কবিতা আবৃত্তি:- মনে থাকবে?
আমি @mahmuda002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো একটি কবিতা আবৃত্তি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ...
পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক
আমরা তখন প্রেমে পড়বো
মনে থাকবে?
বুকের মধ্যে মস্তো বড় ছাদ থাকবে
শীতলপাটি বিছিয়ে দেব;
সন্ধে হলে বসবো দু’জন।
একটা দুটো খসবে তারা
হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে,
কান্ত কবির গান গাইবে
তখন আমি চুপটি ক’রে দুচোখ ভ’রে থাকবো চেয়ে…
মনে থাকবে?
এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব
এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন
এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন
মনে থাকবে?
আমি হবো উড়নচন্ডি
এবং খানিক উস্কোখুস্কো
এই জন্মের পারিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব
তুমি কাঁদলে গভীর সুখে
এক নিমেষে সবটুকু জল শুষে নেব
মনে থাকবে?
পরের জন্মে কবি হবো
তোমায় নিয়ে হাজারখানেক গান বাঁধবো।
তোমার অমন ওষ্ঠ নিয়ে
নাকছাবি আর নূপুর নিয়ে
গান বানিয়ে__
মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো…
মনে থাকবে?আর যা কিছু হই বা না হই
পরের জন্মে তিতাস হবো
দোল মঞ্চের আবীর হবো
শিউলিতলার দুর্বো হবো
শরৎকালের আকাশ দেখার__
অনন্তনীল সকাল হবো;
এসব কিছু হই বা না হই
তোমার প্রথম পুরুষ হবো
মনে থাকবে?
পরের জন্মে তুমিও হবে
নীল পাহাড়ের পাগলা-ঝোরা
গাঁয়ের পোষাক ছুড়ে ফেলে
তৃপ্ত আমার অবগাহন।
সারা শরীর ভ’রে তোমার হীরকচূর্ণ ভালোবাসা।
তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল।
আমার অনেক কথা ছিল
এ জন্মে তা যায়না বলা
বুকে অনেক শব্দ ছিল__
সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক
কাব্য করে বলা গেল না!
এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে
পরের জন্মে মানুষ হবো
তোমার ভালোবাসা পেলে
মানুষ হবোই__ মিলিয়ে নিও!পরের জন্মে তোমায় নিয়ে…
বলতে ভীষণ লজ্জা করছে
ভীষণ ভীষণ লজ্জা করছে
পরের জন্মে তোমায় নিয়ে…
মনে থাকবে?
✳️কবিতার কিছু তথ্য✳️
কবিতা :- মনে থাকবে?
লেখক :- আরণ্যক বসু।
আবৃত্তি :- @mahmuda002
আজ এই পর্যন্ত। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।
👩🦰আমার নিজের পরিচয়👩🦰
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
আরণ্যক বসুর বিখ্যাত ও অনেক জনপ্রিয় একটি কবিতা। দু বাংলাতেই কবিতাটি অনেক পঠিত ও জনপ্রিয়। আমার পছন্দের একটি কবিতা। বেশ ভালো আবৃত্তি করেছেন আপু। ভালো লেগেছে আমার। কবিতা আবৃত্তিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
খুবই সুন্দর একটি কবিতা আবৃত্তি করেছেন। আপনার কন্ঠে কবিতা আবৃত্তি শুনতে বেশ ভালো লাগলো। উচ্চারণ ভঙ্গি একদম পারফেক্ট। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কবিতা আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
মনে থাকবে? কবিতা আবৃত্তি অনেক সুন্দর ভাবে পরিবেশন করেছেন। আপনার মিষ্টি কন্ঠে কবিতা আবৃত্তি শুনতে পেয়ে বেশ ভালো লাগলো। এভাবে প্রতিনিয়ত কবিতা আবৃত্তি করার চেষ্টা করেন। সামনে আরো ভালো কিছু করবেন। অবশ্যই চাইলে হ্যাংআউটে কবিতা আবৃত্তি করতে পারেন। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
এই কবিতাটা আমার এত এত পছন্দের আমি এতই শুনে থাকি যে আপনার ভাইয়া আমাকে অনেক সময় পাগল বলে আখ্যায়িত করে। আপনার কন্ঠে অনেকদিন পর শুনে বেশ ভালো লাগলো আপু। সুন্দর করে আবৃত্তি করেছেন। ধন্যবাদ আমার পছন্দের একটি কবিতা সুন্দর করে আবৃত্তি করে আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
অনেক সুন্দর একটি কবিতা আবৃত্তি করে আপনি আমাদের শুনেছেন। এখন আর আবৃত্তিকৃত কবিতা শুনতে আমার খুবই ভালো লাগলো। পূর্বে কোনদিন এই কবিতা আমি পড়িনি বা শুনিনি। তাই নতুন একটি কবিতা হিসেবে আমার কাছে বেশি ভালো লেগেছে।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।
অনেক সুন্দর একটি কবিতা আবৃত্তি করেছেন আপনি। খুবই ভালো লাগলো আপনার কন্ঠে কবিতা আবৃত্তি শুনে। কবিতাটাও যেমন অসাধারণ আবৃত্তি করেছেন ঠিক তেমন। এত সুন্দর ভাবে আবৃত্তি করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।