পরিশ্রম কখনোই খালি হাতে ফেরায় না।

in আমার বাংলা ব্লগ4 months ago

আসসালামু আলাইকুম


আশা করি সকলেই ভালো আছেন।আপনাদের দোয়া ও আশীর্বাদে আমিও ভালো আছি।আজকে আপনাদের সামনে শেয়ার করবো 'পরিশ্রম কখনোই খালি হাতে ফেরায় না।' বিষয়টা নিয়ে।

Brown Minimalist Boho Floral Daily Quote It's Okay say No Motication Instag_20240424_161116_0000.png

আমরা মানব জাতি।সৃষ্টিকর্তা আমাদের সকল সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ হিসেবে তৈরি করেছেন।আমাদের জন্য নানান সুযোগ সুবিধা দিয়ে রেখেছেন।যেগুলো আমরা কিছুটা পরিশ্রম করলেই পেতে পারি।কিন্তু আমার মানুষরা খুবই অলস। আমরা চাই সবকিছু যাতে আমরা বিনা পরিশ্রমে পেয়ে যায়।পরিশ্রম করতে। ঘাম জড়াতে আমরা ইচ্ছুক না।আমরা ভাবি যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনিই আমাদের সবকিছুর ব্যবহার করে দিবেন।হ্যাঁ সৃষ্টিকর্তা আমাদের সবকিছুর ব্যবস্থা করে দেন।সকল সুযোগ করে দেন কিন্তু সেগুলো নিতে হলে আমাদের নিজেদের ইচ্ছেশক্তি এবং কঠোর পরিশ্রমের প্রয়োজন হয়।পরিশ্রম যতো কঠোর হবে সাফল্য ততো কাছে আসবে।

Beige Minimalist Aesthetic Motivational Quote Instagram Post_20240424_161411_0000.png

আমাদের জেনারেশনের এখন একটা মস্ত বড় সমস্যা হলো আমরা খুবই অল্পতেই ডিপ্রেশনে ভুগি।আমরা চাই সবকিছু আমাদের খুব সহজে হয়ে যাক।কষ্ট করতে আমরা একেবারেই ইচ্ছুক না।আমরা কোনো একটা কাজ শুরু করলে সেটা অল্প প্রতিকূলতা আসলেই আমরা হাল ছেড়ে দেই।হতাশায় পড়ে যাই।আমরা নিজেদের মস্তিষ্কে এটা সেট আপ করে নেই যে আমাদের দ্বারা হবে না।এই একটা জিনিস আমাদের ভিতরের শক্তিটা নিঃশেষ করে দেয়।মানুষ চাইলে জাগতিক সবকিছুই যে সম্ভব এটা আমরা ভুলেই যাই।আমরা ভাবি সৃষ্টিকর্তা আমাদের সহায় না।সৃষ্টিকর্তা চান না আমরা এটা করি তাই আমরা সেটার জন্য আর কোনো পরিশ্রমই করি না।কিন্তু আমরা ভুলে যাই যে সৃষ্টিকর্তা বলে রেখেছেন যে, "তোমার আমার কাছে চাও এবং সেটার জন্য কঠোর পরিশ্রম করো আমি তোমাদের সেটার ব্যবস্থা করে দিবো"। এমন কোনো উদাহরণ নেই যেখানে কেউ পরিশ্রম করে সাফল্য পায় নি।আমরা হয়তো যেটা চাই, সেটা একটু দেরিতে পাই কিন্তু পরিশ্রম করলে ঠিকই পাই।

