শৈশবের ফেলে আসা দিনগুলির স্মৃতি- পানির অভাবে স্বভাব নষ্ট II written by @maksudakawsar II

in আমার বাংলা ব্লগ5 months ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আর সব সময়ই চাই ভালো থাকতে। কারন নিজে ভালো না থাকলে পাশের মানুষগুলো কে ভালো রাখাটা মুশকিল হয়ে পড়ে। আর তাই তো সব সময়ে ভালো থাকার কাজ করে যেতে হবে। আর ভালো থাকতে বা নিজেকে ভালো রাখতে যে জিনিস গুলো বেশী প্রয়োজন তা হলো নিজের প্রতি যত্নশীল হওয়া এবং স্বাস্থ্য সচেতন হয়ে সমস্ত অসুস্থ্যতা থেকে নিজেকে মুক্ত রাখা। দোয়া করি সবাই যে সুস্থ এবং সুন্দর জীবন যাপন করতে পারেন।

শৈশব আমাদের জীবনের সাথে এমন করে মিশে আছে যে আমরা হাজার চাইলেও সেই শৈশব কে ভুলতে পারি না। পারি না শৈশব কে দূরে ঠেলে দিতে। শৈশব আমাদের কে বার বার হাতছানি দেয়। চোখের সামনে মেলে ধরে হাজারও স্মৃতি। আর সেই শৈশব কে আকঁড়ে ধরে আজও আমরা বেঁচে আছি।বন্ধুরা আজও চলে আসলম সুন্দর সেই শৈশবের কিছু দূরন্ত পানার স্মৃতি নিয়ে আপনাদের মাঝে।

image.png

image.png

শৈশবের ফেলে আসা দিনগুলির স্মৃতি
" পানির অভাবে স্বভাব নষ্ট "

image.png

image.png

image.png

সত্যি বলতে ছেলেবেলা বা শৈশব আমাদের কে এমন করে আকঁড়ে ধরে আছে যে আমরা চাইলেও কোন কিছুতেই সেই অতীত কে দূরে ঠেলে দিতে পারি না। আমাদের জীবনে অতীত যেন সব কিছুকে আকড়েঁ ধরে আছে। আর তাই তো নিজের জীবনের স্মৃতির সাথে যদি বর্তমানে কোন ঘটনা মিলে যায় তাহলে আমাদের মন যেন ছুটে যায় সেই অতীতের স্মৃতিগুলোর মাঝে। এই তো কয়েকদিন আগের কথা। আমার আম্মার বাসায় ছিল বেশ পানি সংকট। আমার ভাই বোনেরা আমার বাসায় এসে কাপড় ধোয়া আর গোসলের কাজ শেষ করতো। বেশ করুন জীবন যাপন ছিল তখন। আর সেই সময় একদিন আম্মার বাসায় যাওয়ার সময় রাস্তার কিছু দৃশ্য আমার মনটাকে নিয়ে গেল সেই ছেলেবেলায়। তাই ভাবলাম কিছুটা স্মৃতি আপনাদের সাথে শেয়ার করি।

যারা আমার পোস্ট নিয়মিত পড়েন তাদের অনেকেই জানেন যে আমার ছেলেবেলা কেটেছে গভঃ কোয়ার্টারে। আর আমাদের সেই এলাকায় গভঃ কোয়াটার ছিল মোট ০৮টি। অনেক লোক বসবাস করতো সেই কোয়াটার গুলোতে। কিন্ত এত গুলো মানুষের জন্য এলাকায় টাঙ্কি ছিল মাত্র ০২টি। সেই দুটি টাঙ্কি হতেই পানির সমস্যা সমাধান করা হতো। কিন্তু প্রায় সময় দেখা যেত যে লাইনে কোন পানি পাওয়া যেত না। তাই কোয়াটারের নেতারা সিদ্ধান্ত নিয়ে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করতো।

যখনই পানির সমস্যা বেশ প্রকোট আকার ধারন করতো তখন সিদ্ধান্ত হতো দুই টাইমে সব পরিবার কে লাইনে দাঁড়িয়ে পানি নিতে হবে। অর্থাৎ টাঙ্কির সামনে লাইন ধরে দাঁড়িয়ে থেকে প্রয়োজন অনুযায়ী পানি নিতে হবে। তবে এক এক পরিবার ১০ বালতির বেশী পানি পাবে না। আচ্ছা বলেন তো পরিবারের রান্না বান্না, খাওয়া দাওয়া , ধোয়া পাকলা এসব কি আর ১০ বালতি পানিতে হয়? তবুও সবাই এই পানি দিয়েই চলার চেষ্টা করতো।কিন্তু এত নিয়ম মেনে নেওয়া সবার জন্য ছিল বেশ কষ্টের। তাই সবাই এই বাসায় সেই বাসায় পানি আনার জন্য ছুটে যেত।

