দাতঁ থাকতে দাঁতের মর্মতা বুঝা উচিত

in আমার বাংলা ব্লগ4 months ago

আসসালামু আলাইকুম

হ্যালো আমার সকল ভাই-বোনেরা কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।আজ আবারও আপনাদের জন্য আমার কমিউনিটির জন্য নতুন করে একটি ব্লগ নিয়ে আসলাম। আসলে আমাদের সবার শরীরের প্রয়োজনীয় অঙ্গ হলো দাতঁ। আর এই দাঁত এর প্রতি আমাদের সবার যত্ন নিতে হবে। কারন দাঁত আছে বলেই আমরা এই দাঁত দিয়ে মজার মজার খাবার খেতে পারি।আর কোন একটা দাঁত যদি না থাকে তাহলে বোঝা যায় যে, খাবার খেতে কতো কষ্ট হয়।হ্যাঁ ভাবছেন দাঁত নিয়ে কেনো কথা আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো? আরে না, আজ আমি আমাদের জীবনের বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে পোস্ট শেয়র করবো।। আসলে আমরা সবাই দাঁত থাকতে দাঁতের মর্মতা বুঝতে পারি না। আর দাঁত না থাকলে আমরা বুঝতে পারি না দাঁতের কি মর্ম।আমাদের জীবনে চলার পথে কে কোন ভাবে আছি তা কেউ জানি না। হয়তো অনকে আছি খুব ভালো, কেউ মিডিয়াম আবার কেউ বা একদম নিম্ন অবস্থায় আছি।

TH.png

Banner Credit- @mahfuzanila

আমাদের সমাজে আমরা অনেকে আছি যাদের ভালো কিছু সহ্য হয় না। কারও জীবনে ভালো কিছু থাকলেই যেন ভূতে কিলায় হোক আলা সেইটা যেকোন কিছু। হতে পারে কারো জীবনে ভালো চাকুরী, ভালো কোন অবস্থান বা হোক সেইটা সুখ বা টাকা পয়ঁসা। আবার হোক বা বৃদ্ধ মা বাবা।ভালো কিছু দেখলেই যেনো মনে হয় আমাদের মাথা ব্যাথা ধরে। ধরেন আপনার একটি ভালো চাকুরী আছে। আর আপনি আরও একটি ভালো চাকুরীর আশায় সেই চাকুরী ছেড়ে দিলেন। তার ফলে সেই চাকুরী পেলেও সে বুঝতে পারে তার আগের চাকুরীই ভালো ছিল। আবার কেউ কেউ একটি ভালো প্রতিষ্ঠানে ভালো একটি পদে আছেন। কিন্তু সেইটাকে অবহেলা করছেন। ফলে আপনার অবস্থার আরও অবনতি হলো । তার ফলে আপনি বুঝতে পারলেন যে আমার আগের অবস্থানই ভালো ছিল। কেউ বা একটি ভালো হাসবেন্ড অথবা স্ত্রী পেলো কিন্তু তার টাকা নেই বা দেখতে আনস্মার্ট বা সুন্দর না। ফলে আরও ভালো স্ত্রী বা হাসবেন্ড খুঁজে সুখের জন্য চলে গেলো। কিন্তু সব হারিয়ে বুঝতে পারলো যে আমার আগের জীবনই ভালো ছিল।

ধরেন আমরা এই কমিউনিটিতে বর্তমানে যারা কাজ করে ইনকাম করছি তা ভালোই করছি। ইনশাল্লাহ্ আগামীতেও আরও ভালো হবে।কিন্তু আমাদের কারও ভুলের কারনে যদি এই কমিউনিটিতে আর কাজ করা না হয় বা ভাবছি ধুর এইখান থেকে আমি অন্য কোন কমিউনিটেতে গেলে হয়তো আরও ভালো ইনকাম করতে পারবো। কিন্তু গিয়ে দেখতে পেলাম যে আমার আগের কমিউনিটিই ভালো ছিল। কিন্তু আমার আর আগের জায়গায় ফেরার কোন অবস্থান নেই। তাহলেতো আমি আমার নিজের ভালো ইনকামের জায়গাটি নিজেই নষ্ট করলাম।

আবার এমনও আছে দেখা যায় যে, মা বাবার হোটেলে থেকে দিব্যি খাচ্ছি আর টাকা পয়সা নষ্ট করছি কিন্তু একসময় যখন মা বাবা বা টাকা পঁয়সা থাকবে না তখন সেই অভাবটা বুঝতি পারি। কিন্তু তখন বুঝে আর লাভ নেই। আবার দেখা যায় অনেক সন্তান তার বাবা মাকে জীবিত অবস্থায় অনেক অবহেলা বা অযত্ন করে। কিন্তু মা বাবা দুনিয়া থেকে বিদায় নিলে তাদের কথা ভাবে। মনে করে দুনিয়াতে মা বাবা হলো আসল। মা বাবা হচ্ছে মাথার ছায়া।আর এই জিনিস হারিয়ে খঁজলে কি আর পাওয়া যাবে। আসলে প্রতিটা মানুষেরই জীবনের কিছু মূল্যবান জিনিসগুলোকে আগলে রাখতে হবে। থাকতে যদি কেউৃ এই জিনিসটি না বুঝে তাহলে হারিয়ে বুঝে লাভ কি? আর তাইতো আমরা সবাই বলি দাঁত থাকতে কেউ দাঁতের মমতা বুঝিনা।

