মামনীর শুভ জন্মদিন - ১০/১১/২০২২

in আমার বাংলা ব্লগ2 years ago
আজ রবিবার • ২৮শে কার্তিক • ১৪২৯ বঙ্গাব্দ • ১৩ নভেম্বর - ২০২২


মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী ব্লগার ভাই এবং বোনদের আমার সালাম এবং আদাপ। সবাই কেমন আছেন? আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।



Picsart_22-11-12_23-29-07-908.jpg

• Edited By PicsArt App

গত ১০ তারিখ আমার মামনীর জন্মদিন ছিলো, কোন প্লান ছাড়াই এবারের জন্মদিনটা খুবই ছোট পরিসরে আমরা সেলিব্রেট করি৷ @mahbubul.lemon মামা এবং মামি এই দুজন মিলেই কেক নিয়ে বাসা এসেছিলো। আর আমরা হালকা পাতলা কিছু নাস্তার ব্যবস্থা করেছিলাম। খুব ছোট করে জন্মদিনের আয়োজন করলেও মামনী ভীষন খুশি হয়েছিলো।

জন্মদিনের রাত ১২ টার দিকে আমি এবং @sadiahaque আপু মামনীকে ফুল দিয়ে জন্মদিন উইশ করেছলাম কিন্তু তখন অব্দি বাড়তি কোন প্লান আমাদের ছিলো না। এ জন্য মামা এবং মামি কে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর আয়োজন করার জন্য৷

সত্যি বলতে মামনীর সাথে সাথে আমিও সারপ্রাইজড হয়ে গিয়েছলাম যখন মামা মামি কেক নিয়ে বাসায় ঢুকেছিলো। তার পর আমি এবং আপু বাকি নাস্তার ব্যবস্থা করি৷ আমার বাবাও সেখানে উপস্থিত ছিলো৷ সব মিলিয়ে দারুন ছিলো সময়টা।

IMG_20221112_230900.jpg

জায়গা : কুড়িগ্রাম
সময়: ০৯ঃ০৩
তারিখ: ১০/১১/২০২২

এই কেকটি মামা-মামী এনেছিলো। এটা ছিলো ভ্যানিলা কেক। কেকের পাশে মামনীর নামও ছিলো, পুরো কেকটির ছবি তুলেছিলাম কিন্তু সেই ছবিটি খুজেই পাচ্ছি না। যাইহোক কেকটি অনেক মজার এবং সফট ছিলো।

IMG_20221113_163908.jpg

জায়গা : কুড়িগ্রাম
সময়: ০৯ঃ১১
তারিখ: ১০/১১/২০২২

এই ছবি তে আছে মামনী, বাবা, আমার মামতো ভাই-বোন, মামি এবং আপু৷ মামাকে ছবি তোলার জন্য অনেকবার ডাকার পরেও সে আসেনি, তাই আমরাই ছবি তুলে ফেলেছিলাম৷

IMG_20221113_164602.jpg

জায়গা : কুড়িগ্রাম
সময়: ০৯ঃ২১
তারিখ: ১০/১১/২০২২

অবশেষে কেক কাটার পালা। মামনী আপু, মামাতো ভাই-বোন এবং বাবাকে সাথে নিয়েই কেক কেটে ফেলে। আমাকেও ডেকেছিল, কিন্তু আমি ছবি তোলায় ব্যস্ত ছিলাম৷ আপনাদের সাথে আনন্দটা ভাগাভাগি করে নেয়ার এটাইতো এক মাত্র মাধ্যম৷ তাই ছবি তোলার কমতি রাখিনি৷

IMG_20221113_165521.jpg

জায়গা : কুড়িগ্রাম
সময়: ০৯ঃ২৭
তারিখ: ১০/১১/২০২২

কেক কাটাকাটির পর্ব শেষ এবার খাওয়ার পালা৷ এই ছবিতে মামনী আমার ছোট মামাতো ভাইকে কেক খাওয়াচ্ছে৷ তার আবার কেক ভিষণ পছন্দের।

IMG_20221113_165606.jpg

জায়গা : কুড়িগ্রাম
সময়: ০৯ঃ২৮
তারিখ: ১০/১১/২০২২

IMG_20221113_165654.jpg

জায়গা : কুড়িগ্রাম
সময়: ০৯ঃ২৯
তারিখ: ১০/১১/২০২২

তারপর মামনী আপুকে কেক খাওয়ায় আর আপু মামনীকে কেক খাওয়ায়। তাদের খাওয়া দেখে আমারও খেতে ইচ্ছে করছিলো কিন্তু কি আর করার ছবিওতো তুলতে হবে আমাকেই। তাই খাওয়ার ইচ্ছাটাকে কিছুক্ষণ দমিয়েই রেখেছিলাম।

