"RESET" মুভি রিভিউ
আ মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী ব্লগার ভাই এবং বোনদের আমার সালাম এবং আদাপ। সবাই কেমন আছেন? আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।
চাইনিজ মুভি গুলো আমার কাছে সবসময়ই অসাধারণ লাগে, চাইনিজ মুভির এক্টিং থেকে শুরু করে মুভি এডিটিং এবং মুভির সিন গুলো একদমই এক্সট্রিম লেভেলের হয়ে থাকে। যে কোন চাইনিজ মুভি দেখার সময় টিভি কিংবা ল্যাপটপের ডিসপ্লে থেকে চোখ একদমই সরানো যায় না। আর মনের ভেতর সব সময় টানটান উত্তেজনক কাজ করে একটু পরেই কি হবে এটা নিয়ে ভেবে।
আমি আজ আপনাদের মাঝে যেই মুভিটি রিভিউ করব এটা মোটামুটি পুরনো একটি মুভি এই মুভিটি ২০১৭ সালে রিলিজ হয়েছিল কিন্তু এর আগে এই মুভিটি আমি দেখিনি কাল যখন এই মুভিটি দেখলাম তখন সত্যিই আমি এই মুভিটি উপর ফিদা হয়ে গিয়েছি তাই ভাবলাম এই মুভিটি রিভিউ করা যায়। মুভিটির অ্যাক্টর এক্ট্রেস দের অ্যাক্টিং এবং মুভির কাহিনী এক কথায় অসাধারণ।
এই মুভিটি আপনারা যে কোন ওয়েবসাইটে হিন্দি ডাবড এ ডাউনলোড করতে পারবেন, মুভিটির রেজুলেশনও অনেক ভালো তাই দেখেও চোখের তৃপ্তি পাওয়া যায়। যাইহোক বন্ধুরা চলুন দেরি না করে মুভিটির রিভিউ শুরু করা যাক।
"RESET"
সিনেমা | "RESET" (২০১৭) |
---|---|
পরিচালক | হং সিওং ইয়োন |
রচয়িতা | মুচুন চা, জিনা কিম |
প্রডিউসড বাই | জেকি চ্যান |
অভিনয়ে | মি য়াং, ওয়ালিস হুও, শিহ চিহ কিং, চাং লুই, হ্যামার জাং, লিদান ওয়াং, কিম হি অন |
সময় | ১ ঘন্টা ৪৫ মিনিট |
মুভি রিলিজের তারিখ | ২৯ জুন, ২০১৭ |
![]() |
---|
এই মুভিতে আমরা Nexus Corporation নামে একটি ল্যাবরেটরীজ দেখতে পারবো, যেখানে জিয়া নামের একটি মেয়ে কাজ করে। তারা আসলে টাইম ট্রাভেল নিয়ে রিসার্চ করে। টাইম ট্রাভেল নিয়ে রিসার্চ করতে করতে তারা একসময় টাইম ট্রাভেল করতে সক্ষম হয়। কিন্তু সেই টাইম ট্রাভেলের সময় খুবই কম তারা সক্ষম হলেও তারা শুধু ১ ঘন্টা ৫০ মিনিটের জন্য সময়ে পিছনে যেতে পারে। তারা আরো রিচার্জ করে কিভাবে এই সময়কে বাড়ানো যাবে এই নিয়ে।
![]() |
---|
এর মধ্যে অন্য আরেক কোম্পানি জেনে যায় যে Nexus Corporation তাদের রিসার্চে সফল হয়েছে। তাই সেই কোম্পানি নেক্সাস কর্পোরেশনের ডেটা চুরি করার জন্য একজন লোক ঠিক করে। এই লোকই এই মুভির ভিলেন।
![]() |
---|
![]() |
---|
তারপর সেই লোকটি নেক্সাস কর্পোরেশনের ডেটা হাতানোর জন্য জিয়া এর ছেলেকে কিডন্যাপ করে এবং জিয়াকে বলে জিয়া যেন তাকে নেক্সাস কর্পোরেশনের সকল ডেটা নিয়ে এসে দেয় না হলে সে তার ছেলে দোদোকে মেরে ফেলবে। জিয়া দোদোকে ভীষণ ভালোবাসে তাই সে প্রচুর ভয় পেয়ে যায় এবং নেক্সাস কর্পোরেশনের ডেটা মডিউল নিয়ে বাহিরে বের হয়।
![]() |
