ফটোগ্রাফি পোস্ট- সোনারগাঁ জাদুঘরের প্রাচীন নির্দেশনার এলোমেলো ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম

সোনারগাঁ জাদুঘরের প্রাচীন নির্দেশনার এলোমেলো ফটোগ্রাফি

শুভরাত্রি💕। প্রাণপ্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটি পরিবার সবাই বেশ ভালো আছেন নিশ্চয়। আজও আপনাদের সবার সুস্থ্যতা কামনা করে শুরু করছি আমার আজকের ব্লগ❤️। সুন্দর আর সাবলীল ভাষায় ভিন্ন ধরনের কিছু উপহার দিতে প্রতিদিন আপনাদের মাঝে আসা। আর আজকের দিনটিকে আমি বেছে নিয়েছি ফটোগ্রাফি দিবস হিসাবে। কারন আজও আমি আপনাদের সাথে কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করবো। সেই সাথে শেয়ার করবো নিজের কিছু কথা। আমি কিন্তু কোন ফটোগ্রাফার নয়। যতটুকু শেখা তাও আবার প্রিয় কমিউনিটির হাত ধরে। আর কেন জানি ফটোগ্রাফি বিষয়টা দিনের পর দিন একধরনের নেশা হয়ে দাঁড়িয়েছে। আমি @maksudakawsar । চেষ্টা করেছি আপনাদের মাঝে কিছু মূল্যবান আদি কালের জিনিস এর ফটোগ্রাফি করার জন্য। হলো কি হলো না সেটা নয় আপনারা বিচার বিশ্লেষণ করবেন। চলুন দেখে আসি আমার ফটোগ্রাফিগুলো।

image.png

এই তো কিছুদিন আগের কথা। ঘুরে আসলাম ঢাকার কাছাকাছি সোনারগাঁ জাদুঘরে। বিশাল এলাকা নিয়ে এই জাদুঘরের অবস্থান। জাদুঘরের বাহিরের দৃশ্যগুলোর সাথে সাথে ভিতরের দৃশ্যগুলোও কিন্তু বেশ নজরকারা। এখানে গেলে দেখা যায় বাংলার অনেক পুরানো কিছু নিদর্শন। যে গুলো প্রাচীন আমলের রাজা বাদশারা ব্যবহার করত বা প্রাচীন কালে ব্যবহৃত হতো। এত বড় একটি জায়গার ফটোগ্রাফি গুলো একদিনে তো আর পোস্ট করা যাবে না। তাই আমি প্রতিনিয়ত কিছু কিছু আপনাদের মাঝে শেয়ার করবো।

image.png

তখনকার সময়ে কাঠে খোদাই করা জিনিস বেশী ব্যবহার করা হতো। এমন কি কাঠে খোদাই করা বিভিন্ন পশুপাখির ছবিও তখনকার রাজা বাদশাদের ঘরের দেয়ালে শোভা পেত। এরকম জিনিস গুলো কিন্ত দেখতে বেশ ভালো লাগে। জাদুঘরের একটি ফ্লোর জুড়ে শুধু এসব কাঠে খোদাই করা বিভিন্ন জিনিস দেখতে পাওয়া যায়। তাই আমি কিছু ফটোগ্রাফি করে নিলাম।

image.png

image.png

তখনকার সময়ের মানুষ কাঠে খোদাই করা আসবাব পত্রও ঘরে ব্যবহার করতো। কোরআন শরীফ রাখার রেহাল,পানের বাটা সহ ঘর সাজানোর বিভিন্ন উপকরনও ছিল কাঠের। সেগুলো দেখতে কিন্তু বেশ লাগতো। আর আগের সময়ের কাঠগুলো কিন্তু একদম অরজিনাল ছিল। জাদুঘরের গ্যালারী গুলো তে খুব সুন্দর করে এসব পুরানো জিনিস গুলো সংরক্ষন করা আছে।

image.png

শুনেছি আগের দিনের জমিদাররা নাকি ঘরে ঘন্টা রাখতো। আর সেই ঘন্টা বাজিয়ে তাদের দাসীদের কে ডাকতো। পিতলের তৈরি এই ঘন্টা গুলো কিন্তু ঘটঘট করে বেজে উঠত। আরে না আমি তো দেখিনি। ছবিতে দেখেছি। হি হি হি। আর সে সময়ের সেসব পিতলের ঘন্টাও জাদুঘরে সংরক্ষন করে রাখা আছে।

image.png

image.png

জাদুঘরে সংরক্ষন করা আছে সেই পুরানো দিনের কাঠের ঘর আর কাঠের সিন্দুক।অনেক শুনেছি পুরানো দিনের কাঠের সিন্দুকের কথা। আজ নিজ চোখে দেখলাম যে কাঠের সিন্দুক দেখতে কেমন হয়। আগের দিনে নাকি এসব কাঠের সিন্দুকই ব্যবহার করা হতো টাকা পয়সাঁ রাখার জন্য।

