আমার তোলা "নিডারিয়া" পর্বের সামুদ্রিক প্রাণীর ম্যাক্রো ফটোগ্রাফি
এক্যুরিয়াম (Aquarium) এর শুদ্ধ বাংলা অর্থ কি বলা যায়, মাছের চৌবাচ্চা বা মৎস্যাধার? সে যাই হোক, আমার অনেক আগে থেকেই শখ যে আমার একটা এক্যুরিয়াম থাকবে যেখানে বিভিন্ন ধরনের রঙিন মাছ, সামুদ্রিক শৈবাল থাকবে। কিন্তু বাসায় পর্যাপ্ত স্থান না থাকায় এবং মাছের সময় দিতে পারবো না এই ভয়ে কখনোই এক্যুরিয়াম করার সাহস করে উঠতে পারি নি। তবে ফুফাতো ভাই এর একটি বড়সড় এক্যুরিয়াম থাকায় তাদের বাসায় গেলে প্রায়ই মাছদের সাথে সময় কাটাতাম আগে।
আমার ফুফাতো ভাই আবার বড্ড গাছ, মাছ, পাখি পাগল মানুষ। তার বিভিন্ন ধরনের মাছের যেমন বেশ বড় কালেকশন আছে, ঠিক তেমন বিভিন্ন ধরনের পাখি ও গাছপালার প্রতিও শখ আছে তার। তবে আজ আমি মূলত আমার ভাই এর এক্যুরিয়ামের "এ্যান্থোজোয়া" শ্রেনীর ও "নিডারিয়া" পর্বের সামুদ্রিক প্রজাতির প্রাণীর বিশেষ কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করবো। এগুলো বিভিন্ন বর্ণের হয়ে থাকে, যেমন এই এ্যাকুরিয়ামে সবুজ, হলুদ, গোলাপী সহ আরো বিভিন্ন রঙ এর সামুদ্রিক প্রাণী রয়েছে।
আমি প্রথম প্রথম এই প্রাণীগুলোকে দেখে উদ্ভিদ ভাবলেও পরবর্তীতে নিডারিয়া পর্বের সাথে বেশ কিছু বৈশিষ্ঠ্যের সাথে মিল থাকায় বুঝতে পারি এদের উদ্ভিদের মধ্যে শ্রেণীবিন্যাস করা সম্ভব নয়। এর কারণ হিসেবে মূলত এদের কর্ষিকাতে সরল পরিপাকতন্ত্র রয়েছে। এ কর্ষিকাগুলোর মাধ্যমেই এরা খাদ্য গ্রহণ করে বেচে থাকে।
তো এই ছিলো আমার নিডারিয়া পর্বের কিছু প্রাণীর ম্যাক্রো ফটোগ্রাফি ও প্রাণীগুলো সম্পর্কে ক্ষুদ্র আলোচনা। এছাড়াও এ্যাকুরিয়ামটিতে বেশ কিছু সামুদ্রিক মাছ ও রয়েছে। সময় পেলে সেই মাছগুলোর ফটোগ্রাফি আপনাদের সাথে আরেকদিন শেয়ার করবো।
সময় নিয়ে ব্লগটি পড়ার জন্য ধন্যবাদ
Best Regards: @mahirabdullah
আপনার ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। সাথে ছিল ফটোগ্রাফি সম্পর্কে অসাধারণ লেখনি। আপনাকে ধন্যবাদ পোষ্টটা আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভ কামনা রইল ভাইয়া।
প্রশংসার জন্য ধন্যবাদ
ছবিগুলো সুন্দর ও নিখুঁত হয়েছে। আপনাকে ধন্যবাদ ভাই।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য
ফটোগ্রাফি গুলো ছিল খুবই অসাধারণ, ধন্যবাদ আপনাকে।
পোস্টটি ভিজিট করার জন্য ধন্যবাদ আপনাকেও
অসাধারণ কিছু ছবি।
ভালো লাগলো ছবিগুলো দেখে।
আমার বাসায় একুরিয়াম নেই তবে ইচ্ছে আছে কেনার। আচ্ছা একুরিয়াম কিনলে কি এগুলো পাওয়া যাবে।
অসংখ্য ধন্যবাদ আপনার প্রশংসার জন্য৷ এই ছবিগুলো মূলত আমার ফুফাতো ভাই এর অ্যাকুরিয়াম থেকে তুলেছিলাম। এই সামুদ্রিক প্রাণী ও মাছগুলো নিজে থেকে জোগাড় করে নিতে হয়, অ্যাকুরিয়াম এর দোকানগুলোতে পাওয়া যেতে পারে