"আমার বাংলা ব্লগ"প্রতিযোগিতা-১৮ || "পছন্দের পারফিউম নিয়ে আমার অনুভূতি" |•| 10% Beneficiary To @shy-fox 🦊

in আমার বাংলা ব্লগ3 years ago
আজ রবিবার • ১৫ই জ্যৈষ্ঠ • ১৪২৯ বঙ্গাব্দ • ২৯ মে -২০২২


মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী ব্লগার ভাই এবং বোনদের ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই কেমন আছেন? আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে বেশ ভালই আছি।



lemon-906141.jpg

Source

আমার বাংলা ব্লগের এপার বাংলার এবং ওপার বাংলার সকল ভাই-বোনকে আমার এই পোষ্টে স্বাগতম। আমরা সকলেই জানি আমার বাংলা ব্লগ আমাদের প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর সব প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ করে দিচ্ছে। এটা সত্যিই আমাদের জন্য খুবই বড় একটি সুযোগ। এই প্রতিযোগিতা গুলোর মাধ্যমে আমরা আমাদের মনের ভাব মনের ইচ্ছা আকাঙ্ক্ষা খুব সুন্দর ভাবে প্রকাশ করতে পারি। এজন্য আমার বাংলা ব্লগকে অনেক অনেক ধন্যবাদ আমাদের জন্য সব সময় এরকম সুন্দর সুন্দর সব প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

কিছুদিন আগেই আমাদের মাঝে আমার বাংলা ব্লগের প্রতিযোগিতা ১৮ এর ঘোষণা দেওয়া হয়েছে, আর এই প্রতিযোগিতাটি ছিল শেয়ার করো তোমার অনুভূতি - পছন্দের পারফিউম নিয়ে

এই প্রতিযোগিতাটি সত্যি চমৎকার একটি প্রতিযোগিতা। আশা করি আমরা সকলেই অনেক সুন্দর সুন্দর সব পারফিউম নিয়ে পোস্ট দেখতে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আজ আপনাদের মাঝে আমি আমার এই পোস্ট নিয়ে হাজির হলাম। আমার এই পোস্টে আমি আমার পছন্দের পারফিউম এবং আমার অনুভূতি আপনাদের মাঝে উপস্থাপন করব।

safe-3635196.jpg

Source

প্রাচীনকাল থেকেই পারফিউম বা সুগন্ধির ব্যবহার মানুষ করে আসছে। বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করলে দেখা যায় আগে রাজা-বাদশারা পারফিউম বা সুগন্ধি ব্যবহার করত।
আগে রাজা বাদশারা পিতলের একটি জার ব্যবহার করত পারফিউম রাখার জন্য। সময় পরিবর্তনের সাথে সাথে সেই পিতলের পাত্রকে পরিবর্তন করে আমরা এখন কাচের পারফিউমের বোতল ব্যবহার করি, কাচের বোতলের পাশাপাশি এখন সেই পারফিউম অ্যালুমিনিয়ামের বোতলেও পাওয়া যায়

আজকাল পারফিউম পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। তেমন আমিও একজন পারফিউম প্রেমী লোক। ছোটবেলা থেকেই আমার পারফিউমের প্রতি আলাদা একটা ঝোঁক ছিল। আগে তো আমি বিভিন্ন ধরনের পারফিউম শরীরে ব্যবহার করতাম, এখন আর আগের মতো এতো বেশি পারফিউম ক্রয় করি না তবে বাসায় সব সময় একটি হলেও পারফিউম থাকবেই। আর আমি বাহিরে যাওয়ার সময় কখনোই পারফিউম ব্যবহার করতে ভুলি না।

