"ফটোশপের মাধ্যমে হাতে আঁকা স্কেচ" পর্ব-০৬ | |10% Beneficiary To @shy-fox | |5% Beneficiary To @abb-school
আসালামু আলাইকুম, অন্য ধর্মের ভাই বোনদের প্রতি শুভকামনা।
আশা করি আপনারা সবাই ভাল আছেন।
আজ আমি ফটোশপের মাধ্যমে "ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের" একটি স্কেচ আঁকানোর পদ্ধতি শেয়ার করবো।
এই স্কেচটি আঁকানোর সম্পূর্ণ প্রক্রিয়া, আমি ধাপে ধাপে আপনাদের মাঝে শেয়ার করলাম,
১ম ধাপ
প্রথমে ফটোশপে নতুন একটি ফাইল তৈরী করলাম
২য় ধাপ
"ব্রাশ টুল" দিয়ে স্কেচটির মুখের গড়ন টুকু আঁকলাম।
৩য় ধাপ
"ব্রাশ টুল" দিয়ে স্কেচটির মুখের সম্পূর্ণ অংশ আঁকলাম।
৪র্থ ধাপ
"ব্রাশ টুল" দিয়ে স্কেচটির নিচের অংশ টুকু আঁকলাম।
৫ম ধাপ
"ব্রাশ টুল" দিয়ে স্কেচটির বাকী অংশ টুকু আঁকলাম।
৬ষ্ঠ ধাপ
"ব্রাশ টুল" দিয়ে স্কেচটির বাকী অংশ টুকু আঁকলাম।
৭ম ধাপ
"ব্রাশ টুল" দিয়ে স্কেচটির বাকী অংশ টুকু আঁকলাম।
৮ম ধাপ
"ব্রাশ টুল" দিয়ে স্কেচটির বাকী অংশ টুকু আঁকলাম।
৯ম ধাপ
"ব্রাশ টুল" দিয়ে স্কেচটির বাকী অংশ টুকু আঁকলাম।
১০ম ধাপ
স্কেচের সম্পূর্ণ অংশ আঁকা শেষ করলাম।
ফাইনাল স্কেচ
সবাইকে আমার পোস্টটি পড়া ও দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ।
আপনার ডিজিটাল আর্টের তারিফ না করে পাচ্ছি না। তবে যেহেতু আপনি নিজে মূল ছবির মালিক না তাই আপনাকে মূল ছবির সোর্স উল্লেখ করা উচিত ছিলো। যাইহোক, ভালো এঁকেছেন।
এই ছবি আমি একটি বইয়ে দেখেছি। তাহলে আমি কিভাবে সোর্স উল্লেখ করবো??
যেহেতু আমি বাস্তবে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরকে দেখিনি, তাহলে নিজে কিভাবে ছবির প্রকৃত মালিক হব? আমাকে কোথাও না কোথাও থেকে উনার ছবি দেখেই তো আঁকাতে হবে? তাই নয় কি?
ফটোশপের মাধ্যমে অসম্ভব সুন্দর একটি হাতে আঁকা স্কেচ আমার ভীষণ ভালো লাগলো। দারুণ দক্ষতায় সম্পন্ন করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল। সত্যিই এটা দারুন ছিল। দেখার মতো।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া
আমি প্রথমে দেখেই অনুমান করে নিয়েছিলাম যেটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ওই স্কেচ হবে।যাইহোক আমার অনুমান তাহলে সত্যি হলো হিহি। আর আপনার ফটোশপের কাজ অসাধারণ ছিল। একদম দুর্দান্তভাবে এই স্কেচ টি তৈরি করেছেন।
ধন্যবাদ ভাইয়া, যাক, যেহেতু আপনার ভাল লেগেছে, আমার ২ ঘন্টা শ্রম সফল হয়েছে।
ফটোশপের মাধ্যমে খুবই সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন। আপনার অংকন করা চিত্র টি দেখে আমি মুগ্ধ দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক সময় নিয়ে নিখুঁতভাবে অংকনটি সম্পন্ন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।
জ্বী এটা আঁকাতে ২ ঘন্টার উপরে সময় লেগেছে, তবে এগুলো আঁকাতে আমার খুব ভালো লাগে। আপনার প্রতিও শুভ-কামনা রইলো
ফটোশপের মাধ্যমে হাতে আঁকা স্কেচ শেয়ার করেছেন দারুন হয়েছে। ইউনিক আইডিয়া ছিলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। এধরনের কাজ গুলো আমার ভিশন ভালো লাগে। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো।
ধন্যবাদ ভাইয়া
ফটোশপ ব্যবহার করে খুব সুন্দর করে একটি স্কেচ তৈরি করেছেন ভাই। আপনার অঙ্কনের প্রশংসা করতে হয়। আপনি খুব নিখুঁতভাবে চিত্রটি অঙ্কন করেছেন দেখে বোঝা যাচ্ছে। সেই সাথে খুব সুন্দর করে সবকিছু বর্ণনা আমাদের সামনে তুলে ধরেছেন। ধন্যবাদ এরকম সুন্দর একটি চিত্রাংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার আঁকানো স্কেচটির যে আপনি প্রশংসা করেছেন, আমি অনেক খুশি হয়েছি ভাইয়া। ধন্যবাদ আপনাকে
ফটোশপ এর মাধ্যমে আপনি দারুন একটি চিত্র বানিয়েছেন খুবই সুন্দর এবন নিখুত হয়েছে আপনার চিত্র এবং গুছিয়ে উপস্থাপনা করেছেন শুভ কামনা রইলো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া,আমার পোস্টে মন্তব্যে করে আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্যে।
ফটোশপের মাধ্যমে অনেক চমৎকার ভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি তুলে ফুটিয়ে তুলেছেন। আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপনারা চিত্রটি। অনেক সুন্দর ভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সম্পূর্ণ চিত্র টি শুরু থেকে শেষ পর্যন্ত এঁকেছেন তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ আপু, আপনার মন্তব্য আমাকে ভবিষ্যতে ভাল করতে অনুপ্রেরনা যোগাবে।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহিমান্বিত ব্যক্তি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অসাধারণ ডিজিটাল আর্ট তৈরি করেছেন। আপনার স্কেচটি দারুন হয়েছে আপনি অনেক ভাল ফটোশপের কাজ পারেন। আমাদের সাথে শেয়ার করার জন্য শুভেচ্ছা রইল।
ধন্যবাদ ভাইয়া
দারুণ অভিজ্ঞতার প্রকাশ ঘটিয়েছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি স্কেচ ফটোশপের মাধ্যমে করে আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আশা করি আরো ভালো ভালো কাজ আপনার কাছ থেকে দেখতে পাবো না ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া