ফটোগ্রাফি //পুরনো অ্যালবাম থেকে নেওয়া কিছু এলোমেলো ফটোগ্রাফি।।

in আমার বাংলা ব্লগ3 months ago

আস্সালামু আলাইকুম /আদাব 🤝


আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।

Picsart_24-08-10_16-55-41-737.jpg

প্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আবারও নতুন আরো একটি পোস্ট নিয়ে হাজির হলাম আপনাদের সবার মাঝে। আজকের এই পোস্টটিও হচ্ছে ফটোগ্রাফি পোস্ট। যে ফটোগ্রাফি গুলো একেক সময় একেক জায়গা থেকে নেওয়া হয়েছিল। পুরনো অ্যালবাম খুঁজে খুঁজে এই ফটোগ্রাফি গুলো বের করেছিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আজ বেশ কয়দিন পর আমাদের বাংলাদেশিদের জন্য আবার খুলে দেওয়া হয়েছে আমার বাংলা ব্লক কমিউনিটি।আসলে মানুষ অভ্যাসের দাস। যখন এই কমিউনিটির নিরাপত্তার জন্য আমাদের বাংলাদেশীদের আইডিগুলো অস্থায়ী সীমাবদ্ধ করা হলো তখন ফোনটা হাতে নিয়ে আর ভালো লাগছিল না। মনে হচ্ছিল কি যেন হারিয়ে ফেলেছি। যাই হোক আমাদের প্রাণপ্রিয় দাদা আবার আমাদের অস্থায়ী সীমাবদ্ধতা শিথিল করে আমার বাংলা ব্লগে কাজ করার সুযোগ করে দিয়েছেন। এজন্য দাদাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেয়া যাক, পুরনো অ্যালবাম থেকে কিছু এলোমেলো ফটোগ্রাফি।

ফটোগ্রাফি -১

20240806_113432~2.jpg

আপনারা এখন যে ফুলের ফটোগ্রাফিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাধবীলতা ফুল।এখন বর্ষাকাল তাই হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ তাই বৃষ্টির পরে রোদ্রজ্জ্বল আবহাওয়ায় এই মাধবীলতা ফুলগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছিল। আর এই ভালোলাগা থেকেই ফটোগ্রাফিটা করে রেখেছিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আমি আশা করি এই মাধবীলতা ফুলটি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ফটোগ্রাফি -২

20240804_103054~2.jpg

এখন যে ফটোগ্রাফিটা দেখতে পারছেন এটা এক মাছের বাজার থেকে করা হয়েছিল। আর এটা হচ্ছে ইলিশ মাছের ফটোগ্রাফি। এটা চলতি মাসের ১ তারিখে আমি যখন কিছু মাছ কিনতে গিয়েছিলাম তখন এই ফটোগ্রাফিটা করা হয়েছিল আর এখান থেকে আমি এক কেজি ১০০ গ্রাম ওজনের একটা ইলিশ মাছ নিয়েছিলাম যার দাম রেখেছিল ১৬৫০ টাকা। আর যখন আমি এই মাছটা কিনে ছিলাম সাথে সাথে ফটোগ্রাফি করে রেখেছিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ফটোগ্রাফি -৩

20240806_113516~2.jpg

এখন যে ফুলের ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আল্লামান্ডা ক্যাথার্টিকা। এটা একটা ইংরেজি নাম এই ফুলের বাংলা নাম আমার জানা নেই। তবে দুটি ফুল একসাথে দেখে আমার খুব ভালো লেগেছিল এবং দুটি ফুল দুই কালারের ছিল। আশাকরি এই দুটি ফুল একসাথে দেখতে পেয়ে আপনাদের অনেক ভালো লাগবে।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ফটোগ্রাফি -৪

20240804_102719~2.jpg

এখন যে ফটোগ্রাফিটা দেখতে পারছেন এটা হচ্ছে গোলসা মাছের ফটোগ্রাফি। অবশ্য আমাদের এখানকার ভাষা গোলসা মাছ। আমি ঠিক একই দিনে চলতি মাসের ১ তারিখে এই মাছগুলো কিনেছিলাম এর এক কেজির দাম ১০০০ টাকা তবে আমি হাফ কেজি কিনেছিলাম ৫০০ টাকা দিয়ে। আর যখন কিনেছিলাম তখন এটাও আপনাদের মাঝে শেয়ার করার জন্য ফটোগ্রাফি করে রেখেছিলাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ফটোগ্রাফি -৫

