আমার মুঠোফোনে ধারণকৃত কিছু ফটোগ্রাফি ⊕ 10% Beneficiary To @shy-fox 🦊

in আমার বাংলা ব্লগ3 years ago
আজ বৃহস্পতিবার • ৮ই পৌষ • ১৪২৮ বঙ্গাব্দ • ২৩, ডিসেম্বর-২০২১


মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী ব্লগার ভাই এবং বোনদের আমার সালাম এবং আদাপ। সবাই কেমন আছেন? আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।

======================================


আমি ফটোগ্রাফি করতে ভীষণ ভালোবাসি। নিজের মুঠোফোন দিয়ে প্রায় সবসময়ই আমি ফটোগ্রাফি করে থাকি। আমার মুঠোফোন ফটোগ্রাফি দিয়ে ভর্তি হয়ে গিয়েছে, তাই ভেবেছি এখন থেকে মাঝে মাঝে আপনাদের সাথে আমার নিজের করা কিছু ফটোগ্রাফির পোস্ট শেয়ার করব। আজও আপনাদের মাঝে আমি একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে উপস্থিত হলাম। আমার মুঠোফোনে ধারণকৃত কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে উপস্থাপন করব আশা করি আপনাদের ভালো লাগবে।



✪ ফটোগ্রাফিঃ ১ ✪

IMG_20211222_233513.jpg

ক্যামেরা - Realme 5i

ফটোগ্রাফির ধরন - মোবাইল ফটোগ্রাফি

ফটোগ্রাফির যায়গা - পাথরডুবি, ভুরুঙ্গামারী

এই ফটোগ্রাফি টি আমি গ্রামের দিকে করেছিলাম। সরষে ক্ষেতের পাশ দিয়ে রাস্তা বেশ দারুন একটা পরিবেশ সেখানকার। তার ওপর আবার অস্ত যাওয়া সূর্যের আলোক রশ্মি। বেশ মনমুগ্ধকর একটা পরিবেশ তৈরি হয়েছিল।

image.png

✪ ফটোগ্রফি - ২ ✪

IMG_20211222_233758.jpg

ক্যামেরা - Realme 5i

ফটোগ্রাফির ধরন - মোবাইল ফটোগ্রাফি

ফটোগ্রাফির যায়গা - পাথরডুবি, ভুরুঙ্গামারী

সরষেখেত ঘুরতে গিয়ে আমি এই ফটোগ্রাফিটি করেছিলাম। সরষে খেতে গেলেই মনটা কেমন ভরে যায়, চারিদিকে হলুদ আর হলুদ। বিশেষ করে ফটোগ্রাফার দের জন্য সরষেখেত দারুন একটা জায়গা হতে পারে। আমার কাছেও দারুন লেগেছে তাই দেরি না করে নিজের মুঠোফোনটাই বের করে কিছু ছবি তুলে নেই।

image.png

✪ ফটোগ্রাফি - ৩ ✪

IMG_20211222_233902.jpg

ক্যামেরা - Realme 5i

ফটোগ্রাফির ধরন - মোবাইল ফটোগ্রাফি

ফটোগ্রাফির যায়গা - পাথরডুবি, ভুরুঙ্গামারী

এটা হল সেই সরষে ফুল। আমরা সবাই এই ফুলটি কে চিনি। সরষে ফুল কখন ফোটে তখন দেখতে দারুন লাগে। সবুজ ডালের মধ্যে হলুদ ফুল। হলুদ সবুজের মিশ্রণটা সত্যিই চোখে ধরার মত।

image.png

✪ ফটোগ্রাফি - ৪ ✪

IMG_20211222_233945.jpg

ক্যামেরা - Realme 5i

ফটোগ্রাফির ধরন - মোবাইল ফটোগ্রাফি

ফটোগ্রাফির যায়গা - পাথরডুবি, ভুরুঙ্গামারী

আমি যখন সরষেখেতে ঘুরতে গিয়েছিলাম তখন ছিল দুপুরবেলা। তাই রোদ ছিল প্রচুর। রোদের আলো সরষে ফুলের পড়ার কারণে ফুল গুলোকে আরো অনেক বেশি উজ্জ্বল লাগছিল।

image.png

✪ ফটোগ্রাফি - ৫ ✪

IMG_20211222_234149.jpg

ক্যামেরা - Realme 5i

ফটোগ্রাফির ধরন - মোবাইল ফটোগ্রাফি

ফটোগ্রাফির যায়গা - পাথরডুবি, ভুরুঙ্গামারী

এই ফুলগুলো কেবল ফুটবে ফুটবে অবস্থা কিন্তু এখনো ফোটেনি। অর্ধ ফোটা ফুলগুলোকে দেখতে দারুন লাগে। দেখতে একটু ছোট হলেও এই ফুলগুলো তে হলুদ সবুজ এর মিশ্রন টা একটু বেশি বুঝা যায়। তাই আরো বেশি দারুন লাগে।

