"ফটোশপের মাধ্যমে হাতে আঁকা স্কেচ" পর্ব-০২ | |10% Beneficiary To @shy-fox | |5% Beneficiary To @abb-school

আসালামু আলাইকুম, অন্য ধর্মের ভাই বোনদের প্রতি শুভকামনা।

নীল-পাড় সাদা সুতি শাড়ির সঙ্গে রুক্ষ চামড়ার মায়াবী এক চেহারা। শুধু এতটুকু বললেই চট করে যে মানুষটির ছবি চোখের সামনে ভেসে উঠে তিনি হলেন- মাদার তেরেসা।

মাদার তেরেসা ১৯৫০ সালে কলকাতায় মিশনারিজ অফ চ্যারিটি নামে সেবা প্রতিষ্ঠান চালু করেন। দীর্ঘ ৪৫ বছর ধরে তিনি গরীব, অসুস্থ, অনাথ, অসহায় ও মৃত্যুপথযাত্রী মানুষের সেবা করেছেন। সেই সঙ্গে মিশনারিজ অফ চ্যারিটির বিকাশ ও উন্নয়নেও নিবিড় পরিশ্রম করেছেন। প্রথমে ভারত ও পরে পুরো বিশ্বে তিনি তাঁর এই মিশনারি কার্যক্রম ছড়িয়ে দেন।

মাদার তেরেসা তাঁর সেবাকর্মের জন্য সারা বিশ্বব্যাপী সমাদৃত। এই কৃতিত্ব তিনি জীবদ্দশায় পান। তাকে বিশ্বমাতা বলে ডাকা হয়। এবং ১৯৭৯ সালের ১৭ অক্টোবর মাদার তেরেসা তার সেবাকর্মের স্বীকৃতি হিসেবে নোবেল শান্তি পুরস্কার পান।

মাদার তেরেসার প্রতি সন্মানে , তার একটি স্কেচ আঁকার ক্ষুদ্র চেষ্টা করলাম।

madar teresa.jpg

এই স্কেচটি আঁকানোর সম্পূর্ণ প্রসেস আপনাদের মাঝে শেয়ার করলাম,

১ম ধাপ
প্রথমে ফটোশপে নতুন একটি ফাইল তৈরী করলাম

Screenshot_1.png

২য় ধাপ
"ব্রাশ টুল" দিয়ে স্কেচটির চোখের অংশ টুকু আঁকলাম।

Screenshot_2.png

৩য় ধাপ
"ব্রাশ টুল" দিয়ে স্কেচটির মুখের অংশ টুকু আঁকলাম।

Screenshot_3.png

৪র্থ ধাপ
"ব্রাশ টুল" দিয়ে স্কেচটির উপর ও নিচের অংশ টুকু আঁকলাম।

Screenshot_4.png

৫ম ধাপ
"ব্রাশ টুল" দিয়ে স্কেচটির বাকী অংশ টুকু আঁকলাম।

Screenshot_5.png

৬ষ্ঠ ধাপ
"ব্রাশ টুল" দিয়ে স্কেচটির বাকী অংশ টুকু আঁকলাম।

Screenshot_6.png

৭ম ধাপ
"ব্রাশ টুল" দিয়ে স্কেচটির বাকী অংশ টুকু আঁকলাম।

Screenshot_7.png

৮ম ধাপ
স্কেচের পাশে নিজের নাম এবং নিচে "মাদার তেরেসার" নাম লিখলাম।

Screenshot_8.png

ফাইনাল স্কেচ

madar teresa.jpg

সবাইকে আমার পোস্টটি পড়া ও দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

নারী শক্তি অগ্রযাত্রার অগ্রদূত মহান মহীয়সী নারী মাদার তেরেসা।ওনার এত সুন্দর শিল্পকর্ম দেখে মনটা ভালো হয়ে গেলো।দুর্দান্ত একেকেছেন ভালই লেগেছে আমার কাছে।

 2 years ago (edited)

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আমার আঁকা সার্থক হয়েছে আপনার ভালো লাগাই।

 2 years ago 

আপনি একজন মহান ব্যক্তিত্বের ডিজিটাল আর্ট করেছেন। আপনার আর্টটের দক্ষতা অসাধারণ আপনার চিত্রটি দেখেই বুঝা যাচ্ছে। আশা করি সামনে আরো সুন্দর সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করবেন।

 2 years ago (edited)