image.png

image.png

তারপর দেখলাম জাদুঘরে সংরক্ষিত আছে মাথায় মনিসহ নাগিন সাপের প্রতচ্ছবি। আর আছে সিন্দাবাদের জাহাজ। এসব জিনিস গুলো কিন্তু দেখতে প্রতিদিন অনেক মানুষ জাদুঘরে ভিড় করে।

image.png

এবারের ছবিতে দেখা যাচেছ গ্রাম বাংলার নতুন বউ কলসি কাকে ফিরছে। আর ও দিকে মা সন্তান কে কুলে নিয়ে বসে বসে গল্প শুনাচ্ছে। এসব দৃশ্য কিন্ত এখন আর গ্রাম বাংলায় খুজেঁ পাওয়া যায় না। জাদুঘরের গ্যালারীতে আজ এগুলো শোভা পাচেছ।

আজ এখানেই শেষ করছি। নতুন কোন পোস্ট নিয়ে আবারও আসবো আপনাদের মাঝে। সেই অবদি সকলে ভালো ও সুস্থ্য থাকেন। আপনাদের মূল্যবান মন্তব্য এর আশায় রইলাম।

পোস্টের বিবরন

পোস্টের ধরনফটোগ্রাফি
ডিভাইসVIVO-Y22S
ফটোগ্রাফার@maksudakawsar
স্থানসোনারগাঁ জাদুঘর, নারায়ণগঞ্জ, বাংলাদেশ

image.png

আমার পরিচয়

আমি একজন বাংলাদেশী ইউজার। পেশায় চাকুরী জীবি হলেও আপনাদের কাছে আমি একজন ব্লগার হিসাবে পরিচিত। সেই সাথে আমি একজন গৃহিনীও বটে। আমি ভালোবাসি আমার প্রিয় দেশ কে। ভালোবাসি গান শুনতে। ভালোবাসি ভালো মনের মানুষগুলোর সাথে বন্ধুত্ব করে জীবনকে আনন্দ উপহার দিতে। তাই তো সময়ে অসময়ে ছুটে বেড়াই এদিক সেদিক। আমার প্রাণে দিবস ও রজনী একজনই বসবাস করেন। তিনি হলেন আমার প্রাণ প্রিয় জান্নাতবাসী মা। মায়ের অভাব খুব অনুভব করি আজকাল।পৃথিবীতে মা ছাড়া আর কেউই আপন না। তাই আসুন আমরা আমাদের মা কে ভালোবাসি।

❤️ধন্যবাদ সকলকে।❤️

@maksudakawsar

image.png

image.png

Sort:  
 last year 

সোনারগাঁও জাদুঘরে প্রাচীন নিদর্শন রয়েছে অনেক বেশি। এরকম জায়গায় ভ্রমণ করলে প্রাচীন জিনিসগুলোর সাথে পরিচিত হওয়া যায়। আমার অনেক বেশি ইচ্ছে এই জায়গাটিতে যাওয়ার। এবং এই সব কিছু সরাসরি দেখার। আপনার অনুভূতিটা নিশ্চয়ই অন্যরকম ছিল যখন সোনারগাঁও জাদুঘরে গিয়েছিলেন। আজকেও আপনি বেশ কিছু নিদর্শনের ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে ভালো লাগলো।

 last year 

জ্বী আপু আমার সেদিন অনেক ভালো লেগেছিল। কিন্তু সময়ের অভাবে পুরোটা ঘুরে দেখতে পারিনি। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা মন্তব্য করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

সোনারগাঁও জাদুঘরে গিয়ে বেশ ভালো সময় কাটিয়েছেন দেখেই বোঝা যাচ্ছে। সত্যি বলতে প্রাচীনের নিদর্শনগুলো দেখতে অনেক ভালো লাগে আমার কাছে। প্রাচীনের নিদর্শন গুলোর ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন, যা দেখতে অসাধারণ লাগছে। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

ভাইয়া আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

সোনারগাঁ জাদুঘরে প্রাচীন নিদর্শন আর এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখে এক নজরে তাকিয়ে ছিলাম। রাজা বাদশাহাদের ব্যবহারিত অনেক জিনিসই এখানে দেখছি। আপনি তাহলে জাদুঘরে বেশ ভালোই ভ্রমণ করেছিলেন। আসলে যেখানেই যাওয়া হোক না কেন ফটোগ্রাফি করা কিন্তু হাতছাড়া করা যায় না। তেমনি আপনিও অনেক ফটোগ্রাফি করে আমাদের মাঝে ফটোগ্রাফি গুলো ভাগ করে নিয়েছেন দেখে ভালো লাগলো।

 last year 

আরও আছে অনেক ফটো। ভাবছি কত দিনে শেষ করবো। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 57850.91
ETH 2358.42
USDT 1.00
SBD 2.43