20240806_113532~2.jpg

এখন যে ফুলের ফটোগ্রাফিটা দেখতে পারছেন এই ফুলটার নাম জবা ফুল। এই জবা ফুলটা অবশ্য আমাদের দেশীয় কোন জবা ফুল না এটা এক ধরনের হাইব্রিড জবা ফুল। তবে এই ফুলটা অনেক বড় আকৃতির হয়ে থাকে। এই জবা ফুলের রংটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তাই এই জবা ফুলের ফটোগ্রাফিটা করে রেখেছিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ফটোগ্রাফি -৬

20240804_103321~2.jpg

মাছের বাজার থেকে যখন বেড় হয়ে আসি তখন এই চিংড়ি মাছের সাজানো ট্রেটা দেখতে পাই। এই চিংড়ি মাছগুলো অনেক সুন্দর এবং তাজা ছিল।যদিও এই চিংড়িগুলো আমি ক্রয় করিনি তারপরেও ভালো লেগেছিল বিধায় আপনাদের মাঝে শেয়ার করবো ভেবে ফটোগ্রাফি টা উঠিয়েছিলাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

আমার প্রত্যেকটা ছবি তোলার লোকেশন এবং ডিভাইসের নামঃ

Location
স্যামসাং গ্যালাক্সি এম ৬২

পুরনো অ্যালবাম থেকে কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমার অনেক ভালো লেগেছে। আমি আশা করি পুরনো অ্যালবামের এই ফটোগ্রাফি গুলো দেখে আপনাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আজ তাহলে এ পর্য্যন্ত্যই, পরবর্তীতে যে কোন একটা নতুন পোস্ট নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হব সে পর্য্যন্ত্য আপনারা পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণফটোগ্রাফি।
মডেলএম ৬২
ক্যাপচার@mahfuzur888
অবস্থানরাজশাহী- বাংলাদেশ

19-28-53-banner-abb3.png

আমার পরিচয়


IMG-20240412-WA0011.jpg

আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-3.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💖

Sort:  
 3 months ago 

বিভিন্ন ধরনের রেনডম ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার তোলা প্রতি টা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। বিশেষ করে জবা ফুলের ফটোগ্রাফি টি দারুণ লেগেছে আমার।ধন্যবাদ ভাই এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 months ago 

আমার তোলা ফটোগ্রাফিগুলো আপনার ভালো লেগেছে জেনে আমার অনেক ভালো লাগলো। আমি আমার পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করেছি ফটোগ্রাফিগুলো ভালোভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। যাইহোক এত সুন্দর একটি মন্তব্য করে আমার পাশে থাকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 3 months ago 

অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি যদি ভালো লেগেছে আমার।

 3 months ago 

আমার ফুলের ফটোগ্রাফিগুলা আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো, আর এটাই আমার সার্থকতা।যাইহোক এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 3 months ago 

খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন৷ আপনার কাছ থেকে এরকম ভিন্ন কিছু ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো৷ আপনি আজকে যে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন সেই ফটোগুলো আমি আগে কখনোই দেখিনি৷ একসাথে এই ভিন্ন ভিন্ন কিছু ফটোগ্রাফি অনেকদিন পরে দেখার মাধ্যমে অনেকটাই ভালো লাগছে৷

 3 months ago 

আমার ফটোগ্রাফিগুলো আপনার ভালো লেগেছে জেনে আমার অনেক ভালো লাগলো। আর এখানেই আমার সার্থকতা। যাইহোক এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 3 months ago 

ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফির অপেক্ষায় রইলাম।

 3 months ago 

আমার কাছে অনেক সুন্দর লাগে এরকম ফটোগ্রাফি গুলো দেখতে। ভিন্ন ভিন্ন ফটোগ্রাফি করলে একটু বেশি সুন্দর হয়। আপনার আজকের এই সবগুলো ফটোগ্রাফি অনেক বেশি দারুন ছিল। আপনার এই সকল ফটোগ্রাফি গুলো যতই দেখছিলাম ততই খুব মুগ্ধ হচ্ছিলাম। আমার কাছে ফুলের ফটোগ্রাফি এবং মাছের ফটোগ্রাফি দুটোই খুব ভালো লেগেছে। তবে জবা ফুলের ফটোগ্রাফি আমার কাছে একটু বেশি ভালো লেগেছে দেখতে। আর চিংড়ি মাছের ফটোগ্রাফি ও অনেক ভালো লেগেছে। এক কথায় সবগুলো ফটোগ্রাফি দারুন ছিল।

 3 months ago 

আমার হাতে উঠানো ফটোগ্রাফিগুলো আপনার ভালো লেগেছে জেনে আমার অনেক ভালো লাগলো। আমার জন্য দোয়া করবেন আপু আমি যেন আরো ভালো ভালো কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করতে পারি। আর এভাবে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 3 months ago 

ইলিশ মাছ এবং চিংড়ি মাছ আমার খুব পছন্দের। এই দুটো মাছের ছবি আপনার আজকের ফটোগ্রাফি পোস্টে দেখে বেশ ভালো লাগলো। দারুন ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। জবা ফুলের ফটোগ্রাফি টা দেখেও মুগ্ধ হয়ে গেলাম। সব মিলিয়ে দারুন কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 months ago 

আমার এটাই সার্থকতা যে আমার ফটোগ্রাফি গুলো আপনার ভাল লেগেছে। আর আমি আমার পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করেছি ফটোগ্রাফিগুলো ভালোভাবে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এভাবে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

 3 months ago 

আজকে আপনি পুরনো অ্যালবাম থেকে বেশ চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি দেখলে আমার কাছে অন্যরকম ভালো লাগে। তবে ইলিশ মাছ এবং চিংড়ি মাছ আমার অনেক প্রিয়। আপনার জবা ফুলের ফটোগ্রাফি ও মাধবীলতা ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লাগলো। সত্যি বলতে অসাধারণ কিছু ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 months ago 

ইলিশ মাছ এবং চিংড়ি মাছ আপনার অনেক প্রিয় জেনে আমারও অনেক ভালো লাগলো। আমার ফটোগ্রাফিগুলো আপনার ভালো লেগেছে, আর এটাই আমার সার্থকতা। সবশেষে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এভাবে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

 3 months ago 

আজ আপনি বেশ সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। খুবই নিখুঁতভাবে প্রতিটা ফটো উপস্থাপন করেছেন। আর সাথে বেশ সুন্দরভাবে বর্ণনাও তুলে ধরেছেন। যা পড়ে খুবই মুগ্ধ হলাম।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 months ago 

আমার তোলা ফটোগ্রাফিগুলো আপনার ভালো লেগেছে জেনে আমার অনেক ভালো লাগলো আর আপনাদের ভালোলাগা মানেই আমার ফটোগ্রাফির সার্থকতা।যাইহোক এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 3 months ago 

বাহ্! এককথায় দুর্দান্ত কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাই। আপনার ফটোগ্রাফির দক্ষতা আসলেই খুব ভালো। কারণ প্রতিটি ফটোগ্রাফি একেবারে ক্লিয়ার এসেছে। বিশেষ করে মাছের ফটোগ্রাফি গুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

আমার ফটোগ্রাফিগুলো আপনার ভালো লেগেছে জেনে আমার অনেক ভালো লাগলো। আমার জন্য দোয়া করবেন ভাই আমি যেন আরো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করতে পারি। আর এভাবে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 3 months ago 

অবশ্যই দোয়া রইলো ভাই, সামনে আরও সুন্দর সুন্দর ফটোগ্রাফি ক্যাপচার করে আমাদের সাথে শেয়ার করতে সক্ষম হবেন।

 3 months ago 

চমৎকার কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।ফটোগ্রাফি গুলো দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে বিশেষ করে জবা ফুল দেখতে দারুন লাগছে। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 months ago 

আমার ফটোগ্রাফিগুলো আপনার ভালো লেগেছে জেনে আমারও অনেক ভালো লাগলো।আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো ভালো ভালো কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করতে পারি। আর এভাবে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68487.80
ETH 2454.84
USDT 1.00
SBD 2.61