দূর্বিসহ হয়ে পরছে মানব জীবন

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামু আলাইকুম।কেমন আছেন আমার বাংলা ব্লগপরিবারের এপার ওপারের সকল ভাই-বোন? আশা করি সবাই মহান আল্লাহর অশেস কিপায় ভালোই আছেন? আমি আপনাদের সকলের দোওয়ায় বেশ ভালো আছি। তবে চার পাশের যেই অবস্থা দেখছি, সেই কারনে হয়তো কিছুটা আফসেট হয়ে আছি। আর তাই নিয়ে আজ আমার এই ব্লগটি লেখেছি

image.png

বর্তমানে চার পাশের যেই অবস্থা হচ্ছে তাতে করে আমরা সবাই আগামী দিনগুলোতে কিভাবে কাটাতে পারবো তাই নিয়ে অনেক ভাবছি। আমাদের বাংলাদেশে বর্তমানে যেই পরিস্থিতি চলছে তাতে করে আমরা সবাই হিমসিম খেয়ে যাচ্ছি যেমন নিত্যপ্রয়োজনীয় জিনিস গুলোর দিনে দিনে যেই দাম বাড়ছে তাতে খেয়ে পড়ে বেচেঁ থাকাটাই যেন কষ্ট সাধ্য হয়ে পড়েছে। মানুষ কে হিমশিম খেতে হচেছ দ্রব্যমূল্যের এই টানাপোড়নের সময়ে।

image.png

আবার দেখা যাচ্ছে কিছুদিন পর পর বাড়ী ভাড়া, গ্যাস বিল, বিদুৎ বিল যেমন বৃদ্ধি পাচেছ, তেমনি করে বৃদ্ধি পাচেছ পরিবহন ভাড়াও। মানুষ কি করবে? কিভাবেই বা বাচঁবে এটি যেন এখন প্রতিটা মানুষের একটি প্রশ্ন হয়ে দাড়িঁয়েছে।কার কাছে যাবে আর কোথায় গেলেই বা এর সমাধান হবে? এটি যেন প্রতিটি মধ্যবিত্ত ও অসহায় মানুষের হাহাকার। মানুষ আজ কার কাছে চাইবে এত এত প্রশ্নের উত্তর।

image.png

আবার তার মধ্যে দেখা যাচ্ছে যে,চার পাশের অশান্তির সৃষ্টি হয়েছে। যা মানুষের জীবন কে দূর্বিসহ করে তুলছে। এই তো গতকাল একটু ডাক্তার দেখাতে বেড় হয়েছিলাম। অবশ্য সারাদিনই সারাদিনই শুনতে পেয়েছি শহরের জায়গায় জায়গায় গন্ডোগল চলছে। আর এই জন্যই সন্ধ্যায় বের হলাম। কিন্তু বের হয়েও যেন শান্তি পেলাম না। চোখের সামনে একটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে। অবশ্য বাসটি ছিল খালি। ভাগ্য ভালো যে বাসটিতে কোন মানুষ ছিল না। যার কারনে কোন হতাহত হয়নি। আর তাই দেখে আমি আর ডাক্তারের কাছে যাইনি।বাসায় চলে আসলাম। তখন দেখলাম রাস্তার মানুষগুলোও যে যার মত তাড়াহুড়া করে বাসার দিকে যাচেছ। আবার আসে পাশের দোকান গুলোও বন্ধ করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে চারদিক একটি আতংক বিরাজ করছে।

image.png

যাই হোক আজ সকালে যখন বাহিরে গেলাম তখন দেখলাম যে রাস্তায় গাড়ি খুবই কম। আমি সেই খালি রাস্তার কিছু ফটোগ্রাফি করে নিলাম। সেই সাথে গত রাতে পুড়িয়ে দেওয়া সেই গাড়িটির ও একটি ফটোগ্রাফি করে নিলাম। কি যে হবে আমাদের সেই চিন্তাই করছি। এতে করে আরও বেড়ে যাবে দ্রব্যমূল্য। মানুষ হয়ে পড়বে আরও অসহায়। সব মিলিয়ে আমরা আসলেই একটি খারাপ অবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি।

