মজাদার আলুর চপ এর রেসিপি || 10% Beneficiary To @shy-fox 🦊

in আমার বাংলা ব্লগ3 years ago
আজ বুধবার • ১২ই মাঘ • ১৪২৮ বঙ্গাব্দ • ২৬, জানুয়ারি -২০২২


মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী ব্লগার ভাই এবং বোনদের আমার সালাম এবং আদাপ। সবাই কেমন আছেন? আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।




PicsArt_01-25-09.31.53.jpg
মজাদার আলুর চপ

আলুর চপ পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। প্রায় সব মানুষই আলুর চপ খেতে ভিষণ পছন্দ করে, কেউ কম আর কেউবা বেশি। আর এই আলুর চপ বানানো খুবই সহজ, হয়তো অনেকেই জানেন না। তাই আমি আজ খুব সহজ ভাবে আলুর চপ বানানোর রেসিপি উপস্থাপন করবো। আশা করি আমার এই পোস্ট দেখে যে কেউ আলুর চপ খুব সহজেই বানিয়ে ফলতে পারবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক।

image.png

উপকরণ সমূহঃ

PicsArt_01-25-09.43.33.jpg

উপকরণপরিমান
১. আলু৪০০ গ্রাম
২. মরিচবড় দুটো
৩. পেয়াজবড় একটি
৪. হলুদ গুড়ো১চা চামচ
৫. ধনিয়া গুড়ো১চা চামচ
৬. জিরা গুড়ি১চা চামচ
৭. লবনস্বাদ অনুযায়ী
৮. বেশন৩০০ গ্রাম
৯. সয়াবিন তেলপরিমাণ মত
১০. মরিচের গুড়ো১চা চামচ

%2Fstorage%2Femulated%2F0%2FPictures%2FPicsArt_01-25-01.00.37.png

⊕ রন্ধনপ্রণালী ⊕

◑ ধাপ-১ঃ ◑

IMG_20220125_172941.jpg
প্রথমে আমরা আলু গুলো কে প্রেশার কুকারে সিদ্ধ করতে দেব।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnMqDPMwPqFHimR5p.png

◑ ধাপ-২ঃ ◑

IMG_20220125_173049.jpg
এবার বেশন গুলোকে একটি বোল এর মধ্যে নেই।

IMG_20220125_173057.jpgIMG_20220125_173104.jpg
IMG_20220125_173110.jpgIMG_20220125_173118.jpg
এবার বেশনের মধ্যে একে একে মরিচের গুড়ো, ধনিয়া গুড়ো, জিরা গুড়ো, এবং লবণ যুক্ত করি।

IMG_20220125_232709.jpg
এবার বেশন গুলো তে পানি ঢেলে সুন্দর করে গুলিয়ে নেই।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnMqDPMwPqFHimR5p.png

◑ ধাপ-৩ঃ ◑

IMG_20220125_180356.jpg
আলু গুলো সিদ্ধ হয়ে এলে চুলো থেকে আলু গুলো কে নামিয়ে চিত্রের মত করে ভর্তা করে নে।

IMG_20220125_180723.jpgIMG_20220125_180830.jpg
এবার ভর্তা করা আলু গুলোর মধ্যে একে একে পেয়াজ, মরিচ, মরিচের গুড়ো এবিং লবণ দিয়ে ভালো ভাবে মেখে নেই।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnMqDPMwPqFHimR5p.png

◑ ধাপ-৪ঃ ◑

IMG_20220125_180902.jpg
এবার চুলায় একটি কড়াইয়ে তেল গরম করতে দেব।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnMqDPMwPqFHimR5p.png

◑ ধাপ-৫ঃ ◑

IMG_20220125_180932.jpgIMG_20220125_180943.jpg
এবার আলু গুলো কে গোল গোল করে বেশনে ডুবিয়ে তেলে ছেড়ে দেব।

IMG_20220125_181235.jpg

এভাবে কিছুক্ষন ভাজবো।

IMG_20220125_181428.jpg
কিছুক্ষণ ভাজার পর যখন চপ গুলো একটু লাল বর্ন ধারন করবে তখন চুলো নামিয়ে নেব।

image.png

IMG_20220125_182355.jpg

আশা করি আমার উপস্থাপন করা আলুর চপের রেসিপি টি আপনাদের ভালো লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টে আসার জন্য। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। শুভ কামনা রইলো সবার জন্য।

image.png

image.png

আমি মাহির শাহরিয়ার ইভান। আমার বাসা বাংলাদেশের রংপুর বিভাগে । আমি একজন ব্লগার, ফটোগ্রাফার এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র। নতুন কোন বিষয়ে লিখতে এবং সবাই কে অজানা বিষয়ে জানাতে আমার ভিষণ ভালো লাগে। ছবি তুলতে, জাঙ্ক ফুড খেতে এবং ঘুরতেও আমি ভিষণ পছন্দ করি । আর আমার সব থেকে বড় শখ ছবি তোলা।
FacebookTwitterYouTube