IMG_20220529_175336.jpg

এখন আসি আমার পছন্দের পারফিউমের কথায়। আসলে সব পারফিউমই আমার কাছে ভীষণ ভালো লাগে, বিশেষ করে মিষ্টি গন্ধের পারফিউম গুলো আমি অধিক পছন্দ করি। কিছুদিন আগে আমি এই HUNTER For Man পারফিউমটি একজনের কাছ থেকে গিফট পাই। এ ধরনের গিফট গুলো পাওয়ার পর বেশ ভালই লাগে। এই পারফিউমটি বেশ ভালো ছিল শরীরে ব্যবহার করার পর প্রায় সারাটা দিন শরীরের সাথে এর গন্ধ লেগে থাকে। আর এই ধরনের পারফিউম গুলোই আমার কাছে বেশি ভালো লাগে। তাই গিফটের পারফিউমটি শেষ করে আমি এই আবার ব্র্যান্ডেরই আরেকটি পারফিউম ক্রয় করি। এক কথায় বলতে গেলে এটা এখন আমার পছন্দের পারফিউমের মধ্যে একটি।

এই ছিল আমার পছন্দের পারফিউম নিয়ে আমার কিছু অনুভূতি। আশা করি আপনাদের সকলের কাছে আমার এই পোস্টটি ভাল লেগেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই পোষ্টে আসার জন্য। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল সকলের জন্য।

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q97fefnfWhQ13UMRWeknr7xdZZ6cbo4v6hWwmCHKLHP4BgwejnDSbMjPKVuX1pcruLDgsQFvWBK4Pp.png

PicsArt_03-22-02.27.17.png

আমি মাহির শাহরিয়ার ইভান। আমার বাসা বাংলাদেশের রংপুর বিভাগে । আমি একজন ব্লগার, ফটোগ্রাফার এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র। নতুন কোন বিষয়ে লিখতে এবং সবাই কে অজানা বিষয়ে জানাতে আমার ভিষণ ভালো লাগে। ছবি তুলতে, জাঙ্ক ফুড খেতে এবং ঘুরতেও আমি ভিষণ পছন্দ করি । আর আমার সব থেকে বড় শখ ছবি তোলা।

FacebookTwitterYouTube

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q97fefnfWhQ13UMRWeknr7xdZZ6cbo4v6hWwmCHKLHP4BgwejnDSbMjPKVuX1pcruLDgsQFvWBK4Pp.png

standard_Discord_Zip.gif

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

JOIN WITH US ON DISCORD SERVER

Sort:  
 3 years ago 

পারফিউম আমি তেমন একটা ব্যবহার করি না সেইজন্যই খুবই কম কেনা হয়। তবে আপনি পারফিউম গিফট পেয়েছেন শুনে খুব ভালো লাগলো। আর আপনারে পারফর্মের গল্পটাও শুনতে খুবই ভালো লেগেছে।
অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য

 3 years ago 

আপনিও পারফিউম ব্যবহার করা শুরু করে দেন ভাইয়া। পারফিউম ব্যবহার করতে তো বেশ ভালই লাগে। ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য।

 3 years ago 

আসলে পারফিউমের গন্ধ সকলেই ভালো লাগে।যাই হোক আপনার পারফিউমের গল্প শুনতে ভালোই লাগলো।আপনার জন্য শুভ কামনা রইল। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য। শুভ কামনা রইলো।

 3 years ago 

প্রথমে ধন্যবাদ জানাচ্ছি প্রতিযোগিতা ১৮ তে অংশগ্রহণ করার জন্য। আপনার পছন্দের পারফিউম বা সুগন্ধির ছোটবেলা থেকেই ব্যবহার করতেন। আপনার জোক ছিল এবং আগেকার দিনের রাজাদের থেকে শুরু করে এখন পর্যন্ত চলে আসছে। এবং হয়তো দুনিয়ার শেষ অব্দি চলবে। তবে আপনার মনের ভাবগুলো ছিল অসাধারণ। হান্টার ফর ম্যান পারফিউমটি মিষ্টি সুগন্ধির শুনে ভালো লাগলো। এ ধরনের সুগন্ধি আমিও খুব পছন্দ করি। আমাদের সাথে আপনার পছন্দের পারফিউমের সাথে সুন্দর গল্প উপহার দেওয়ার জন্য শুভেচ্ছা রইল।