তাই আসুন আমরা সবাই সবার জন্য দােওয়া করি। যেন আগামীর দিনগুলো আমাদের সবার সুন্দর কাটে। আর সকলের জন্য শুভকামনা করে আজ এখানেই আমার ব্লগটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন

পোস্টের বিবরন
বিষয়জেনারেল
ডিভাইসOPP-A16
ফটোগ্রাফার@mahfuzanila
ভৌগলিক অবস্থানখিলঁগাও, ঢাকা, বাংলাদেশ

ধন্যবাদ সকলকে

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 11 months ago 

সত্যিই কিন্তু দেশের অবস্থা অনেক খারাপ যাচ্ছে। এখন তো এক কেজি আলু কিনতে হচেছ ৬০ টাকায়। আর আজকাল চারপাশের যে অবস্থা তাতে তো বাহিরে বাহির হওয়ার কোন উপায় দেখছি না। খুব কষ্ট করে আজ অফিসে যেতে হয়েছে। বেশ ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 11 months ago 

আপনাকেও্র অনেক ধন্যবাদ আপু। হ্যাঁ আপু আপনি ঠিক বলেছেন পেয়াজ ও আলুর দাম একে একে বেরেই চলেছে। এ থেকে আমরা কবে মুক্তি পাব জানিনা।

 11 months ago 

আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগল আপু। আসলে আপু বর্তমান দেশের যে পরিস্থিতি খেয়ে পড়ে বেঁচে থাকাই অনেক কষ্টের। তারপর আবার মাঝে মাঝে সংঘাত লেগেই আছে। আসলে বাইরে বের হওয়া সবারই জন্য কঠিন হয়ে পড়েছে। ধন্যবাদ আপু শিক্ষা মূলক একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 11 months ago 

আপনাকেও অনেক ধন্যবাদ আপু সুন্দর করে একটি মন্তব্য করেছেন।

 11 months ago 

বর্তমানে যে পরিস্থিতি সামনে সংসদ নির্বাচন দেখে কি যে পরিস্থিতি হবে। কিছুই ভেবে পাচ্ছিনা। সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে এবং পুলিশকে যেভাবে হত্যা করা হচ্ছে। সত্যি আমার কষ্ট লাগছে। মায়া লাগছে। তারাও তো আমাদের মত মানুষ। তাদের তো ফ্যামিলি আছে।আমাদের মত।একটা পুলিশকে যেভাবে মারা হচ্ছিল ২০ মিনিট ধরে মেরে যাচ্ছিল এবং একটি বাস মালিক তার তো কোন দোষ নাই। সে কোন দলই করে না এবং বাসটি পুড়িয়ে দিচ্ছে। কি কান্নাকাটি না করছিল। জানিনা সামনের দিনগুলোতে কি অবস্থা হবে। আমাদের এই দেশে

 11 months ago 

অসংক্ষ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর করে গুয়িয়ে একটি কমেন্ট করার জন্য। আপনি ঠিক কথা বলেছেন ভাইয়া। এখন অনেক নিরদলীয় মানুষ ও অসহায় মানুষগুলোই বিপদে পড়বে।

 11 months ago 

আজ ভোটকে কেন্দ্র করে সারাদেশের অবস্থা এতটাই খারাপ পর্যায়ে চলে যাচ্ছে যা অকল্পনীয়। আর এই হয়রানির শিকার হচ্ছে আমাদের মত জনসাধারণ যেখানে রাস্তায় নেমে এসেছে হরতাল অবরোধ জ্বালাপোড়া। কিছু করার নেই যদি এই সহিংস্রতার নির্মূল না করা যায় তাহলে এভাবেই দেশের ক্ষতি হতে থাকবে।

 11 months ago 

হ্যাঁ ভাইয়া আপনি ঠিক কলেছেন। ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর করে একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 64050.44
ETH 2502.78
USDT 1.00
SBD 2.65