standard_Discord_Zip.gif

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

JOIN WITH US ON DISCORD SERVER

Sort:  
 3 years ago 

ভাইয়া আপনার আলুর চপ দেখে মনে হচ্ছে যে গরম গরম এক পিস খেয়ে ফেলি। খুবই চমৎকার লাগছে দেখতে এবং অনেক লোভনীয় হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। তাছাড়া আপনি খুব চমৎকারভাবে আলুর চপ তৈরির ধাপ গুলো উপস্থাপন করেছেন। যা দেখে খুবই ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

দাওয়াত রইলো আপু আপনার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এতো সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য।

মজাদার আলুর চপ এর রেসিপিটা অনেক সুন্দর হয়েছে। অনেক লোভনীয় রেসিপি এই আলুর চপ। আমি সুযোগ পেলেই আলুর চপ খেয়ে থাকি। আমার খুব পছন্দের একটি খাবার আলুর চপ। আপনার রেসিপি টা দেখে খুব খেতে ইচ্ছে করছে। মজাদার আলুর চপ এর রেসিপি সম্পর্কে ভালো বর্নণা দিয়েছেন। শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

চপ সামনে আসলেই যেন জিভে জল চলে আসে। কেননা এটি যে অত্যন্ত মুখরোচক একটি খাবার। এই খাবারগুলো একবার খেলে যেন বারবার খেতে ইচ্ছা করে। ধন্যবাদ আপনি অসাধারণ চপ বানিয়েছেন। আপনার আগামীর জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

মজাদার আলুর চপ রেসিপি দেখে তো লোভ সামলাতে পারলাম না খেতে ইচ্ছা করছে ভাই অনেক সুন্দর করে রেসিপি তৈরি করেছেন দারুন হয়েছে উপস্থাপনা সুন্দর হয়েছে আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

দাওয়াত থাকলো ভাইয়া। ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর মতামত দেয়ার জন্য।

 3 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আলুর চপ আমার অনেক পছন্দের। আপনার তৈরি করা আলুর চপ রেসিপি দেখে আমার অনেক ভালো লাগলো। আপনি খুবই সুন্দর ভাবে প্রতিটি স্টেপ আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার আলুর চপ তৈরির কৌশল এক কথায় আমার কাছে দারুণ লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 3 years ago 

আপনার ভালো লেগেছে শুনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ।

 3 years ago 

আপনি অনেক মজাদার এবং লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাইয়া। আলুর চপ বরাবরই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি মাঝে মাঝেই রাস্তার পাশের দোকান গুলো থেকে এই ধরনের রেসিপি খেয়ে থাকি বিশেষ করে তেলে ভাজি যে কোন জিনিসই আমার কাছে অনেক সুস্বাদু লাগে। ধন্যবাদ আপনাকে রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মতামত এর জন্য। শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

আলুর চপ আমার খুবই পছন্দের একটি খাবার। এখন শীতকাল। শীতকালের বিকেলে আলুর চপ হলে বিকেলের নাস্তাটি যেন জমে যায় ।আপনি চমৎকারভাবে আলুর চপ তৈরির রেসিপি দেখিয়েছেন ।প্রতিটি ধাপ চমৎকারভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন ।ধন্যবাদ আপনাকে এত সুন্দর মজার একটি রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু আপনার মুল্যবান মতামত দেয়ার জন্য।

 3 years ago 

  • অনেকদিন হয়ে গেল আলুর চপ খাওয়া হয়না। আমার খুবই ভালো লাগে এটি খেতে। বিশেষ করে রমজান মাসে এটি অনেক খাওয়া হয়। এর বাহিরে কখনো এত বেশি খাওয়া হয়না। আপনার কাছে দেখে খুবই অনেক ভালো লেগেছে। আপনি খুব সুন্দর করে বর্ণনা করেছেন। আপনার উপস্থাপনা টাও খুব ভালো ছিল।
 3 years ago 

এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সহজ বানানো। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার মতামত এর জন্য।

 3 years ago 

আপনার আলুর চপ দেখেই আমার খেতে ইচ্ছা করছে। কারণ আলুর চপ আমার খুবই প্রিয়। আপনি খুবই সুন্দরভাবে আলুর চপ আমাদের মাঝে উপস্থাপন করলেন। আপনার জন্য রইল শুভকামনা।

 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে শুনে ভিষণ ভালো লাগলো ভাইয়া ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 57343.17
ETH 2341.96
USDT 1.00
SBD 2.35