লেবেল টু হতে আমার অর্জন। by @mahmuda002

in আমার বাংলা ব্লগ6 months ago

আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভাল আছেন? নিশ্চয়ই আপনারা সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি। পূর্বেই আমি লেভেল ওয়ানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। কয়দিন আগে সফলভাবে লেবেল টু এর মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ফলে আমাকে লেবেল টু এর লিখিত পরীক্ষা দেবার জন্য বলা হয়েছে। তাই আমি আজকে লেভেল টু এর লিখিত পরীক্ষা দেওয়ার জন্য হাজির হয়েছি। লেবেল টু এর পরীক্ষা সঠিকভাবে দেয়ার আমি সর্বোচ্চ চেষ্টা করবো।

Posting key এর কাজ কি ?

উত্তর :- ১) Posting key এর কাজ হলো পোস্ট করা।
২) Posting key এর কাজ হলো কমেন্ট করা।
৩) Posting key এর কাজ হলো ডাউনভোট দেওয়া।
৪) Posting key এর কাজ হলোআপভোট দেওয়া।
৫) Posting key এর কাজ হলোপোস্ট ও কমেন্ট এডিট করা।
৬) Posting key এর কাজ হলো কোন পোস্ট রিস্টিম করা।
৭) Posting key এর কাজ হলো অনাকাঙ্ক্ষিত কাউকে মিউট করা।
৮)Posting key এর কাজ হলো কাউকে ফলো আনফলো করা।

Active key এর কাজ কি ?

উত্তর :- ওয়ালেট সংক্রান্ত সমস্ত কাজগুলো আমরা একটিভ কি দিয়ে করতে পারি।

১)পাওয়ার আপ ও পাওয়ার ডাউন।
২)ব্যালেন্স ট্রান্সফার করা।
৩)SBD Steem কনভার্ট করা।
৪)উইটনেস ভোট প্রদান করা।
৫)প্রোফাইলের কিছু তথ্য পরিবর্তন করা।
৬)কোন এক্সচেঞ্জে ক্রয় বিক্রয় অর্ডার দেয়া

Owner key এর কাজ কি ?

উত্তর:- Owner শব্দ দিয়েই আমরা মালিকানা বুঝিয়ে থাকি। owner key যার কাছে থাকবে, তাকেই মালিক হিসেবে গণ্য করা হবে। তাই এই owner key সংরক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি এটি অবশ্যই সতর্কতার সাথে সংরক্ষণ করে রাখতে হবে।

১)উনার কি সাধারণত এক্টিভ ও পোস্টিং কী পরিবর্তন করতে পারে।
২)ভোটিং অধিকার প্রত্যাখ্যান করতে পারে।
৩)একাউন্ট রিকভার করতে এটি ব্যবহার করা হয়।

Memo key এর কাজ কি?

উত্তর:- স্টিমিটে এখন পর্যন্ত memo key এর ব্যবহার শুরু হয়নি। একজন স্টিমিট ব্যবহারকারী অন্য একজন স্টিমিট ব্যবহারকারীকে গোপনে মেসেজ দিতে চায় তাহলে এই memo key ব্যবহার করতে হয়। memo key এর কি কাজ তা নিচে দেওয়া হল।

১) এনক্রিপ্ট করা মেসেজ দেখতে।
২) এনক্রিপ্ট করা মেসেজ পাঠাতে।

Master password এর কাজ কি ?

উত্তর:- master password স্টিমিটের সব থেকে গুরুত্বপূর্ণ password।যদি এই password হারিয়ে যায় তাহলে কোনভাবেই আর অ্যাকাউন্ট ফিরে পাওয়ার সম্ভাবনা হবে না। তাই এটা সংরক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ। আর অবশ্যই আপনাকে সতর্ক এবং খুব ভালো একটা গোপনীয় জায়গায় সংরক্ষণ করতে হবে।

১)একাউন্ট পুনরুদ্ধার করার জন্য এটি ব্যবহার করতে হয়।
২)অন্যান্য সকল key পরিবর্তন করা হয়ে থাকে এর মাধ্যমে।
৩)ওয়ালেট নিয়ন্ত্রণ করা অর্থাৎ ওয়ালেটের সবধরনের কাজ করা হয়ে থাকে।

Master password নিরাপদে সংরক্ষণ করার জন্য আপনার প্ল্যান কি?

