DIY- এসো নিজে করি : রঙ্গিন কাগজ ব্যবহার করে ওয়ালমেট তৈরি || 10% Beneficiary To @shy-fox 🦊

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ রবিবার

৯ই কার্তিক

১৪২৮ বঙ্গাব্দ

২৫,অক্টোবর-২০২১



আমার বাংলা ব্লগের সকল বাংলাভাষী ব্লগার ভাই এবং বোনদের আমার সালাম এবং আদাব। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছি।
আজ আমি আমার প্রথম DIY পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তাহলে চলুন দেরী না করে শুরু করা যাক আমার আজকের পোস্ট।।।

IMG_20211024_233724.jpg

রঙ্গিন কাগজ ব্যবহার করে তৈরি ওয়ালমেট



প্রয়োজনীয় উপকরণ

IMG_20211024_234131.jpg

• ১. একটি স্কেল

• ২. কাচি

• ৩. এন্টিকাটার

• ৪. কাগজে লাগানোর আঠা

• ৫. একটি বাসের গোল কাঠি

image.png

ওয়ালমেট তৈরি প্রক্রিয়া 👇

প্রথম ধাপ

IMG_20211024_235005.jpg

প্রথমেই একটি A4 সাইজের পেপার নিতে হবে, তারপর সেই কাগজটিকে মাঝখান থেকে সমান দুই ভাগে ভাগ করতে হবে।

image.png

দ্বিতীয় ধাপ

তারপর A4 সাইজের কাগজের খন্ড করা অংশগুলোর একটি নেই। নিয়ে সেটিকে কাঠির মাধ্যমে পেচিয়ে পাইপের মত বানাই এবং আঠা দিয়ে সেটাকে আটকে দেই। খেয়াল রাখতে হবে সবগুলো পাইপ যেন একই মাপের হয়। এভাবে মোট ১২ টি পাইপ বানিয়ে নেই।

image.png

তৃতীয় ধাপ

IMG_20211025_001023.jpg

তারপর তিনটি তিনটি করে এভাবে কাগজের পাইপ গুলো জোড়া দিয়ে চারটি অংশ বানিয়ে নিতে হবে। সোজাসুজি জোড়া না দিয়ে একটু উপর-নিচ করে জোড়া দিলে বেশি সুন্দর লাগে তাই একটু উপর নিচ করে পাইপগুলো জোড়া দিয়ে নেব।

image.png

চতুর্থ ধাপ

IMG_20211025_001454.jpg

এবার কাগজের পাইপ দিয়ে বানানো অংশগুলোকে আঠার মাধ্যমে এভাবে জুড়ে দিব। ভালোভাবে খেয়াল করে একটার সাথে একটা জুড়ে দিতে হবে যেন বেসাইজ না হয়ে যায়।

image.png

পঞ্চম ধাপ

এবার কিভাবে ফুল বানাতে হয় তা আপনারা দেখবেন

IMG_20211025_002356.jpg

ফুল বানানোর জন্য আমাদেরকে প্রথমে দুটি কাগজকে সমান সাইজের কেটে নিতে হবে। এমনভাবে কাগজ দুটিকে কাটতে হবে যেন কাগজ দুটিকে বর্গের মতো দেখতে হয়।

PicsArt_10-25-12.27.53.jpg

তারপর আমাদের হলুদ কাগজের বর্গের মাঝখান দিয়ে একটি ভাজ করতে হবে। বর্গের মাঝখান দিয়ে ভাঁজ করার পরে আমরা একটি ত্রিভুজ দেখতে পারবো তারপর আমাদের আবার ত্রিভুজের মাঝখান দিয়ে একটি ভাজ দিতে হবে।

PicsArt_10-25-12.33.07.jpg

তারপর ছবির মত কলমের দাগ বরাবর কেটে নিলেই আমরা পেয়ে যাব সুন্দর একটি ফুল।

PicsArt_10-25-12.37.34.jpg

তারপর আমরা ফুলের একটি পাতার মাঝ বরাবর কেটে নেই। তারপরে একটির সাথে অপরটিকে জুড়ে দেই। এর ফলে ফুলটি দেখতে বেশি সুন্দর লাগবে। ফুলের ঠিক মাঝ বরাবর তুলো অথবা ফোম আঠা দিয়ে জুড়ে দেই তারপর কলম দিয়ে একটু ডিজাইন করে দেই।

image.png

ষষ্ঠ ধাপ

IMG_20211025_004406.jpg

তারপর আবার দুটি নীল কাগজকে বর্গাকার ভাবে কেটে নেই। তারপর সে গুলোকে মাঝখান দিয়ে আবার কাটি। মাঝখান দিয়ে কাটার পরে আমরা চারটি ত্রিভুজ আকৃতির কাগজ পাবো।

