DIY- এসো নিজে করি : রঙ্গিন কাগজ ব্যবহার করে ওয়ালমেট তৈরি || 10% Beneficiary To @shy-fox 🦊

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ মঙ্গলবার

১০ই কার্তিক

১৪২৮ বঙ্গাব্দ

২৬,অক্টোবর-২০২১



আসসালামুয়ালাইকুম এবং আদাব, সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই সবাই ভাল আছেন। আমিও মহান সৃষ্টিকর্তার রহমতে এবং আপনাদের দোয়া এবং আশীর্বাদে বেশ ভাল আছি। আজ আবার আরেকটি DIY পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজ আমি রঙ্গিন কাগজ দিয়ে একটি ওয়ালমেট তৈরি করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেরী না করে শুরু করা যাক।

PicsArt_10-26-05.10.57.jpg

রঙ্গিন কাগজ দিয়ে আমার তৈরি করা ওয়ালমেট



প্রয়োজনীয় উপকরণ

IMG_20211026_172415.jpg

• গ্লু গান (না থাকলে আইকা ব্যবহার করতে পারেন)

• স্কেল

• সাদা সুতা

• আঠা

• কাঁচি

• এন্টিকাটার

image.png

ওয়ালমেট তৈরির প্রক্রিয়া

প্রথম ধাপ

IMG_20211026_172847.jpg

প্রথমে আমাদের একটি শক্ত কার্টুন অথবা হার্ডবোর্ড নিতে হবে,

IMG_20211026_173005.jpg

তারপর আমাদের সেই কার্টুন অথবা হার্ডবোর্ড টিকে কম্পাস অথবা যেকোনো কিছু ব্যবহার করে একদম গোল করে কাটতে হবে।

IMG_20211026_173115.jpg

তারপর গোল কার্টুন অথবা হার্ডবোর্ডের মাঝখানে কম্পাস অথবা যেকোনো কিছু ব্যবহার করে আর একটি বৃত্ত দিতে হবে দিয়ে সেটাকে কাটতে হবে। যেন সেটা চাকার মতো হয়।

IMG_20211026_173252.jpg

তারপর বৃত্তটির উপর সাইডে আমরা যেকোনো রঙের কাগজ লাগিয়ে সেটিকে একটু শক্ত করে নিতে পারি। কাগজ লাগানোর ফলে বৃত্তটি একটু শক্ত, সাথে সাথে দেখতেও কিছুটা ভালো লাগবে।

image.png

দ্বিতীয় ধাপ

এবার ফুল বানানোর পালা।

IMG_20211026_173541.jpg

এই ওয়ালমেট কি বানাতে আমাদের পাঁচটি সাদা ফুল এবং পাঁচটি নীল ফুল লাগবে। তাই পাঁচটি সাদা কাগজ এবং পাঁচটি নীল কাগজ এভাবে বর্গাকার আকৃতিতে কেটে নেই।

IMG_20211026_173734.jpg

তারপর একটি কাগজ নেই কাগজটিকে কানাকানি ভাবে ভাজ করি।

IMG_20211026_173851.jpg

তারপর আমরা একটি ত্রিভুজ আকৃতির কাগজ দেখতে পারব সেটির মাঝখান দিয়ে আবার আরেকটি ভাজ দেই।

PicsArt_10-26-05.45.09.jpg

তারপর আমাদের এই কাগজটি কে কাঁচি দিয়ে কাটতে হবে।

IMG_20211026_174612.jpg

তারপর সেই কাগজটিকে খুললেই আমরা পেয়ে যাব সুন্দর একটি ফুল। তারপর সেই ফুলটির একটি পাঁপড়ির মাঝ বরাবর আমাদের কেটে আর একটি পাঁপড়ির সাথে জোড়া দিতে হবে ফুলটি উপরের দিকে ফুলে ওঠে। তারপর ফুলের মাঝে তুলো অথবা যেকোনো কিছু দিয়ে ফুলটিকে আরেকটু আকর্ষণীয় করতে পারেন। এভাবে আমরা পাঁচটি সাদা ফুল এবং পাঁচটি নীল ফুল বানিয়ে নেব।

