"পুনর্জন্ম"- দ্বিতীয় পর্ব বাংলা নাটক রিভিউ 🎥 || 10% Beneficiaries to @shy-fox 🦊

in আমার বাংলা ব্লগ3 years ago


মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী ব্লগার ভাই এবং বোনদের আমার সালাম এবং আদাপ। সবাই কেমন আছেন? অবশ্যই সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহ তায়ালার রহমতে অনেক ভাল আছি।

আজ আবার হাজির হলাম সেই টানটান উত্তেজনার থ্রিলার নাটকের দ্বিতীয় পর্বের রিভিউ নিয়ে। আশা করি আপনারা এই রিভিউ টি দেখে নাটকটি দেখার আনন্দ উপভোগ করতে পারবেন। তাহলে চলুন দেরী না করে শুরু করা যাক পুনর্জন্ম নাটক দ্বিতীয় পর্বের রিভিউ।



পুনর্জন্ম

PicsArt_10-04-12.41.18.jpg ছবিটি নাটক থেকে স্ক্রিনশট নিয়ে Picsart দিয়ে এডিট করা

নাটকের তথ্য

লেখকভিকি জাহেদ
ডিরেক্টরভিকি জাহেদ, মাসুদুল মাহমুদ রুহান (চিফ ডিরেক্টর)
অভিনয়েআফরান নিসো, মেহজাবিন চৌধুরি, সাহেদ আলি, কাজি নওসাবা আহমেদ, মুকুল সিরাজ, মঞ্জুর মিন্টু।
নাটকের ধরনক্রাইম থ্রিলার
সময়৫৭ মিনিট
সিনেমাটোগ্রাফিসুমন হোসাইন
এডিটিং, সাউন্ড, এনিমেশনঅরনব হাসনাত

নাটকের কাহিনি

IMG_20211004_233537.jpg ছবিটি YouTube থেকে স্ক্রিনশট নেয়া

IMG_20211004_233545.jpg ছবিটি YouTube থেকে স্ক্রিনশট নেয়া

"পুনর্জন্ম" নাটকের দ্বিতীয় পর্বের প্রথমে আপনারা দেখতে পারবেন একজন পুলিশ আরেকজন পুলিশকে ফোন দিয়ে বলে রাফসান হকের ড্রাইভার 24 ঘন্টা যাবত নিখোঁজ। তখন পুলিশটি চিন্তিত হয় এবং বলে এই রাফসান হকের কাহিনী কি তার আশেপাশে যেই থাকে সেই গায়েব হয়ে যায়। তখন আর একজন পুলিশ উত্তরে বলে রাফসান হক নিজেও অনেক চিন্তিত এবং তাকে অনেক রিকুয়েস্ট করে যেন তাকে খুঁজে বের করা হয়। তখন পুলিশ ইন্সপেক্টর উত্তর দেয় আচ্ছা ঠিক আছে আমি কাল সকালে ব্যাপারটা দেখছি।

IMG_20211004_234115.jpg ছবিটি YouTube থেকে স্ক্রিনশট নেয়া

কিছুক্ষণ পর আপনারা দেখতে পারবেন রাফসান হক, নীলা (রোকেয়া) এবং বর্ষাকে। তারা নুরুর হারিয়ে যাওয়া নিয়ে আলোচনা করছিল। তখন বর্ষা বলে ওঠে তার নুরুকে সুবিধার লোক মনে হয়না তাই সেই গাড়িটা নিয়ে পালিয়েছে। তখন রাফসান থাকে উত্তরে বলে কখনো কারো সম্বন্ধে না জেনে মন্তব্য করা ঠিক নয়। এবং আরো বলে নুরুল সেলফোন এবং গাড়িটি ট্রাক করা গেলেও সেখানে গিয়ে কিছুই পাওয়া যায়নি।