IMG_20211025_004526.jpg

তারপর ত্রিভুজাকৃতির কাগজগুলো কে এভাবে উলটপালট করে ভাঁজ করি।

IMG_20211025_004643.jpg

তারপর মাঝখান দিয়ে ভাগ করে মাঝে একটু আঠা দিয়ে জুড়ে দেই।

IMG_20211025_004717.jpg

এভাবে আমাদের মোট চারটি পাতা বানিয়ে নিতে হবে।

image.png

সপ্তম ধাপ

IMG_20211025_001454.jpg

তারপর আমাদের কাগজ দিয়ে বানানো পাইপের ফিল্মটি নিতে হবে।

IMG_20211025_005042.jpg

তারপর আমরা প্রথমেই ফ্রেম এর ওপর আঠা দিয়ে।পাতাগুলোকে ভালোভাবে আটকে নেব। পাতাগুলো আটকানোর পর আমাদের ঠিক এক কোণা বরাবর ফুলটিকে আটকে দিতে হবে।
এভাবে আমাদের তুই কোনে তে ফুল এবং পাতা আটকে দিতে হবে।
আটকে দিলে আমাদের ওয়ালমেট তৈরি হয়ে যাবে।

image.png

IMG_20211025_005938.jpg

আমার বানানো ওয়ালমেট সাথে একটি সেলফি দিয়ে দিলাম। এটা প্রথম DIY প্রজেক্ট। কোন ভুল ত্রুটি হলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এরপর থেকে অবশ্যই আর কোনো ভুল করবোনা আশা করি। আমার বানানো ওয়ালমেট পিক কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন।

image.png

কনটেন্টDIY-এসো নিজে করি
ছবিগুলো তোলা হয়েছেরেডমি 9 দিয়ে
বিষয়রঙ্গিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি
কারিগরমাহির শাহরিয়ার ইভান (@mahir4221)

image.png

image.png

আমি মাহির শাহরিয়ার ইভান। আমি একজন ব্লগার। নতুন কোন বিষয়ে লিখতে এবং সবাই কে অজানা বিষয়ে জানাতে আমার অনেক ভালো লাগে। ছবি তুলতে, খেতে এবং ঘুরতে আমার অনেক ভালো লাগে। আর সব থেলে বড় শখ ছবি তোলা।
FacebookTwitterYouTube

banner-abb3-1.png

PicsArt_08-23-08.36.16.jpg

image.png

Amar_Bangla_Blog_logo_png.png

Kr46w9bCovvQgnn4p1L5GP59DU1X6DTbnPPA7mu47hNJ8eM1vxCGwpzLFdUADHMvug5wJForktSN61TvG1ekLahfDyAJVnRqPnP7Uz7j74b6kDtcK947Vx3vBbQJoP...nnkvHaippgddbRCsk6KVuao8eNGDw1yKPV6fnjJdu2G34BnKnaQkMNsGTodbGy51YB1zjn1feB14TKaBiVB3CTxgUwwwSXfnP8i2oDrWCnEWTPqTeJ2pHAT1Vo.gif

Sort:  
 3 years ago 

সত্যি ভাই অবাক হয়ে গেলাম। আপনি জীবনে প্রথম ওয়ালমেট তৈরি করলেন। এত সুন্দর ভাবে এত দক্ষতা নিয়ে ভাই অবাক করার মত লাগছে। আসলে মানুষের ভিতরে কমবেশি সকলেই দক্ষতা আছে কিন্তু আমরা তা কাজে লাগায় না। আপনি প্রথম কাজে লাগালেন এবং এত সুন্দর জিনিস উপহার দিলেন আমাদের মাঝে। আসলেই ভাই একদম চমকে গেলাম। প্রতিটি ধাপ এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন। উপস্থাপন করার পদ্ধতি টা খুবই ভালো লেগেছে।খুবই মার্জিত ভাষায় ছিল এবং দক্ষতার অধিকারী ভাইয়া অনেক শুভকামনা রইল