আপনার কমেন্ট পড়ে আমার খুব ভালো লাগলো। দোয়া করবেন যেন, আরো ভাল ভাল আর্ট আপনাদের উপহার দিতে পারি।

 2 years ago 

আপনি খুব সুন্দর করে ভিজিটার আর্ট এর মাধ্যমে মাদার তেরেসার চিত্র অঙ্কন করেছেন। সত্যিই অসাধারণ হয়েছে। আপনার আট দেখা আমি খুবই মুগ্ধ হলাম। এত অসাধারণ মাদার তেরেসার আট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

আপনার কমেন্টের জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি খুবই খুশি হলাম আপনার কমেন্ট পড়ে।

 2 years ago 

মহান ব্যক্তিত্বের অধিকারী মহীয়সী নারী মাদার তেরেসার ডিজিটাল আর্ট সত্যি খুব অসাধারণ হয়েছে। আপনার ডিজিটাল আর্টটি দেখে মনে হচ্ছে আপনি এই কাজে খুবই পারদর্শী। খুব সুন্দর করে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন দেখে খুব ভালো লাগলো। আশা করছি সামনে আপনার কাছ থেকে আরো ভালো ভালো ডিজিটাল আর্ট দেখতে পাবো। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

ইনশাআল্লাহ, সামনে আরও বিভিন্ন ধরনের আর্ট আপনাদের মাঝে শেয়ার করব। দোয়া করবেন। আপনার প্রতিও শুভকামনা রইল

 2 years ago 

এই ধরনের কাজ করতে হলে অনেক দক্ষতা লাগে ফটোশপের মাধ্যমে হাতে আঁকা স্কেচ এটা দুর্দান্ত ছিল। দারুণ দক্ষতায় সম্পন্ন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

আপনার কমেন্ট পড়ে আমি অনেক অনুপ্রাণিত হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রতিও শুভকামনা রইল

 2 years ago 

আপনি এক মহান মহীয়সী নারী কে অঙ্কন করেছেন। মানবতার সেবায় ছিল নিবেদিতপ্রাণ সেই মহান মাদার তেরেসাকে আপনি এত সুন্দরভাবে অঙ্কন করেছেন যা আমার খুবই ভালো লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে ধাপে-ধাপে মাদার তেরেসা অংকন আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনার মূল্যবান মন্তব্যর জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দোয়া করবেন যেন এরকম আরো বিভিন্ন ধরনের আর্ট আপনাদের মাঝে শেয়ার করতে পারেন

 2 years ago 

ফটোশপের মাধ্যমে আপনি খুব সুন্দর করে একটি স্কেচ করেছেন। মাদার তেরেসার ছবিটি দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে। দেখে বোঝা যাচ্ছে নিখুঁতভাবে চিত্রটি তৈরি করেছেন। সেইসাথে আপনার বর্ণনা লাগলো ভালো ছিল। ধন্যবাদ আপনাকে এরকম একটি কারুকাজ আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

অনেক ভাল লাগলো আপনার মন্তব্য পড়ে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইলো আপনার প্রতিও।

 2 years ago 

মাদার তেরেসাকে অংকন করার মধ্য দিয়ে বেশ দারুন দক্ষতার পরিচয় দিয়েছেন আপনি। আশা করি খুব শীঘ্রই প্রত্যেকটি লেভেল পাস করবেন এবং ভেরিফাইড মেম্বার হয়ে আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর পোস্ট উপহার দিবেন।

আপনাদের দোয়ায় আমার একমাত্র ভরশা। ইনশআল্লাহ নিয়মিত এই ধরনের আর্ট আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করবো।

মননশীলতা, মানবিকতা এবং নারী শক্তির পথিকৃৎ হলেন মাদার তেরেসা।ব্যক্তিগত ভাবে আমি মাদার তেরেসাকে এবং তাঁর জীবনীশক্তিকে অনেক পছন্দ করি।হঠাৎ তাঁর এমন সুন্দর ক্রিয়েটিভ ছবি দেখে হকচকিয়ে গিয়েছিলাম। আপনার ফটোশপের কাজ দারুন ছিলো এবং প্রতিটা স্টেপ পড়ার পর নিজেরো ফটোশপের কাজ করতে মন চাইছে।এভাবে এগিয়ে যান ভাই।অনেক ভালো লেগেছে আপনার এই ছবি এবং উপস্থাপনা। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদ ভাই, অনেক ভাল লাগলো আপনার মন্তব্যে পড়ে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 57946.22
ETH 3059.94
USDT 1.00
SBD 2.34