IMG_20211004_234811.jpg ছবিটি YouTube থেকে স্ক্রিনশট নেয়া

IMG_20211004_234824.jpg ছবিটি YouTube থেকে স্ক্রিনশট নেয়া

IMG_20211004_234835.jpg ছবিটি YouTube থেকে স্ক্রিনশট নেয়া

তার কিছুক্ষণ পর নাটকের একপর্যায়ে আপনারা দেখতে পারবেন রাফসান হককে শেফ এর ড্রেসে, সেখানে সে তার রান্নার ছাত্র দের রান্না শিক্ষা দিচ্ছিল। সেখানেই নিলয় নামে এক ছেলেকে প্রথম দেখা যায়। নিলয় তার রান্নার উপর ছুরি চালানোর দক্ষতা দেখিয়ে রাফসান হককে খুশি করে ফেলে। তখন নিলয় রাফসান হককে বলে সে তার কাছে এক্সট্রা ক্লাস নিতে চায় রান্না তার অনেক বড় একটি শখ। আরো বলে পেশায় নিল একজন ডক্টর, সেটা শুনে রাফসান হক অনেকটাই খুশি হয়ে যায় তার ওপর। তখন থেকে রাফসান হকের সাথে নিলয়ের চলাফেরা শুরু হয়।

IMG_20211004_235621.jpg ছবিটি YouTube থেকে স্ক্রিনশট নেয়া

IMG_20211004_235638.jpg ছবিটি YouTube থেকে স্ক্রিনশট নেয়া

IMG_20211004_235702.jpg ছবিটি YouTube থেকে স্ক্রিনশট নেয়া

তারপর রাফসান কিছু একটা চিন্তা করে রকেয়া কে তার গ্যারেজে দমবন্ধ করে খুন করতে চায়, তাই সে রকেয়া কে কল দিয়ে বলে গ্যারেজের ভেতর তার ফোনটি রেখে এসেছে সেটি নিয়ে এসে তার কাছে রাখতে। রকেয়া সে সময় কাজ করছিল তাই সে বর্ষাকে গ্যারেজে ফোন আনতে পাঠিয়ে দেয়। বর্ষা এবং রকেয়া একই রকম ড্রেস পড়েছিল তাই রাফসান সেটা বুঝতে পারেনি তাই বর্ষা যখন গ্যারেজে ফোনটি নিতে প্রবেশ করল তখন রাফসান রকেয়া মনে করে তাড়াতাড়ি গিয়ে গ্যারেজের গেট টা লাগিয়ে দেয়। কিন্তু কিছুক্ষণ পর ফিরে এসে যখন দেখে রোকেয়া বাহিরে তখন সে অবাক হয়ে যায়। তখন সে রকেয়া কে জিজ্ঞাসা করে ফোনটা এনেছে কিনা তখন রোকিয়া উত্তর দেয় সে কাজ করছিল তাই বর্ষা ফোনটা নিতে গিয়েছে। তখন সে চমকে গিয়ে তাড়াতাড়ি বর্ষাকে বের করে ।

IMG_20211005_000418.jpg ছবিটি YouTube থেকে স্ক্রিনশট নেয়া

IMG_20211005_000428.jpg ছবিটি YouTube থেকে স্ক্রিনশট নেয়া

তারপর পুলিশ স্টেশন থেকে রাফসানের কাছে ফোন আসে, এবং পুলিশ বলে তার গাড়ি এবং ড্রাইভারকে উদ্ধার করা হয়েছে। তাকে যেন দেখতে হসপিটালে যায়। হসপিটালে গিয়ে তারা নুরুকে দেখে অবাক হয়ে যায় সে পুরো ক্ষতবিক্ষত এবং ব্যান্ডেজে মোড়ানো ছিল।

IMG_20211005_001009.jpg ছবিটি YouTube থেকে স্ক্রিনশট নেয়া

IMG_20211005_001020.jpg ছবিটি YouTube থেকে স্ক্রিনশট নেয়া

IMG_20211005_001028.jpg ছবিটি YouTube থেকে স্ক্রিনশট নেয়া

তারপর রকেয়া রাফসান হকের ঘরে ডিপিএস এর কাগজগুলো খুঁজতে যায় এবং কাগজগুলো পেয়েও যায়, তখনই হঠাৎ রাফসান হক চলে আসে। তারপর রোকিয়া খাটের নিচে লুকিয়ে পড়ে। তারপর রাফসান বোতলের মধ্যে থাকা একটি কাটা আংগুল আলমারি থেকে বের করে যা আসল নীলার। আঙ্গুলটির সাথে অনেক কথা বলে তখনই আঙ্গুলটি তার হাত থেকে পড়ে যায় এবং রকেয়া সেটি দেখে। কাটা আঙ্গুলটি দেখার পর রকেয়া অনেক ভয় পেয়ে যায়। তখন রাফসান হক নীলার উদ্দেশ্যে বলে শেয়ার অভিনয় করতে পারছে না তার আর ভালো লাগছে না। নীলাকে খুন করে তার মাংস সে মানুষদের খাইয়েছে এবং অনামিকা আঙ্গুলটি তার কাছে কেটে রেখে দিয়েছে ভালোবাসার প্রতীক হিসেবে। এটি শোনার পর রকেয়া আরো ভয় এবং চিন্তায় পড়ে যায়।