উত্তর:- Master password সবথেকে গুরুত্বপূর্ণ একটি পাসওয়ার্ড। তাই এটিকে অবশ্যই ভালভাবে সংরক্ষণ করতে হবে। কিছু উপায়ে Master password সংরক্ষণ করা যেতে পারে।

১)গুগল ড্রাইভে রাখা যেতে পারে।
২)পেন ড্রাইভে রাখা যেতে পারে।
৩)পাসওয়ার্ডটি প্রিন্ট করে ও রাখা যেতে পারে।
৪)আবার কাগজে লিখেও এটি সংরক্ষণ করা যেতে পারে।

পাওয়ার আপ কেন জরুরী?

উত্তর:- স্টিমিটে দীর্ঘ মেয়াদী কাজ করার জন্য পাওয়ার আপ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাওয়ার আপের মধ্য দিয়ে একাউন্টের সক্ষমতা বৃদ্ধি পায়। বেশি পরিমাণে পাওয়ার থাকলে পোস্ট, কমেন্ট করা সম্ভব হয়।

পাওয়ার আপ করার প্রসেস সম্পর্কে আপনি কি জানেন?

উত্তর:- প্রথমে স্টিমিট ওয়ালেট গিয়ে এক্টিভ কি দিয়ে লগইন করতে হবে। তারপর স্টিম ব্যালেন্স এর পাশে ড্রপ ডাউনে ক্লিক করতে হবে। তারপর পাওয়ার আপ বাটনে ক্লিক করতে হবে। তারপরে নিজের ইচ্ছে মতো এমাউন্ট দিতে হবে। এমাউন্ট দেওয়ার পর পাওয়ার আপে ক্লিক করলে পাওয়ার আপ হয়ে যাবে।

সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার কতদিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয় ?

উত্তর:- সেভিংস-এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার ৩ দিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয়ে থাকে।

মেমো ফিল্ড এর কাজ কি?

উত্তর:- এনক্রিপ্ট করা মেসেজ পাঠাতে এটি ব্যবহার করা হয়। তাছাড়া এক্সচেঞ্জ সাইট কর্তৃক মেমো উল্লেখ করতে মেমোফিল্ডের প্রয়োজন হয় থাকে।

ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে?

উত্তর:- ডেলিগেশন ক্যানসেল করার ৫ দিন পর উক্ত এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে।

ধরুন, আপনি প্রজেক্ট @Heroism এ ২০০ এস.পি ডেলিগেশন করেছেন। কিছুদিন পর আরো একশত এসপি ডেলিগেশন করতে চান। এখন ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আপনাকে কত এস.পি লিখতে হবে?

উত্তর:- ৩০০ এস.পি।

আমি আমার সাধ্যমত যত চেষ্টা করেছি উপরের প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে। এর মধ্যেও যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

Posted using SteemPro Mobile

Sort:  
 6 months ago 

পোস্ট লেখার সময়ে রোমান হরফের ব্যবহার করা চলবে না। Master password কে মাস্টার পাসওয়ার্ড হিসেব লিখতে পারেন। Posting Key কে পোস্টিং কি হিসেবে...

বাকি পরীক্ষা আপনি ঠিকঠাকই দিয়েছেন।

 6 months ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাই, আমার ভুল ত্রুটির বিষয়টা সমাধান দেওয়ার জন্য।

 6 months ago 

প্রথমে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভাবি আজকে আপনি রেবেল ২ এর ক্লাস ভালো করে পড়ার পর আমাদের মাঝে পরীক্ষায় অংশগ্রহণ করেছে দেখিয়েছেন। আপনার পরীক্ষা পত্র দেখে বেশ ভালো লাগলো খুব সুন্দরভাবে আপনি উপস্থাপন করেছেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর।

 6 months ago 

ধন্যবাদ ভাই আপনার গঠনমূলক মন্তব্য করার জন্য

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57893.29
ETH 3130.56
USDT 1.00
SBD 2.44