অনেক সুন্দর একটি বিষয় নিয়ে আজ আপনি আমাদের মাঝে পোস্ট শেয়ার করেছেন।সত্যি জীবনে বেশি চাপ নিতে নেই। বেশী চাপ নিলে কোন কাজি সফল হয় না। আর অতিরিক্ত চাপে মাথার ব্রেন ও মনে ও শরীরে প্রচুর চাপ পরে যা প্রতিটি মানুষের শরীরের জন্য ক্ষতির কারন। তাই অযথা চাপ না নিয়ে যতটুকু সম্ভব বুঝে শুনে অল্প কাজ করা প্রয়োজন। তাতে শরীর আর ব্রেন দুটোই ভালো থাকবে।