 3 years ago 

জি ভাইয়া এক দম ঠিক কথা বলেছেন। প্রত্যেকটি মানুষ এর ভেতরেই দক্ষতা রয়েছে। মানুষ শুধু সেটা কে ব্যবহার করতে পারে না। আর যারা ব্যবহার করে তাদের দারাই কিছু সম্ভব হয়।
অনেক সুন্দর মন্তব্য করেছেন ভাইয়া। আপনার জন্য অনেক অনেক শুভ কামনা এবং ভালোবাসা।

 3 years ago 

ভাইয়া বিশ্বাস করেন দেখে মোটেও মনে হচ্ছেনা যে এটা আপনার প্রথম ডাই পোস্ট বা কাজ। অনেক ভালো হয়েছে।বিশেষ করে পাতাটা অনেক বেশি সুন্দর হয়েছে আপনার। আরো ডাই কিন্তু করতে হবে ভাইয়া।

 3 years ago 

জি আপু এটাই আমার প্রথম ডাই পোস্ট আবার ডাই কাজ ও বটে। ইনশাআল্লাহ ফিউচারে আরো অনেক ডাই পোস্ট আমার থেকে পাবেন। সত্যিই আপনার মতামত টি দেখে আমার মনটা ভরে গেল।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

অবশ্যই করবেন।অনেক ভালো হয়েছে। 😍😍

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু । আপনার জন্য অনেক অনেক শুভ কামনা আপু।

 3 years ago 

ভাই প্রতিটা ধাপ খুব সুন্দর করে দেখিয়ে দিলেন। অনেক সুন্দর হয়েছে সত্যি যেটা। আপনার জন্য দোয়া রইল এমন আরো নতুন নতুন জিনিস আমাদের মাঝে উপহার দিবেন এই কামনা করি।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই। ভবিষ্যতে এমন আরো অনেক কিছু আপনাদের উপহার দিব।
আপনাকে অনেক ধন্যবাদ এবং অনেক অনেক শুভ কামনা।

 3 years ago 

অপেক্ষায় রইলাম প্রিয় ভাই আমার।

 3 years ago 

ইনশাআল্লাহ দোয়া করবেন ভাইয়া। ভালোবাসা অবিরাম।

 3 years ago 

ওয়াও অসাধারণ হয়েছে। আপনি অনেক সুন্দর করে কাগজ দিয়ে ওয়ালমেট বানিয়েছেন। আর দেয়ালে কিন্তু দারুন মানাইছে ওয়ালমেটটি।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু। এত্ত সুন্দর মমন্তব্য করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভ কামনা।

 3 years ago 

রঙ্গিন কাগজ ব্যবহার করে ওয়ালমেট তৈরি করেছেন দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। আপনার উপস্থাপনা অনেক সুন্দর হয়েছে ভাই আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মতামত দেয়ার জন্য।

ভাইয়া,আপনার কাগজ দিয়ে তৈরি ওয়ালমেট সত্যিই অসাধারণ হয়েছে। আর প্রতিটি ধাপে সুন্দর উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মতামত এর জন্য

 3 years ago 

আপনি অনেক সুন্দর ওয়ালমেট তৈরি করতে পারেন। আপনার ওয়ালমেট এ হলুদ রঙের ফুল দুইটা অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া। আপনার মূল্যবান মতামত এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

 3 years ago 

ভাই অনেকটা পরিশ্রম করে ওয়াল মেট টি বানিয়েছেন দেখেই বোঝা যাচ্ছে।আর দারুন ভাবে গুছিয়ে ধাপ গুলো উপস্থাপন করেছেন।আমার কাছে খুবই ভালো লেগেছে শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

জি ভাইয়া জীবন এর প্রথম ডাই এটা তাই একটু পরিশ্রম হয়েছে।
আপনাকে ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মতামত এর জন্য।

 3 years ago 

রঙিন কাগজ ব্যবহার চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ দাদা।

 3 years ago 

খুবই সুন্দর হয়েছে আপনার বানানো ওয়ালমেট টি দেখতে অনেক চমৎকার লাগছে সুন্দর করে ধাপে ধাপে বর্ণনা করেছেন সত্যিই আপনার ওয়ালমেটি অনেক প্রশংসার যোগ্য

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মতামত এর জন্য। আপনার জন্য শুভ কামনা ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68125.63
ETH 3308.80
USDT 1.00
SBD 2.74