IMG_20211005_002046.jpg ছবিটি YouTube থেকে স্ক্রিনশট নেয়া

IMG_20211005_002057.jpg ছবিটি YouTube থেকে স্ক্রিনশট নেয়া

IMG_20211005_002107.jpg ছবিটি YouTube থেকে স্ক্রিনশট নেয়া

IMG_20211005_002116.jpg ছবিটি YouTube থেকে স্ক্রিনশট নেয়া

রকেয়া একটু বেশি ভয় পেয়ে গিয়েছিল তাই সে তাড়াতাড়ি ডিপিএস এর কাগজ গুলো হাতিয়ে নিয়ে সেখান থেকে পালাতে চাচ্ছিল। তাই সে রাফসানের ঘরে যায় আলমারির চাবি চুরি করতে। এখনই রাফসান তাকে ধরে ফেলে, কিন্তু রকেয়া তার হাত থেকে পালায় তখনই তাকে রাফসানের বোন ধরে ফেলে কিন্তু রাফসানের বোন রকেয়া কে আটকায়নি বরং তারা দুজন মিলে রাফসান কে ঘরে বন্দী করে পুলিশকে ফোন দেয়। বর্ষা কিভাবে রকেয়া কে সাহায্য করল তার একটু অতীত ঝলক আপনারা এখানে দেখতে পারবেন। তারপর পুলিশ এসে রাফসানকে জেলখানায় নিয়ে যায়।

IMG_20211005_003132.jpg ছবিটি YouTube থেকে স্ক্রিনশট নেয়া

IMG_20211005_003142.jpg ছবিটি YouTube থেকে স্ক্রিনশট নেয়া

তারপর হঠাৎ বর্ষা পুলিশ নিয়ে বাসায় আসে এবং রকেয়া কে চমকিয়ে দেয় এবং বলে যে রাফসানের ঘর থেকে যে আঙ্গুলটি পাওয়া গেছে সেটা নীলার ডি এন এর সাথে ম্যাচ হয় না। তখনই বুঝা যায় এগুলো সব রাফসানের খেলা ছিল সে রকেয়া কে ভয় দেখানোর জন্য এগুলো করেছে এবং রকেয়া কে ফাঁসিয়ে দিয়েছে।

IMG_20211005_003511.jpg ছবিটি YouTube থেকে স্ক্রিনশট নেয়া

IMG_20211005_003520.jpg ছবিটি YouTube থেকে স্ক্রিনশট নেয়া

তারপর রাফসান এবং নিলয় কে একসাথে খেতে দেখা যায় তখনই নিলয় ওয়াশরুমের কথা বলে বাহিরে যায় এবং পেছন থেকে রাফসানকে এসে মাথায় মারে এবং অজ্ঞান করে দিয়ে চেয়ারের সাথে বেঁধে দেয়। এটা দেখে রাফসান অনেকটাই চমকে যায় এবং রাফসান নিলয় কে জিজ্ঞাসা করে সে কেন এমন করল। তখনই নিলয় চমকে দিয়ে বলে যে রাফসান এর স্ত্রী নীলার সাথে নিলয়ের সম্পর্ক ছিল। যার কারণে রাফসান নীলাকে খুন করেছিল। নিলয় নীলাকে অসম্ভব ভালোবাসত তাই সে রাফসানকে খুন করে তার খুনের প্রতিশোধ নিতে চেয়েছিল। কিন্তু রাফসান তার রূপে বিষাক্ত মাশরুম আগে থেকেই মিশিয়ে দিয়েছিল তাই নিলয় সেখানেই মারা যায়।

IMG_20211005_004001.jpg ছবিটি YouTube থেকে স্ক্রিনশট নেয়া

আর অন্যদিকে রকেয়া তার বান্ধবীকে জেলে তার বেশে সাজিয়ে বোরকা পড়ে পালিয়ে যায় এবং মরিয়া হয়ে ছুটতে থাকে।