IMG_20221113_170109.jpg

জায়গা : কুড়িগ্রাম
সময়: ০৯ঃ৩০
তারিখ: ১০/১১/২০২২

অবশেষে আমার কেক খাওয়ার পালা আসে। তখন ছবি তুলতে দিয়েছিলাম আপুকে। আমিও মামনীকে কেক খাইয়েছি কিন্তু ছবিটি ফোনে খুজে পেলাম না।

IMG_20221113_170337.jpg

জায়গা : কুড়িগ্রাম
সময়: ০৯ঃ৩২
তারিখ: ১০/১১/২০২২

এই হল আমার মামাতো বোন আদিলা। মামনি আদিলাকেও কেক খাওয়ায়। তখনো ছোট ভাই আয়ান একা একাই কেক নিচ্ছিলো আর খাচ্ছিলো, কেক তার এতোটাই প্রিয়৷ আবার প্রথম থেকেই কেক কাটার সব থেকে বেশি ইচ্ছে তারই ছিলো৷

IMG_20221112_231038.jpg

জায়গা : কুড়িগ্রাম
সময়: ১০ঃ০৪
তারিখ: ১০/১১/২০২২

সব শেষে নাস্তা করার পালা৷ নাস্তায় ছিল পায়েস,নুডলস, চানাচুর, কলা এবং কেক। খুব কম সময়েই এই সবের আয়োজন করা হয়েছিল তাই বেশি কিছু করতে পারি নি। শেষে চাও খেয়েছিলাম, চা ছাড়া কি নাস্তা সম্পন্ন হয়?

IMG_20221112_231011.jpg

জায়গা : কুড়িগ্রাম
সময়: ১০ঃ১১
তারিখ: ১০/১১/২০২২

সবাই নাস্তা করছিলো আর গল্পগুজব করছিলো, সবাই এভাবে একসাথে বসে গল্প করতে করতে নাস্তা করতে বেশ ভালই লাগে। অনেক সুন্দর আনন্দঘন একটা মুহূর্ত ছিলো। যা মামনীর জন্মদিনের কারনে আমরা সকলেই পেয়েছিলাম।

মামা মামিকে অসংখ্য ধন্যবাদ, তাদের কারনেই এমন একটা সময় আমরা পেয়েছিলাম। যাইহোক আপনাদেরকেও অনেক ধন্যবাদ আমার পোষ্টে আসার জন্য, সবাই আমার মামনীর জন্য দোয়া-আশীর্বাদ করবেন।

আজ তাহলে এ পর্যন্তই আপনাদের সাথে আবারো দেখা হবে আমার নতুন কোন এক পোষ্টে সে অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো সকলের জন্য।

image.png


PicsArt_03-22-02.27.17.png

আমি মাহির । আমার বাসা বাংলাদেশের রংপুর বিভাগে । আমি একজন ব্লগার, ফটোগ্রাফার এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র। নতুন কোন বিষয়ে লিখতে এবং সবাই কে অজানা বিষয়ে জানাতে আমার ভিষণ ভালো লাগে। ছবি তুলতে, জাঙ্ক ফুড খেতে এবং ঘুরতেও আমি ভিষণ পছন্দ করি । আর আমার সব থেকে বড় শখ ছবি তোলা।

FacebookTwitterYouTube

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnMqDPMwPqFHimR5p.png

standard_Discord_Zip.gif


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"


https://steemitwallet.com/~witnesses




VOTE @bangla.witness as witness
witness_proxy_vote.png
OR

SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

কেউ খাইতে যদি না দেয় তাইলে আর কি করার নিজের অধিকার নিজেই আদায় করতে হবে🤣। যাইহোক আপনার মামীর জন্য অনেক শুভকামনা রইল এবং দোয়া করি তিনি যেন সামনের এই দিনটি পর্যন্ত সুস্থ থাকেন এবং পরিবারের সাথে অনেক খুশি থাকেন।

 2 years ago 

হাহাহা একদম ঠিক বলেছেন ভাই চলে আসুন একসাথে খাওয়া যাবে এখন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

