জীবনে সফল হওয়ার উপায় | আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামুআলাইকুম

এবং

হিন্দু ভাইদের আদাপ

সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তায়ালার রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজ কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে হাজির হলাম। এই কথা গুলোর মাধ্যমে আপনাদের একটু হলেও উপকার হবে।
তো দেরি না করে চলুন শুরু করা যাক।

images.jpeg
ছবি পেয়েছি

জীবনে কে না সফলতা অর্জন করতে চায়? সবাই চায় জীবনে সফল হতে। কিন্তু কেউ সফল হয় আর কেউ হয় না। সফতা অর্জনের জন্য আপনাকে হতে হবে কঠোর পরিশ্রমী এবং প্রচুর ধৈর্যশীল । যারা অলস তারা কখনো সফলতা অর্জন করতে পারবে না। কারন অলস মস্তিষ্ক সয়তানের ঘাটি। আর যারা কঠোর পরিশ্রমী এবং প্রচুর ধৈর্যশীল তারা জীবনে কখনো না কখনো অবশ্যই সফল হবে।।।

সফলতা অর্জনে একজন মানুষের সব থেকে বড় বাধা হলো শুধু একটা ছোট্ট শব্দ সেটি হলো আপনি পারবেন না। এই আপনি পারবেন না কথা টার জন্যই আজ হাজার হাজার মানুষ জীবনে সফল হতে পারে নি। আপনি যখন কোন কিছু করতে যাবেন তখনই আপনাকে "আপনি পারবেন না" এই কথা টি শুনতেই হবে। কেউ না কেউ এটা বলবেই, তখনই আপনার আত্মবিশ্বাস নষ্ট হয়ে যাবে। তখন আপনার সেই কাজটায় সফলতা অর্জনের হার অনেকটাই কমে যাবে।

download.jpeg
ছবি পেয়েছি

আমরা সকলেই জানি জীবনে সফলতা অর্জনের জন্য আত্মবিশ্বাস কতটা গুরুত্বপূর্ণ বেপার। আত্মবিশ্বাস ছাড়া কখনোই জীবনে ভালো কিছু করা সম্ভব নয়। তাই "আপনি পারবেন না " এই কথা টাকে উপেক্ষা করার মত শক্তি আপনার থাকতে হবে। পারবেন কি পারবেন না সেটা অনেক পরের বেপার। চেষ্টা করতে তো কোন সমস্যা নেই। অন্তত এক বার চেষ্টা করুন। তাহলে অন্তত পরে আর আফসোস থাকবে না যে আপনি চেষ্টা করেন নি। তাই আমাদের সকলের উচিত "আপনি পারবেন না" কথাটিকে উপেক্ষা করে আত্মবিশ্বাস নিয়ে চেষ্টা করা। তাহলে সফলতা অবশ্যই আসবে।

v4-460px-Not-Care-What-Other-People-Think-of-You-Step-12.jpg
ছবি পেয়েছি

আপনি যখন কোন কাজ করতে যাবেন তখন অনেকেই অনেক কথা বলবে। তার জন্য কখনো ভেংগে পরবেন না। নিজের উপর ভরসা রাখুন। পেছনে অনেকেই অনেক কথা বলবে সেই কথায় কান দেয়া যাবে না। যখন আপনি কারোর কথায় কান দিবেন না তখন আপনি দেখতে পারবেন আপনি সব কাজ সব বাধাই খুব সহজেই পার করতে পারবেন। কারন আপনার উপর আপনার আত্মবিশ্বাস থাকবে যে আপনি কাজ টা করতে পারবেন।

images (1).jpeg
ছবি পেয়েছি

নিজেকে গুরুত্ব দেয়া শিখুন। নিজের সিদ্ধান্ত কে গুরুত্ব দেয়া শিখুন। তাহলে আর কখনো নিজেকে ছোট মনে হবে না। নিজে কে যারা ছোট ভাবে তাদের দারা কখনো কোন কাজ হয় না। তারা শুধু সবখানে ব্যবহৃত হয়। তাই নিজেকে গুরুত্ব দেয়া শুখুন তাহলে সবাই আপনাকে এবং আপনার কাজ কে গুরুত্ব দিবে। এর মাধ্যমেই আপনার সফল হতে পারবেন।



আশা করি আমি সবাইকে বুঝাতে পারছি যে কি ভাবে আপনারা জীবনে সফল হতে পারবেন। এই ভাবে চললে ইনশাআল্লাহ আপনারা জীবনে সফল হতে পারবেন। তাই আত্মবিশ্বাস নিয়ে চেষ্টা করেই যান সফলতা একদিন আসবেই।



Cc:

@rme
@blacks

image.png

আমি মাহির শাহরিয়ার ইভান। আমি একজন ব্লগার। নতুন কোন বিষয়ে লিখতে এবং সবাই কে অজানা বিষয়ে জানাতে আমার অনেক ভালো লাগে।
FacebookTwitterYouTube

PicsArt_08-23-08.36.16.jpg

🌼 ধন্যবাদ 🌼

Sort:  
 3 years ago 

চমৎকার লিখেছেন ভাইয়া। আমি মোটিভেশনাল আরটিকেল খুব পছন্দ করি 😇। ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপু 🥰

ভালই বলেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া 🥰🥰

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 60289.82
ETH 3304.15
USDT 1.00
SBD 2.42