আমার লেখা কবিতা //সততার সাথে জীবন
আস্সালামু আলাইকুম /আদাব 🤝
আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।
আমার বাংলা ব্লগের প্রাণপ্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে নতুন আরো একটি পোস্টে নিয়ে হাজির হলাম আপনাদের সবার মাঝে। আজকের এই পোস্টটি সাজিয়েছিলাম একটি কবিতা দিয়ে। আসলে সৎভাবে জীবন গড়লে সেই জীবনটা অনেক আনন্দ এবং শান্তিময় হয়ে থাকে। ভিন্ন উপায়ে অনেক অর্থ সম্পদের মালিক হওয়া যায়। তবে জীবনের শান্তি এবং সুখ দেখতে পাওয়া খুবই কঠিন , কিন্তু সৎ ভাবে যদি আমরা উপার্জন করি সেই পরিবারের শান্তি ফিরে আসে । তাই সততার সাথে জীবন গড়লে যেমন সুনাম এবং খ্যাতি অর্জন করা যায়, তেমনি শান্তি উপভোগ করা যায়। তাই আজকে আপনাদের মাঝে আমার মনের অনুভূতি নিয়েই লেখা এই কবিতাটি। আসলে আমি সারা জীবন সৎ ভাবে থাকার চেষ্টা করেছি এবং সৎ উপার্জন দিয়েই আমি আমার পরিবারের সদস্যদেরকে চালানোর চেষ্টা করেছি। মানুষের চাহিদা অনেক বেশি, যত আমরা চাহিদা পূরণ করবো ততই যেন চাহিদা বাড়তে থাকবে। কিন্তু সৎ ভাবে সীমিত চাহিদা নিয়ে যদি আমরা জীবন গড়ি, সেই জীবনটাই শান্তি এবং সুখের হবে।
সৎ ভাবে জীবন গড়লে,
শান্তি আসবে আমাদের মনে।
তাইতো আমি সৎভাবে,
জীবন গড়বো হাসিমুখে।
জীবনটাকে উপলব্ধি করবো,
সবার মাঝে রেখে।
সৎ ভাবে থাকবো আমি,
সকলেই থাকবে মহা সুখে।
পরিবারের মাঝে হাসি ফুটাবো,
আমি অন্ন জোগাড় করে।
সৎ ভাবে জোগাড় করবো অন্ন,
হাসি ফুটবে পরিবারের মুখে।
তাইতো আমি কঠোর পরিশ্রম,
করে যাচ্ছি পরিবারের জন্য।
সৎ ভাবে গড়বো জীবন,
সবার মুখে হাসির জন্য।
সততায় আমার আসল ধর্ম,
এটাই যেন হয়।
তাই তো সৎ ভাবে পরিবারের মাঝে,
আমি শান্তি খুঁজে পাই।
পরিবারকে নিয়ে আমি,
এগিয়ে যাব সৎ ভাবে।
পরিবারের মুখে হাসি ফোঁটাবো,
শান্তি আসবে আমার বুকে।
আমার পরিচয়
আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।
https://x.com/mahfuzur888/status/1871529948076441885?t=SBO3X8gX6Njszg0afxocoA&s=19
এটা অবশ্য ঠিক বলেছেন ভাইয়া আমরা আমাদের জীবনে যত বেশি চাহিদা পূরণ করব আমাদের চাহিদা ততই বেড়ে যাবে। ভাইয়া আপনি ধারণ কবিতা লিখেছেন আপনার লেখা কবিতা পড়ে অনেক ভালো লাগলো। অসাধারণ হয়েছে কবিতার লাইনগুলো।
চাহিদার কোন শেষ নেই । কথায় বলে না আরও চাই, আরও চাই। তবে আপনি যে সৎ ভাবে সব কিছু করে জীবন ধারণের কথা ভেবেছেন, এটা সত্যিই প্রশংসনীয়। সেই দিক দিয়ে বলা যায় কবিতার বিষয়বস্তু অসাধারন ।
জীবনের সৎ থাকা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদিও সবাই সততা বজায় রেখে চলতে পারে না। যাই হোক আপনার আজকের কবিতাটা পড়ে ভীষণ ভালো লেগেছে ভাইয়া। আমাদের উচিত সততার সঙ্গে কঠোর পরিশ্রম করা। মুগ্ধ হয়ে গেলাম আপনার কবিতার লাইনগুলো পড়ে। এত সুন্দর একটা কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
ঠিক বলেছেন ভাইয়া, চাহিদার কোন শেষ নেই। জীবনের সৎ পথে চললে জীবনকে উপলব্ধি করা যায়। সততার সাথে নো কিছু অর্জন করা সবথেকে সুন্দর মুহূর্ত। কবিতার প্রতিটি লাইন মনোমুগ্ধকর। প্রতিটি লাইন যেন জ্ঞানের ভান্ডার। সততাই আসল ধর্ম। খুব সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করেছেন ভাইয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
একজন মানুষের পরিচয় তার সততার মধ্যে নিহিত থাকে। সামান্য দুই দিনের এই দুনিয়াতে আমরা সেটা বুঝতে চায়না। যে নিজের সততাকে বজায় রাখতে পারে সেই প্রকৃতপক্ষে। আরে যে সততার মূল্যায়ন করতে জানে না সে একজন বোকা। তাই আমাদের সততা মেনে চলতে হবে।
খুব সুন্দর একটি কবিতা লিখলেন আপনি সততা নিয়ে। যে জীবনের সততা রয়েছে সেই জীবন সুন্দর বেশি সেই জীবনের সফলতা বেশি। মানুষ যখন কষ্ট করে সফলতার সাথে এগিয়ে যেতে চাই নিশ্চয়ই সাকসেস হতে থাকে সেই ক্ষেত্রে। অনেক সুন্দর একটি কবিতা লিখে উপহার দিলেন পড়ে ভালো লাগলো।
প্রতিটা মানুষের মধ্যেই সততা থাকা উচিত। যেটা সমাজে যে কোন জায়গা সম্মান পাওয়া যায়। মানুষের বিশ্বাসের জায়গা হল সততা। অনেক মানুষের সম্পর্ক টিকে থাকে সততার মধ্যে। অনেক সুন্দর কবিতা লিখেছেন যেটা সবার মধ্যে থাকা দরকার।
আজ আপনি ওদের মাঝে দারুণ একটা কবিতা শেয়ার করেছেন। আসলে সততা নিয়ে এত সুন্দর একটা কবিতা পড়ে আমার খুব ভালো লাগছে। এত সুন্দর একটা কবিতা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।