপনার পাঞ্জাবির ভ্রমণকাহিনীর কথাশুনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি পোষ্টের জন্য।
কিছু করার নেই আপু পাঞ্জাবি তো কিনতেই হবে তাই পছন্দ করে নিলাম। ধন্যবাদ আপনাকে আপু।
জীবন সবসময় চলমান।আর উৎসবে সবাই তার প্রিয় মানুষকে উপহার দিতে ভালোবাসে।শেষমেষ অনেক ঘুরে একটি পাঞ্জাবি কিনেই ফেললেন তাহলে ।আশা করি আপনার প্রিয় মানুষের এটি পছন্দ হয়েছে।ধন্যবাদ আপু।
আপু আর বইলেন না কি যে কষ্ট হইছে আমার পাঞ্জাবিটা কিনতে। ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য।
https://twitter.com/maksudakawsar
শপিংমলে গেলে এমনই হয়। কারণ কাপড়-চোপড় পছন্দ করা অনেক মুশকিল হয়ে পড়ে। যাহোক তারাবির নামাজ পড়ে বের হয়ে অনেক ঘুরাঘুরির পর প্রিয়জনের জন্য পাঞ্জাবি পছন্দ করেছেন। তবে পাঞ্জাবি গুলোর দাম মনে হয় একটু বেশি হয়েছে। সবচেয়ে বড় কথা পছন্দ করে পাঞ্জাবি নিতে পেরেছেন এটাই সবচেয়ে বড় কথা। ঈদের কেনাকাটা পোস্ট আজকে আমাদের মাঝে অনেক সুন্দর করে শেয়ার করেছেন।
পছন্দ করেই পাঞ্জাবিটা নিতে পেরেছি। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।
ঈদের সময় শপিং করতে গেলে মাথায় এমনিতে ঘুরে। তারপরও তারাবির নামাজ পড়ে ঈদের সময় প্রিয় মানুষটির জন্য কেনাকাটা করতে গেলেন। আসলে অনেকগুলো দেখতে দেখতে পছন্দ করতে অনেক কষ্ট হয়। তারপর আপনি খুব সুন্দর পাঞ্জাবি পছন্দ করেছেন। আসলে দামটি যতই হোক না কেন পছন্দের জিনিস কিনতে পেরেছেন এটাই বড় কথা। সত্যি আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো আপনার অনুভূতি জানতে পারলাম।
ধন্যবাদ ভাইয়া।অবশেষে অনেক কষ্ট করার ও$পর প্রিয় মানুষের জন্য পাঞ্জাবি কিনতে পারলাম। যদি ও দামটা একটু বেশি হয়েছে।
ঈদের দারুন অনুভূতি ও ইমেজগুলো আজ আপনি আমাদের মাঝে সুন্দরভাবে শেয়ার করেছেন দেখে আমার অনেক ভালো লেগেছে। অবশ্য ঈদ উপলক্ষে আমরা অনেক কিছু কেনাকাটা করেছিলাম যা ফটোগ্রাফি হয়ে মোবাইলে রয়ে গেছে এখন পর্যন্ত আপনাদের মাঝে শেয়ার করার সময় হয়নি চেষ্টা করব যেকোনো মুহূর্তে দেখানোর জন্য।
ভাইয়া ফটোগ্রাফ্রি হিসেবে মোবাইলে না রেখে আমাদের মধ্যে শেয়ার করে নেন। দেখবেন বেশ ভালো লাগছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।