আমিও মাঝে মাঝে এভাবে ডিম ভুনা করি আপু। যখন দেখি খুব খিদে পেয়েছে আর খুব কম সময়ে রান্না করতে হবে।তখন ঝটপট করে এভাবে রান্না করে ফেলি। কিন্তু আপনার মন ম্যাগি মসলা দিয়ে খাওয়া হয়নি। আপনার ম্যাগিং মসলার সাথে ডিম ভুনাটি দেখে মনে হচ্ছে রান্নাটি খেতে অনেক স্বাদ লেগেছে। ধন্যবাদ আপু। খুবই সহজ করে ডিম ভুনার রেসিপিটি আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করার জন্য।