মুভি রিভিউ || Premalu ||

in আমার বাংলা ব্লগ4 months ago (edited)

আসসালাতু আলাইকুম


আশা করি সকলেই ভালো আছেন।আপনাদের দোয়া ও আশীর্বাদে আমিও ভালো আছি।আজকে আপনাদের সামনে শেয়ার করবো 'premalu' মুভি নিয়ে।

IMG_20240423_232531.jpg

বহুদিন পর একটা খুবই দারুণ রোমান্টিক মুভি দেখলাম।আজ নিয়ে দ্বিতীয়বার যে সিনেমাতে মাখোমাখো প্রেম নেই।
আমাদের প্রত্যেকের জীবনেই প্রেম ভালোবাসা, বিরহ, প্রেমে পড়ার মূহুর্ত আসে।সেই বিষয়টা খুব সাধারণের মধ্যে অসাধারণ করে তুলেছেন মালায়ালম ইন্ডাস্ট্রির আরো একটি কমেডি রোমান্টিক মুভি "Premalu"।
মুভিটির নির্মাতা ডিরেক্টর ছান্দু কদুরি। ছবিটিতে মূল চরিত্রে অভিনয় করেন নাস্লেন.কে. গাফুর মুভিতে শাচিন এবং মামিথা বাইজু মুভিতে রেনু।এদের দুজনের এক সুন্দর কম্বিনেশনে মুভিটি অনন্য হয়ে উঠেছে।
IMG_20240423_232510.jpg

[ছবি সংগ্রহ : ইউটিউব থেকে স্কিনশর্ট ]
কলেজ পড়ুয়া একটি ছেলে যার নাম শাচিন, যার জীবনে ঠিকঠাক করে প্রেম কখনো আসেনি। এক তরফা ছিল কয়েকটা প্রেম।কলেজ লাইফের শেষের দিন একটা মেয়েকে প্রস্তাব জানায় কিন্তু মেয়ে রিজেক্ট করে দেয়। কলেজ শেষ করার পর শাচিন চায় UK গিয়ে জব করতে। কিন্তু প্রোপার্টি জটিলতায় ভিসা রিজেক্ট হওয়ার পর সে তার জীবনের কোনো উদ্দেশ্য খুঁজে পাচ্ছিলো না, মোটামুটি ভাবে সে চায় এই শহর থেকে বাইরে যেতে। তখন হঠাৎ দেখা হয় তার ছোট বেলার বন্ধুর সাথে, বন্ধুর পরামর্শ অনুযায়ী সে তার সাথে গেট এক্সামের প্রস্তুতি নেওয়ার জন্যে শহরে যায়। কিন্তু পড়াশুনায় তার মন নেই।সেই কোচিং এর শিক্ষকের বিয়ের অনুষ্ঠানে তার সাথে পরিচয় রেনুর।রেনু একটি প্রাইভেট কোম্পানিতে জব করে। সে হায়দ্রাবাদে তার বন্ধুর সাথে থাকে।
IMG_20240423_232443.jpg

[ছবি সংগ্রহ : ইউটিউব থেকে স্কিনশর্ট ]

বিয়ের অনুষ্ঠানে রেনু এবং শাচিন ভালো একটা সময় কাটায়।কোনো একটা কারণে শাচিন এবং রেনু একসাথে বিয়ের অনুষ্ঠান শেষ করে হায়দ্রাবাদে ফিরে পথে তারা সুন্দর সময় কাটায়।
তারপর শাচিন একটি রেস্টুরেন্টে চাকরি শুরু করে আর রেনু তার কোম্পানিতে সময় দেয়।মাঝেমধ্যে তাদের মধ্যে কথা হতো।একদিন রেনু তার সহকর্মীদের ট্রিট দিতে গিয়ে শাচিনকে দিয়ে পিজ্জা অর্ডার করায়।কিন্তু খাওয়া শেষে সে জানায় তার পেট খারাপ করেছে।তখন শাচিন তার পরিচিত এক দাদীর কাছ থেকে লতাপাতার ঔষধ নিয়ে রেনুকে দেয়।তখন রেনু বাড়ি যাচ্ছিলো। ট্রেনে একসাথে তারা আরেকটু সময় কাটায়।
এই সিনেমার ভিতর আহামরি তেমন কোনো গল্প নেই, এই গল্প হয়তো আপনার, আমার জীবনের গল্প।আমাদের সাথে অহরহ ঘটছে। কিন্তু এত মিষ্টি ভাবে উপস্থাপন করেছে সেটা অসাধারন।হৃদয় ছুয়ে গিয়েছে।
একটি ছেলের সাথে একটি মেয়ের দেখা হলো, ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজলো প্রেম হয়ে গেল, এমন নয়!মারামারি নেই। এককথায় খুব সুন্দর ভাবে বাস্তবতার সাথে তাল মিলিয়ে সিনেমাটা দারুন ফুটিয়েছে।
IMG_20240423_232552.jpg

[ছবি সংগ্রহ : ইউটিউব থেকে স্কিনশর্ট ]

এই মুডিটাকে আমি ব্যক্তিগতভাবে রেটিং দিবো : ০৯/১০

ধন্যবাদ সকলকে।🙏

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 63619.61
ETH 2698.75
USDT 1.00
SBD 2.59