---|
![]() |
---|
জিয়া তাদেরকে ডেটা এনে দেয়া সত্ত্বেও তারা জিয়ার ছেলে দোদোকে মেরে ফেলে। জিয়া তার ছেলেকে এতটাই ভালোবাসতো যে সে এই ধাক্কা মেনে নিতে পারে না তারপর সে সোজা নেক্সাস কর্পোরেশনের ল্যাবরেটরীতে চলে যায়। এবং সে ঠিক করে সে টাইম ট্রাভেল করে পেছনে গিয়ে তার ছেলেকে বাঁচাবে।
![]() | ![]() |
---|
প্রথমবার জিয়া টাইম ট্রাভেল করে তার কিছু ভুলের কারণে সে তার ছেলেকে প্রথমবার বাঁচাতে পারে না, তাই সে দ্বিতীয়বার টাইম ট্রাভেল করে। দ্বিতীয়বার টাইম ট্রাভেল করার পর জিয়া এটাও বুঝতে পারে তাদের ডিরেক্টর ও শয়তানের সাথে জড়িত।
আর দ্বিতীয়বার টাইম ট্রাভেল করার পর একই ইউনিভার্স এ তিনজন জিয়া হয়ে যায় কিন্তু একে ইউনিভার্স এ কোনভাবেই তিনজন বেঁচে থাকা সম্ভব না। আর আলাদা ইউনিভার্স এর জিয়া অন্য ইউনিভার্স এ বেঁচে থাকতে পারবেনা। তারপর লাস্টের সিনে আমরা দেখতে পারি আলাদা ইউনিভার্স এর দুই জিয়াই একে অপরকে মেরে ফেলে। তারপর সেই ইউনিভার্স এর জিয়া দোদোর কাছে যায় আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়।
টাইম ট্রাভেল মুভি গুলো যারা দেখতে পছন্দ করেন তাদের জন্য এটা সত্যি এক কথায় দারুন একটি মুভি। এই ধরনের থ্রিলার টাইম ট্রাভেল মুভি গুলো সত্যি অসাধারণ হয় তেমন এই মুভিটাও আমার কাছে এক কথায় অসাধারণ লেগেছে। তাই আপনারা যারা এই মুভিটি দেখেননি তারা অবশ্যই এই মুভিটি দেখবেন আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে।
• ৫.৩/১০ |
---|
অভিনয় | ৯/১০ |
---|---|
কাহিনী | ৭.৫/১০ |
সব মিলিয়ে | ৯/১০ |
YouTube |
---|
VOTE @bangla.witness as witness

OR

Twitter Link
আসলেই চাইনিজ মুভি গুলো আমার কাছেও অসাধারণ লাগে ৷ আগে প্রচুর মুভি দেখতাম যদিও এখন সময়ের জন্য তেমন মুভি দেখা হয়না ৷ তবে আপনার রিভিউ করা এই মুভির গল্প জেনে আমারও বেশ ভালো লাগলো ৷ অনেক সুন্দর একটি মুভি সুন্দর ভাবে রিভিউ করেছেন ৷ ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মুভি রিভিউ করার জন্য ৷
আমার কাছেও চাইনিজ মুভি দেখতে অনেক ভালো লাগে। আগে অনেক সময় পেতাম তাই রাত জেগে মুভি দেখতে খুবই ভালো লাগতো।কিন্তু এখন আর সেই সময় বা সুযোগ কোনোটাই হয়না। তবে আপনার এই মুভি রিভিউ দেখে মনে হচ্ছে খুবই সুন্দর হবে এর কাহিনী। আপনার এই মুভি রিভিউ পড়ে দেখার আগ্রহ জেগেছে। ধন্যবাদ সুন্দর একটি মুভি রিভিউ দেওয়ার জন্য।
আপনি খুব সুন্দর মুভি রিভিউ করেছেন। আপনার মুভি রিভিউ দেখে খুবই ভালো লাগলো। আসলে সময়ের কারণে এখন আর মুভি দেখা হয় না । আগে এই ধরনের অনেক মুভি দেখেছি। আপনার পোস্ট দেখে মনে হচ্ছে খুবই রোমাঞ্চকর মুভি। এত সুন্দর মুভি রিভিউ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।