তাই বলা যায় যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হবে। দাঁত পড়ে গেলে বুঝে কোন লাভ নেই। ঠিক তেমনি জীবনে সকল ভালো কিছু থাকতে সেইটাকে আকরে ধরার চেষ্টা করা। হারিয়ে গেলে পরে খুঁজে আর লাভ নেই। তাই সময়ের কাজ সময় করা আমাদের সবারই উচিত।

পরিশেষে আর কি লিখবো।আশা করি আমরা সবাই আমাদের আশেপাশের মানুষ কে নিয়ে ভালো থাকবো। এতক্ষন আমার এই ব্লগটি মনোযোগ সহকারে পড়ার জন্য সকল কে অনেক ধন্যবাদ।

পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা আমার ইউজার নাম @mahfuzanila আমমি পছন্দ করি ঘোরাঘুরি ও ভ্রমন ছবি আঁকা, বিভি ন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে দারুণ পছন্দ করি। আর বেশী পছন্দ করি মজার রেসিপি করতে,মন খারাপ থাকলে গান শুনতে ও গান গাইতে ঘুরতে যেতে আর সবচেয়ে বেশী ঘুমাতে।

❤️ধন্যবাদ সকলকে।❤️

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 4 months ago 

খুব সুন্দর একটি বিষয় নিয়ে আপনি আমাদের মাঝে পোস্ট শেয়ার করেছেন আপু। মানুষটি কেমনই হয় দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না কিন্তু যখন দাঁত থাকে না তখনই বুঝে। তার ভুল পথে চলার মাসুল তখনই দেয়। যে মা-বাবা তার সন্তানকে অভাব বোঝায় নি সে মা-বাবার সন্তান কখনো মানুষের মত মানুষ হয়ে ওঠে না কারণ তারা তো বোঝেনা অভাব কি জিনিস। আপনার সুন্দর একটি টপিকস নিয়ে আলোচনা করতে দেখে খুবই খুশি হলাম।

 4 months ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

 4 months ago 

এটাই তো মানুষের সব থেকে বড় সমস্যা তারা সময়ে বুঝতে পারে না যে কেমন রয়েছে। যখনই সময়টা পরিবর্তন হয়ে যায় তখনই সে বলতে পারে যে অতীতের সময়টাই হয়তো বা বেশি ভালো ছিল। আর ঠিক সেই সময়ে তার আর কিছু করার মত সুযোগ থাকে না।

 4 months ago 

ধন্যবাদ ভাইয়া সব সময় উৎসাহ মূলক মন্তব্য করার জন্য।

 4 months ago 

আমরা কখনোই নিজেদের অবস্থান নিয়ে সুখী নই আপু। আমাদের সব সময় মনে হয় যে, হয়তো এটা না হয়ে ওটা হলে বেশি ভালো হতো। এটা যে শুধুমাত্র কর্ম ক্ষেত্রে বা চাকরি ক্ষেত্রে হয় তা কিন্তু নয়, আমাদের জীবনের প্রত্যেকটা জায়গাতে এই জিনিসগুলো ঘটে। আসলে আমাদের জীবনে চাহিদার কোন শেষ নেই, আর সেখান থেকেই আমাদের মনে বিভিন্ন কৌতুহল জাগে এবং আমরা ভুল করে ফেলি।

 4 months ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Doller buy sell call 01700817832 doller kinbo 100%
Doller buy

 4 months ago 

আসলে এখন এরকম অনেক মানুষ রয়েছে যারা দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে জানে না। কিন্তু যখন থাকে না তখন এটার জন্য আফসোস করতে থাকে। আর তখন অনেক দেরি হয়ে যায়। বেশিরভাগই এটা বাবা মায়ের ক্ষেত্রে হয়ে থাকে। সন্তানরা নিজের বাবা-মা থাকতে তাদের মূল্যটা বুঝে না। কিন্তু যখন বাবা-মা তাদেরকে ছেড়ে চলে যায় তখনই বুঝতে পারে। আসলে এটা ঠিক সময়ের কাছে সময় করা উচিত। খুব ভালো লেগেছে আপনার লেখা আজকের এই পোস্টটি আমার কাছে।

 4 months ago 

জি আপু আপনাদের উৎসাহ নিয়েই তো লেখার চেষ্টা করি। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 58068.07
ETH 3133.85
USDT 1.00
SBD 2.44