প্রত্যেক এলাকায় কিন্তু কিছু মাস্তান ছেলে পেলে থাকে। তখনও আমাদের এলাকায় এমন মাস্তান ছেলে ছিল। যাকে দেখে এলাকার অনেকেই বেশ ভয় পেত। তাদেরই একজন ছিল রঞ্জু ভাই। যখন পানির প্রচুর সমস্যা চলছিল তথন একদিন রঞ্জু ভাই নিয়ম ভেঙ্গে পানির টাঙ্কির ঢাকনা খুলে নিজের পরিবারের জন্য পানি নেওয়া শুরু করে। যা দেখে এলাকার অন্য পুলাপাইনরা বেশ রাগ করে। বেশ বকাবকি করে রঞ্জু ভাই কে। এক পর্যায়ে বেশ মারামারি লেগে যায়। তখন এলাকার মরুব্বিরা এসে ঝগড়া মিটানোর চেষ্টা করে। যদিও তখন ঝগড়া মিটে যায়। তবুও রঞ্জু ভাই ছিল বদের হাড্ডি।সে ঠিকই মনে মনে রাগ পুষে রেখেছে।

রাতে আমরা যখন সবাই মিলে খেলাধুলা করছিলাম তখন শুনতে পেলাম কাড়া যেন হকিষ্টিক আর রান দা নিয়ে দৌড়ে আসছে। আমরা তো দৌড়ে গিয়ে বাসায় ঢুকলাম। কি বোমা ফাটাফাটির আওয়াজ। ধাওয়া পাল্টা ধাওয়া। পড়ে বাবা নামায পড়ে এসে বলল বাবা ও নাকি আটকা পড়ে বসে ছিল মসজিদের ভিতর। কি হয়েছে জানতে চাইলে বাবা বলেন সেই পানির ঘটনায় রঞ্জু ভাই নাকি কাকে পিটিয়েছে। তাই তারাও নাকি বাহিরের মাস্তান এনে এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়া করছে। এমন অবস্থা প্রায় দু তিন দিন ছিল। এ দল ও দল কে ধাওয়া করে। আবার ও দল এ দল কে ধাওয়া করে। এমন ধাওয়া পাল্টা ধাওয়ায় বেশ কয়েকদিন এলাকা ছিল থমথমে। অরে অবশ্য এলাকার গন্যমান্য মানুষ এটার সমাধান করেছিল।

শেষ কথা

আমার মতে পানি অভাব হলো সবচেয়ে বেশী ভয়ঙ্কর সমস্যা। তাই তো পানির অভাব হলেই মানুষের মাথা খারাপ হয়ে যায়। আশা করি আমার শৈশবের এমন ঘটনা আপনাদেরও বেশ ভালো লাগবে।

নিজেকে নিয়ে কিছু কথা

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।

আমার ব্লগটির সাথে থাকার জন্য এবং ধৈর্য সহকারে আমার ব্লগটি পড়ার জন্য সবাই কে জানাই আন্তরিক ধন্যবাদ। সেই সাথে সবার প্রতি আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

image.png

Screenshot_1.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 5 months ago 
 5 months ago 

শহরাঞ্চলে পানি সংকট বেশি দেখা যায়। তবে আপু গ্রাম অঞ্চলে পানির সংকট বলে কিছুই নেই। সত্যি এটি খারাপ লাগে এক পরিবারের ১০ বালতির উপরে পানি নিতে পারবে না। তবে এক পরিবারে 10 বালতি পানি কিছুই হবে না। তবে শুনে অবাক লাগলো পানি নিয়ে মারামারি করেছে। আসলে এসব ব্যাপারগুলো নিয়ে বড় ধরনের ঝামেলা করার কোন দরকার নেই। আর সবাই মিলে চিন্তা করা দরকার কিভাবে পানির সংকট মোকাবেলা করা যায়। সত্যি আপনার পোস্টটি পড়ে অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 months ago 

ধন্যবাদ সুন্দর করে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 5 months ago 

ইস্ ছেলেবেলার কথা গুলো শুনে বেশ লোভ হচ্ছে। যদিও তখন আমি বেশ ছোট ছিলাম, তবুও এই কথা গুলো আমি এর আগেও শুনেছি। দারুন সু্ন্দর করে আপনি সেই সমস্ত দিনের কথা গুলো পোস্ট আকারে তুলে ধরেছেন। ধন্যবাদ এমন সুন্দর করে পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করা জন্য।

 5 months ago 

আসলে গ্রামের দিকে পানির সমস্যা তেমন একটা থাকে না৷ এর জন্য মানুষজন কোন গুরুত্বও দেয় না যে পানি কি নিবে নাকি নেবে না৷ তবে শহরে এই সমস্যাগুলো অনেক বেশি পরিমাণে লক্ষ্য করা যায়৷ শহরে পানি সংকটের ফলে অনেকে অনেক ধরনের নিয়ম তৈরি করেছেন৷ সেই নিয়ম সকলকে মেনে নিতে হয়৷ অনেকটাই খারাপ লাগছে যে ১০ বালতির উপরে এক পরিবার পানি নিতে পারবে না৷ একইসাথে এই পানির জন্য অনেকের মারামারিও করছে৷ তাই সকলে মিলে চিন্তা করা দরকার যে কিভাবে এই সংকট মোকাবেলা করা যায়৷

 5 months ago 

ধন্যবাদ আপনার সুন্দর এবং সাবলীল মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.031
BTC 60795.60
ETH 2627.31
USDT 1.00
SBD 2.58