DIY- এসো নিজে করি : রঙ্গিন কাগজ ব্যবহার করে ওয়ালমেট তৈরি || 10% Beneficiary To @shy-fox 🦊
আ মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী ব্লগার ভাই এবং বোনদের আমার সালাম এবং আদাপ। সবাই কেমন আছেন? আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।
রঙিন কাগজ দিয়ে যে কত কিছু বানানো যায় তা আমরা সকলেই প্রায় জানি। এইসব কাগজের তৈরি জিনিস এর মধ্যে রঙিন কাগজের তৈরি ওয়ালমেট অন্যতম। রঙ্গিন কাগজের তৈরি ওয়ালমেট গুলো দেখতে খুবই সুন্দর লাগে ঘরে সাজিয়ে রাখলে ঘরের সৌন্দর্য অনেক গুণে বৃদ্ধি পায়। তাই আপনারা চাইলেই রঙিন কাগজ ব্যবহার করে এই সুন্দর ওয়ালমেট করে তৈরি করতে পারেন। আজ আমি আপনাদের সামনে তেমনি সুন্দর একটি ওয়ালমেট তৈরি প্রক্রিয়া উপস্থাপন করব আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক ওয়ালমেট তৈরির প্রক্রিয়া।
⇨ | উপকরণ |
---|---|
১ | গ্লুগান |
২ | রঙিন কাগজ |
৩ | আঠা |
৪ | কাচি |
৫ | পেপার কাটার |
৬ | পুথি |
𒆜 ধাপ-১ 𒆜
প্রথমে আমাদের একটি A4 মাপের রঙিন কাগজ নিতে হবে।
এবার A4 মাপের কাগজ টিকে চিত্রের মত করে ৩ ভাগে কেটে নিতে হবে। তারপর কেটে নেয়া অংশ গুলোকে একটি কাঠির সাহায্যে পেচিয়ে রোল করে আঠা দিয়ে আটকে দিতে হবে।
একই ভাবে আমাদের মোট ৮টি রোল বানিয়ে নিতে হবে।
𒆜 ধাপ-২ 𒆜
এরপর রোল গুলো কে চিত্রের মত করে গ্লুগানের সাহায্যে আটকিয়ে দেই।
𒆜 ধাপ-৩ 𒆜
এবার একটি হলুদ রঙের A4 মাপের কাগজ নেই।
কাগজটিকে কাচির সাহায্যে কেটে ২ ভাগ করে নেই।
দু'ভাগ করা কাগজ টির দুপাশ থেকে আমাদের মোট চারটি বর্গাকার আকৃতির কাগজ বানিয়ে নিতে হবে। ১০×১০ সেন্টিমিটার মাপ নিয়ে একটি বর্গাকার আকৃতির কাগজ কেটে নেই।
তারপর সেই কাগজটিকে ঠিক মাঝ বরাবর চিত্রের মত করে ভাঁজ করি।
তারপর সেই ভাঁজ করে নেয়া কাগজটিকে আবার মাঝ বরাবর ভাঁজ করে দু'পাশের খোলা অংশকে উপরের দিকে ভাজ করলে এরকম একটি অংশ পেয়ে যাব।
এবার ভাঁজ করে নেওয়া কাগজটির উপরের মাথাটিকে কেটে দিলে এরকম একটি কাগজ পেয়ে যাব।
ভাঁজ করে নিও কাগজটিকে এবার গাছের সাহায্যে চিত্রের মত করে কেটে নেই।
কেটে নিলে আমরা এরকম একটি ফুল পেয়ে যাব।
ফুলটি কে সুন্দর দেখানোর জন্য ফুলটির মাঝে আমরা একটি পুথি লাগিয়ে দিতে পারি।
একইভাবে আমরা মোট চারটি ফুল বানিয়ে নেব।
𒆜 ধাপ-৪ 𒆜
এবার আমরা প্রথমের বানিয়ে নেয়া ফ্রেম টিকে নিব।
এবার বানিয়ে নেয়া ফুল গুলোকে ফ্রেমটির চারদিকে গ্লু গান এর সাহায্যে আটকে দেব।
এবার ওয়ালমেট টিকে ঝুলানোর জন্য একটি কাগজ অথবা সুতোকে ওয়ালমেটটির পেছনে গ্লু গান এর সাহায্যে এভাবে লাগিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের ওয়ালমেটটি।
কন্টেন্ট | DIY- এসো নিজে করি |
---|---|
ছবি তোলার মাধ্যম | Redmi 9 |
প্রজেক্ট | রঙ্গিন কাগজ ব্যবহার করে ওয়ালমেট তৈরি |
কারিগর | মাহির শাহরিয়ার ইভান (@mahir4221) |
লোকেশন | w3w location |
আমি মাহির শাহরিয়ার ইভান। আমার বাসা বাংলাদেশের রংপুর বিভাগে । আমি একজন ব্লগার, ফটোগ্রাফার এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র। নতুন কোন বিষয়ে লিখতে এবং সবাই কে অজানা বিষয়ে জানাতে আমার ভিষণ ভালো লাগে। ছবি তুলতে, জাঙ্ক ফুড খেতে এবং ঘুরতেও আমি ভিষণ পছন্দ করি । আর আমার সব থেকে বড় শখ ছবি তোলা।
YouTube |
---|
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
https://twitter.com/mahir4221/status/1499135712813535234?t=qHKbGdOC2J3qDSqdtTQTvg&s=19
রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। যদিও সিম্পল তাও সুন্দর। কালার কম্বিনেশন টা ভালো ছিলো।হলুদ রঙের ফুলগুলো দেখতে বেশ ভালো লাগছে।ধন্যবাদ সুন্দর একটি ওয়ালমেট শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনার মতামত দেয়ার জন্য।
রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। ওয়ালমেট তৈরি করতে কাগজের ভাঁজগুলো কোথায় কিভাবে দিতে হয় সেটি পর্যায়ক্রমে প্রতিটি ধাপে আমাদের মাঝে শেয়ার করছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল এগিয়ে যান ভাইয়া।
অসংখ্য ধন্যবাদ ভাই আপনার এত সুন্দর মন্তব্য দেখে খুবই ভালো লাগলো।
আপনাকে স্বাগতম ভাইজান 💚
বরাবরই আপনি খুব সুন্দর ওয়ালমেট তৈরি করেন। আর আপনার রঙিন কাগজের ওয়ালমেট গুলো যতই দেখি ততই ভালো লাগে। আমাদের সাথে এত সুন্দর রঙিন কাগজের ওয়ালমেট শেয়ার করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।
অনেক অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর মন্তব্য করার জন্য।
ওয়াও ভাই আপনি রঙিন কাগজ ব্যবহার করে আমাদের মাঝে দারুন একটি ওয়ালমেট তৈরি করে দেখিয়েছেন । বিশেষ করে হলুদ রঙে রঙিন কাগজ ব্যবহার করায় ওয়ালমেট টা দেখতে অনেক চমৎকার দেখাচ্ছে সব মিলিয়ে পোস্টটি দারুন ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনি । আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার তৈরি করা ওয়ালমেট টি আপনার ভাল লেগেছে শুনে খুবই খুশি হলাম ধন্যবাদ আপনাকে।
আপনার সৃজনশীলতার প্রশংসা না করে উপায় নাই। আপনি রঙিন কাগজের সঠিক ব্যবহার করেছেন। আপনার তৈরি ওয়ালমেট আমার কাছে খুবই চমৎকার লেগেছে। আমি আপনার দেখানো স্টেপগুলো ফলো করে ওয়ালমেটটি বানানোর চেষ্টা করবো। আপনাকে ধন্যবাদ ভাই।
অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই এত সুন্দর মন্তব্য করার জন্য শুভকামনা রইল আপনার জন্য।
রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া। আপনার তৈরীকৃত ওয়ালমেট টি দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটু বলবেন আমাদের মাঝে শেয়ার করার জন্য।প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।
অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্য করার জন্য শুভকামনা রইল আপনার জন্য।
রঙিন কাগজ ব্যবহার করে ওয়ালমেট তৈরি করেছেন বা নিজের দক্ষতা খাটিয়ে দারুন একটি ওয়ালমেট তৈরি করেছেন। ফুলগুলি অনেক ভাল ছিল। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। পুতি দেওয়ার কারণে আরও ফুলগুলি সুন্দর ভাবে ফুটে উঠেছে। আপনার জন্য শুভকামনা রইল
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর মন্তব্য করার জন্য।
রঙিন কাগজ দিয়ে তৈরি করা ড্রাইটি ভালোই হয়েছে।তাছাড়া আপনি সুন্দর ভাবে সেগুলো উপস্থাপন করেছেন। আর আপনার প্রত্যেকটি ফটো এতো স্পষ্ট হয়েছে যে তা বলার বাইরে। এটি দেওয়ালে টাঙ্গিয়ে রাখলে অনেক সুন্দর লাগবে। ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে শেয়ার করার জন্য ।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মতামত এর জন্য।
ভাই আপনার সৃজনশীলতার প্রশংসা না করে উপায় নাই। আপনি রঙিন কাগজের সঠিক ব্যবহার করে খুবই চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন। আপনার তৈরি ওয়ালমেট আমার কাছে খুবই অসাধারণ লেগেছে। অবশ্যই আমি আপনার দেখানো ধাপগুলো ফলো করে ওয়ালমেটটি বানানোর চেষ্টা করবো। ঘরের ওয়ালে বেশ ফুটে উঠবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর মন্তব্য দেয়ার জন্য।