কক্সবাজার ভ্রমণ

কক্সবাজার : কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম বৃহত্তম সমুদ্রসৈকত।যা বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র। প্রতিবছর এখানে দেশি-বিদেশি পর্যটকদের ভিড় লেগে থাকে।এটি সারা বিশ্বে সমাদৃত কারণ এটি বিশ্বের সবথেকে বড় সমুদ্র সৈকত।
DSC_0246.JPG

যেভাবে যাবেনঃ সাধারণত শীতকালীন সময়ই উপযুক্ত কক্সবাজার যাবার। এছাড়া সবসময়ই পর্যটকের আসা-যাওয়া লেগে থাকে। চট্টগ্রাম, ঢাকা বা যেকোনো স্থান থেকে বাস,কার,ট্রেন, উড়োজাহাজ যেকোনো পরিবহন দ্বারা কক্সবাজার যাওয়া যায়।
DSC_0267.JPG

হোটেল বা রিসোর্টঃ বিভিন্ন মানের ও দামের হোটেল ও রিসোর্ট রয়েছে এখানে।এগুলো আগে থেকে বুকিং দেওয়া যায় অথবা গিয়ে ও ঠিক করা যায়।বিভিন্ন হোটেল, রিসোর্ট যেমন মারমেইড বিচ রিসোর্ট, লং বিচ,হিরেটজ,সী ভিউ হোটেল, হিল টাওয়ার, গ্রান্ড বিচ ইত্যাদি।
IMG_20200125_085907.jpg

খাওয়া -দাওয়া ও ঘুরাঘুরিঃ কক্সবাজারে বিভিন্ন মানের রেস্টুরেন্ট রয়েছে। তাতে পাওয়া যায় বিভিন্ন ধরনের টাটকা মাছ যেমন : কোরাল,লবস্টার,চিংড়ি, ইলিশ, লইট্যা ইত্যাদি। তাছাড়া যে কোনো ধরনের ভর্তা যেমনঃসবজির,মাছের, শুটকির ভর্তা যা অনেক সুস্বাদু হয়ে থাকে। এছাড়া ব্রয়লার,দেশি মুরগী, মাটন,গরুর মাংস ইত্যাদি পাওয়া যায়।
কক্সবাজার ঘুরাঘুরির জন্য অনেক দর্শনীয় স্থান রয়েছে। যেমন :হিমছড়ি,ইনানী সমুদ্র সৈকত, মহেশ খালী,রামু বৌদ্ধ বিহার, রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড, সেন্টমার্টিন।

IMG_20200124_171045.jpg

Sort:  
 3 years ago 

আশা করি ভাল আছেন? কক্সবাজার ভ্রমণের মুহূর্ত গুলো খুব অসাধারণ কাটছেন। ছবিগুলো খুবই দুর্দান্ত হয়েছে। দেখে বোঝা যাচ্ছে খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন । এত সুন্দর ভ্রমণ কাহিনী আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অন্তর অন্তর থেকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন ভাই।

 3 years ago 

ভাইয়া আপনার কক্সবাজারের ভ্রমণ পোস্ট টি দারুন ছিল তবে আমাদের কমিউনিটি তে কাজ করতে তাহলে প্রথমে পরিচয় মূলক পোস্ট করতে হবে। আপনার জন্য দোয়া করি আপনার স্টিমিট জার্নি শুভ হোক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65546.28
ETH 2666.01
USDT 1.00
SBD 2.90