জন্মদিন ছোট করেই করা হোক কিংবা বড় করে সেটা বড় কথা নয়, আনন্দটাই বড় কথা। আর আপনাদের নাস্তার আয়োজনটা নিতান্তই কম ছিল না।আপনাদের মামনীর জন্য অনেক অনেক আশীর্বাদ রইলো।😊

 2 years ago 

জি দাদা আয়োজনটা কম ছিল কিংবা বেশি সেটা বড় কথা নয় আনন্দটা হয়েছিল একদম ভরপুর। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

 2 years ago 

মায়ের জন্মদিন, একটু বেশিই আবেগ কাজ করে।দেরিতে হলেও আন্টিকে জন্মদিনের শুভেচ্ছা জানাই এবং তার দীর্ঘায়ু কামনা করছি।

সুন্দর সময় অতিবাহিত করেছেন।কেকটা দেখতেও সুন্দর ছিল।
হুডি বের করে ফেলেছেন দেখছি😁,আমিও বের করবো ভাবছি।

 2 years ago 

মামনীর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

আসলে আমাদের এদিকে প্রচুর ঠান্ডা পড়েছে ভাই তাই হুডি বের করে ফেলেছি আপনিও বের করে ফেলুন ঠান্ডা একদম লাগাবেন না।

 2 years ago 

বেশ ভালোই তো, একা একা কেক খেলেন।কেক বেশ সুন্দর তো।আপনি আর সদিয়া আপু মিলে নাস্তার আয়োজন করেছেন।ভালো ছিলো।আপনাদের মামনীর জন্য অনেক অনেক দোয়া রইলো। ধন্যবাদ

 2 years ago 

আপনিও চলে আসেন আপু আপনাকেও কেক খাওয়ানো হবে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

প্রথমে আমি আপনার মায়ের জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই শুভ জন্মদিন। আপনার মামা এবং মামি দেখছি কারণ একটা কেক নিয়ে এসেছিল আপনার মায়ের জন্য। আপনি এবং আপনার বোন দারুন ভাবে আপনার মাকে সারপ্রাইজ দিয়েছিলেন। আপনার মামাকে সারপ্রাইজ টাও দারুন ছিল।

 2 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আমাদের সকলের জন্য দোয়া করবেন।

 2 years ago 

মায়ের জন্মদিন মানেি স্পেশাল কিছু। আপনার মাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।আপনার মামা মামি কেক নিয়ে এসে মাকে সারপ্রাইজ দিয়েছে। নিশ্চয়ই আপনার মা অনেক খুশি হয়েছে।সবার সাথে অনেক রকম নাশতা ও খেয়েছেন।সবার সাথে অনেক সুন্দর সময় কাটিয়েছেন।আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।

 2 years ago 

আসলেই মায়ের জন্মদিন মানেই স্পেশাল কিছু আর সময়টা আসলেই অনেক সুন্দর কাটিয়েছিলাম।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার মায়ের শুভ জন্মদিনে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার মামা মামি কেক নিয়ে বাসায় এসেছে জেনে খুশি হলাম। সব মিলে চমৎকার একটি মুহূর্ত কাটিয়েছেন। দেখে ভীষণ ভালো লাগলো। ছবিতে সবাইকে একসাথে দেখে ভালো লাগলো। সবার জন্য শুভ কামনা রইলো।

 2 years ago 

এত সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই।
শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ছোট্ট পরিবেশে আপনার মামনীর খুব চমৎকার ভাবে জন্মদিন পালন করেছেন। দেখে বেশ ভালো লাগলো, আর লেটে হলেও আপনার মামুনের জন্য শুভ জন্মদিনের শুভকামনা এবং অনেক অনেক দোয়া রইল।

 2 years ago 

সময়টা আসলেই দারুন কেটেছিল ভাইয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

প্রথমে আপনার মায়ের জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছিএবং তার দীর্ঘায়ু কামনা করছি। এমন আনন্দের দিনটি যেন বছর ঘুরে তার জীবনে বার বার আসে। জন্মদিনে আন্টিকে দেখে মনে হচ্ছে আন্টি অনেক খুশি।সুন্দর একটি অনুভূতিমূলক পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আসলেই আপু মামণি ভীষণ খুশি হয়েছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.27
JST 0.041
BTC 104893.66
ETH 3859.77
SBD 3.29