এখানেই শেষ হয় "পুনর্জন্ম" নাটকের দ্বিতীয় পর্ব।

image.png

ব্যক্তিগত মতামতঃ

পুনর্জন্ম নাটকের প্রথম পর্ব দেখার পর দ্বিতীয় পর্ব দেখার জন্য খুব ইচ্ছে হচ্ছিল কারণ নাটকটা এমন যে মনের ভেতর একটা কৌতুহল ভাসিয়ে তুলে। পুনর্জন্ম দ্বিতীয় পর্ব আমার কাছে অসাধারণ লেগেছে। প্রত্যেকটা মুহূর্তে থ্রিলার ছিন। এরপর কি হবে এটা মনে করেই মনের ভিতরে একটা টান টান উত্তেজনা কাজ করে। এক কথায় আমার কাছে অসাধারণ লেগেছে।

image.png

ব্যক্তিগত রেটিংঃ ৯.৫/১০

image.png

আইএমডিবি রেটিংঃ ৯.২/১০

image.png

নাটকের লিংকঃ

image.png

image.png

আমি মাহির শাহরিয়ার ইভান। আমি একজন ব্লগার। নতুন কোন বিষয়ে লিখতে এবং সবাই কে অজানা বিষয়ে জানাতে আমার অনেক ভালো লাগে। ছবি তুলতে, খেতে এবং ঘুরতে আমার অনেক ভালো লাগে। আর সব থেলে বড় শখ ছবি তোলা।
FacebookTwitterYouTube

PicsArt_08-23-08.36.16.jpg

image.png

Kr46w9bCovvQgnn4p1L5GP59DU1X6DTbnPPA7mu47hNJ8eM1vxCGwpzLFdUADHMvug5wJForktSN61TvG1ekLahfDyAJVnRqPnP7Uz7j74b6kDtcK947Vx3vBbQJoP...nnkvHaippgddbRCsk6KVuao8eNGDw1yKPV6fnjJdu2G34BnKnaQkMNsGTodbGy51YB1zjn1feB14TKaBiVB3CTxgUwwwSXfnP8i2oDrWCnEWTPqTeJ2pHAT1Vo.gif

Sort:  
 3 years ago 

ভাইয়া পুরো পোস্টটি পড়ে অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে।
অবশ্য এই নাটকটি আপনি যদি না লিখতেন তা হলে হয়তো দেখাই হতোনা।এখন দেখতে ইচ্ছে করছে। ভালো লিখেছেন।

 3 years ago 

আপনার মূল্যবান মতামতের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু। অবশ্যই এই নাটকটা দেখবেন খুবই ভালো লাগবে।

 3 years ago 

নাটকটির দ্বিতীয় পর্ব না দেখলেই প্রথম পর্বটি বোঝা যাবেনা। দ্বিতীয় পর্ব মাধ্যমে অনেকটাই বুঝতে সুবিধা হয়েছে নাটকটি। খুবই অসাধারণ নাটক।আমি দেখে মুগ্ধ হয়েছি। আপনারা যারা যারা দেখেননি একবার দেখবেন অনেক ভালো লাগবে।

 3 years ago 

আপনার মূল্যবান মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

 3 years ago 

অনেক সুন্দর নাটকটি রিভিউ দিয়েছেন পরে অনেক সুন্দর ভাবে বুঝতে পারলাম। ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই এত সুন্দর মন্তব্য করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

এই নাটকটা আমার এক বন্ধুর উপদেশে আমি দেখি। সত্যি অসাধারণ একটি থ্রীলার নাটক। আমার কাছে অসাধারণ লেগেছে। রাফসান সাহেবের রেসিপি টা কিন্তু জোস।

আপনার রিভিউ টা খুব ভালো হয়েছে।

 3 years ago 

জি ভাই থ্রিলার মানেই জোস সত্যিই অসাধারণ একটি নাটক ভিকি জাহেদ ভাই তৈরি করেছেন। আপনার মতামতের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

অনেক সুন্দর নাটকের রিভিউ আমাদের সাথে শেয়ার করছেন। যদিও আমি নাটকটি দেখি নি।তবে আপনার পুরো পোস্টটি পড়েই নাটক দেখা হয়ে গেলো।

 3 years ago 

আপনার মূল্যবান মতামতের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
নাটকটি অবশ্যই দেখে নেবেন সত্যি অসাধারণ একটি নাটক।
আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ভাইয়া নাটক টা অনেক সুন্দর। নাটকটা আমি দেখেছি তবুও লিখা গুলো পড়তে ভালো লেগেছে।

 3 years ago 

আপনার মূল্যবান মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57346.65
ETH 3107.45
USDT 1.00
SBD 2.40