image.png

✪ ফটোগ্রাফি - ৬ ✪

IMG_20211222_234217.jpg

ক্যামেরা - Realme 5i

ফটোগ্রাফির ধরন - মোবাইল ফটোগ্রাফি

ফটোগ্রাফির যায়গা - পাথরডুবি, ভুরুঙ্গামারী

সরষেখেত ঘুরতে ঘুরতেই সরষেক্ষেতের ঠিক মাঝ বরাবর চলে যাই। তখন এই ছবিটি তোলা। সরষে ক্ষেতের মাঝ থেকে সরষেখেত দেখতে কেমন অন্যরকম সুন্দর লাগে। আপনার চারদিকে হলুদ হলুদ ফুল আর মাঝে আপনি একবার ভেবে দেখুন কতই না সুন্দর লাগবে।

image.png

✪ ফটোগ্রাফি - ৭ ✪

IMG_20211222_233635.jpg

ক্যামেরা - Realme 5i

ফটোগ্রাফির ধরন - মোবাইল ফটোগ্রাফি

ফটোগ্রাফির যায়গা - চরভুরুঙ্গামারী

এই ছবিটা তুলেছিলাম সরষেখেত ঘুরতে যাওয়ার আগের দিন। এটা হল একটি অর্ধ ফোটা পদ্ম ফুল। পদ্মফুল আমরা সবাই প্রায় চিনি। পদ্মফুল দেখতে কিছুটা লাল বর্ণের হয়ে থাকে। যা দেখতে অনেক সুন্দর লাগে। পদ্মফুল সাধারণত বিলেই ফোটে। এই ফুলটি আমি বিল থেকে ছিঁড়ে নিয়েছিলাম।

image.png

এই ছিল আমার মুঠোফোনে ধারণকৃত কিছু ফটোগ্রাফি। আশা করি আমার মুঠোফোনে ধারণ করা ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লেগেছে। আমার পোষ্টে আসার জন্য আপনাদের সকলকে আমার মনের অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের এমন আরও অনেক পোষ্ট উপহার দিতে পারি। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।



image.png

image.png

আমি মাহির শাহরিয়ার ইভান। আমার বাসা বাংলাদেশের রংপুর বিভাগে । আমি একজন ব্লগার, ফটোগ্রাফার এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র। নতুন কোন বিষয়ে লিখতে এবং সবাই কে অজানা বিষয়ে জানাতে আমার ভিষণ ভালো লাগে। ছবি তুলতে, জাঙ্ক ফুড খেতে এবং ঘুরতেও আমি ভিষণ পছন্দ করি । আর আমার সব থেকে বড় শখ ছবি তোলা।
FacebookTwitterYouTube

standard_Discord_Zip.gif

JOIN WITH US ON DISCORD SERVER

PicsArt_12-18-09.51.07.png

Amar_Bangla_Blog_logo_png.png

Kr46w9bCovvQgnn4p1L5GP59DU1X6DTbnPPA7mu47hNJ8eM1vxCGwpzLFdUADHMvug5wJForktSN61TvG1ekLahfDyAJVnRqPnP7Uz7j74b6kDtcK947Vx3vBbQJoP...nnkvHaippgddbRCsk6KVuao8eNGDw1yKPV6fnjJdu2G34BnKnaQkMNsGTodbGy51YB1zjn1feB14TKaBiVB3CTxgUwwwSXfnP8i2oDrWCnEWTPqTeJ2pHAT1Vo.gif

Sort:  
 3 years ago 

অসাধারণ ফটোগ্রাফি করেছেন ভাই। বিশেষ করে সরিষা ফুলের এই সুন্দর ফটোগ্রাফি গুলো দেখলেই মন ভরে যায়। আসলি প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় সরিষা ফুলের এই হলুদের প্রকৃতি দেখতে ভালো লাগে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই এত সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

সবগুলা ছবি অনেক সুন্দর। শীতের সাথে একবারে পারফেক্ট। ধন্যবাদ। শুভ কামনা রইল আপনার জন্য

 3 years ago 

ধন্যবাদ আপু, আপনার ভালো লেগেছে শুনে ভিষণ ভালো লাগলো। শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

ওয়াও ভাইয়া আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। অসাধারণ হয়েছে আপনার ফটোগ্রাফি গুলো। দেখে চোখ জুড়িয়ে গেল। আপনি খুব সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনার ফোনের ক্যামেরাবন্দি করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্য করার জন্য। শুভ কামনা রইলো আপু আপনার জন্য।

 3 years ago 

দারুন ফটোগ্রাফি করেছেন ভাই থেকে দেখে মুগ্ধ হয়ে গেলাম। এভাবেই চালিয়ে যান আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আমাকে অনুপ্রেরণা দেয়ার জন্য।

 3 years ago 

আপনার ছবি গুলো সত্যিই দারুন ছিল আপনি অনেক ভালো ফটোগ্রাফি করেন।আপনার দেয়া প্রতিটি ছবি অনেক আমাকে মুগ্ধ করছে।আপনার জন্য শুভ কামনা রইল

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা রইলো।

 3 years ago 

আপনার সরিষার ফুলের ফটোগ্রাফি বেশ সুন্দর হয়েছে। অর্ধ ফোটা পদ্ম ফুলটিও দেখতে বেশ চমৎকার দেখাচ্ছে। আপনাকে ধন্যবা

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই। শুভ কামনা রইলো।

অনেক সুন্দর ফটোগ্রাফি করেছো প্রিও ভাই প্রতিটি ছবিএ অনেক ভালো হয়েছে

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 64876.28
ETH 2650.41
USDT 1.00
SBD 2.81