"ফটোশপের মাধ্যমে হাতে আঁকা স্কেচ" পর্ব-০৬ | |10% Beneficiary To @shy-fox | |5% Beneficiary To @abb-school

আসালামু আলাইকুম, অন্য ধর্মের ভাই বোনদের প্রতি শুভকামনা।
আশা করি আপনারা সবাই ভাল আছেন।

আজ আমি ফটোশপের মাধ্যমে "ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের" একটি স্কেচ আঁকানোর পদ্ধতি শেয়ার করবো।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়) তবে তিনি ঈশ্বরচন্দ্র শর্মা নামেও স্বাক্ষর করতেন, ২৬ সেপ্টেম্বর ১৮২০ – ২৯ জুলাই ১৮৯১) উনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার। সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য 'হিন্দু ল কমিটি' থেকে ১৮৩৯ সালে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন।

biddasagor.jpg

এই স্কেচটি আঁকানোর সম্পূর্ণ প্রক্রিয়া, আমি ধাপে ধাপে আপনাদের মাঝে শেয়ার করলাম,

১ম ধাপ

প্রথমে ফটোশপে নতুন একটি ফাইল তৈরী করলাম

Screenshot_1.png

২য় ধাপ

"ব্রাশ টুল" দিয়ে স্কেচটির মুখের গড়ন টুকু আঁকলাম।

Screenshot_2.png

৩য় ধাপ

"ব্রাশ টুল" দিয়ে স্কেচটির মুখের সম্পূর্ণ অংশ আঁকলাম।

Screenshot_3.png

৪র্থ ধাপ

"ব্রাশ টুল" দিয়ে স্কেচটির নিচের অংশ টুকু আঁকলাম।

Screenshot_4.png

৫ম ধাপ

"ব্রাশ টুল" দিয়ে স্কেচটির বাকী অংশ টুকু আঁকলাম।

Screenshot_5.png

৬ষ্ঠ ধাপ

"ব্রাশ টুল" দিয়ে স্কেচটির বাকী অংশ টুকু আঁকলাম।

Screenshot_6.png

৭ম ধাপ

"ব্রাশ টুল" দিয়ে স্কেচটির বাকী অংশ টুকু আঁকলাম।

Screenshot_7.png

৮ম ধাপ

"ব্রাশ টুল" দিয়ে স্কেচটির বাকী অংশ টুকু আঁকলাম।

Screenshot_8.png

৯ম ধাপ

"ব্রাশ টুল" দিয়ে স্কেচটির বাকী অংশ টুকু আঁকলাম।

Screenshot_9.png

১০ম ধাপ

স্কেচের সম্পূর্ণ অংশ আঁকা শেষ করলাম।

Screenshot_10.png

ফাইনাল স্কেচ

biddasagor.jpg

সবাইকে আমার পোস্টটি পড়া ও দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ।

284972913_350073870564420_8818631549370166589_n.jpg

আমি @mahmud-ashik , অতি ক্ষুদ্র একটি মানুষ, সব সময় শিখতে চাই। শেখার উদ্দ্যেশ্য নিয়েই সমস্ত পোস্ট করা। কবির ভাষায়," বিশ্ব জোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র" ভালবাসি ঘুরতে, ছবি আঁকতে ও নতুন কিছু শিখতে। জয় হোক পৃথিবীর সকল অবহেলিত মানুষের।
Sort:  
 3 years ago 

আপনার ডিজিটাল আর্টের তারিফ না করে পাচ্ছি না। তবে যেহেতু আপনি নিজে মূল ছবির মালিক না তাই আপনাকে মূল ছবির সোর্স উল্লেখ করা উচিত ছিলো। যাইহোক, ভালো এঁকেছেন।

 3 years ago (edited)

এই ছবি আমি একটি বইয়ে দেখেছি। তাহলে আমি কিভাবে সোর্স উল্লেখ করবো??
যেহেতু আমি বাস্তবে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরকে দেখিনি, তাহলে নিজে কিভাবে ছবির প্রকৃত মালিক হব? আমাকে কোথাও না কোথাও থেকে উনার ছবি দেখেই তো আঁকাতে হবে? তাই নয় কি?

