লেভেল ২ হতে আমার অর্জন - By @mahmud-ashik

সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম, অন্য ধর্মের ভাই বোন দের প্রতি অনেক অনেক শুভ কামনা। আশা করি আপনারা সবাই ভাল আছেন, আমি আলহামদুলিল্লাহ ভাল আছি।

আমি মাহমুদ আশিক, (Steemit id: @mahmud-ashik)। আমি আমার বাংলা ব্লগ abb-school এর ১৯ তম ব্যাচের ছাত্র।

281791776_603230410731116_3869956335867931359_n.jpg

আমি প্রথমেই ধন্যবাদ জানায়, সেই সকল শিক্ষকমন্ডলীদের যারা অক্লান্ত পরিশ্রম ও ধৈর্যের সাথে আমাদের level-২ এর ক্লাস গুলো পরিচালিত করেছেন, যার ফলে আমি অনেক অজানা বিষয় শিখতে পেরেছি।

আজ আমি level-২ হতে যা যা অর্জন করেছি, তা আপনাদের মাঝে উপস্থাপন করবো।

111.jpg

Posting key এর কাজ কি ?

উত্তরঃ
১. পোস্ট ও কমেন্ট করা
২. পোস্ট ও কমেন্ট এডিট করা
৩. আপভোট ও ডাউনভোট দেয়া
৪. কোন পোস্ট রিস্টিম করা
৫. কাউকে ফলো ও আনফলো করা
৬. কোন অনাকাঙ্ক্ষিত একাউন্ট মিউট করা।

Active key এর কাজ কি ?

উত্তরঃ
১. পাওয়ার আপ ও পাওয়ার ডাউন।
২. কোন এক্সচেঞ্জে ক্রয় বিক্রয় অর্ডার দেয়া
৩. ট্রান্সফারের কাজ।
৪. SBD Steem কনভার্সন করা
৫. উইটনেস ভোট দেয়া।

Owner key এর কাজ কি ?

উত্তরঃ
১. উনার, এক্টিভ ও পোস্টিং কী রিসেট করার কাজ
২. একাউন্ট রিকভার করা
৩. ভোটিং অধিকার প্রত্যাখ্যান করা।

Memo key এর কাজ কি ?

উত্তরঃ
১. এনক্রিপ্ট করা মেসেজ পাঠাতে মেমো কী ব্যাবহার করা হয়
২. কোন এনক্রিপ্ট করা মেসেজ দেখতে মেমো কী ব্যাবহার করা হয়।

Master password এর কাজ কি ?

উত্তরঃ
১. একাউন্ট রিকভার করা।
২. সম্পূর্ণ wallet এর সমস্ত পাসওয়ার্ড এই master password এর সাহায্যে পরিবর্তন করা যায়।

Master password নিরাপদে সংরক্ষণ করার জন্য আপনার প্ল্যান কি?

উত্তরঃ
মাস্টার পাসওয়ার্ড অ্যাকাউন্টের সবচেয়ে সেনসিটিভ কী। মাস্টার পাসওয়ার্ড কখনোই কাউকে দেওয়া যাবে না। তাই আমাদের জন্য সবচেয়ে সেনসিটিভ এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের মাস্টার পাসওয়ার্ড কে খুব ভালোভাবে সংরক্ষণ করতে হবে। এই Master password নিরাপদে সংরক্ষণ করার জন্য আমার প্ল্যান হলোঃ-

১. এই কী টা কোনো ভাবেই কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার/ম্যাসেজ করা যাবে না।
২. গুগল ড্রাইভে সংরক্ষণ করা যেতে পারে, তবে সেই ক্ষেত্রে গুগল ড্রাইভ টিও যথেষ্ঠ সিকিউরিটি যুক্ত হতে হবে।
৩. এই কী এর হার্ড কপি সংরক্ষণ করা যেতে পারে।
৪. নোট বুকে লিখে রাখা যেতে পারে। ইত্যাদি।

পাওয়ার আপ কেন জরুরী?

উত্তরঃ
দীর্ঘমেয়াদি কাজ করারা জন্যে পাওয়ার আপ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। পাওয়ার আপ হলো স্টিম-কে পাওয়ার আপ করে স্টিম পাওয়ার-এ কনভার্ট করা বা উন্নীত করা। আমাদের ওয়ালেটে বেশি স্টিম পাওয়ার (SP) থাকলে ভোট দিয়ে বেশি পরিমাণ কিউরেশন রিওয়ার্ড পাওয়া সম্ভব।

পাওয়ার আপ করার প্রসেস সম্পর্কে আপনি কি জানেন?

উত্তরঃ
ওয়ালেটে এক্টিভ কী দিয়ে লগ ইন করলে আমাদের ওয়ালেটের অবস্থা দেখা যাবে। Steem ব্যালেন্স এর পাশে ড্রপ ডাউন ম্যানুতে ক্লিক করলে কিছু অপশন দেখা যাবে যেখানে পাওয়ার আপ বাটন আছে। এতে ক্লিক করতে হবে।
এখানে এমাউন্ট এর ঘরে এমাউন্ট লিখে ওকে করলে। স্টিম (steem) ব্যালেন্সে সেই স্টিম কমে গিয়ে, স্টিম পাওয়ার (SP) এ সেই এমাউন্ট বেড়ে যাবে।

সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার কতদিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয় ?