image.png

তৃতীয় ধাপ

PicsArt_10-26-07.13.20.jpg

তারপর গোল বৃত্তের গায় ফুল গুলোকে এভাবে আটা কিংবা গ্লু গান দিয়ে সাজিয়ে নেই। ফুলের রঙ গুলোকে খেয়াল রাখতে হবে, নীল সাদা নীল সাদা করে ফুলগুলোকে সুন্দরভাবে বসাতে হবে।

image.png

চতুর্থ ধাপ

IMG_20211026_191716.jpg

তারপর আমাদের এই আকৃতির তিনটি সাদা কাগজ এবং 6 টি নীল কাগজ নিতে হবে।

PicsArt_10-26-07.20.53.jpg

তারপর আমাদের একটি কাগজ নিয়ে এভাবে ভাজ করতে হবে।

IMG_20211026_192201.jpg

কাগজটিকে ভাঁজ করার পর কাগজটিকে এভাবে কাটতে হবে। খেয়াল রাখতে হবে কাটা টা যেন অনেক সূক্ষ্ম হয়।

IMG_20211026_192717.jpg

সূক্ষ্মভাবে কাগজটি কাটা শেষ হলে উপরের দিক থেকে গোল করে পেচিয়ে নিতে হবে কাগজটি। গোল করে পেঁচানো শেষ হলে আঠা দিয়ে আটকে দিতে হবে।

IMG_20211026_192909.jpg

এভাবেই আমাদের কাগজ গুলো কেটে পেচিয়ে মোট নয়টি ঝুট বানাতে হবে। ছয় টি নীল রঙের ঝুট এবং তিনটি সাদা রংয়ের ঝুট আমাদের বানাতে হবে।

image.png

পঞ্চম ধাপ

IMG_20211026_193211.jpg

তারপর ঝুট গুলোকে এভাবে সুতোয় গেঁথে নিতে হবে। নিচে নীল মাঝে সাদা আবার উপরে নীল এভাবে তিনটি করে ঝুট একটি সুতোতে গেঁথে নিতে হবে। এভাবে তিনটি ঝুল বানাতে হবে।

image.png

ষষ্ঠ ধাপ

IMG_20211026_193547.jpg

তারপর ঝুল গুলোকে ওয়ালমেট এর ফ্রেমের সাথে এভাবে গ্লু গান অথবা আঠার মাধ্যমে এভাবে জুড়ে দেই। মাঝের ঝুল টাকে একটু বড় দেখে পাশের দুইটাকে তার থেকে একটু ছোট রাখতে হবে। এভাবেই ঝুল গুলোকে ফ্রেমের সাথে জুড়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের রঙ্গিন কাগজের ওয়ালমেট টি।।।

image.png

IMG_20211026_195652.jpg

আমার তৈরি রঙিন কাগজের ওয়ালমেট এর সাথে আমার একটি সেলফি দিলাম। আশা করি সবার ভালো লাগবে। আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাইকে আমার পোষ্টে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ।

image.png

কনটেন্টDIY-এসো নিজে করি
ছবিগুলো তোলা হয়েছেরেডমি 9 দিয়ে
বিষয়রঙ্গিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি
কারিগরমাহির শাহরিয়ার ইভান (@mahir4221)

image.png

image.png

আমি মাহির শাহরিয়ার ইভান। আমি একজন ব্লগার। নতুন কোন বিষয়ে লিখতে এবং সবাই কে অজানা বিষয়ে জানাতে আমার অনেক ভালো লাগে। ছবি তুলতে, খেতে এবং ঘুরতে আমার অনেক ভালো লাগে। আর সব থেলে বড় শখ ছবি তোলা।
FacebookTwitterYouTube

banner-abb3-1.png

PicsArt_08-23-08.36.16.jpg

image.png

Amar_Bangla_Blog_logo_png.png

Kr46w9bCovvQgnn4p1L5GP59DU1X6DTbnPPA7mu47hNJ8eM1vxCGwpzLFdUADHMvug5wJForktSN61TvG1ekLahfDyAJVnRqPnP7Uz7j74b6kDtcK947Vx3vBbQJoP...nnkvHaippgddbRCsk6KVuao8eNGDw1yKPV6fnjJdu2G34BnKnaQkMNsGTodbGy51YB1zjn1feB14TKaBiVB3CTxgUwwwSXfnP8i2oDrWCnEWTPqTeJ2pHAT1Vo.gif