 3 years ago 

ফটোশপের মাধ্যমে অসম্ভব সুন্দর একটি হাতে আঁকা স্কেচ আমার ভীষণ ভালো লাগলো। দারুণ দক্ষতায় সম্পন্ন করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল। সত্যিই এটা দারুন ছিল। দেখার মতো।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

আমি প্রথমে দেখেই অনুমান করে নিয়েছিলাম যেটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ওই স্কেচ হবে।যাইহোক আমার অনুমান তাহলে সত্যি হলো হিহি। আর আপনার ফটোশপের কাজ অসাধারণ ছিল। একদম দুর্দান্তভাবে এই স্কেচ টি তৈরি করেছেন।

ধন্যবাদ ভাইয়া, যাক, যেহেতু আপনার ভাল লেগেছে, আমার ২ ঘন্টা শ্রম সফল হয়েছে।

 3 years ago 

ফটোশপের মাধ্যমে খুবই সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন। আপনার অংকন করা চিত্র টি দেখে আমি মুগ্ধ দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক সময় নিয়ে নিখুঁতভাবে অংকনটি সম্পন্ন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

জ্বী এটা আঁকাতে ২ ঘন্টার উপরে সময় লেগেছে, তবে এগুলো আঁকাতে আমার খুব ভালো লাগে। আপনার প্রতিও শুভ-কামনা রইলো

 3 years ago 

ফটোশপের মাধ্যমে হাতে আঁকা স্কেচ শেয়ার করেছেন দারুন হয়েছে। ইউনিক আইডিয়া ছিলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। এধরনের কাজ গুলো আমার ভিশন ভালো লাগে। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো।

ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

ফটোশপ ব্যবহার করে খুব সুন্দর করে একটি স্কেচ তৈরি করেছেন ভাই। আপনার অঙ্কনের প্রশংসা করতে হয়। আপনি খুব নিখুঁতভাবে চিত্রটি অঙ্কন করেছেন দেখে বোঝা যাচ্ছে। সেই সাথে খুব সুন্দর করে সবকিছু বর্ণনা আমাদের সামনে তুলে ধরেছেন। ধন্যবাদ এরকম সুন্দর একটি চিত্রাংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আমার আঁকানো স্কেচটির যে আপনি প্রশংসা করেছেন, আমি অনেক খুশি হয়েছি ভাইয়া। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

ফটোশপ এর মাধ্যমে আপনি দারুন একটি চিত্র বানিয়েছেন খুবই সুন্দর এবন নিখুত হয়েছে আপনার চিত্র এবং গুছিয়ে উপস্থাপনা করেছেন শুভ কামনা রইলো।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া,আমার পোস্টে মন্তব্যে করে আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্যে।

 3 years ago 

ফটোশপের মাধ্যমে অনেক চমৎকার ভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি তুলে ফুটিয়ে তুলেছেন। আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপনারা চিত্রটি। অনেক সুন্দর ভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সম্পূর্ণ চিত্র টি শুরু থেকে শেষ পর্যন্ত এঁকেছেন তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

অনেক অনেক ধন্যবাদ আপু, আপনার মন্তব্য আমাকে ভবিষ্যতে ভাল করতে অনুপ্রেরনা যোগাবে।

 3 years ago 

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহিমান্বিত ব্যক্তি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অসাধারণ ডিজিটাল আর্ট তৈরি করেছেন। আপনার স্কেচটি দারুন হয়েছে আপনি অনেক ভাল ফটোশপের কাজ পারেন। আমাদের সাথে শেয়ার করার জন্য শুভেচ্ছা রইল।

ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

দারুণ অভিজ্ঞতার প্রকাশ ঘটিয়েছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি স্কেচ ফটোশপের মাধ্যমে করে আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আশা করি আরো ভালো ভালো কাজ আপনার কাছ থেকে দেখতে পাবো না ধন্যবাদ।

ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.24
JST 0.040
BTC 93852.59
ETH 3245.30
USDT 1.00
SBD 6.82