উত্তরঃ- ৩ দিন।

ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে?

উত্তরঃ- ৫ দিন

ধরুন, আপনি প্রজেক্ট @Heroism এ ২০০ এস.পি ডেলিগেশন করেছেন। কিছুদিন পর আরো একশত এসপি ডেলিগেশন করতে চান। এখন ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আপনাকে কত এস.পি লিখতে হবে?

উত্তরঃ- ৩০০ এস.পি লিখতে হবে।

উপরোক্ত বিষয় গুলো আমি লেভেল-২ হতে শিখেছি।

পোস্টটি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

লেভেল দুই হতে আপনি অনেক কিছু জানতে পেরেছেন আপনার জন্য অনেক অনেক শুভ কামনা ভাই এগিয়ে যান নিজের সৎ কাজ দিয়ে। শুভ কামনা রইল।

ধন্যবাদ ভাই, আপনার প্রতিও শুভকামনা

 2 years ago 

এবিবি স্কুল থেকে আমরা সেই সকল শিক্ষা পেয়ে থাকি যেগুলো আসলে আমাদের আগে জানা থাকে না। আপনি level-2 থেকে অনেক কিছু শিখতে পেরেছেন আর আপনার পোস্টে উপস্থাপনা খুবই ভাল হয়েছে। শুভকামনা রইলো আপনার পরবর্তী লেভেলের জন্য।

আপনার মূল্যবান মন্তব্যের জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

ভাই আপনার পোস্টটি দেখে বোঝা যাচ্ছে আপনি লেভেল 2 হতে অনেক কিছু শিখতে পেরেছেন ।চালিয়ে যান ভাইয়া আশা করি এই ভাবে করে আপনি সবগুলো লেভেল কমপ্লিট করে ভেরিফাইড মেম্বার হয়ে যাবেন ।আপনার জন্য শুভেচ্ছা রইল ।এবং পরবর্তী লেভেলের জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আপনাকে, আমি খুব খুশি হয়েছি আপনার মন্তব্য শুনে

 2 years ago 

লেভেল 2 হতে আপনার অনেক কিছু শিখতে পেরেছেন। লেবেল 2 এর পরীক্ষা দিয়েছেন দেখে ভীষণ ভালো লেগেছে। আমি নিজেও ক্লাসগুলো করে আজ ভেরিফাইড হয়েছি। এভাবে এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ ভাইয়া, শুভ কামনা রইল আপনার প্রতিও

 2 years ago 

বাহ বেশ চমৎকার গুছিয়ে উপস্থাপন করেছেন, আপনি লেভেল টু এর বিষয়গুলো ভালভাবে বুঝতে পেরেছেন। আশা করি আপনার আগামী লেবেলগুলো আপনার জন্য সহজ হবে শুভকামনা রইল।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ

 2 years ago 

আপনার লেভেল ২ এর অর্জিত বিষয়গুলো দেখে খুবই ভালো লাগলো। আপনি খুব সুন্দর ভাবে সকল প্রশ্নের উত্তর দিয়েছেন। আপনার৷ জন্য দোয়া রইলো পরবর্তী লেভেলের জন্য।

ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

আপনি লেভেল টু এর বিষয় গুলো অনেক সুন্দর ভাবে তুলে ধরেছেন তবে সাদা কাগজে পরীক্ষার বিষয় সহ আপনার স্টিমিট আইডি লিখে একটি সেলফি তুলে দিলে বেশি ভালো হতো।

এই বিষয়টির কথা উল্লেখ করা ছিল না, তাই দিই নি

 2 years ago 

সাদা কাগজে লেভেল সহ আপনার স্টিমিট আইডি লিখে একটি ছবি দিন।

ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে?

উক্ত প্রশ্নের উত্তরটি ঠিক করে দিন।

আমি আন্তরিক ভাবে দুঃখিত, আমি ছবি দিয়ে দিয়েছি।

 2 years ago 

লেভেল 2 থেকে আপনি খুব ভালো জ্ঞান অর্জন করেছেন তা আপনার পোস্ট করে বোঝা গেল ।আপনি খুব সুন্দর ভাবে লেভেল টুর বিস্তারিত বিষয় গুলো আমাদের মাঝে তুলে ধরেছেন। আশা করছি আপনি খুব সহজেই লেবেলগুলো পার হবেন এবং ভেরিফাইড মেম্বার হয়ে নিজের প্রতিভা প্রকাশ করবেন।আপনার জন্য শুভকামনা রইল।

আপনার মন্তব্য পড়ে আমার খুব ভাল লাগলো, ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আপনার অর্জন দেখে খুবই ভালো লাগলো। কেননা আপনি মনোযোগ দিয়ে অর্জন করতে পেরেছেন যেটা মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে এভাবে এগিয়ে যান ভালো থাকবেন।

ধন্যবাদ আপু

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.032
BTC 63857.77
ETH 3117.63
USDT 1.00
SBD 3.87