তনুজা বৌদির "শুভ জন্মদিন" || ১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য 🦊

in আমার বাংলা ব্লগ4 years ago
তানুজা বৌদির শুভ জন্মদিন

বাই কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছ।

আজ আমাদের @tanuja বৌদির শুভ জন্মদিন ১৬-০১-২০২২

PicsArt_01-16-11.44.17.jpg

আজ আমাদের সকলের সেই প্রিয় মানুষটির জন্মদিন, যিনি সব সময়ই তার সর্বোচ্চ দিয়ে আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন। সব সময়ই আমাদের জন্য কিছুনা কিছু করেই যাচ্ছেন। আজ আমাদের প্রিয় @tanuja বৌদির জন্মদিন। এই শুভ দিনে আমাদের সকলের প্রিয় বৌদি কে জনাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা।

IMG_20220116_121546.jpg

আপনি সত্যিই অনেক বড় মনের একজন মানুষ বৌদি। আপনি আমাদের জন্য অনেক করেন। তাই আপনাকে যে ভাবেই শুভেচ্ছা জানাই না কেন তা কম পরে যাবে। আপনার থেকে অনেক দূরে থাকার কারনে হয়তো আপনকে কে সামনা সামনি শুভেচ্ছা জানাতে পারলাম না। সামনা সামনি শুভেচ্ছা জানাতে না পারলেও আপনার জন্য আমার মনের অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া রইলো।

IMG_20220116_122530.jpg

আপনার জন্য সব সময়ই অনেক অনেক দোয়া করি বৌদি আপনি সব সময়ই অনেক অনেক সুখি থাকেন আমাদের সকলের প্রিয় @rme দাদা এবং আমাদের সকলের আদরের টিনটিন বাবু কে নিয়ে। আপনাদের সকালের জন্য অনেক অনেক দোয়া রইলো বৌদি।

আজকের মত এখানেই শেষ করছি, সবাই কে অনেক অনেক ধন্যবাদ। আর সবাই আমাদের বৌদির জন্য অনেক অনেক অনেক দোয়া করবেন।

PicsArt_01-16-12.45.01.jpg
Sort:  

@tanuja বৌদি আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভ কামনা রইলো।

 4 years ago 

ধন্যবাদ ভাই।

 4 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভ জন্মদিন বৌদি। আপনার আগামী দিন গুলো ভালো কাটুক এই কামনা করি।

 4 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া।

 4 years ago 

বৌদির জন্য রয়েছে,শুভ জন্মদিনের শুভেচ্ছা। বৌদি সবসময় ভালো থাকুক, এ পত্যাশায় করছি।আর আপনাকেও ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 4 years ago 

ধন্যবাদ আপু।

বৌদির জন্মদিন উপলক্ষে এতো সুন্দর একটা পোস্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর বৌদির জন্মদুিন জন্য অনেক শুভেচ্ছা রইলো।

 4 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া।

 4 years ago 

@tanuja শুভ জন্মদিন বউদি আপনার জন্য শুভ কামনা এবং দোয়া রইলো।আমাদের মাঝে এভাবেই হাসি খুশি থাকুন সব সময়

আপনাকেও ধন্যবাদ ভাই গুছিয়ে উপস্থাপন এর জন্য।

 4 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 4 years ago 

ধন্যবাদ ভাইয়া।আপনার পোস্ট পড়ে খুব ভালো লাগলো।

 4 years ago (edited)

আমার পোস্ট আপনার ভালো লেগেছে শুনে আমার ভিষণ ভালো লাগছে বৌদি। ধন্যবাদ আপনাকে বৌদি।

 4 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনি আমাদের প্রিয় বৌদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন দেখে খুশি হলাম। আমরা আমাদের প্রিয় দাদা বৌদিকে অনেক ভালোবাসি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 4 years ago 

ধন্যবাদ ভাইয়া। শুভকামনা রইলো।

অনেক সুন্দর একটা পোস্ট করছেন।@tanuja জন্য অনেক শুভ কামনা রইল।আর ঈশ্বর কাছে প্রার্থনা করি ,@tanuja বৌদি আগামী দিন গুলো অনেক সুন্দর কাটুক পরিবারের সকল সদ্যেসের সাথে ।অনেক ধণ্যবাদ।

 4 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.34
JST 0.033
BTC 112519.15
ETH 4161.79
USDT 1.00
SBD 0.85