জেনারেল রাইটিং- সব সমস্যার প্রতিকারই হচ্ছে ধৈর্য্য
আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম
কেমন আছেন আমার প্রিয় সহযাত্রী ভাই বোনেরা? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ্ ভালো আছি। আশা করি সবার দিনটা ভাল কেটেছে। আজকে আপনাদের সবার মাঝে আমার আরও একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি একটি জেনারেল রাইটিং নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়েছি।আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন আজ আমার জেনারেল রাইটিংটি দেখে আসি যে কি বিষয় নিয়ে লেখলাম। হ্যাঁ বন্ধুরা আজ আমার জেনারেল রাইটিং এর বিষয় হলো সব সমস্যার প্রতিকারই হচ্ছে ধৈর্য্য।
.png)
সমস্যা মানুষের জীবনের একটি কঠিন অধ্যায়। এমন কোন মানুষ নেই যে যিনি কিনা জীবনে একবার হলেও সমস্যার সম্মুখীন হয়নি। মানুষ মাত্রই সমস্যা। আর এই সমস্যার সাথে পাশাপাশি থেকেই মানুষ দিনের পর দিন, বছরের পর বছর পথ চলছে। আর সমস্যা আছে বলেই আমরা এর সমাধান খুঁজে ফিরি।সমস্যা যদি না থাকতো তাহলে মানুষ হয়তো একেবারে নিরামিষ হয়ে যেত। হি হি হি।
তবে আমরা আমাদের মধ্যে অনেক মানুষ দেখতে পাই যারা কিনা সমস্যা আসার আগেই সমস্যার কথা শুনে অস্থির হয়ে যায়। আবার অনেকে আছে যারা সমস্যা দেখলেই ভয় পায়।সমস্যা আসার আগে নিজেকে সুপে দেয় দূবল মানুসিকতার কাতারে। মনের সাহস হারিয়ে ফেলে শুধুমাত্র হায় হুতাস করে দিন পার করে। আর এমন অস্থির মানুষগুলো আবার তাদের অস্থিরতার সমাধান না খুঁজে পাশের মানুষগুলোকেও অস্থির করে ফেলে।
একটি কথা আমাদের মনে রাখতে হবে জীবন থাকলেই জীবনে সমস্যা আসবে। আর সমস্যার সমাধান খুঁজে না পেলে যদি আমরা অস্থির হয়ে পড়ি তাহলে তো সমস্যাগুলো জীবনের সাথে আরও বেশী ঝোকে পড়বে। সমস্যাগুলো জীবন থেকে আর সরানো যাবে না। তাই সমস্যা আসলে আমাদের কে সমাধানের পথ খুঁজে বেড়াতে হবে।আমাদের কে সমস্যা গুলো কে কঠোর হাতে মোকাবেলা করতে হবে। সময় দিতে হবে। বুঝতে হবে সমস্যার কারন এবং প্রতিকার।
মনে রাখতে হবে, ধৈয্য হলো সমস্যা সমাধানের প্রধান হাতিয়ার। আমাদের যার জীবনে যত বেশী ধৈয্য তার জীবনে সমস্যা তত বেশী সহজ। আমরা যদি সমস্যা কে একটু সময় দেই। আমরা যদি সমস্যার কারন খুঁজে বের করতে পারি। আমরা যদি সমস্যাকে সময়ের হাতে ছেড়ে দিতে পারি তাহলে কিন্তু আমাদের কাছে কোন সমস্যা কেই সমস্যা মনে হবে না। তখন আমাদের কাছে সব সমস্যা গুলো হয়ে যাবে পানি ভাত। সমস্যা যত বড় কঠিনই হোক না কেন সময়ের সাথে সাথে সেই সমস্যার কিন্তু সমাধান হবেই।
পৃথিবীর সকল ধর্মেই ধৈয্যের কথা বলা হয়েছে। জীবনের কঠিন সময় গুলোতে ধৈয্য ধরে তার মোকাবেলা করার জন্য বলা হয়েছে। অস্থিরতা হলো বিপদ আনার আর এক হাতিয়ার। যার জীবনে যত বেশী অস্থিরতা তত বেশী বিপদের হাতছনি। তাই বিপদ বা সমস্যা যা আসুক না কেন আমাদের কে তা মোকাবেলা করতে হবে ধৈয্য ধরে। খুঁজে বের করতে হবে সমাধানের পথ। নিজেকে স্থির রেখে ঠান্ডা মাথায় যে যত বেশী সমস্যাকে মোকাবেলা করতে পেরেছে সে তার সমাধান তত তাড়াতাড়ি খুঁজে পেয়েছে। তাই আসুন আমরা সমস্যা গুলো কে ধৈয্য ধরে এবং সময় নিয়ে সমাধান করার চেষ্টা করি।
আশা করি প্রতিদিনের মত করে আজও আপনাদের কাছে আমার আজকের পোস্টটি বেশ ভালো লেগেছে। আপনাদের মন্তব্যের আসায় রইলাম।
আমার পরিচিতি
আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অরেনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুনি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

আপনি ঠিক বলেছেন আপু সমস্যার প্রতিকারই মেইন উদ্দেশ্য হচ্ছে ধৈর্য। আর আমরা যতই ধৈর্য ধরতে পারবো ততোই সহজে সমস্যা সমাধান করতে পারবো।ধন্যবাদ আপু সুন্দর লিখেছেন।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আসলে ধৈর্যই সবকিছুর মূলে রয়েছে। আর সব মানুষের মধ্যে ধৈর্য থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবকিছুর ক্ষেত্রে যদি আমরা ধৈর্য ধরি, তাহলে তার ফল অবশ্যই ভালো হবে। যেকোনো সমস্যায় পড়লেও ধৈর্য ধরলে এই সমস্যার সমাধান হবে। এজন্য ধৈর্যের উপর বিশ্বাস রাখতে হবে।
এমন সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
ধৈর্য্য সত্যিই সব সমস্যার সমাধানের চাবিকাঠি। এটি আমাদেরকে পরিস্থিতি বুঝতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আপনার পোস্টটি খুবই প্রেরণাদায়ক।আমার জীবনে অনেকবার ধৈর্য্য ধরে রাখার মাধ্যমে সমস্যার সমাধান করতে পেরেছি। আপনার পোস্টটি আমাকে সেই অভিজ্ঞতাগুলো মনে করিয়ে দিল। সর্বোপরি ধন্যবাদ আপনাকে
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আমরা যতদিন বেঁচে থাকবো,ততদিন একের পর এক সমস্যা আসবেই। তাই সমস্যা দেখে কখনো ভয় পাওয়া যাবে না। বরং সমস্যা সমাধান করার জন্য ধৈর্য্য সহকারে চেষ্টা করতে হবে। এতে করে অবশ্যই সমস্যার সমাধান করা সম্ভব। মোটকথা জীবনে চলতে গেলে ধৈর্যের কোনো বিকল্প নেই। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।