 3 years ago 

হুম ভাই দুনিয়ার শেষ অব্দিই চলবে আশা করি 😋
ধন্যবাদ আমার পোষ্টটি মন দিয়ে পড়ার জন্য।

 3 years ago 

আমার বাংলা ব্লগ কনটেস্ট 18 তে অংশগ্রহণ করার জন্য প্রথমে তোমাকে অভিনন্দন জানাচ্ছি।
পারফিউম সম্বন্ধে খুব চমৎকার লিখেছো এবং অজানা কিছু তথ্য শেয়ার করেছ। পারফিউম আমারও অনেক পছন্দের। বাইরে গেলে পারফিউম ছাড়া আমিও একদমই বের হই না।
পারফিউম নিয়ে লেখা তোমার অনুভূতি গুলো পড়ে আমার খুব ভালো লাগলো। শুভকামনা রইল তোমার জন্য

 3 years ago 

আমিও পারফিউম ছাড়া একদমই বের হই না 😁 ভালোই লাগে পারফিউম ব্যাবহার করতে। ধন্যবাদ।

 3 years ago 

অন‍্যরকম একটা পারফিউম দেখলাম এবং সেটা সম্পর্কে জানলাম। পারফিউম চয়েস করাও একটা রুচির বিষয়। বর্তমানে আমরা সবাই পারফিউম ব‍্যবহার করি। যাইহোক দারুণ পোস্ট ছিল। আপনার জন্য শুভকামনা।।

 3 years ago 

ভাই আমার এই পারফিউম ব্যবহার করে দেখবেন আশা করি আপনার কাছে খুবই ভালো লাগবে। ধন্যবাদ।

 3 years ago 

প্রথমে জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য শুভেচ্ছা। চমৎকার ভাবে আপনি আপনার পারফিউমের অনুভূতি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার পারফিউমের অনুভূতির গল্পটি বেশ ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য।

 3 years ago 

বহু পারফিউম গিফট পেয়েছি কিন্তু আমি নিজ থেকে কখনও একটাও কিনিনি। কারণ আমার কাছে পারফিউমের সুগন্ধ খুব একটা ভালো লাগে না। ছোটবেলা থেকেই পারফিউম ব্যবহার করিনা গিফট পেলে আরেকজনকে দিয়ে দিই। যাই হোক পারফিউম সম্পর্কে আমার খুব একটা ভাল ধারণা নেই। তবে আমার কাছে নিভিয়া কোম্পানির একটি পারফিউম ভাল লেগেছিল। কিন্তু সেটি বাজারে পরবর্তীতে আর খুজে পাই নি। যাহোক খুব সুন্দর বর্ণনা করেছেন ধন্যবাদ ভাই ভালো থাকবেন।

 3 years ago 

বলেন কি ভাই। আমি তো পারফিউম গিফট পেলে ভীষণ খুশি হই। নিভিয়া ভালো লাগে আমার কাছেও একবার ব্যাবহার করেছিলাম, তবে এখন পাওয়া যায় কি না তা জানি না। ধন্যবাদ ভাই।

 3 years ago 

আসলে এই গরমে এত বেশি গা ঘামে তাই আমিও পারফিউম ব্যাবহার করি।তবে আমি আবার ফোগ বেশি ব্যাবহার করি।আর সুন্দর ছিল ভাই শুরু টা।

 3 years ago 

এই গরমের সময় পারফিউম ছাড়া বাইরে বের হওয়া যায় না ভাই। ফোগ ও ভালো পারফিউম আমি এক সময় ব্যবহার করতাম।

 3 years ago 

পছন্দের পারফিউম সম্পর্কে জানতে পেরে ভালো লাগলো ভাই। আপনার পারফিউম টা ইউনিক ছিল। এটা ব্যবহার করে দেখেনি। ধন্যবাদ

 3 years ago 

এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.25
JST 0.039
BTC 94309.43
ETH 3309.61
USDT 1.00
SBD 3.28