টোকিও অলিম্পিক ২০২০ || ব্রাজিল ফুটবল দলের সর্বশেষ আপডেট

যারা খেলাধুলা সম্পর্কে মোটামুটি খোজ খবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে বেশ কয়েকদিন আগে থেকেই বিশ্বের সবচেয়ে বড় স্পোর্টস এর আসর অলিম্পিক গেমস শুরু হয়ে গিয়েছে৷ এ আসরে ফুটবল টুর্নামেন্ট ও রয়েছে যেটায় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন দল অংশগ্রহণ করেছে। আজ আমি ব্রাজিল নিয়ে কথা বলবো যারা বর্তমানে এই টুর্নামেন্ট এর কোয়ার্টার ফাইনালে অবস্থান করছে।

images (99).jpeg
Pixabay

অলিম্পিকে ব্রাজিলের শুরুটা বেশ ভালোভাবেই হয়েছে। ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রথম ম্যাচের খেলা ছিলো অন্যতম পরাশক্তি জার্মানির বিপক্ষে। তবে দুই দলের কোনোটিতেই তারা তাদের মূল একাদশ নিয়ে মাঠে নামে নি।

ম্যাচের শুরুর ৩০ মিনিটের মাথায়ই এভারটনের স্ট্রাইকার রিচার্লিসনের হ্যাটট্রিকের মাধ্যমে দলটি এগিয়ে যায় জার্মানির বিপক্ষে। দ্বিতীয় অর্ধে জার্মানি ২ টি গোল ফেরত দিলেও খেলার শেষ মুহুর্তে বায়ার লেভারকুসেনের পলিনহোর গোলে ৪-২ গোলের সহজ জয় পায় ব্রাজিল।


ব্রাজিলের প্রথম ম্যাচের ফলাফলঃ-

ব্রাজিল বনাম জার্মানি = ৪-২


এর পরবর্তী ম্যাচে আইভরিকোষ্ট এর সাথে ব্রাজিলের গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হলেও টুর্নামেন্ট এ দলটির তৃতীয় ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ৩-১ এর সহজ জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে অবস্থান নিশ্চিত করে। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ মিশর যে খেলা আজ কিছুক্ষণের মাঝেই শুরু হতে যাচ্ছে।

640px-BRASIL_PARAGUAY_SUB_20_3_MAV_(32346032041).jpg

এই অলিম্পিক আসরের ব্রাজিল জাতীয় দলের মূল স্ট্রাইকার রিচার্লিসন
ছবির উৎস


গ্রুপ পর্বের ব্রাজিলের বাকি ম্যাচ দুটির ফলাফলঃ-

ব্রাজিল বনাম আইভরিকোষ্ট = ০-০
ব্রাজিল বনাম সৌদি আরব = ৩-১


মিশরের বিপক্ষে আজকের ম্যাচে ব্রাজিলের মূল খেলোয়াড় হিসেবে রিচার্লিসনের দিকেই সবার দৃষ্টি থাকবে। মিশরের সাথে ব্রাজিলের এ ম্যাচটি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ন হবে বলেই মনে হচ্ছে। মিশর সর্বশেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। সব মিলিয়ে আমরা জমজমাট একটি ম্যাচ আশা করতেই পারি। আমার এই ম্যাচের প্রেডিকশন ব্রাজিল ২-১ মিশর।

তো এই ছিলো অলিম্পিক গেমসের ফুটবল নিয়ে ব্রাজিল সম্পর্কে সর্বশেষ খবরাখবর ও আপডেট। সময় নিয়ে ব্লগটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।


Best Regards: @mahirabdullah


Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 67282.50
ETH 2627.94
USDT 1.00
SBD 2.68