Minimal Paper Coming Soon Instagram Post _20240424_161724_0000.png

এই পৃথিবীতে এমন অনেক অনেক উদাহরণ আছে যার গণনা করে শেষ করা যাবে না যে পরিশ্রমই কেবল তাদের সাফল্যের চাবিকাঠি। কিন্তু এমন কোনো উদাহরণ নেই যে পরিশ্রম করছে কিন্তু সাফল্য পায় নি।বর্তমান পৃথিবীর সবচেয়ে সফল ব্যক্তিদের জীবনী পড়লে আমরা দেখতে পাই যে তারা কেউই এমনি এমনি বড় হয়ে যায়। তাদের সাফল্যের পিছনে ছিলো কঠোর থেকে কঠোর পরিশ্রম। যেগুলো থেকে আমরা বুঝতে পারি আদিমকাল থেকে আজ পর্যন্ত যারাই সফল তাদের সফলতার পিছনে রয়েছে কঠোরতম পরিশ্রম। তাই আমি মনে করি আমাদের এই জেনারেশন যে জিনিসটা ভুলে গিয়েছে যে 'পরিশ্রম করতে হবে' এটা আবার সবার মধ্যে ফিরিয়ে আনতে পারলে আশা করি আমাদের জেনারেশন থেকে ডিপ্রেশন নামক ব্যাধি টা দূর হয়ে যাবে অনেকটা।

Neutral Brown Simple Torn Paper News Announcement Instagram Post_20240424_162809_0000.png

ফটোগুলো তৈরি করতে আমি ব্যবহার করেছি।

Deviceoppo A95
Designermahmudul01
AppCanva

ধন্যবাদ সকলকে।🙏

Sort:  
 4 months ago 

পরিশ্রমই কেবল একমাত্র সাফল্যের চাবিকাঠি। আপনার চমৎকার পোস্ট পড়ে খুশি হলাম। এধরনের রাইটিং গুলো থেকে অনেক কিছু শেখার রয়েছে। লেখার মাঝে মাঝে ছবি গুলো দেওয়াতে আরো বেশি সুন্দর লাগতেছে। যুক্তি সহকারে বুঝানোর চেষ্টা করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে ভাই।

 4 months ago 

খুবই সুন্দর লিখেছেন ভাইয়া প্রতিটা লেখার মধ্যে অনেক যুক্তি অনেক ব্যাখ্যা লুকিয়ে আছে। পরিশ্রম কখনো কাউকে খালি হাতে ফেরায় না এটা ঠিক কিন্তু আমরা মানুষেরা পরিশ্রম না করেই সবকিছু পাওয়ার আশা করে থাকি। পরিশ্রম যত কঠোর হবে সাফল্য তত কাছে আসবে। আসলে আমরা সব কিছু জেনে ও অল্পতেই ডিপ্রেশনে ভুগেয়ায় । ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 months ago 

আপনাকেও ধন্যবাদ আপু।পোস্টটি পড়ার জন্য।এবং একটি সুন্দর মন্তব্য করার জন্য।আপনাদের এই মন্তব্যটি আমার অনুপ্রেরণা বৃদ্ধি করে।

 4 months ago 

সেটাই তো আমাদের সব থেকে বড় সমস্যা আমরা যেকোনো বিষয়ে অধৈর্য হয়ে যাই। কিন্তু আমরা যদি ঠিকভাবে পরিশ্রম করি তাহলে অবশ্যই সফলতা অর্জন করতে পারব। এজন্য আমাদের সকলের উচিত ভালোভাবে পরিশ্রম করা।

 4 months ago 

হ্যাঁ অবশ্যই।আপনাকে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 4 months ago 

পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। পরিশ্রম কখনো মানুষকে শুন্য হাতে ফেরায় না কিছু না কিছু দেয়।পরিশ্রম করলে সফলতা আসবেই আজ নয় তো কাল।অনেকেই অল্পতেই হতাশ হয়ে যাই আমরা কিন্তুু পরিশ্রম করে হতাশ না হয়ে সফলতার জন্য অপেক্ষা করা উচিস।একবার না পারিলে দেখো শত বার কথাটা মেনে চলা দরকারি। ধন্যবাদ সুন্দর কিছু কথা লিখে পোস্ট টি শেয়ার করার জন্য।

 4 months ago 

ধন্যবাদ আপু।সময় নিয়ে পড়ার জন্য।এবং একটি সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.17
JST 0.032
BTC 63686.15
ETH 2727.43
USDT 1.00
SBD 2.59