Sort:  
 3 years ago 

অসাধারণ হয়েছে আপনার এই সুন্দর ওয়ালমেট টি। আমার খুবই ভালো লেগেছে আপনি এত সুন্দর ভাবে সবকিছু উপস্থাপনা করেছেন দেখে। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য ভাইয়া

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ আপু আমার পোস্টটি পড়ার জন্য এবং এত সুন্দর মন্তব্য করার জন্য। আপনার জন্য শুভ কামনা।

 3 years ago 

রঙ্গিন কাগজ ব্যবহার করে ওয়ালমেট চমৎকার তৈরি করেছেন।শুভ কামনা আপনার জন্য♥♥

 3 years ago 

আপনার মুল্যবান মতামত এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

Great Post Keep it up. if you haven't get the free steem prize, worth atlast $400 based on your steem profile reputation you should get it ASAP, Maybe few days left for their airdrop. sign in with your steem account to claim it here: Get Free STEEM NOW

 3 years ago 

আপনি রঙ্গিন কাগজ ব্যবহার করে ওয়ালমেট তৈরি করেছেন দারুন হয়েছে ভাই এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইলো।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য অনেক অনেক শুভ কামনা।

 3 years ago 

ভাইয়া আপনি রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন এবং তৈরির পদ্ধতিটি খুব সুন্দর করে বর্ণনা করেছেন যা দেখে যে কেউ এটি তৈরি করতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি ওয়ালমেট আমাদের সঙ্গে শেয়ার করার।

 3 years ago 

আপনার মতামত এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনার জন্য শুভ কামনা।

 3 years ago 

ওয়ালমেটটি তৈরি তো অসাধারণ হয়েছে। আপনি ধাপে ধাপে সব কিছু উপস্থাপনা করেছেন যা দেখে সহজেই একজন শিখতে পারবে।ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য অনেক অনেক শুভ কামনা প্রিয় ভাই।

 3 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। আপনি খুবই দক্ষতার সাথে এটি তৈরি করেছেন শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনার জন্য শুভ কামনা।

 3 years ago 

বাহ্! কি সুন্দর করে আপনি রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন। আপনার তৈরি রঙ্গিন কাগজের ওয়ালমেটটি আমার অনেক ভালো লেগেছে। এই ওয়ালমেটটি তৈরি করতে আপনার অনেক সময় লেগেছে। নিশ্চয়ই অনেক পরিশ্রম করে এটি তৈরি করেছেন। আপনি প্রতিটি ধাপ চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি লাল গোলাপের শুভেচ্ছা। শুভকামনা রইলো ভাইয়া।

 3 years ago 

জি ভাইয়া সময় অনেক লেগেছে। কিন্তু অনেক মজা করে কাজ টা করেছি, এমন কাজ করতে মজাই লাগে।
আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মতামত এর জন্য।

 3 years ago 

ভাইয়া রঙিন কাগজ দিয়ে আপনি খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। এইটি আমার খুবই ভালো লেগেছে। আপনি সুন্দর সুন্দর কালার দিয়েছেন যার কারণে ওয়ালমেটটি ফুটে উঠেছে। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago (edited)

কালার চয়েজ করতে প্রথমে একটু হিমসিম খেয়েছিলাম হিহিহি। তার পর এই রঙ ২ টি সিলেক্ট করেছি।
আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন। এটি আপনার দ্বিতীয় ওয়ালমেট। আপনি এত সুন্দর কাজ পারেন। কখনো জানতাম না। নিজের মেধা কাটাতেন না। সত্যিই আপনি খুব ভালো কাজ করে যাচ্ছেন। ওয়ালমেট তৈরি করতে অনেক সময় লাগে। প্রতিটি ধাপ অত্যন্ত সুন্দরভাবে আপনি উপস্থাপনা করেছেন। দেখার মত ছিল। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো ভালো কিছু দেয়ার চেষ্টা করবো। আপনার জন্য শুভ কামনা ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.031
BTC 88711.71
ETH 3154.74
USDT 1.00
SBD 2.86